11/04/2025
আসসালামু আলাইকুম,
আমরা একটি উদ্যোগ নিয়েছি ইসরাইলের বিরুদ্ধে উদ্যোগটি হলো অনেক ব্যবসায়ী ইসরাইলি পণ্য বিক্রি করে যতই বলুক মুখে ইসরাইলে পণ্য বয়কট দিন শেষে তারাই ইসরাইলি পণ্য বিক্রি করে এবং ক্রয় করে তাই আমরা একটি উদ্যোগ নিয়েছি A4 সাইজের একটি পোস্টর তৈরি করে প্রত্যেকটি দোকানের সামনে লাগানো হবে ইসরাইলে পণ্য বয়কট করার জন্য কারণ ইসরাইলে পণ্য ক্রয় করলে ইসরাইলের লাভ আর এই টাকা দিয়ে বন্দুক বোম তৈরি করে আমাদের মুসলিম ভাই বোনদের হত্যা করা হচ্ছে তাই একজন মুসলিম হয়ে আমরা ইসরাইলি পণ্য বয়কট করব এবং অন্যদের বয়কট করতে উৎসাহিত করব