BUET-The Land Of Living

BUET-The Land Of Living A page related to BUET update. A page to know the Buet update.

শুভ নববর্ষ ১৪৩২
15/04/2025

শুভ নববর্ষ ১৪৩২

https://www.prothomalo.com/education/admission/4f4zo5658w
03/04/2025

https://www.prothomalo.com/education/admission/4f4zo5658w

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১২ এপ্রিল.....

| ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোটা ও বিশেষ সুবিধার দাবির বিরুদ্ধেবুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিবৃতি |বাংলাদেশ প্র...
22/03/2025

| ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোটা ও বিশেষ সুবিধার দাবির বিরুদ্ধে
বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিবৃতি |

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোটা ও বিশেষ সুবিধার দাবির বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিক্রিয়া ও দাবি জানাচ্ছি। এই বিষয়টি আমাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু একটি দাবি নয়, বরং মেধার সঠিক মূল্যায়ন, ন্যায্য প্রতিযোগিতা এবং দেশের প্রকৌশল খাতে সমতার সংগ্রামের প্রশ্ন।

জুলাই গণঅভ্যুত্থান আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সেই সময় শিক্ষার্থীরা রাজপথে নেমে মেধার ভিত্তিতে সমান সুযোগের দাবি তুলেছিল। এই আন্দোলন কোটা ব্যবস্থার বিরুদ্ধে জনগণের ক্ষোভের প্রতিফলন হয়ে উঠেছিল, যার ফলে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে এবং একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে যায়। কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে উত্থাপিত কোটা ও বিশেষ পদোন্নতির দাবি এই আদর্শের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। আমরা, বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা, এই দাবিকে অযৌক্তিক, বৈষম্যমূলক এবং মেধার প্রতি অবিচার হিসেবে দেখছি।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং একটি কারিগরি শিক্ষা, যা টেকনিশিয়ান হিসেবে দক্ষতা অর্জনের জন্য ডিজাইন করা হয়েছে। এটি প্রকৌশলী হওয়ার পূর্ণাঙ্গ যোগ্যতা দেয় না। ডিপ্লোমা হোল্ডাররা টেকনিশিয়ান হিসেবে কাজ করার জন্য প্রশিক্ষিত, এবং তাদের পেশাগত ভূমিকা ও মর্যাদা বিএসসি ইঞ্জিনিয়ারদের সমান নয়। তবুও তারা সরকারি-বেসরকারি চাকরিতে প্রকৌশলী পদে নিয়োগ, পদোন্নতি এবং নামের আগে ‘ইঞ্জিনিয়ার’ শব্দটি ব্যবহারের দাবি করে আসছে। এটি মেধার সঠিক মূল্যায়নের পথে বাধা হয়ে দাঁড়ায় এবং প্রকৌশল পেশার গৌরবকে ক্ষুণ্ন করে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই— ‘No B.Sc. Engineering Degree, No Engineer'

ধ*র*ষ*ণের বিরুদ্ধে বুয়েট শিক্ষার্থীর মানববন্ধন।
09/03/2025

ধ*র*ষ*ণের বিরুদ্ধে বুয়েট শিক্ষার্থীর মানববন্ধন।

11/10/2024
https://abrarfahadarchive.org/"অনন্ত মহাকালে মোর যাত্রাঅসীম মহাকাশের অন্তে"
06/10/2024

https://abrarfahadarchive.org/

"অনন্ত মহাকালে মোর যাত্রা
অসীম মহাকাশের অন্তে"

05/10/2024

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রায় ৫ বছর হয়ে গেছে।
৫ই আগস্ট স্বৈরাচার পতনের পরে দেশের বিভিন্নস্থানে গ্রাফিতিসহ বিভিন্নভাবে আবরার ফাহাদসহ ফ্যাসিস্টদের হাতে সকল শহীদের স্মৃতি সংরক্ষণ করা হচ্ছে। কিন্তু যেখানে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, সেই বুয়েটেই গত ৫ বছরে তার স্মৃতি রক্ষার্থে ঠিক কী করা হয়েছে ?
বুয়েটে আসার পরে এব্যাপার প্রথম উদ্যোগ নিতে দেখি ১৮ ব্যাচের ভাইয়াদের। তারা একটি বিল্ডিংয়ের নাম আবরার ফাহাদের নামে করার জন্য চেষ্টা শুরু করে। সর্বশেষ প্রস্তাব দেওয়া হয়, বুয়েট সেন্ট্রাল লাইব্রেরীর নাম আবরার ফাহাদের নামে করার জন্য। এজন্য শিক্ষার্থীদের সাইন কালেক্ট করে আগের প্রশাসনকে দেওয়া হয়। কিন্তু তখন পুনরায় বিস্তারিত তথ্যসহ সাইন নেওয়া ও বিভিন্ন আন্দোলনের কারণে কালক্ষেপণ করে বাস্তবায়ন সম্ভব হয়নি। কিন্তু তৎকালীন প্রশাসন এ বিষয়ে নেতিবাচক কোনো মনোভাব প্রকাশ করেনি।
৫ই আগস্টের পরে সারাদেশের মতো বুয়েটের প্রশাসনেও পরিবর্তন আসে। নতুন ভিসি- প্রোভিসিদের সাথে প্রথম মিটিংয়েই বর্তমান শিক্ষার্থীরা ৭ই অক্টোবরের পূর্বেই কেন্দ্রীয় লাইব্রেরির নাম আবরার ফাহাদের নামে করার প্রস্তাব দেয়। কিন্তু বুয়েট প্রশাসন সরাসরি জানিয়ে দেয়, “কোনো শহীদের নামে কোনো ভবনের নামকরণ করা যাবেনা কারণ পরবর্তীতে অন্য সরকার এসে নাম পরিবর্তন করে দিতে পারে। এছাড়া মুক্তিযুদ্ধে বুয়েটের শহীদ শিক্ষার্থীদের পরিবার এসেও একইরকম দাবি জানাতে পারে। তাই আবরার ফাহাদের নামে লাইব্রেরীর নাম করা যাবেনা। তবে হলে স্মৃতিফলক করার ক্ষেত্রে উনাদের আপত্তি নেই।” উল্লেখ্য যে, ২০০২ সালে ছাত্রদলের দুইপক্ষের গোলাগুলিতে নিহত হওয়া সাবেকুন নাহার সনি আপুর নামে বুয়েটের ছাত্রী হলের নামকরণ করা হয়েছে।
যদিও আমি এ ব্যাপারে সরাসরি জড়িত নই, কিন্তু যেখানে আওয়ামী লীগ সরকারই আবরার ফাহাদ নিয়ে কোনো বিতর্ক করেনি, সেখানে এতকিছুর পরে অন্য সরকার এসে নাম পরিবর্তন করবে বুয়েট প্রশাসনের এমন যুক্তি দেওয়াটা রীতিমতো হতাশাজনক।

Abrar Faiyaj

Address

Polashi
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BUET-The Land Of Living posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share