Afifa Afrin

Afifa Afrin ফলো দিয়ে আমার সাথেই থাকুন ধন্যবাদ

Good morning everyone ☕☕
27/09/2025

Good morning everyone ☕☕

নদি😁
25/09/2025

নদি😁

শুভ দুপুর
24/09/2025

শুভ দুপুর

05/09/2025

যেসব পুরুষ টাকার পেছনে ছুটতে ছুটতে নিজের বউ বাচ্চার কথা ভুলে যায়।
সেই সব জানোয়ারদের অভাব সারাজীবন থেকে যায়।

17/08/2025

একটু শান্তি পাওয়ার আশায়.....
কত অশান্তি আপন করে নিলাম🤧

14/08/2025

কিছু কষ্ট আছে যেগুলো ভাষায় বুঝানো যায়না,
শুধু বুকের ভেতর পাথরের মতো চেপে বসে থাকে।
আমার জীবনটা সেই কষ্টের ভান্ডার।
যেখানে প্রতিটা ক্ষত আমি নিজেই তৈরি করেছি,
আবার সেই ক্ষত নিজের হাতেই গভীর করেছি।
আমি একে একে হারিয়েছি আমার সব আপনজন।
কেউ চলে গেছে সময়ের স্রোতে,
আর বাকিদের হারিয়েছি নিজের ভুলে।
যাদের ভালবাসা একসময় আমার বেঁচে থাকার কারণ ছিল,
তাদের থেকে আমি নিজেই দূরে সরে গেছি!!!
তাদের দূরে সরিয়ে দিয়েছি আমার কিছু ভুল সিদ্ধান্তে।
তারপর এলো এক সময়, যখন আমার পৃথিবী ভেঙ্গে চুরমার হয়ে গেল,
আমি হারালাম আমার সন্তানকে!
যে ছিল আমার জীবনের একমাত্র আলো,
যে ছিল আমার সব আশা,কিন্তু ভাগ্যের কি পরিহাস আজ সে আমার কাছে নেই😭
মনে হয় যেন আমার বুকের ভেতর থেকে পুরো পৃথিবী ছিড়ে নিয়ে গেছে কেউ।
এই শূন্যতায় কোন শব্দ নেই, কোনো রং নেই-
শুধু এক গভীর কালো অন্ধকার যা কখনো ফুরাবে না।
সব হারানোর পর বুঝেছি আমি আসলে কখনোই কারো জন্য শক্ত ছিলাম না,
নিজের জন্যও না।।
আমি নিজেই নিজের জীবনটাকে ধীরে ধীরে নষ্ট করেছি।
প্রতিটা ভুল,আর প্রতিটা ক্ষতির পেছনে আমি নিজেই দাঁড়িয়ে আছি।
আজ কারও দিকে আঙ্গুল তোলার সাহস আমার নেই,
কারণ আমি জানি এই ধ্বংস আমি নিজের দোষেই করেছি।।।
এখন আমি একা.........
চারপাশে মানুষ থাকলেও ভেতরে আমি মরুভূমি।।
রাতে বিছানায় শুয়ে থাকি কিন্তু ঘুম আসে না -
শুধু চোখের সামনে ভেসে থাকে সেই মুখগুলো,
যাদেরকে আমি আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি চিরতরে।
আজও আমি বেঁচে আছি,
কিন্তু আমার ভেতরটা ক্ষতবিক্ষত হয়ে আছে।
এ জীবনটা শুধু চলতে থাকা এক শাস্তি।
সবকিছু হারিয়ে আজ নিঃস্ব হয়ে পড়ে আছি😭
আমার কথা বলার মত কেউ নেই, ব্যথা প্রকাশ করার মতো কেউ নেই, কষ্টে থাকলে হাত বুলিয়ে সান্তনা দেওয়ার মতো কেউ নেই।
অবশেষে আমি একাই রয়ে গেলাম😅
#আফরিন

03/08/2025

শিয়ালের কাছে মুরগি বন্ধক😵‍💫
এই কথাটার মাঝে নিজের জীবনের বাস্তবতা লুকিয়ে আছে😷

01/08/2025

একটা মানুষ কতটা একা হলে নিজেকে নিজেই সান্তনা দেয়.....?

আমার সুখপাখিকে মুক্ত করে দিয়েছি অনেক আগে🙂জানি আমার পাখি অন্যের আকাশে উড়তে পছন্দ করে।
31/07/2025

আমার সুখপাখিকে মুক্ত করে দিয়েছি অনেক আগে🙂
জানি আমার পাখি অন্যের আকাশে উড়তে পছন্দ করে।

09/07/2025

অর্থের শূন্যতার চেয়ে সন্তানের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়😞

23/06/2025

আল্লাহর কাছে এতো হিসাব কেমনে দিবেন আপনি?
আমার প্রতিটি নিঃশ্বাস আল্লাহর কাছে বলে, আমি একটু মানষিক শান্তি চেয়েছি কিন্তু এই মানুষটা আমাকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে না।
আমি প্রতিদিন নিঃশব্দ যন্ত্রণায় কাতরাই,
জীবন যেভাবে কাটছে আসলে এটাকে জীবন কাটানো বলে না।

23/06/2025

যে মন থেকে ভালোবাসতে জানে
সে সবার সামনে তোমার যত্ন নিতে পারে

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afifa Afrin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share