
03/04/2025
Transfer market- ফেসবুক পেজ তাদের ফলোয়ারের সংখ্যার ওপর তথা পোস্ট রিয়াক্টের ওপর ভিত্তি করে ফলোয়ার্স কাপ আয়োজন করছে। যদিও এর রাউন্ড অফ-১৬ চলছে। বাংলাদেশের ছেলেপেলে ফুটবল নিয়ে ভালোই অ্যাকটিভ। নেপালের সাথে প্রায় একতরফাভাবে জিতেই রাউন্ড অফ-১৬ এ আসছে ।
এখন আমাদের প্রতিপক্ষ হলো ব্রাজিল। এদেশের ব্রাজিল সমর্থকরা এখন মধুর সমস্যায় পরে যাবে। তবে আমাদের কাছে দেশ আগে। আর তাছাড়া ও এটা জাস্ট ফলোয়ার্স কাপ। সো আমাদের দেশকে জেতাতে আপনারা রাউন্ড অফ-১৬ সহ সামনের সকল স্টেজ ভোট দিবেন আশাকরি।
এই ফুটবল পাগল জাতির পাগলামি আরো ভালো করে জানুক বিশ্ব। ওরা ওদের পেজে পোস্ট দিলে পোস্ট অনুযায়ী রিয়াক্ট দিলেই আপনার কাজ শেষ। যারা এখনো ভোট দেন নাই তার কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে ভোট দিয়ে আসেন।🙏♥️🫵
🇧🇩