Survival Stories of Sarmin Ripa : Life of a Warrior

Survival Stories of Sarmin Ripa : Life of a Warrior Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Survival Stories of Sarmin Ripa : Life of a Warrior, Digital creator, Dhaka.
(3)

ব্রেস্ট ক্যান্সার থেকে বেঁচে ফিরেছি। জীবনের প্রতারণা আমাকে ভাঙতে পারেনি, বরং আরও শক্তিশালী হয়েছি। নতুনভাবে জীবনকে ভালোবাসতে শিখেছি আলহামদুলিল্লাহ ,এখন আমার রোজকার দিনরাত্রির গল্প শেয়ার করছি,যেন অন্যরা চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন জীবন খোঁজার মনোবল পায়

02/11/2025

😝😝😝🤭🤭🤭🤣🤣🤣🤣

31/10/2025

আমি যে কারণে sad post করি 🤭🤣😜

31/10/2025

Old song and old me but Old is Gold 🦋 # ゚viralシfypシ゚viralシalシ

29/10/2025

যা দেখলে আমার দুঃখ হয় বা মন খারাপ হয় সেগুলো আমি চোখের আড়াল করে ফেলি।আমি কথায় যাইনা,তর্কে যাই না।সবকিছু এমন ভাবে আড়াল করার চেষ্টা করি যেনো সেইটা দুনিয়াতে কখনো ছিলোই না। হোক তা কোণায় পড়ে থাকা মরা গাছ,ভেঙ্গে যাওয়া প্রিয় ফুলদানি,অপরিচিত মানুষের মন্তব্য,পুরোনো চিঠি, অথবা গোটা একটা মানুষ। আমি নিজেকে বিন্দু মাত্র দুঃখ পেতে দিতে রাজি না।
জীবনের অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা আর ঠকে যাওয়া পেরুবার পর আমি নিজেকে শক্ত করে যত্ন করতে শিখেছি।আমি সবকিছুতে এখন নিজেকে ভালো রাখার কারণ খুঁজি যা কিছু আমাকে দুঃখ দেবে বা আমার জন্য অস্বস্তিকর সবকিছু মুছে ফেলে সুখে থাকি আর বলি — ' সব দুঃখ নিপাত যাক ' ゚viralシfypシ゚viralシalシ

28/10/2025

মাঝে মাঝে নিজেতেও মুগ্ধ হতে হয় 🥰 নিজেকে ভালোবাসুন 🩷 নিজেকে ভালো রাখুন 🌸

27/10/2025

🌿✨ সুন্দর একটা সকাল দেখার আনন্দ এবার শ্রীমঙ্গলের সবুজে! ✨🌿

রুমের সামনে জানালার পর্দা সরালেই চোখে পড়বে অফুরন্ত সবুজে ভরা চা-বাগান, আর সেই মুহূর্তেই মন ভরে যাবে আনন্দে। 𝑮𝒓𝒂𝒏𝒅 𝑺𝒖𝒍𝒕𝒂𝒏 𝑻𝒆𝒂 𝑹𝒆𝒔𝒐𝒓𝒕 & 𝑮𝒐𝒍𝒇 — শ্রীমঙ্গলের বুকের ভেতরে দাঁড়িয়ে থাকা এই পাঁচ তারকা রিসোর্টে একবার গেলে বারবার যেতে মন চাইবেই।

📅 ট্রিপের তারিখ: 17th November,2025
💰 প্যাকেজ মূল্য: 12,600/- টাকা (প্রতি জন)

🛎 প্যাকেজে যা যা থাকছে:

✅ One Night stay at Grand Sultan (Triple Sharing Accommodation)
✅ Buffet Breakfast
✅ Buffet Lunch
✅ Buffet Dinner
✅ Private AC Hiace Transportation – ঢাকা থেকে ঢাকা
✅ Sightseeing:

লাওয়াছড়া জাতীয় উদ্যান
মাধবপুর লেক

নূরজাহান টি এস্টেট

মনিপুরি মার্কেট

❌ যা থাকছে না:

ব্যক্তিগত খরচ
প্যাকেজে উল্লেখ না থাকা অন্যান্য খরচ

🚐 Departure: সকাল ৬/৭টা, 17th November,2025– ঢাকা থেকে
🏠 Return: রাত 10টার দিকে, 18th November,2025– ঢাকা

---

🌸 এবার ছুটির দিনটি করুন আরও বিশেষ—Grand Sultan Tea Resort & Golf এর মনোমুগ্ধকর পরিবেশে!
📞 বুকিং ও বিস্তারিত জানতে : Whatsup 01929396505

22/10/2025

Join my live with Female Travelers Network fans

 fans Join live At Today 9 pm .. keep your eyes on Female Travelers Network page at Today 9 pm
22/10/2025

fans Join live At Today 9 pm .. keep your eyes on Female Travelers Network page at Today 9 pm

Don’t miss Ripa Sarmin’s live tomorrow on Mental Health

Wednesday
9 pm!

14/10/2025

পৃথিবীতে যদি একবার মাথা উঁচু করে বাঁচতে শেখেন তবে আল্লাহ সহায় থাকলে পৃথিবীর আর কারো সাধ্য নাই আপনাকে হারানোর 😇❤️ আলহামদুলিল্লাহ 🌸❤️

কেউই পারফেক্ট না।একজন মানুষ কোনো কাপড় নয়, যে তাকে কেটে-ছেঁটে নিজের মাপমতো বানিয়ে নেওয়া যাবে।মানুষ মানেই ত্রুটি, অভ্যাস, ...
11/10/2025

কেউই পারফেক্ট না।
একজন মানুষ কোনো কাপড় নয়, যে তাকে কেটে-ছেঁটে নিজের মাপমতো বানিয়ে নেওয়া যাবে।
মানুষ মানেই ত্রুটি, অভ্যাস, মেজাজ, ভুল, এবং অনেক অনিশ্চয়তা।
তবু আমরা চাই, কেউ যেন একদম আমাদের মতো ভাবুক, আমাদের মতো আচরণ করুক—
যেন আমাদের পছন্দমতো সাজানো একটা চরিত্র হয়ে উঠুক সে।

কিন্তু ভালোবাসা বা সম্পর্ক তো এমন নয়।
ভালোবাসা মানে মানুষটাকে যেমন, ঠিক তেমনভাবে মেনে নেওয়া।
তার অপূর্ণতার ভেতরেই তাকে সম্পূর্ণ মনে করা।
কারণ সম্পর্ক তখনই টিকে, যখন আমরা মানুষকে বদলাতে চাই না—
বরং তাকে বুঝতে, অনুভব করতে, আর সময়ের সঙ্গে সঙ্গে তার ভেতরের সৌন্দর্য খুঁজে নিতে শিখি। ❤️

#সংগৃহীত

11/10/2025

ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পেছনে আর ফিরে নাহ তাকানো'ই শ্রেষ্ঠ প্রতিশোধ।😇

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Survival Stories of Sarmin Ripa : Life of a Warrior posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share