ARD Mix Vlog

ARD Mix Vlog Assalamu Alaikum Everyone ….. This is my New Account. I make mix vlogs. Please stay tuned to our page ARD Mix Vlog. Thank you so much.

If you like our contents give us a like and support. Because your support are our biggest motivators.

08/08/2025

সময়ের মুখোমুখি দাঁড়ালে কেবল টের পাই😞😞
ভুল জায়গায় নিজেকে কতটুকু খরচ করছি।

মেয়ে সন্তানকে কখনো মানিয়ে নেয়া শেখাবেন না।একবার মানিয়ে নেয়া শিখে গেলে,তার সবক্ষেত্রে মানিয়ে নিতে নিতে জীবনই শেষ হয়ে যাবে...
21/07/2025

মেয়ে সন্তানকে কখনো মানিয়ে নেয়া শেখাবেন না।

একবার মানিয়ে নেয়া শিখে গেলে,তার সবক্ষেত্রে মানিয়ে নিতে নিতে জীবনই শেষ হয়ে যাবে।শখের, পছন্দের কিছুই আর সে পাবে না।

মেয়ে সন্তানকে কখনো কোনো কিছু চাইলে,‘না' শব্দ টা বলবেন না।হতে পারে বিয়ের পর তার সারাজীবন ‘না' শুনেই কাটাতে হবে।

মেয়ে সন্তানকে কখনো খাবার যা চায়,তা খেতে নিষেধ করবেব না।হতে পারে বিয়ের পর তার স্বামী, তার পছন্দের খাবার সবসময় খাওয়াতে পারবে না।

মেয়ে সন্তানকে কখনো অবহেলা করবেন না। হতে পারে, বিয়ের পর সে অবহেলা ছাড়া কিছুই পাবে না।

মেয়ে সন্তানকে কখনো অপেক্ষা করাবেন না।একটা সময় পর তার অপেক্ষা করতে হবে অনেক বেশি।

মেয়ে সন্তানকে কখনো নিজেদের থেকে গরীব কারো কাছে বিয়ে দেবেন না।তারা আপনার মেয়ের কষ্ট বুঝবে না।তাদের কাছে যে জীবন স্বাভাবিক, আপনার মেয়ের কাছে সেটাই হবে অনেক কঠিন।

মেয়ে সন্তানকে দুনিয়ার সব সুখ দেয়ার চেষ্টা করবেন।বিশ্বাস করুন,আপনার মত করে অন্য পুরুষ তাকে ততটা মাথায় তুলে না-ও রাখতে পারে,হয়তো সবকিছুর খেয়াল সবসময় রাখবে না।সব মেয়েদের কপালে সবসময় ভালো স্বামী জুটে না।তাই যতদিন আপনার কাছে থাকে, ততদিন আপনি তাকে সবকিছু দিয়ে পরিপূর্ণ করে রাখার চেষ্টা করবেন।
FollowingFollow.your.child - دعاء كرسون

প্রত্যাশার হতাশা দূর হোক!  যেখানে যার শান্তি মেলে.. সেখানেই তার ঠাঁই হোক !❤️‍🩹‍☺️
27/06/2025

প্রত্যাশার হতাশা দূর হোক!
যেখানে যার শান্তি মেলে..
সেখানেই তার ঠাঁই হোক !❤️‍🩹‍☺️

26/06/2025

🌙 ইনশাআল্লাহ আগামীকাল শুক্রবার ১লা মহররম
আরবি বছরের প্রথম মাস এবং চারটি পবিত্র মাসের একটি।(আজ‌কে য‌দি চাঁদ উঠে)

📍আশুরার রোযা কবে ও কয়টি?
১০ই মহররম = আশুরা (৬ জুলাই, শনিবার)।
সুন্নাহ হলো আশুরার রোযা দুটি দিন রাখা:
➡ ৯ ও ১০ মহররম (৫ ও ৬ জুলাই)
অথবা
➡ ১০ ও ১১ মহররম (৬ ও ৭ জুলাই)

🍀 শুধুমাত্র ১০ তারিখে রোযা রাখলে ইহুদীদের অনুকরণ হয়, তাই বাড়তি একদিন রোযা রাখা উত্তম।

📜 রাসুলুল্লাহ ﷺ বলেন:
"তোমরা আশুরার রোযা রাখো এবং ইহুদীদের বিরোধিতা করো—এর আগের দিন বা পরের দিনও রোযা রাখো।"
[মুসনাদে আহমাদ, হাদীস ২১৫৪]

🍂আশুরার রোযার ফজিলত:
রাসুলুল্লাহ ﷺ বলেন:
“আশুরার রোযা গত এক বছরের গুনাহ মোচন করে।”
[সহীহ মুসলিম, হাদীস ১১৬২]

📍 এই বরকতময় দিনে রোযা রেখে আল্লাহর নিকট ক্ষমা ও রহমত প্রার্থনা করি।
আল্লাহ আমাদের কবুল করুন। আমীন।🤲

28/05/2025

আজ কিন্তু বুধবার! দুআ কবুলের উত্তম সময় চলছে 📌
(দুপুর থেকে আসরের মধ্যবর্তী সময়)

23/05/2025

আরবি ক্যালেন্ডার অনুযায়ী ২৮ মে বুধবার মাগরিবের পর চাঁদ উঠলেই শুরু হবে জিলহজ্জ মাস ইন শা আল্লাহ ।

জিলহজ্জের প্রথম দশ দিনের ১০টি আ'মল

০১নখ ও চুল না কাটা

০২জিলহজ্জের প্রথম ৯ দিন রোজা রাখা, বিশেষ করে আরাফার দিন।

০৩বেশি পরিমাণে আল্লাহর যিকির করা।

০৪বেশি পরিমাণে তাকবীর পাঠ করা।

০৫যথাসম্ভব সাদাকাহ করা।

০৬অবিরত দু'য়া করতে থাকা।

০৭বেশি বেশি নফল ইবাদাত করা।

০৮আন্তরিকভাবে তাওবা করা।

০৯সামর্থ থাকলে হজ্জ ও ওমরাহ করা।

১০সামর্থবান হলে পশু কুরবানী করা।
Following

13/05/2025

মিথ্যা অপবাদ আগে এলে ভয় পেতাম, এখন খুশি হই।এটাই আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা।কারণ এখন জানি—মিথ্যা অপবাদ এলেই মুখোশধারী মানুষগুলো চিনে ফেলি।এতে আমার ভবিষ্যৎটা আরও পরিষ্কার হয়।সময়ই প্রমাণ করে—আপন মুখে যারা ছিল, তারা অনেকেই ছিল ক্ষতি করার জন্য মুখোশ পরে থাকা চরিত্র।যাদের ভাবতাম সবচেয়ে আপন, বাস্তবতা ছিল একেবারেই উল্টো।মিথ্যা অপবাদ না এলে এদের আসল রূপ বের হতো না,আর আমি হয়তো তাদের ওপর ভরসা করেই আরও বড় ক্ষতির মুখে পড়তাম।আল্লাহ অপবাদের মাধ্যমে আমাকে রক্ষা করেছেন,মনে হয়, তিনি নিজেই এসব মানুষদের মুখোশ খুলে দিয়েছেন।অপবাদে হয়তো মানুষ হাসে, চোখ রাঙায়—আপনার বিরুদ্ধে প্রমাণ খুঁজে, আপনাকে ছোট করতে প্রাণপণ চেষ্টা করে,কিন্তু সে অপবাদেই আপনার ইজ্জত বেড়ে যায়,আর গাদ্দারদের আসল মুখ সবার সামনে আসে।তাই সবর করুন, ভেঙে পড়বেন না।আল্লাহ আপনার সঙ্গে আছেন, তিনিই যথেষ্ট।✍️আবরারুল হক আসিফ✍️

10/05/2025

কাউকে নিয়ে সমালোচনা
করা যতটা সহজ,
তার জায়গায় দাঁড়িয়ে
তার পরিস্তিতি বুঝাটা ঠিক ততটাই কঠিন
ARD Mix Vlog #

09/05/2025

Alhamdulillah

01/05/2025

চাদের এতো দাগ আছে জেনেও, এই চাদকে আমরা ভালোবাসি🌑♥️🥺

Address

Polton
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARD Mix Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category