মনের জানালা

মনের জানালা মনের খোলা আকাশে যা হবে উদয়
তোমাকে জানাতেই আমার এই প্রচেষ্টা

বিসমিল্লাহসুরা তাওবার আলোকে গা/যা ও আমরা—গা/যা/য় চলছে ভয়াবহতম গণহত্যা। সুরা তাওবার আলোকে আমাদের অবস্থা যাচাই করে নিতে পা...
06/04/2025

বিসমিল্লাহ
সুরা তাওবার আলোকে গা/যা ও আমরা

গা/যা/য় চলছে ভয়াবহতম গণহত্যা। সুরা তাওবার আলোকে আমাদের অবস্থা যাচাই করে নিতে পারি।
যখন ঈমান ও কুফরের লড়াই তীব্র আকার ধারণ করে, তখন মুসলিম সমাজের লোকজন তিনভাগে বিভক্ত হয়ে পড়ে,

প্রথম দল
১. জানমাল দিয়ে জি-হা/দ করে,
لَا یَسۡتَـٔۡذِنُكَ ٱلَّذِینَ یُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡیَوۡمِ ٱلۡـَٔاخِرِ أَن یُجَـٰهِدُوا۟ بِأَمۡوَ ٰ⁠لِهِمۡ وَأَنفُسِهِمۡۗ وَٱللَّهُ عَلِیمُۢ بِٱلۡمُتَّقِینَ
যারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখে, তারা নিজেদের জান-মাল দ্বারা জিহাদ না করার জন্য তোমার কাছে অনুমতি চায় না। আল্লাহ মুত্তাকীদের সম্পর্কে ভালোভাবে জানেন (তাওবা: ৪৪)।

দ্বিতীয় দল
২. যারা জি/হা/দ করতে চায়। উপায়-উপকরণ ও সামর্থ না থাকার কারণে অংশ নিতে পারে না। মুসলিম ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কুফরবিরোধী লড়াইয়ে অংশ নিতে চায়। তাদের হিম্মত ও কুউয়তে ঘাটতি-কমতি নেই। তারা সাচ্চা দিল, আচ্চা নিয়ত, পোক্ত ঈমান ও শক্ত ইখলাসের অধিকারী। পাকসাফ তাদের ভেতর-বাহির। অর্থিক অসংগতির কারণে জি/হা/দে অংশ নিতে না পেরে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে, অশ্রুসজল চোখে কাঁদতে কাঁদতে ফিরে যায়,
وَلَا عَلَى ٱلَّذِینَ إِذَا مَاۤ أَتَوۡكَ لِتَحۡمِلَهُمۡ قُلۡتَ لَاۤ أَجِدُ مَاۤ أَحۡمِلُكُمۡ عَلَیۡهِ تَوَلَّوا۟ وَّأَعۡیُنُهُمۡ تَفِیضُ مِنَ ٱلدَّمۡعِ حَزَنًا أَلَّا یَجِدُوا۟ مَا یُنفِقُونَ
সেই সকল লোকেরও (কোনও গুনাহ) নেই, যাদের অবস্থা এই যে, যখন তুমি তাদের জন্য কোন বাহনের ব্যবস্থা করবে-এই আশায় তারা তোমার কাছে আসল আর তুমি বললে, আমার কাছে তো তোমাদেরকে দেওয়ার মত কোন বাহন নেই, তখন তাদের কাছে খরচ করার মত কিছু না থাকার দুঃখে তারা এভাবে ফিরে গেল যে, তাদের চোখ থেকে অশ্রু ঝরছিল (তাওবা: ৯২)।

তৃতীয় দল
৩. মুসলিম সমাজে বাস করে। ঈমান ও কুফরের লড়াইয়ে নিজেদেরকে নিউট্রাল-নিরপেক্ষ অবস্থানে রাখে। বোমার আঘাতে ছিন্নভিন্ন শিশুর খণ্ডিতাংশ ছিটকে আকাশে উড়ে যেতে দেখেও তাদের কোনো বিকার হয় না। ভাবান্তর ঘটে না। উম্মাহর কঠিন দুঃসময়েও তারা দুরবস্থার জন্য উম্মাহকেই দোষী সাব্যস্ত করে। সত্যের বিপক্ষে অবস্থান নেয়ার পেছনে তাদের হাজারো অজুহাত থাকে। হককথা উচ্চারণ না করার জন্য তাদের যুক্তির অভাব হয় না। যে কোনো মূল্যে বেঁচে থাকাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। গলির ঘেয়ো কুকুর মারা গেলেও তাদের শোক উথলে ওঠে, অন্যদিকে লাখো মুসলমান মরে গেলেও তাদের বিবেকে সামান্যতম দোলা জাগে না। তারা বেড়ালের অধিকার নিয়ে সোচ্চার অথচ নিস্পাপ শিশুর খণ্ডবিখণ্ড লাশ তাদেরকে নাড়া দেয় না। এরা বলে, গা/যার মানুষ একাই যুদ্ধে প্রবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। তাদেরকে সাহায্য করতে পারত, এমন কোনো ইসলামী দেশের সাথে তারা পরামর্শ করেনি। ইহুদিদের সাথে যুদ্ধে নামার আগে, তাদেরকে জানিয়ে দেয়া জরুরি, তাদের সাথে আমাদের যে চুক্তি আছে, সেটা বাতিল। এদের সম্পর্কেই কুরআন বলছে,
إِنَّمَا ٱلسَّبِیلُ عَلَى ٱلَّذِینَ یَسۡتَـٔۡذِنُونَكَ وَهُمۡ أَغۡنِیَاۤءُۚ رَضُوا۟ بِأَن یَكُونُوا۟ مَعَ ٱلۡخَوَالِفِ وَطَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمۡ فَهُمۡ لَا یَعۡلَمُونَ
অভিযোগ তো আছে তাদের সম্পর্কে, যারা ধনবান হওয়া সত্ত্বেও তোমার কাছে অব্যাহতি চায়। পেছনে অবস্থানকারী নারীদের সঙ্গে থাকাতে তারা খুশী। আল্লাহ তাদের অন্তরে মোহর করে দিয়েছেন। ফলে তারা প্রকৃত সত্য জানে না (তাওবা: ৯৩)।
তাদাব্বুর: এই দল শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে, দেয়ালজুড়ে লাগানো চওড়া এলসিডি স্ক্রীনে গণহত্যার দৃশ্য দেখতে দেখতে মন্তব্য করে, আমরা আগেই বলেছিলাম, যুদ্ধে জড়িয়ো না। আমাদের কথা শুনলে আজ এই অবস্থা হত না,
یَـٰۤأَیُّهَا ٱلَّذِینَ ءَامَنُوا۟ لَا تَكُونُوا۟ كَٱلَّذِینَ كَفَرُوا۟ وَقَالُوا۟ لِإِخۡوَ ٰ⁠نِهِمۡ إِذَا ضَرَبُوا۟ فِی ٱلۡأَرۡضِ أَوۡ كَانُوا۟ غُزࣰّى لَّوۡ كَانُوا۟ عِندَنَا مَا مَاتُوا۟ وَمَا قُتِلُوا۟ لِیَجۡعَلَ ٱللَّهُ ذَ ٰ⁠لِكَ حَسۡرَةࣰ فِی قُلُوبِهِمۡۗ وَٱللَّهُ یُحۡیِۦ وَیُمِیتُۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِیرࣱ
হে মুমিনগণ! সেই সব লোকের মত হয়ে যেও না,যারা কুফর অবলম্বন করেছে এবং তাদের ভাইয়েরা যখন কোনও দেশে সফর করে কিংবা যুদ্ধে অংশগ্রহণ করে, তখন তাদের সম্পর্কে তারা বলে, তারা আমাদের সঙ্গে থাকলে মারা যেত না এবং নিহতও হত না। (তাদের ও কথায়) পরিণাম তো (কেবল) এই যে, এরূপ কথাকে আল্লাহ তাদের অন্তরের আক্ষেপে পরিণত করেন। (নচেৎ) জীবন ও মৃত্যু তো আল্লাহই দেন। আর তোমরা যে কর্মই কর, আল্লাহ তা দেখছেন (আলে ইমরান: ১৫৬)।

বসিরাহ: প্রকৃত ব্যাপার হল,
وَلَوۡ أَرَادُوا۟ ٱلۡخُرُوجَ لَأَعَدُّوا۟ لَهُۥ عُدَّةࣰ وَلَـٰكِن كَرِهَ ٱللَّهُ ٱنۢبِعَاثَهُمۡ فَثَبَّطَهُمۡ وَقِیلَ ٱقۡعُدُوا۟ مَعَ ٱلۡقَـٰعِدِینَ
যদি বের হওয়ার ইচ্ছাই তাদের থাকত, তবে তার জন্য কিছু না কিছু প্রস্তুতি গ্রহণ করত। কিন্তু তাদের ওঠাই আল্লাহর পছন্দ ছিল না। তাই তাদেরকে আলস্যে পড়ে থাকতে দিলেন এবং বলে দেওয়া হল, যারা (পঙ্গুত্বের কারণে) বসে আছে তাদের সাথে তোমরাও বসে থাক (তাওবা: ৪৬)।

এই বিষয়ে আরেকটু বিস্তারিতভাবে আরেকটা লেখা আসছে।
রাব্বে কারীম তাওফিক দান করুন। আমীন।
মুহতারাম Atik Ullah

31/03/2025

সকলকে পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা ⭐
ঈদ মোবারক!
তাকাবাল্লাল্লাহু মিন্না ওয়া মিনকুম ⭐

লাইলাতুল কদর তালাশে শেষ ১০ রাতের জন্য সংক্ষিপ্ত আমল প্ল্যান:কুরআন:১. তিন বার সূরা ইখলাস (১২ আয়াত)২. দশ বার সূরা ইখলাস (৪...
21/03/2025

লাইলাতুল কদর তালাশে শেষ ১০ রাতের জন্য সংক্ষিপ্ত আমল প্ল্যান:

কুরআন:

১. তিন বার সূরা ইখলাস (১২ আয়াত)
২. দশ বার সূরা ইখলাস (৪০ আয়াত)
৩. সুরাহ বাকারার শেষ ২ আয়াত
৪. সুরাহ মূলক (৩০ আয়াত)
৫. সুরাহ সিজদাহ (৩০ আয়াত)
৬. সুরাহ কদর ৫ আয়াত

মোট: ১১৯ আয়াত

যিকর:

يا رَبِّ لَكَ الحَمْدُ كما يَنْبَغِي لِجَلالِ وَجْهِكَ ولِعَظِيمِ سُلْطانِكَ

[উচ্চারণ : ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআজিমি সুলতানিকা।

অর্থ : হে আমার প্রভু! তোমার সুউচ্চ মর্যাদা ও বিশাল রাজত্ব অনুপাতেই তোমার জন্য প্রশংসা।]

আসতাগফিরুল্লাহ আল্লাযি (অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযি) লা ইলাহা ইল্লা হুওয়াল ‘হাইয়ুল ক্বাইয়ূমু ওয়া আতূবু ইলাইহি]

অর্থ: আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোনো সার্বভৌম সত্তা নেই—তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী—এবং আমি তাঁর নিকট তাওবাহ্ করছি। [আবু দাউদ: ১৫১৭, তিরমিযি: ৩৫৭৭, হাদিসটি বিশুদ্ধ]

অন্য বর্ণনায় এসেছে, ‘‘আসতাগফিরুল্লাহাল ‘আযীম, আল্লাযি... (বাকি অংশে কোনো পরিবর্তন নেই)।’’ [তিরমিযি: ৩৫৭৭, হাসান]

১. সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী × ১০০
২. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" × ১০০
৩. আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি × ১০০০
৪. দুরুদ × ১০০০
৫. লা হাওলা ওয়ালা কূওয়াতা ইল্লা বিল্লাহ × ১০০
৬. লা ইলাহা ইল্লাল্লাহ × ১০০
৭. দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্ যলিমীন" × ১০০
৬. সাইয়্যেদুল ইস্তেগফার
৭. সুব্হানাল্ল-হি ওয়া বিহামদিহী, সুব্হানাল্ল-হিল ‘আযীম × ১০০
৮.সুবহানাল্ল-হি ওয়ালহাম্দু লিল্লা-হি ওয়ালা ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াল্লা-হু আকবার × ১০০

৯. সুব্হানাল্লা-হিল ‘আযীম ওয়াবিহামদিহী × ১০০

নামাজ:

১. তারাবীহ ২০ রাকাআত
২. দুই রাকাত তওবার সালাত
৩. তাহাজ্জুদ/কিয়ামুল লাইল ৮ রাকাআত
৪. বিতর ৩ রাকাত

দুআ:

লাইলাতুল কদর প্রাপ্তির জন্য দুআ
জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাতুল ফেরদৌস প্রাপ্তির দুআ করা
কবরের আযাব থেকে মুক্তির দুআ
উম্মাহর জন্য দুআ
বন্দি ও মুজাহিদদের জন্য দুআ
নিজের শহীদি মৃত্যুর জন্য দুআ
বারবার হজ্জ উমরাহ নসিব হওয়ার জন্য দুআ

আমল:

১ টা কুরআনের আয়াত মুখস্থ /হিফয করা
১ টা আয়াতের তরজমা ও সংক্ষিপ্ত তাফসীর পড়া
১ টা হাদিস ব্যাখ্যা সহ পড়া
তাওহীদ সংক্রান্ত ১ পেইজ পড়া

ছোটবেলায় আমরা এমন এক গল্প শুনেছিলাম, যেখানে এক বাদশাহ পরীক্ষা করার জন্যে তাঁর মন্ত্রীর পরামর্শে এক গরিব প্রজাকে এক অনন্য...
04/03/2025

ছোটবেলায় আমরা এমন এক গল্প শুনেছিলাম, যেখানে এক বাদশাহ পরীক্ষা করার জন্যে তাঁর মন্ত্রীর পরামর্শে এক গরিব প্রজাকে এক অনন্য সুযোগ দিয়েছিলেন। বাদশাহ তাকে বলেছিলেন, সূর্যোদয়ের সাথে সাথে তুমি যতদূর দৌড়ানো শুরু করে সূর্যাস্তের পূর্বে ফিরে আসতে পারবে, সেই সমস্ত জমি তোমার হয়ে যাবে। এই প্রস্তাব শুনে প্রজা অত্যন্ত আনন্দিত হয়ে সূর্যোদয়ের মুহূর্তে দৌড় শুরু করল। দুপুর গড়িয়ে গেল, কিন্তু তার লোভ বেড়ে চলল—সে ভাবল, আরেকটু দূরে গেলে হয়তো আরও বেশি জমি লাভ হবে। কিন্তু ফিরে আসতে পারবে কিনা সেই সক্ষকতা ভাবে নাই। আর হলো তাই মাঝ পথেই সূর্যাস্ত হয়ে গেল। অতিরিক্ত লোভের কারণে প্রজা সেই সূর্বণ সুযোগ হারিয়ে ফেলল।
আমাদের জীবনও ঠিক সেই প্রজার মতো। আমরা দুনিয়ার ব্যস্ততায় এমনভাবে মগ্ন হয়ে আছি যে, কোথায় থামতে হবে এবং আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে, তা উপলব্ধি করতে পারি না।

মহান আল্লাহ আমাদের প্রতি অশেষ দয়া করে দিয়েছেন একটি সূর্বণ সুযোগ— মাহে রমাদান মাস। এই মাসে আমাদের জন্য আখিরাতের সফলতা অর্জনের অফুরন্ত সুযোগ রয়েছে। কুরআন তিলাওয়াত, জিকির, দান-সদকা, নফল ইবাদত ও মানুষদেরকে খাবার খাওয়ানোর মাধ্যমে আমরা অগণিত নেকি অর্জন করতে পারি।

রমাদানের প্রথম দিন থেকে শুরু হয় এই সোনালী সুযোগ, যা ২৯ বা ৩০ রমাদানে শেষ হয়। তাই জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টাকে যথাযথভাবে কাজে লাগিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আখিরাতকে সুন্দর করার চেষ্টা করি।

যেই আমলগুলো আমাদেরকে বহুগুণ নেকি অর্জন করাবে-
১। যিকির - সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ
২৷ প্রতিদিন এক পারা তিলাওয়াত
৩৷ তিলাওয়াত না পারলে ৩০০বার সূরা এখলাস
৪৷ এস্তেগফার ১০০বার
৫৷ প্রতিদিন সদকা মিনিমাম ৫/১০টাকা
৬। ইফতার করানো
৭৷ যাকাত ফরজ হলে যাকাত আদায়
৮। নফল সালাত- তাহাজ্জুদ, এশরাক, যোহর ও মাগরিবের পর ২ বা ৪ রাকাত নফল সালাত, সালাতুত তাজবিহ এবং তারাবি আদায় করা।
৯। কাযা নামাজ আদায়।
১০৷ বেশি বেশি দুয়া করা।

যেসব কাজ থেকে বিরত থাকা-
১৷ কম কথা বলা- গীবত, দোষ চর্চা, মিথ্যা কথা, দোষারোপ করা থেকে বিরত থাকা
২৷ নজরের বিশেষ হেফাজত করা৷
৩৷ অহেতুক ও ফাহেশা কাজ এবং কথা বলা ও শোনা থেকে বিরত থাকা
৪। ফেইসবুকে ঘুরাঘুরি কম করা।
৫৷ হাসি ঠাট্টা ও আড্ডা না দেওয়া।

মহান আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আমীন

01/03/2025

মাহে রমাদানের ইবাদত বন্দেগী ও সাওম পালনের মাধ্যমে কুলষিত অন্তর হোক শুদ্ধ। অন্তরকে কুলষিত করে যতই পোশাক আশাক ও চেহারা সুরুতে সৌন্দর্য বর্ধন করে প্রকাশ করি না কেন, অন্তরের কালিমা প্রকাশ পাবেই।

আল্লাহ বান্দার অন্তর দেখেন৷ শুদ্ধ সংযমের চর্চা অন্তরকে করবে পবিত্র আর মহান রব হবেন আমাদের প্রতি সন্তুষ্ট।

ফরজ, ওয়াজিব, নফল ইবাদত, সদকা ও নেক কাজে আমাদের রমাদান কাটুক৷ আমীন।

28/01/2025

"সত্য, ন্যায় ও আদর্শের পথে"—এই মূলমন্ত্রে অনুপ্রাণিত, সাপ্তাহিক ইনসাইট বাংলাদেশ একটি গবেষণাধর্মী ম্যাগাজিন। এটি রাজনীতি, অর্থনীতি, আইন ও ব্যবসায় বিষয়ক বিশ্লেষণাত্মক আলোচনা উপস্থাপন করার লক্ষ্য নিয়ে কাজ করে। সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে তথ্যভিত্তিক এবং অন্তর্দৃষ্টিসমৃদ্ধ কনটেন্টের মাধ্যমে এটি পাঠকদের জন্য একটি নির্ভরযোগ্য জ্ঞানভাণ্ডার তৈরি করার প্রত্যয় ব্যক্ত করে।

23/01/2025
ফ্রি ক্যানভা কোর্স আমি ব্যক্তিগত নিজ উদ্যোগে এই কোর্সটা চালু করছি। লাইফের ১ম কোর্স করানো শুরু করা, সেই সুবাধে এটা সম্পূর...
17/01/2025

ফ্রি ক্যানভা কোর্স

আমি ব্যক্তিগত নিজ উদ্যোগে এই কোর্সটা চালু করছি। লাইফের ১ম কোর্স করানো শুরু করা, সেই সুবাধে এটা সম্পূর্ণ ফ্রি হিসেবে সুযোগ দিচ্ছি। ল্যাপটপ না থাকলেও ফোনেই ডিজাইনের কাজ শেখানো হবে। আর সাথে চ্যাটজিপিটি ইউজ করে কিভাবে কনটেন্ট তৈরি করা যায়, সেটাও শেখাবো।

আজকেই শেষ সুযোগ। আগ্রহী হলে ফর্ম ফিলাপ করুন বা আমাকে জানান।

জয়েন ফর্মঃ

প্রডাক্টিভ হতে দক্ষতা উন্নয়নে বছরের শুরুতে এগিয়ে যান ডিজাইন কোর্স শিখে। ইনসাইট এডজ বিজনেস সল্যুশনস এর পক্ষ থেকে ...

ফ্রি ডিজাইন কোর্সবছরের শুরুতে আপনাদের জন্যে রয়েছে সম্পূর্ণ ফ্রি তে ফ্রি ডিজাইন কোর্স। অনলাইন প্ল্যাটফর্মে লাইভ ক্লাসে কো...
02/01/2025

ফ্রি ডিজাইন কোর্স

বছরের শুরুতে আপনাদের জন্যে রয়েছে সম্পূর্ণ ফ্রি তে ফ্রি ডিজাইন কোর্স। অনলাইন প্ল্যাটফর্মে লাইভ ক্লাসে কোর্স শুরু হবে।

কোর্স শুরুর তারিখঃ ১৫ জানুইয়ারি, ২০২৫ খ্রিঃ

কোর্সের মেয়াদঃ ২ মাস

ডিভাউসঃ এন্ড্রয়েট সেট বা কম্পিউটার

# # ক্যানভা ডিজাইন কোর্স আউটলাইনঃ
মডিউল ১: ক্যানভার সাথে পরিচিতি
- ক্যানভা কী এবং কেন এটি ব্যবহার করবেন?
- ক্যানভা ইন্টারফেস পরিচিতি
- ফ্রি বনাম প্রিমিয়াম ফিচার পার্থক্য
- অ্যাকাউন্ট তৈরি এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট

মডিউল ২: ডিজাইনের বেসিক কনসেপ্ট
- ডিজাইন প্রিন্সিপলস (ব্যালান্স, হাইয়ারার্কি, কনট্রাস্ট)
- রঙের তত্ত্ব এবং রঙের ব্যবহার
- ফন্ট এবং টাইপোগ্রাফি
- চিত্র এবং ভেক্টরের কার্যকর ব্যবহার

মডিউল ৩: ক্যানভায় গ্রাফিক ডিজাইন
- টেমপ্লেট ব্যবহার এবং কাস্টমাইজেশন
- কাস্টম গ্রাফিক্স ডিজাইন
- ব্যাকগ্রাউন্ড, ফ্রেম, এবং ফিল্টার ব্যবহার
- স্টিকার, আইকন এবং গ্রাফিক্স ইমপোর্ট

মডিউল ৪: সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরি
- ফেসবুক/ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন
- স্টোরি এবং ভিডিও কনটেন্ট তৈরি
- লিঙ্কডইন এবং ইউটিউব ব্যানার ডিজাইন
- কনটেন্টের সাইজ এবং অপ্টিমাইজেশন

মডিউল ৫: প্রফেশনাল প্রেজেন্টেশন ডিজাইন
- স্লাইড টেমপ্লেট তৈরি
- অ্যানিমেশন এবং ট্রানজিশন ব্যবহার
- কর্পোরেট প্রেজেন্টেশনের জন্য প্রফেশনাল লেআউট
- এক্সপোর্ট এবং শেয়ারিং অপশন

মডিউল ৬: প্রিন্ট ডিজাইন
- বিজনেস কার্ড এবং ফ্লায়ার ডিজাইন
- পোস্টার এবং ব্যানার তৈরি
- ব্র্যান্ড কিট এবং লোগো ডিজাইন
- প্রিন্ট রেডি ফাইল এক্সপোর্ট

মডিউল ৭: ব্র্যান্ডিং এবং মার্কেটিং ডিজাইন
- ব্র্যান্ড গাইডলাইন তৈরির কৌশল
- সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ডিজাইন
- ইমেইল হেডার এবং ই-নিউজলেটার ডিজাইন
- রিপোর্ট এবং ডকুমেন্ট লেআউট ডিজাইন

মডিউল ৮: কাস্টম প্রজেক্ট এবং অ্যাডভান্সড টিপস
- ক্লায়েন্ট ব্রিফ বিশ্লেষণ
- একাধিক ডিজাইন কনসেপ্ট তৈরি
- প্রোডাক্টিভিটি বুস্ট করার হ্যাক
- বিভিন্ন কেস স্টাডি এবং ফ্রিল্যান্সিং গাইডলাইন

# # যারা উপকৃত হবেন:
- নতুন ডিজাইনার
- ডিজিটাল মার্কেটার
- ফ্রিল্যান্সার
- উদ্যোক্তা এবং ছোট ব্যবসার মালিক

রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ১২ জানুয়ারি, ২০২৫ সন

বিঃদ্রঃ ব্যক্তি উদ্যোগে শেখানো হবে, কোন প্ল্যাটফর্ম বা নেটওয়ার্কিং এর সাথে যুক্ত না। বর্তমানে অনলাইনে কোর্সের নামে অনেক নেটওয়ার্কিং বিজনেস প্ল্যাটফর্ম বিভিন্ন প্রতারণা করে যাচ্ছে।
আরেকটা বিষয়, এটা কাজ করলেই যে আপনি টাকা ইনকাম করতে পারবেন এমন না। আপনার দক্ষতা বাড়ানোর কাজে হেল্প করবে। দক্ষতা উন্নয়নে আমার ছোট প্রচেষ্টা।

জয়েন ফর্মঃ
https://forms.gle/9qwiAndbvoBP2pQ97

সবুজ জমিনে লাল সূর্যের পতাকা আমাদের বিজয়ের প্রতীক। এই পতাকা শুধুমাত্র কাপড়ের একটি টুকরো নয়; এটি আমাদের সাহস, ত্যাগ, এবং ...
16/12/2024

সবুজ জমিনে লাল সূর্যের পতাকা আমাদের বিজয়ের প্রতীক। এই পতাকা শুধুমাত্র কাপড়ের একটি টুকরো নয়; এটি আমাদের সাহস, ত্যাগ, এবং আত্মমর্যাদার প্রতীক। মুক্তিযুদ্ধের আত্মত্যাগী বীরদের রক্তে রাঙানো এই স্বাধীনতা আমাদের জন্য অপরিসীম গর্বের।

আজ বিজয়ের এই দিনে, আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করি—আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবো। যেখানে সবুজ জমি শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর থাকবে, আর লাল সূর্য উদ্ভাসিত হবে সম্ভাবনার নতুন প্রভাতে।

আমাদের ঐক্য, আমাদের ভালোবাসা, এবং আমাদের দেশপ্রেমের মধ্য দিয়েই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। বিজয়ের এই প্রেরণা থাকুক প্রতিটি হৃদয়ে।



যারা সিরিয়া তথা শামের গুরুত্ব সম্পর্কে জানেন নাঃইসলামের ইতিহাসে সিরিয়া তথা শাম অঞ্চলের গুরুত্ব অনেকটাই বিশেষ এবং গভীর। এ...
08/12/2024

যারা সিরিয়া তথা শামের গুরুত্ব সম্পর্কে জানেন নাঃ

ইসলামের ইতিহাসে সিরিয়া তথা শাম অঞ্চলের গুরুত্ব অনেকটাই বিশেষ এবং গভীর। এটি কেবল ইসলামের ইতিহাসের অঙ্গীকারের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়, বরং ধর্মীয়, রাজনৈতিক এবং সাংস্কৃতিকভাবে এক অনন্য ভূমিকা পালন করেছে।

১. ইসলামের প্রাথমিক বিজয় এবং যুদ্ধ:
শাম অঞ্চলে ইসলামের প্রাথমিক বিজয় ছিল গুরুত্বপূর্ণ। ৬৪১ সালে, আমর ইবনে আছ (রা.) সিরিয়া আক্রমণ করেন এবং রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে সিরিয়া মুসলিম শাসনে চলে আসে। এই বিজয় মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল। সিরিয়া ছিল ইসলামী সাম্রাজ্যের প্রথম প্রসারিত অঞ্চলের মধ্যে একটি, এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়, যেমন জিহাদ এবং বয়সতান যুদ্ধ।

রেফারেন্স: "The History of the Prophets and Kings" (Tarikh al-Tabari), Volume 2, by Muhammad Ibn Jarir al-Tabari.

২. মসজিদ-ই-উমাইয়া:
দামেস্কের মসজিদ-ই-উমাইয়া, যা ইসলামের অন্যতম প্রাচীন মসজিদ, সেখানে ইসলামিক খিলাফতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ইসলামের ইতিহাসে একটি আধ্যাত্মিক ও ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত, যা উমাইয়া শাসনামলে নির্মিত হয়। এই মসজিদে অনেক ইসলামী বিশিষ্ট ব্যক্তির স্মৃতিচিহ্ন রয়েছে, এবং এটি শামের ঐতিহ্যের প্রতীক।

রেফারেন্স: "The Mosque of Damascus: Its History and Architecture" by Martin G. Bowers.

৩. কুরআনে শামের গুরুত্ব:
কুরআনে শামের ভূখণ্ডের উল্লেখ এসেছে, যেমন সূরা আস-সাফফাত (৩৭: ১৩৪-১৩৫) এ শামকে একটি বিশেষ স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। কুরআনে এই অঞ্চলকে আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ হিসাবে উল্লেখ করা হয়েছে এবং একে বরকতময় ভূমি হিসেবে প্রকাশ করা হয়েছে।
রেফারেন্স: "Al-Qur'an, Surah As-Saffat (37:134-135)."

৪. ইসলামী শিক্ষার কেন্দ্র:
শাম অঞ্চলের শহর দামেস্ক ও হামা ইসলামি শিক্ষা, বিজ্ঞান ও দার্শনিক চিন্তার কেন্দ্র ছিল। বহু বিখ্যাত আলেম ও চিন্তাবিদ এই অঞ্চলে জন্মগ্রহণ করেন। এর মধ্যে অন্যতম হলেন ইবনে সীনা (Avicenna), যিনি চিকিৎসাশাস্ত্র ও দর্শনশাস্ত্রের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন।

রেফারেন্স: "Islamic Philosophy: A Beginner's Guide" by Majid Fakhry.

৫. শামের ঐতিহাসিক গুরুত্ব:
শাম অঞ্চল ইসলামের ইতিহাসে এক অন্যতম গুরুত্বপূর্ণ ভূমি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি ছিল ঐতিহাসিক যুদ্ধ, সামাজিক কাঠামো এবং ধর্মীয় অভ্যন্তরীণ সম্পর্কের কেন্দ্র। এখানকার শাসকরা ইসলামী সভ্যতার বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

রেফারেন্স: "The Early Islamic Conquests" by Fred M. Donner.
এই সব রেফারেন্স থেকে বোঝা যায় যে শাম অঞ্চলের ইসলামের ইতিহাসে গভীর এবং দীর্ঘস্থায়ী প্রভাব রয়েছে।

শামের প্রতি মুসলিমদের ভালোবাসা এবং শ্রদ্ধা, মূলত তাদের অনুভূতিগত ও আধ্যাত্মিক অঙ্গীকারের প্রতিফলন। মুসলমানরা বিশ্বাস করেন যে, শাম অঞ্চলের মাটি পবিত্র এবং এটি ইসলামী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ভালোবাসা এবং শ্রদ্ধা মুসলিমদের অন্তরে এক অটুট বন্ধন তৈরি করে, যা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করে।

মুসলিমদের অন্তরে শামের প্রতি ভালোবাসা এক গভীর ধর্মীয় এবং ঐতিহাসিক অনুভূতি, যা কেবল একটি ভূখণ্ডের প্রতি নয়, বরং ইসলামী সভ্যতার প্রতি তাদের অটুট শ্রদ্ধার প্রতীক। এটি তাদের শুদ্ধ বিশ্বাস, ঐক্য এবং শান্তির প্রতি অঙ্গীকারের প্রতিফলন, যা ইসলামের প্রতিটি স্তরের সঙ্গে গভীরভাবে জড়িত।

Address

Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when মনের জানালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category