GEN-Z

GEN-Z Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GEN-Z, Social Media Agency, TSC, DHAKA UNIVERSITY, Dhaka.

In the heart of Bangladesh’s recent student movements, where youth have risen to demand change, justice, and a better future, Gen-Z dives deep into the stories, struggles, and dreams of this empowered generation.

Shout out to my newest followers! Excited to have you onboard!Shohel Arman, Meherun Nessa Moni, Abdul Aziz
27/08/2025

Shout out to my newest followers! Excited to have you onboard!

Shohel Arman, Meherun Nessa Moni, Abdul Aziz

ভারত আজ থেকে বাংলাদেশিদের ভিসা দিচ্ছে! (কিন্তু wait—শুধুমাত্র জরুরি ও মেডিকেল ক্ষেত্রেই!)বন্ধুরা, আপনি হয়তো চমকে উঠেছেন—...
24/08/2025

ভারত আজ থেকে বাংলাদেশিদের ভিসা দিচ্ছে! (কিন্তু wait—শুধুমাত্র জরুরি ও মেডিকেল ক্ষেত্রেই!)

বন্ধুরা, আপনি হয়তো চমকে উঠেছেন—“ভারত ভিসা দিচ্ছে!” শুনে তো মনে হতে পারে, সব ভিসা শুরু হয়ে গেছে। কিন্তু সুখবর না, বিষ খায় হঠাৎ সুখের!

বর্তমানে, ভারত হচ্ছে অতি “রাজনীতিময়”—এখানে ভিসা প্রক্রিয়া চলছে খুবই সীমিত।
শুধুমাত্র জরুরী ও চিকিৎসা‑সংশ্লিষ্ট ভিসা ছাড়া, অন্য কোনো প্রকার ভিসা নেওয়ার সুযোগ নেই! এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়  ।

আর আপনি জানতেন? ২০২৫ সালের মার্চ পর্যন্ত দিনে ৫০০০–৭০০০ চিকিৎসা ভিসার বিপরীতে এখন সংখ্যা হু হু করে কমে গিয়ে মাত্র কয়েকটা (হয়তো কয়েক’শ)—একেবারে খাটো! 

কলকাতার হাসপাতালগুলোও বিপর্যয়ে—বাংলাদেশি রোগীর সংখ্যা কমে হয়েছে মাত্র ১০% আগের মতো। তবে কিছু হাসপাতালে ধীরে ধীরে ঘুরে আসছে রোগী—মণিপাল, ডেসুন, রুবি জেনারেল এদের মাধ্যমে। লম্বা অপেক্ষার পর কিছুটা স্বস্তির বাতাস বইছে
•সাধারণ, ট্যুরিস্ট, বিজনেস ইত্যাদি ভিসা এই মুহূর্তে বন্ধ।

#ভারত-ভিসা #বাংলাদেশ #চিকিৎসা-ভিসা #ভারত-বাংলাদেশ
゚viralfbreelsfypシ゚viral ゚viralシfypシ゚viralシ Highlights 𝑭𝒐𝒍𝒍𝒐𝒘𝒆𝒓𝒔. কে য়া Sarathi DeyTã Ñ Hã Munni Datta 𝑺𝒖𝒎𝒂𝒊𝒚𝒂’𝒔 𝑺𝒊𝒍𝒆𝒏𝒕 𝑺𝒐𝒖𝒍GEN-ZEveryone is Included-All People, All Places, All Ways

🌊 পানি = জীবন, কিন্তু বিশুদ্ধ পানি = সুস্থ জীবন! 🌊💧 মানব শরীরে পানির ভূমিকা: • আমাদের শরীরের প্রায় ৭০% অংশ পানি দিয়ে তৈর...
24/08/2025

🌊 পানি = জীবন, কিন্তু বিশুদ্ধ পানি = সুস্থ জীবন! 🌊

💧 মানব শরীরে পানির ভূমিকা:
• আমাদের শরীরের প্রায় ৭০% অংশ পানি দিয়ে তৈরি।
• প্রতিদিন কমপক্ষে ২–৩ লিটার বিশুদ্ধ পানি খাওয়া দরকার।
• পানি শরীরের টক্সিন বের করে দেয়, রক্ত সঞ্চালন ঠিক রাখে আর ত্বককে রাখে সতেজ।

😂 মজার তুলনা:
• পানি ছাড়া মানুষ = মোবাইল ছাড়া চার্জার
• বিশুদ্ধ পানি ছাড়া মানুষ = ইঞ্জিন ছাড়া গাড়ি
• বেশি কোলা/সফটড্রিংক খাওয়া = গাড়িতে ডিজেলের বদলে কেরোসিন ঢালা 😅

🚱 দূষিত পানির ক্ষতি:
• ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিসের মতো রোগ হয়।
• বিশ্বে প্রতি বছর প্রায় ২০ লাখ মানুষ দূষিত পানি খেয়ে অসুস্থ হয়ে মারা যায়।
• WHO বলছে, নিরাপদ পানি ব্যবহার করলে এসব রোগের ৫০% কমানো সম্ভব।

✅ সচেতনতা টিপস:
1. সবসময় ফুটানো বা ফিল্টার করা পানি খান।
2. বাইরে গেলে বোতলজাত পানি বেছে নিন।
3. ট্যাংক/রিজার্ভার নিয়মিত পরিষ্কার করুন।
4. ছোটদের কোলা নয়, পানি খাওয়ার অভ্যাস করান
#পানিইজীবন


#বিশুদ্ধপানি






#পানিসচেতনতা




゚viralfbreelsfypシ゚viral ゚viralシfypシ゚viralシ Highlights 𝑭𝒐𝒍𝒍𝒐𝒘𝒆𝒓𝒔. MD Shamiur Rahmanকে য়া Shopna's Life & Cooking Sarathi Dey Everyone is Included-All People, All Places, All WaysGEN-Z

“বেতনও যদি ইচ্ছেমতো হতো…”💼 ব্যাংকার:প্রতিদিন টেনশনের সুদে বেতন দ্বিগুণ হওয়া উচিত।👨‍⚕️ ডাক্তার:রোগী সুস্থ হলে ফি, আর রোগী...
23/08/2025

“বেতনও যদি ইচ্ছেমতো হতো…”

💼 ব্যাংকার:
প্রতিদিন টেনশনের সুদে বেতন দ্বিগুণ হওয়া উচিত।

👨‍⚕️ ডাক্তার:
রোগী সুস্থ হলে ফি, আর রোগী না মানলে মানসিক ক্ষতিপূরণসহ ডাবল ফি।

👩‍🏫 শিক্ষক:
প্রতি “স্যার, স্যার” ডাকার জন্য আলাদা ভাতা।

👨‍💻 আইটি এক্সপার্ট:
প্রতি বার “কম্পিউটার হ্যাং” বললে বেতন ৫০০ টাকা করে বাড়া উচিত।

🚖 রিকশাওয়ালা/ড্রাইভার:
প্রতি ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করার জন্য টাইম-ভাতা।

📰 সাংবাদিক:
প্রতিদিন সত্য লুকিয়ে না লিখে পারলে বোনাস বেতন।

👨‍🍳 রাঁধুনি:
ঝাল মাপ ঠিক হলে ফুল বেতন, ঝাল কম/বেশি হলে হাফ বেতন।

🎤 গায়ক:
শ্রোতারা তালি দিলে বেতন, শিস দিলে জরিমানা কাটা।

👶 গৃহিণী / মায়েরা:
২৪ ঘণ্টা ডিউটি—তাদের বেতন হওয়া উচিত প্রধানমন্ত্রীর থেকেও বেশি!



👉 আপনার মনে হয় আপনার বেতন কেমন হওয়া উচিত? কমেন্টে লিখুন! 😍


゚viralfbreelsfypシ゚viral ゚viralシfypシ゚viralシ Everyone is Included-All People, All Places, All Ways MD Shamiur Rahman𝑭𝒐𝒍𝒍𝒐𝒘𝒆𝒓𝒔. Hafsa Hasan Ishrat Jahan Hasibul Islam Hridoy GEN-Z

23/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

🌙 বেশি না কম ঘুম — কোনটা আসলে ভালো? 😴ঘুম নিয়ে মানুষের কনফিউশন অফুরন্ত। কেউ ভাবে “কম ঘুম দিলে টাইম বাঁচে”, আবার কেউ ভাবে ...
23/08/2025

🌙 বেশি না কম ঘুম — কোনটা আসলে ভালো? 😴

ঘুম নিয়ে মানুষের কনফিউশন অফুরন্ত। কেউ ভাবে “কম ঘুম দিলে টাইম বাঁচে”, আবার কেউ ভাবে “বেশি ঘুম দিলে শরীর রিচার্জ হয়”। কিন্তু আসল সত্যিটা হলো — দুটোই ক্ষতিকর!

👉 কম ঘুম (Under Sleeping)
• মনোযোগ কমে যায় 🧠
• মুড খারাপ হয় 😡
• ইমিউন সিস্টেম দুর্বল হয় 🤒
• হার্ট অ্যাটাক/ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে

👉 বেশি ঘুম (Over Sleeping)
• সারাদিন ক্লান্ত লাগে 🥱
• মাথাব্যথা/মাইগ্রেন হতে পারে 🤯
• ওজন বেড়ে যায় ⚖️
• ডিপ্রেশনের ঝুঁকি বাড়ে 🖤

✔️ বিজ্ঞানীরা বলেন, প্রতিদিন ৭–৮ ঘণ্টা মানসম্মত ঘুম হলো গোল্ডেন রুল। এটা না বেশি, না কম — বরং শরীর-মন দুটোর জন্য পারফেক্ট ব্যালান্স।

💡 মনে রাখবে:
“ঘুম হলো ফ্রি মেডিসিন। ঠিকমতো নিলে ওষুধ লাগে না, আর বেশি/কম নিলে ডাক্তারের কাছে ছুটতে হয়।”

#ঘুম #বেশিঘুম #কমঘুম #নিদ্রা #স্লিপসাইকেল #হেলদিলাইফস্টাইল #মানসিকস্বাস্থ্য #ইমিউনসিস্টেম #স্লিপডিসঅর্ডার #শরীরওমন

゚viralfbreelsfypシ゚viral
GEN-Z

22/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

☕ “চায়ের জন্য চাপা!” 😄চা আমাদের সকাল, আড্ডা আর অফিসের প্রাণ! কিন্তু জানেন কি, বেশি চা খেলে শুধু “জাগ্রত” না, আরও কিছু VI...
13/08/2025

☕ “চায়ের জন্য চাপা!” 😄

চা আমাদের সকাল, আড্ডা আর অফিসের প্রাণ! কিন্তু জানেন কি, বেশি চা খেলে শুধু “জাগ্রত” না, আরও কিছু VIP সমস্যা আপনার জীবনে হাজির হতে পারে!

📜 বৈজ্ঞানিক (আর কিছুটা মজার) তালিকা:
1️⃣ ঘুমের সাথে বিচ্ছেদ – বেশি ক্যাফেইন মানে রাত ২টায় ছাদের ফ্যান গুনতে গুনতে কবিতা লেখা।
2️⃣ পেটের বিক্ষোভ – বেশি চা মানে অ্যাসিডিটি আর গ্যাসের মেলা; যেন পেটে ছোটখাটো আতশবাজি উৎসব।
3️⃣ দাঁতের রঙের আপগ্রেড – সাদা থেকে হলুদে প্রোমোশন, একদম ফ্রি! 😁
4️⃣ হার্টের এক্সট্রা বিট – ক্যাফেইন বেশি হলে হার্টও DJ হয়ে যায় – ধুকপুক মিক্স ভার্সন।
5️⃣ ডিপেনডেন্সি ড্রামা – একদিন চা না পেলে মাথা ব্যথা, রাগ আর মন খারাপ – একেবারে ব্রেকআপ সিন।

💡 মজার উপদেশ:
দিনে ২-৩ কাপ যথেষ্ট, নইলে চা থেকে “চাপ” হয়ে যাবে!


゚ ゚viralfbreelsfypシ゚viral

🛑 “শোনা কথায়” বিশ্বাস করবেন না! – নাহলে আপনার খবর হয়ে যেতে পারে !!!!!!!আপনি জানেন কি❓🔹 মানুষের মগজ গড়ে ৩ সেকেন্ডেই রি...
11/08/2025

🛑 “শোনা কথায়” বিশ্বাস করবেন না! – নাহলে আপনার খবর হয়ে যেতে পারে !!!!!!!

আপনি জানেন কি❓
🔹 মানুষের মগজ গড়ে ৩ সেকেন্ডেই রিউমার বা শোনা কথা বিশ্বাস করতে শুরু করে – যদি সেটা ড্রামাটিক হয়।
🔹 গুজব ছড়ানোর সময় প্রায় ৭০% তথ্য বদলে যায়—যেমন, গলির মাথায় বিড়াল হারানোর খবর শেষে হয়ে যায় বাঘের আক্রমণ!
🔹 একবার বিশ্বাস করলে, পরে সত্য প্রমাণ পেলেও অনেকে ভুল স্বীকার করতে চায় না – একে বলে Confirmation Bias।

🎭 বাস্তব কাহিনি:
রুবেল ভাই শুনলেন, অফিসে নাকি নতুন বস আসছে খুব রাগী স্বভাবের। খবরটা এত ছড়াল যে বস আসার আগেই সবাই চুপচাপ হয়ে গেল। পরে দেখা গেল, বস আসলে শান্ত-স্বভাবের একজন— এমনকি প্রথম দিনেই সবাইকে চা খাওয়ালেন!

💡 শিখুন:
📌 খবরের উৎস যাচাই করুন – “কে বলেছে” এর চেয়ে “কোথা থেকে এসেছে” বেশি জরুরি।
📌 অন্তত ২-৩টা নির্ভরযোগ্য সোর্স মিলিয়ে নিন।
📌 ইমোশনাল বা চমকপ্রদ খবরের ক্ষেত্রে বেশি সতর্ক থাকুন।
📌 শোনা কথা শেয়ার করার আগে নিজেকে প্রশ্ন করুন – “আমি কি নিশ্চিত?”

🚫 না করলে কী হবে?
– অযথা দুশ্চিন্তা
– ভুল তথ্য ছড়িয়ে সম্পর্ক নষ্ট
– নিজেই মিথ্যার শিকার হওয়া

📢 মনে রাখবেন:
👉 শোনা কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মানে এক ক্লিকে গুজব ভাইরাস ছড়ানো।
👉 সত্য যাচাই করে তারপরই বলুন – নইলে আপনি হতে পারেন পরের গুজবের প্রধান চরিত্র!

#শোনা_কথা #গুজব_থেকে_সাবধান #গসিপ_স্টপ


゚viralfbreelsfypシ゚viral


GEN-Z

🚦 “ওই যে এক মিনিট বাঁচাতে গিয়ে… পুরো জীবনটাই গেল!”একদিন সকালে অফিসে যাওয়ার পথে রফিক ভাই রিকশায় চড়লেন। রিকশা গলিপথে জোরে ...
11/08/2025

🚦 “ওই যে এক মিনিট বাঁচাতে গিয়ে… পুরো জীবনটাই গেল!”

একদিন সকালে অফিসে যাওয়ার পথে রফিক ভাই রিকশায় চড়লেন। রিকশা গলিপথে জোরে চলছিল, হঠাৎ তিনি দেখলেন, দোকানের সামনে বন্ধুরা আড্ডা দিচ্ছে। তিনি ভাবলেন, “চল নামি, আড্ডা দিয়ে আবার অফিস!”
রিকশা পুরো থামেনি — লাফিয়ে নামলেন, পা স্লিপ… তারপর?
📍 ফলাফল: ডান হাত ভেঙে হাসপাতালে ৩ সপ্তাহ, অফিসে ‘হিরো’ নয়, ‘হাসপাতাল চ্যাম্পিয়ন’ উপাধি!



🔍 বাংলাদেশে বাস্তব চিত্র
• ঢাকায় বছরে প্রায় ৭০০+ পথচারী দুর্ঘটনায় মারা যান (BRTA রিপোর্ট)।
• এর মধ্যে উল্লেখযোগ্য অংশ চলন্ত গাড়ি থেকে ওঠা-নামার সময় ঘটে।
• বাস, রিকশা, প্রাইভেট কার, এমনকি ট্রেন—সবক্ষেত্রেই ঝুঁকি একই।



🚫 কেন বিপদ বাড়ে

1️⃣ গতি + ভারসাম্য = বিপর্যয় — গাড়ি চলতে থাকলে আপনার শরীরের গতি মেলে না, ফলে পড়ে যাওয়ার ঝুঁকি ৮০% বেশি।
2️⃣ পিছনের গাড়ি/ট্রেন — আপনি নেমে বাঁচলেও পেছনের যান আপনার জন্য থামতে নাও পারে।
3️⃣ অপ্রস্তুত ড্রাইভার — হঠাৎ ওঠা-নামা ড্রাইভারকে বিভ্রান্ত করে, যা অন্য যাত্রীদেরও বিপদে ফেলে।



💡 সঠিক অভ্যাস
• পুরো থামা ছাড়া উঠবেন/নামবেন না।
• নির্ধারিত বাসস্টপ বা প্ল্যাটফর্ম ব্যবহার করুন।
• রিকশা বা সিএনজির ক্ষেত্রেও সম্পূর্ণ থামতে বলুন।
• ট্রেনের দরজা বন্ধ থাকলে জোর করে উঠবেন না।



📢 মরাল অব দ্য স্টোরি

“১ মিনিটের ধৈর্য আপনাকে ১০ বছর বেশি বাঁচাতে পারে।”



📊 তথ্যসূত্র: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) – “Road Safety in South Asia” রিপোর্ট।


゚viralfbreelsfypシ゚viral





GEN-Z

🛋️ আমি কেন অলস – কাড়া-ঝাড়া কারণসমূহ1️⃣ বিছানা আমার বেস্ট ফ্রেন্ড 🛏️– ও আমাকে কখনও জাজ করে না, শুধু জড়িয়ে ধরে রাখে।2️⃣ ওয়...
10/08/2025

🛋️ আমি কেন অলস – কাড়া-ঝাড়া কারণসমূহ

1️⃣ বিছানা আমার বেস্ট ফ্রেন্ড 🛏️
– ও আমাকে কখনও জাজ করে না, শুধু জড়িয়ে ধরে রাখে।

2️⃣ ওয়াকিং? নাহ, টকিং! 🚶‍♂️
– হেঁটে গেলে ক্যালোরি খরচ হয়, কথা বললে শুধু বাতাস খরচ হয় — আমি সেভিংস পছন্দ করি।

3️⃣ মাল্টিটাস্কিং এক্সপার্ট 🎬
– একসাথে ঘুমানো + খাওয়া + ইউটিউব দেখা — এটাকেই বলে প্রোডাক্টিভিটি!

4️⃣ কালকে আছে তো! ⏳
– আজ করার কাজ কাল করলে কেমন লাগে? অসাধারণ! (যতক্ষণ না বস ধাওয়া দেয়)

5️⃣ ফিটনেস গোল = রিমোটে হাত পৌঁছানো 📺
– জিমে গিয়ে ২০ কেজি তুলব কেন, যখন টিভির রিমোট তুলেই আমি খুশি?



📢 উপসংহার:
আমি অলস নই… আমি “এনার্জি ম্যানেজমেন্ট কনসালট্যান্ট”।
প্রকৃতির নিয়ম মেনে আমি শুধু নিজেকে চার্জ করে রাখি। 🔋

#আমি_অলস #ঘুমেররাজা #খাবারপ্রেমী

📢 কখনো ‘Thanks’ দিবেন না – নইলে ক্যারিয়ার খতম! 😜1️⃣ বস বললো – ‘এই প্রোজেক্টটা খুব কঠিন’ – সাথে সাথে “Thanks” দিলে বস ভা...
09/08/2025

📢 কখনো ‘Thanks’ দিবেন না – নইলে ক্যারিয়ার খতম! 😜

1️⃣ বস বললো – ‘এই প্রোজেক্টটা খুব কঠিন’ – সাথে সাথে “Thanks” দিলে বস ভাববে, আপনি চ্যালেঞ্জ ভালোবাসেন, আরেকটা প্রোজেক্ট হাতে ধরিয়ে দেবে। 📂🔥

2️⃣ কলিগ বললো – ‘তোর লাঞ্চটা দেখতে সুন্দর’ – “Thanks” দিলে অর্ধেক লাঞ্চ তার পেটে যাবে। 🍛

3️⃣ HR বললো – ‘তোমার ফাইলটা আবার রিভিউতে গেছে’ – “Thanks” দিলে সরাসরি পারফরম্যান্স ইভ্যালুয়েশন ফর্মে চলে যাবে! 📄😬

4️⃣ অ্যাকাউন্টস বললো – ‘সেলারি দিতে দেরি হবে’ – “Thanks” দিলে বোনাসও বাতিল হয়ে যাবে। 💸

5️⃣ IT টিম বললো – ‘সিস্টেম আপডেট হবে, লগইন করতে পারবে না’ – “Thanks” দিলে সার্ভার তিন দিন অফলাইন! 💻🛑



😂 সব জায়গায় ‘Thanks’ নয় – কখনও কখনও শুধু চুপ করে হাসলেই সেফ!

GEN-Z
゚viralfbreelsfypシ゚viral

Address

TSC, DHAKA UNIVERSITY
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when GEN-Z posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share