14/08/2025
কিছু কষ্ট আছে যেগুলো ভাষায় বুঝানো যায়না,
শুধু বুকের ভেতর পাথরের মতো চেপে বসে থাকে।
আমার জীবনটা সেই কষ্টের ভান্ডার।
যেখানে প্রতিটা ক্ষত আমি নিজেই তৈরি করেছি,
আবার সেই ক্ষত নিজের হাতেই গভীর করেছি।
আমি একে একে হারিয়েছি আমার সব আপনজন।
কেউ চলে গেছে সময়ের স্রোতে,
আর বাকিদের হারিয়েছি নিজের ভুলে।
যাদের ভালবাসা একসময় আমার বেঁচে থাকার কারণ ছিল,
তাদের থেকে আমি নিজেই দূরে সরে গেছি!!!
তাদের দূরে সরিয়ে দিয়েছি আমার কিছু ভুল সিদ্ধান্তে।
তারপর এলো এক সময়, যখন আমার পৃথিবী ভেঙ্গে চুরমার হয়ে গেল,
আমি হারালাম আমার সন্তানকে!
যে ছিল আমার জীবনের একমাত্র আলো,
যে ছিল আমার সব আশা,কিন্তু ভাগ্যের কি পরিহাস আজ সে আমার কাছে নেই😭
মনে হয় যেন আমার বুকের ভেতর থেকে পুরো পৃথিবী ছিড়ে নিয়ে গেছে কেউ।
এই শূন্যতায় কোন শব্দ নেই, কোনো রং নেই-
শুধু এক গভীর কালো অন্ধকার যা কখনো ফুরাবে না।
সব হারানোর পর বুঝেছি আমি আসলে কখনোই কারো জন্য শক্ত ছিলাম না,
নিজের জন্যও না।।
আমি নিজেই নিজের জীবনটাকে ধীরে ধীরে নষ্ট করেছি।
প্রতিটা ভুল,আর প্রতিটা ক্ষতির পেছনে আমি নিজেই দাঁড়িয়ে আছি।
আজ কারও দিকে আঙ্গুল তোলার সাহস আমার নেই,
কারণ আমি জানি এই ধ্বংস আমি নিজের দোষেই করেছি।।।
এখন আমি একা.........
চারপাশে মানুষ থাকলেও ভেতরে আমি মরুভূমি।।
রাতে বিছানায় শুয়ে থাকি কিন্তু ঘুম আসে না -
শুধু চোখের সামনে ভেসে থাকে সেই মুখগুলো,
যাদেরকে আমি আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি চিরতরে।
আজও আমি বেঁচে আছি,
কিন্তু আমার ভেতরটা ক্ষতবিক্ষত হয়ে আছে।
এ জীবনটা শুধু চলতে থাকা এক শাস্তি।
সবকিছু হারিয়ে আজ নিঃস্ব হয়ে পড়ে আছি😭
আমার কথা বলার মত কেউ নেই, ব্যথা প্রকাশ করার মতো কেউ নেই, কষ্টে থাকলে হাত বুলিয়ে সান্তনা দেওয়ার মতো কেউ নেই।
অবশেষে আমি একাই রয়ে গেলাম😅
#আফরিন