Explore with SuMu

Explore with SuMu "Travel isn’t just about reaching a destination — it’s a beautiful journey to find your soul." 🦋

08/02/2025

অপেক্ষারা উপেক্ষা হয়, মায়া হয়ে যায় মোহ - প্রতিশ্রুতিও মিথ্যা হয়; দ্বিধায় ঘেরা দ্রোহ!🕊️❤️‍🩹

16/01/2025

আমার কোনো পূর্ণতা নেই!!
আমারে শূন্যতায় ভালো মানায়🙂🙂

14/01/2025

রাগ আর আলসেমি বিক্রি করতে পারলে আজ কোটিপতি হয়ে যেতাম!🙂

🙃
13/01/2025

🙃

13/01/2025

সবসময় মানিয়ে নিলে শেষে আর মানুষই ভাবে না!💔

মানুষটারে পাগলের মতো ভালোবাসলাম🙂কত শত অবহেলা, অপমানে, কত শত রাত নির্ঘুম যন্ত্রণায় চোখের জলে বুক ভাসাইলাম 🥲যখন বুঝতে পারল...
09/01/2025

মানুষটারে পাগলের মতো ভালোবাসলাম🙂

কত শত অবহেলা, অপমানে, কত শত রাত নির্ঘুম যন্ত্রণায় চোখের জলে বুক ভাসাইলাম 🥲

যখন বুঝতে পারলাম আমার শখের মানুষটাই অন্য কারও বিছানায় শখ পূরণে ব্যস্ত, মন মানতে চাইলো না
তবুও মনরে মানাইতে থাকলাম!

মানাইতে মানাইতে ক্লান্ত হয়ে মনটা যখন বলে, দূরে পালিয়ে যা তুই বড্ড ক্লান্ত, ভুল মানুষের পিছু আর ছুটিস না,,,, তাও আবারও মানাইতেই থাকলাম!! 🙂

কিন্তু যখন আবারও বুঝলাম, আমার মানুষটা যে আমারই না, কখনো ছিলোই না!! 💔

এক আকাশ পরিমান অভিযোগ, আক্ষেপ, যন্ত্রণা নিয়ে মুক্তি চাইলাম তার থেকে💔

সে আমারে অনায়াসে মুক্তিও দিয়া দিলো 😆

আমি শুধু অবাক হয়ে রইলাম, স্তব্ধ হয়ে নিজেরেই বুঝাইলাম মুক্তি চাইছিলি তো নিজেই।

মানুষটা বুঝতেই পারলো না আমার ভিতর যে দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছিলো!

আর ভিতর থেকে কে যেন চিৎকার করে বলছিল আমিতো মুক্তি চাইনি, আমিতো থেকে যেতে চেয়েছি, পরম যত্নে, ভালোবাসায়, সম্মানে!!

কেনো রাখতে পারলে না প্রিয়??

মানুষটা সেই চিৎকার শুনতেই পেলো না!! 💔

আমিও মুক্তি নিয়ে তার থেকে সরে এলাম, প্রতারক ও হইলাম!
তবে আদৌ কি মুক্তি পেয়েছি?? তার দেয়া মিথ্যা ভালোবাসা, স্মৃতি আর যন্ত্রনা থেকে??

সে মুক্তি পেয়েছে, তার শখের নারীকে ভালোবেসে, স্বপ্ন পূরণে ব্যস্ত সে😅

ভালো থাকুক আমার না হওয়া শখের পুরুষটা!!!

~সুমু~
১০-০১-২৫

ভাবলেই ভাল্লাগে!🙂আমি কখনোই আমার শখের পুরুষের শখের নারী-ই ছিলাম না!!😆
09/01/2025

ভাবলেই ভাল্লাগে!🙂

আমি কখনোই আমার শখের পুরুষের শখের নারী-ই ছিলাম না!!😆

09/01/2025

একটা শূন্যতা মানুষকে
ধীরে ধীরে মৃত্যুর স্বাদ পাইয়ে দেয়!
তারপরও মানুষটা বেঁচে থাকে-
সবার সামনে হাসে-
স্বাভাবিক ভাবে কথা বলে-
মনের কথা বুকে রেখে সবার সাথে মেশে-
সবটা নিয়মের নিয়মেই চলে,
শুধু হৃদপিন্ডের পুরোটা জুড়ে শূণ্যতা ছেয়ে যায়
যা কেউ দেখে না
কেউ বোঝে না! 🙂

~সুমু~

09/01/2025

পেয়েও হারানোর অনুভুতিটা ঠিক এমনই!!💔💔

আগে ভাবতাম মানুষ কেমনে এতো বছরের সম্পর্ক শেষ করে চলে যায়, তাদের কি মায়া লাগে না! এখন বুঝি নারী এতো সহজে শখের মানুষ ছাড়ে ...
09/01/2025

আগে ভাবতাম মানুষ কেমনে এতো বছরের সম্পর্ক শেষ করে চলে যায়, তাদের কি মায়া লাগে না!

এখন বুঝি নারী এতো সহজে শখের মানুষ ছাড়ে না, শখের মানুষ'রাই বাধ্য করে, তাদের করা কিছু কাহিনি নারী'র ভিতরটা ধ্বংস করে দেয়...!!

নারীর  অনেক  শখের মধ্যে অন্যতম  একটা অপূর্ণ শখ হলো,,,,, শখের মানুষটার সাথে  নিজের পছন্দমত সংসার সাজানো 😄💔
09/01/2025

নারীর অনেক শখের মধ্যে অন্যতম একটা অপূর্ণ শখ হলো,,,,,

শখের মানুষটার সাথে নিজের পছন্দমত সংসার সাজানো 😄💔

পুরুষ বদলায় অন্য নারীর গন্ধ পেলে🤣আর নারী বদলায় শখের পুরুষের কাছ থেকে আঘাত পেলে 🙂দুজনেই কিন্তুু বদলায়!! কিন্তুু বদলানো...
09/01/2025

পুরুষ বদলায় অন্য নারীর গন্ধ পেলে🤣

আর নারী বদলায় শখের পুরুষের কাছ থেকে আঘাত পেলে 🙂

দুজনেই কিন্তুু বদলায়!!
কিন্তুু বদলানোর ধরনটা ভিন্ন,,,,,!!!🙂

~ সুমু~

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Explore with SuMu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share