Cook and Click

Cook and Click Hi people, I want to share my experiences with food with you! Follow me!
(4)

পাঙ্গাশ মাছ ভুনা। পাঙ্গাশ কে কে খাও কে নাক ছিটকাও?
21/08/2025

পাঙ্গাশ মাছ ভুনা। পাঙ্গাশ কে কে খাও কে নাক ছিটকাও?

চিকেন কষা।
17/08/2025

চিকেন কষা।

শাপলা দিয়ে চিংড়ি মাছ।
16/08/2025

শাপলা দিয়ে চিংড়ি মাছ।

চিকেন কিমা ❤️
15/08/2025

চিকেন কিমা ❤️

লতি চিংড়ি। শুভ দুপুর।
14/08/2025

লতি চিংড়ি।
শুভ দুপুর।

মুলাশাক দিয়ে চিংড়ি, মজার খুব এটা।🥰
12/08/2025

মুলাশাক দিয়ে চিংড়ি, মজার খুব এটা।🥰

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে পেজ থেকে দূরে ছিলান। আলহামদুলিল্লাহ এখন মুটামুটি সুস্থ তাই ...
11/08/2025

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?
দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে পেজ থেকে দূরে ছিলান। আলহামদুলিল্লাহ এখন মুটামুটি সুস্থ তাই আগের মতো কাজ করবো। আশা করি সবাই আগের মতো পাশে থাকবেন। আমিও থাকবো ইনশাআল্লাহ।

#খিচুড়ি ও #মুরগী_আলুঝোল

01/08/2025

সবাই বিদেশ যেতে চায়।
কিন্তু আমি যেতে চাই গ্রামে,
অস্ট্রেলিয়ার যেকোনো একটা গ্রামে।🙂

নোয়াখালীতে একটা বিয়েতে গেছি। বিয়ের দিন।এক চাচি তুলকালাম ঝ/ গ/ ড়া লাগিয়েছে। মহিলার মেয়ের জামাইয়ের নাকি ভালোভাবে খাওয়া হয়ন...
24/07/2025

নোয়াখালীতে একটা বিয়েতে গেছি। বিয়ের দিন।

এক চাচি তুলকালাম ঝ/ গ/ ড়া লাগিয়েছে। মহিলার মেয়ের জামাইয়ের নাকি ভালোভাবে খাওয়া হয়নি। বেয়ারা নাকি ইচ্ছা করে তাকে ছোট চিংড়িটা দিছে।

এদিকে বর চলে আসছে। গেটে বিশাল হাউকাউ। মিষ্টি খাওয়াইতে গিয়ে কাঁটা চামচের আ/ ঘা/ তে বরের ঠোঁট কে/ টে গেছে।

বরের এক বন্ধু গেটে আসা মেয়েদের সাথে শরবত ছু/ ড়াছুঁ/ ড়ি করে লাগিয়েছে আরেক ক্যা/ চা/ ল। মেয়েদের ছেলে কাজিনরা ক্ষে/ পে গেছে। বরের বন্ধুকে মা/* রার জন্য পরিকল্পনাও করে ফেলেছে দুএকজন।

বরপক্ষের চারজন মানুষ এক টেবিলে বসে ধুমায়ে খাচ্ছে। পাশে দাঁড়িয়ে শুনতে পেলাম, তাদেরকে ভাড়া আনা হইছে বেশি খেয়ে কনে পক্ষের খাবারের শর্ট ফেলে দিতে। যাতে বর পক্ষ আজীবন কনে পক্ষকে খোঁ/ টা দিতে পারে।

তাদের একজনকে বললাম, ভাই, গলায় আঙ্গুল দিয়ে বমি করে আসেন। এরপর আবার খেতে বসেন। খাবার শর্ট আজকে ফেলবোই, যা আছে কপালে।

আমাকে নিজেদের লোক মনে করে দুইজন গিয়ে সত্যি সত্যি বমি করে এসে হাতা গুটিয়ে আবার খেতে বসছে।

এদিকে ওই চাচী তার 'খাওয়া না হওয়া' মেয়ের জামাইর হাত ধরে তাকে প্যান্ডেলে নিয়ে আসছে। তাকে নতুন মেহমানের সাথে বসাবে।

বরের বন্ধু খাওয়া বাদ দিয়া বাড়ির ভেতরে ঢুকে গেছে। গেটে বরকে রিসিভ করতে যাওয়া একটা মেয়েকে তার পছন্দ হয়েছে। টিস্যু পেপারে ফোন নাম্বার লিখে ওই মেয়েকে খুঁজছে।

চাচি আবার ঝ/ গ/ ড়া লাগাইছে। তার মেয়ে জামাই নাকি এবার চিংড়ি পায়ই নি!
-নাজমুল হক
©

#কচিচালকুমড়োভাজা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cook and Click posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category