
22/11/2024
⚡কিভাবে ব্র্যান্ড তৈরি করবেন?🚀
১ম
🔰মনে করেন, আপনার এক বন্ধু আপনার কাছে পাঁচ হাজার টাকা ধার চেয়েছে। এখন আপনার কাছে যথেষ্ট পরিমাণ টাকাও আছে। কিন্তু আপনি টাকা দিতে সাহস পাচ্ছেন না।কারণ, আপনার সন্দেহ হচ্ছে টাকা দিলে, তার ফেরত দেওয়ার সম্ভবনা নেই। এখন সে বুঝতে পেরে গেছে যে, আপনি তাকে বিশ্বাস করতে পারছেন না ।তখন সে কসম কাটা শুরু করলো, বন্ধু বিশ্বাস কর, কসম আল্লাহর আমি তোর টাকা ফেরত দিয়ে দিবো।
কিন্তু আপনি বাপ্পারাজের মতো বলে উঠলেন, এ আমি বিশ্বাস করিনা😑
২য়
🔰অন্যথায়, আপনার এক বন্ধু পাঁচ ওয়াক্ত নামায পড়ে। সবসময় আপনাদের হাসিদ শুনায়।মানুষের হক, মানুষের টাকা পয়সা মেরে খেলে পরকালে কি শাস্তি সেসব বিষয়ে আলোচোনা করে। কেউকে কথা দিয়ে কথা না রাখলে কি শাস্তি সেসব আলোচোনা করে। একদিন হঠাৎ করে সে আপনার কাছে পাঁচ হাজার টাকা ধার চাইলো।আপনিও সাথে সাথে টাকা দিয়ে দিলেন✅
➡️তার কিন্তু কসম, টসম কিছুই কাটতে হয়নি।তবুও তাকে টাকা দিয়ে দিলেন। কারণ? ❓
⚡কারণ, সে বিশ্বস্ত। আর ব্র্যান্ড মানেই বিশ্বস্ততা। যাকে বিশ্বাস করা যায় সেই ব্র্যান্ড হয়। আর যাকে বিশ্বাস করা যায়না সে কখনও ব্র্যান্ড হয়না। যে বন্ধুকে টাকা ধার দিছেন, সে ছোটখাটো একটা (ধার্মিক দিক) দিয়ে ব্র্যান্ড।তাই তাকে বিশ্বাস করতে পারছেন এবং টাকা ধার দিছেন।আর সে যে মাধ্যমে আপনার বিশ্বস্ততা অর্জন করেছে সেটি হচ্ছে কনটেন্ট। সে যে আপনাকে বিভিন্ন হাদিস শুনাইতো, এগুলোই কন্টেন্ট🚀
➡️আর যাকে টাকা ধার দেননি, সে ফুটপাতের হকার।সে মাইক নিয়ে যতোই কসম কাটুক তাকে বিশ্বাস করা কষ্টসাধ্য‼️
🔰আমাদের ব্র্যান্ড হয়না কেন?❓
⚡কারণ, আমরা ওইসব হকার বন্ধুদের মতো প্রোডাক্ট ফেসবুক পেজে এনেই, আমার প্রোডাক্ট ভালো, আমার প্রোডাক্ট ভালো বলে চিল্লাচিল্লি করি।আর বুস্ট মারি।প্রোডাক্ট বিক্রি করার জন্যে পাগল হয়ে যাই। এভাবে কখনও ব্র্যান্ড হয়না।‼️
➡️কিভাবে ব্র্যান্ড হবে?❓
⚡যে বন্ধুকে টাকা ধার দিছেন, সর্বপ্রথম ঠিক সেই বন্ধুর মতো কনটেন্ট এর মাধ্যমে মানুষের কাছে বিশ্বস্ততা অর্জন করুন।কন্টেন্ট এর কোনো বিকল্প নেই।যখন আপনি মানুষের বিশ্বস্ততা অর্জন করতে পারবেন, তখন আপনার প্রোডাক্ট সেল করার চেষ্টা করেন।তাহলে দেখবেন মানুষকে আপনি প্রোডাক্ট দিতে পারছেন না। (এতোটুকুতে কিন্তু ব্র্যান্ড হয়না, কিন্তু এতোটুকুতে ব্র্যান্ড তৈরির মূল থিমটা বুঝানোর চেষ্টা করেছি)🚀✅
⚡তবে মনে রাখবেন, আপনার সেই বন্ধু, যাকে আপনি বিশ্বাস করে টাকা ধার দিছেন, সে যদি আপনাকে সময় মতো টাকা ফেরত না দেয়, তখন তার প্রতি থেকে আপনার বিশ্বস্ততা চলে যাবে। সে আর ব্র্যান্ড থাকবেনা✅
⚡ঠিক তেমনি আপনিও মানুুষের বিশ্বস্ততা অর্জন করে, যদি খারাপ প্রোডাক্ট দেন তাহলে আপনিও মানুষের থেকে বিশ্বস্ততা হারাবেন।এবং আপনার আর ব্র্যান্ড থাকবেনা✅
゚