Polly Television PTV

  • Home
  • Polly Television PTV

Polly Television PTV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Polly Television PTV, Media/News Company, Bangladesh, .

কে এই কুতুবউদ্দিন! সে কখনও জাতীয় পার্টি, কখনও আঃ লীগ, আবার কখনও বিএনপি নেতা পরিচয় দেয়।তার বিরুদ্ধে মানবপাচারের মামলা অভি...
10/09/2024

কে এই কুতুবউদ্দিন! সে কখনও জাতীয় পার্টি, কখনও আঃ লীগ, আবার কখনও বিএনপি নেতা পরিচয় দেয়।
তার বিরুদ্ধে মানবপাচারের মামলা অভিযোগ রয়েছে।
অন্যের প্রতিষ্ঠিত স্কুল দখলের পায়তারা চলছে।
সবাই সাবধান থাকবেন। কেউ এই বহুরুপী কুতুবউদ্দিনদের ফাঁদে পা দিবেন না।

আজ মুলাদী উপজেলা পরিষদের নির্বাচন। বিতর্কিত ঘটনায় কোনঠাসা হয়ে পরেছে দোয়াত কলমবরিশাল প্রতিনিধিঃমুলাদী উপজেলা পরিষদ নির্বা...
21/05/2024

আজ মুলাদী উপজেলা পরিষদের নির্বাচন। বিতর্কিত ঘটনায় কোনঠাসা হয়ে পরেছে দোয়াত কলম
বরিশাল প্রতিনিধিঃ
মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী যুব লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দিন খসরু। প্রার্থী হিসেবে নতুন হলেও প্রচারনায় কিছুটা সারা জাগিয়েছিলেন কিন্তু কয়েকটি বিতর্কিত ঘটনায় ধীরে ধীরে জনগনের কাছে কোনঠাসা হয়ে পরেছে দোয়াত কলম প্রতীক।
এর মধ্যে দোয়াত কলমের একজন সমর্থক ঢাকায় অগ্রনী ব্যাংকে কর্মরত সুমন মাহমুদ একজনকে ফেইসবুকে লিখেছেন দোয়াত কলম ৩৩০০০ হাজার ভোট পেয়ে হয়ে গেছেন। আরেকজন সমর্থক নিজ ফেইসবুক আইডিতে লিখেছেন উত্তর এলাকার লোকজন দোয়াত কলমে ভোট না দিলে লঞ্চ থেকে নামতে দেয়া হবে না। এ ছাড়াও প্রার্থী নিজে টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে বিতর্কিত হয়েছেন। শুধু তাই নয় সম্প্রতি আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের উপর বেশ কয়েকটি জায়গায় হামলা চালানোর ঘটনায় এখন কোন ঠাসা দোয়াত কলম। ইতিপুর্বে বিলুপ্ত সংগঠন মুলাদী উপজেলা উত্তর পঞ্চ ইউনিয়ন উন্নয়ন পরিষদের সমর্থন নিতে গিয়ে কঠোর সমালোচনার মুখে পরেন দোয়াত কলমের প্রার্থী মোঃ জহির উদ্দিন খসরু।
সব মিলিয়ে আনারসের প্রার্থীর পক্ষের পাল্লা এখন অনেক ভারী।

এরাই বরিশাল জেলার মুলাদী উপজেলার পঞ্চ ইউনিয়ন নামের সংগঠনটিকে ভোটের বাজারে বিক্রি করে ফায়দা লুটছে। বিগত ৬ বছরে একটি সাংগঠ...
10/05/2024

এরাই বরিশাল জেলার মুলাদী উপজেলার পঞ্চ ইউনিয়ন নামের সংগঠনটিকে ভোটের বাজারে বিক্রি করে ফায়দা লুটছে। বিগত ৬ বছরে একটি সাংগঠনিক মিটিং না করতে পারলেও মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শুরু করছে ভোট বানিজ্য। বিলুপ্ত প্রায় সংগঠনটি কোন গঠনতন্ত্র না মেনেই বির্তকিত কিছু লোকহনকে দিয়ে একটি আহবায়ক কমিটি গঠন করে একজন প্রার্থীকে সার্পোট দিয়েছে।
বিএনপি নীতিগত ভাবে উপজেলা পরিষদ নির্বাচনে না গেলেও মুলাদী উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য মোঃ ফারুক হোসেন মোল্লার নেতৃত্বেই চলছে নির্বাচনী প্রচারনা। এই ফারুক মোল্লা বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য।
বিলুপ্ত প্রায় সংগঠন মুলাদী উপজেলা পঞ্চ ইউনিয়ন উন্নয়ন পরিষদের অসাংগঠনিক কার্যক্রমে অনেকেই ইতিমধ্যে কোন ঠাসা হয়ে পড়েছেন। অনেকের ইমেজ ক্ষুন্নের অবস্থাও হয়েছে।

কাচঁপুর হাইওয়ে থানার টি আই নাঈমের বেপরোয়া আচরন। মানছে না কোন আইননিজস্ব প্রতিবেদকঃটি আই নাঈম। হাইওয়ে পুলিশের নারায়ণগঞ্জ স...
11/04/2024

কাচঁপুর হাইওয়ে থানার টি আই নাঈমের বেপরোয়া আচরন। মানছে না কোন আইন
নিজস্ব প্রতিবেদকঃ
টি আই নাঈম। হাইওয়ে পুলিশের নারায়ণগঞ্জ সার্কেলের কাচঁপুর হাইওয়ে থানার টি আই হিসেবে কর্মরত। যোগদানের পর থেকেই পরিবহন মালিক ও শ্রমিকদের জিম্মি করে নানা কৌশলে আদায় করে নিচ্ছে মোটা অংকের টাকা। অবৈধ পরিবহন চলার সুযোগ করে দিয়ে নিচ্ছেন মাসোহারা। ব্যাটারিচালিত অটোরিকশার মালিক ও চালকদের হাইওয়ে চলার সুযোগ করে দিয়েও নিচ্ছেন চুক্তিভিত্তিক টাকা। সে ওসি বা সিনিয়র কোন কর্মকর্তার নির্দেশনাও মানছে না। দাম্বিকতা করে বলে বেড়ায় স্বয়ং আইজিও আমাকে কিছু করতে পারবে না কারন সব আমি ম্যানেজ করি টাকা দিয়ে।
কোন গণমাধ্যমকর্মীরা সংবাদের তথ্যের জন্য তার কাছে গেলে তাদের সাথেও সে খারাপ আচরন করে।
একটি সুত্রমতে জানা যায়, গত ৭ এপ্রিল কাচঁপুর ব্রীজ এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন লোক মারা যায়। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে টি আই নাঈম আবুল নামে স্থানীয় এক সাংবাদিকের সাথে তথ্য না দিয়ে খারাপ আচরন করে। ঐ সময় সহকর্মী দৈনিক ঘোষণার বিশেষ প্রতিনিধি মোঃ রেজাউল ইসলাম বিষয়টি জানতে চাইলে তার সাথেও খারাপ আচরন করে এবং পত্রিকা সম্পর্কে কটুক্তি করে। টি আই নাইম বলে বড় বড় সাংবাদিকদের টাকা দিয়ে ম্যানেজ করে আমি সব সময় চলি। আপনারা কি করতে পারবেন আমার। এ সময় কাচঁপুর হাইওয়ে থানার ওসি টি আই নাঈমকে সংযত হয়ে কথা বলতে বললেও সে থামেনি। বরং সাংবাদিকদের সাথে ঝগড়া করেই চলছে।
এ বিষয় সাংবাদিক রেজাউল ইসলাম বলেন, ঘটনাটি এডিশনাল ডিআইজিকে অবহিত করা হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন। টি আই নাঈমের ঘুষ বানিজ্যসহ নানা অপকর্মের অনুসন্ধান চলমান। ধারাবাহিকভাবে তা প্রকাশ করা হবে।

19/01/2024

গ্যাস নাই- গ্যাস নাই- চুলায় গ্যাস নাই

19/01/2024

শুভেচ্ছার বন্যা বইছে!

12/01/2024

এত দিন তারা তালা ভাংলো না কেন?

যাদের সাথে জনগনের সম্পৃক্ততা নাই, তারা কেমনে হেভিওয়েট?
10/01/2024

যাদের সাথে জনগনের সম্পৃক্ততা নাই, তারা কেমনে হেভিওয়েট?

লোকজন নাই ভোট কেন্দ্রে।
07/01/2024

লোকজন নাই ভোট কেন্দ্রে।

07/01/2024

ভোটার শুন্য।

07/01/2024

ভোটার নাই।

আমার এলাকায় তোমার কি কাজ----------- আলহাজ্ব সাঈদ খোকন
29/11/2023

আমার এলাকায় তোমার কি কাজ
----------- আলহাজ্ব সাঈদ খোকন

Address

Bangladesh

1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Polly Television PTV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share