Dream now to be skilled

Dream now to be skilled সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি

⚡কিভাবে ব্র্যান্ড তৈরি করবেন?🚀১ম 🔰মনে করেন, আপনার এক বন্ধু আপনার কাছে পাঁচ হাজার টাকা ধার চেয়েছে। এখন আপনার কাছে যথেষ্ট ...
22/11/2024

⚡কিভাবে ব্র্যান্ড তৈরি করবেন?🚀

১ম

🔰মনে করেন, আপনার এক বন্ধু আপনার কাছে পাঁচ হাজার টাকা ধার চেয়েছে। এখন আপনার কাছে যথেষ্ট পরিমাণ টাকাও আছে। কিন্তু আপনি টাকা দিতে সাহস পাচ্ছেন না।কারণ, আপনার সন্দেহ হচ্ছে টাকা দিলে, তার ফেরত দেওয়ার সম্ভবনা নেই। এখন সে বুঝতে পেরে গেছে যে, আপনি তাকে বিশ্বাস করতে পারছেন না ।তখন সে কসম কাটা শুরু করলো, বন্ধু বিশ্বাস কর, কসম আল্লাহর আমি তোর টাকা ফেরত দিয়ে দিবো।
কিন্তু আপনি বাপ্পারাজের মতো বলে উঠলেন, এ আমি বিশ্বাস করিনা😑

২য়

🔰অন্যথায়, আপনার এক বন্ধু পাঁচ ওয়াক্ত নামায পড়ে। সবসময় আপনাদের হাসিদ শুনায়।মানুষের হক, মানুষের টাকা পয়সা মেরে খেলে পরকালে কি শাস্তি সেসব বিষয়ে আলোচোনা করে। কেউকে কথা দিয়ে কথা না রাখলে কি শাস্তি সেসব আলোচোনা করে। একদিন হঠাৎ করে সে আপনার কাছে পাঁচ হাজার টাকা ধার চাইলো।আপনিও সাথে সাথে টাকা দিয়ে দিলেন✅

➡️তার কিন্তু কসম, টসম কিছুই কাটতে হয়নি।তবুও তাকে টাকা দিয়ে দিলেন। কারণ? ❓
⚡কারণ, সে বিশ্বস্ত। আর ব্র্যান্ড মানেই বিশ্বস্ততা। যাকে বিশ্বাস করা যায় সেই ব্র্যান্ড হয়। আর যাকে বিশ্বাস করা যায়না সে কখনও ব্র্যান্ড হয়না। যে বন্ধুকে টাকা ধার দিছেন, সে ছোটখাটো একটা (ধার্মিক দিক) দিয়ে ব্র্যান্ড।তাই তাকে বিশ্বাস করতে পারছেন এবং টাকা ধার দিছেন।আর সে যে মাধ্যমে আপনার বিশ্বস্ততা অর্জন করেছে সেটি হচ্ছে কনটেন্ট। সে যে আপনাকে বিভিন্ন হাদিস শুনাইতো, এগুলোই কন্টেন্ট🚀

➡️আর যাকে টাকা ধার দেননি, সে ফুটপাতের হকার।সে মাইক নিয়ে যতোই কসম কাটুক তাকে বিশ্বাস করা কষ্টসাধ্য‼️

🔰আমাদের ব্র্যান্ড হয়না কেন?❓

⚡কারণ, আমরা ওইসব হকার বন্ধুদের মতো প্রোডাক্ট ফেসবুক পেজে এনেই, আমার প্রোডাক্ট ভালো, আমার প্রোডাক্ট ভালো বলে চিল্লাচিল্লি করি।আর বুস্ট মারি।প্রোডাক্ট বিক্রি করার জন্যে পাগল হয়ে যাই। এভাবে কখনও ব্র্যান্ড হয়না।‼️

➡️কিভাবে ব্র্যান্ড হবে?❓

⚡যে বন্ধুকে টাকা ধার দিছেন, সর্বপ্রথম ঠিক সেই বন্ধুর মতো কনটেন্ট এর মাধ্যমে মানুষের কাছে বিশ্বস্ততা অর্জন করুন।কন্টেন্ট এর কোনো বিকল্প নেই।যখন আপনি মানুষের বিশ্বস্ততা অর্জন করতে পারবেন, তখন আপনার প্রোডাক্ট সেল করার চেষ্টা করেন।তাহলে দেখবেন মানুষকে আপনি প্রোডাক্ট দিতে পারছেন না। (এতোটুকুতে কিন্তু ব্র্যান্ড হয়না, কিন্তু এতোটুকুতে ব্র্যান্ড তৈরির মূল থিমটা বুঝানোর চেষ্টা করেছি)🚀✅

⚡তবে মনে রাখবেন, আপনার সেই বন্ধু, যাকে আপনি বিশ্বাস করে টাকা ধার দিছেন, সে যদি আপনাকে সময় মতো টাকা ফেরত না দেয়, তখন তার প্রতি থেকে আপনার বিশ্বস্ততা চলে যাবে। সে আর ব্র্যান্ড থাকবেনা✅

⚡ঠিক তেমনি আপনিও মানুুষের বিশ্বস্ততা অর্জন করে, যদি খারাপ প্রোডাক্ট দেন তাহলে আপনিও মানুষের থেকে বিশ্বস্ততা হারাবেন।এবং আপনার আর ব্র্যান্ড থাকবেনা✅

😱চাইলে আপনিও ফেসবুক পেইজ/প্রোফাইল থেকে ইনকাম করতে পারেন যদি নিজে কন্টেন্টে রাইটার হন👇👉আমাদের যা পাবেন👇👉৫হাজার ফলো*য়ার👉60...
12/11/2024

😱চাইলে আপনিও ফেসবুক পেইজ/প্রোফাইল থেকে ইনকাম করতে পারেন যদি নিজে কন্টেন্টে রাইটার হন👇
👉আমাদের যা পাবেন👇
👉৫হাজার ফলো*য়ার
👉60 হাজার ওয়া*চ/টাই*ম
👉4হাজার ওয়া*চ/টাই*ম {ইউটিউব}
👉1 হাজার সাবস্ক্রাই*ব {ইউটিউব}
✅ Remove Polici Issue
সততার সাথে করা হয়
👌দেরি না করে অর্ডার করুন

01/11/2024

ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু সমাধানের ধাপ:
১. সমস্যা নির্ণয়:
প্রথমে, আপনার মনিটাইজেশন অ্যাকাউন্টে কোন ধরণের সমস্যা হচ্ছে তা সঠিকভাবে বের করুন।
ফেসবুকের অ্যাকাউন্ট কোয়ালিটি টুলস ব্যবহার করে আপনি আপনার পেজের স্ট্যাটাস চেক করতে পারেন। এটি আপনাকে নির্দিষ্ট সমস্যা সম্পর্কে ধারণা দেবে।
মনিটাইজেশন রিস্ট্রিকশন নোটিফিকেশন রিভিউ করুন। এতে সমস্যার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য থাকতে পারে।
ফেসবুক বিজ্ঞাপন নীতিমালা পুনরায় পড়ুন। নিশ্চিত করুন যে আপনার বিষয়বস্তু নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ।
২. সমাধান:
সমস্যা নির্ণয়ের পর, আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
নীতি লঙ্ঘনের ক্ষেত্রে, আপনাকে আপনার বিষয়বস্তু নিয়ে আবেদন করতে হবে যাতে এটি নীতিমালার সাথে মানানসই হয়।
অন্যান্য সমস্যা সমাধানের জন্য, ফেসবুকের অথবা ফেসবুক বিজ্ঞাপন সহায়তা জন্য যোগাযোগ করবেন আমাদের সাথে
৩. আপিল:
আপনি যদি মনে করেন যে আপনার অ্যাকাউন্ট ভুলভাবে লক করা হয়েছে, তাহলে আপনি আপিল করতে পারেন।
কিছু টিপস:
ফেসবুকের নীতিগুলি মেনে চলুন: নীতি লঙ্ঘন এড়াতে নিয়মিত ফেসবুক বিজ্ঞাপন নীতি আপডেটগুলি পরীক্ষা করে দেখুন।
আপনার বিষয়বস্তুর মান উন্নত করুন: আকর্ষণীয় এবং মূল্যবান বিষয়বস্তু তৈরি করুন যা আপনার লক্ষ্য দর্শকদের কাছে প্রাসঙ্গিক।
ধৈর্য ধরুন: মনিটাইজেশন রিভিউ প্রক্রিয়া সময়সাপেক্ষ হতে পারে।
মনে রাখবেন:
ফেসবুক যেকোনো সময় তার নীতি পরিবর্তন করতে পারে।
নীতি লঙ্ঘনের কারণে আপনার মনিটাইজেশন অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া যেতে পারে।
প্রয়োজনে
আমাদের সাথে যোগাযোগ করবেন সব ধরনের সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ

যে কোনো সার্ভিস নিতে চাইলে যুগাযোগ করুন
29/10/2024

যে কোনো সার্ভিস নিতে চাইলে যুগাযোগ করুন

24/10/2024

টেকনিক্যাল এসইও হলো এমন একটি কৌশল যার মাধ্যমে একটি ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের ক্রলারদের জন্য সহজে বুঝতে এবং ইন্ডেক্স করতে সহায়ক হয়। এটি ওয়েবসাইটের গঠন, কোডিং, সার্ভার অপ্টিমাইজেশন এবং অন্যান্য টেকনিক্যাল দিকগুলোর উন্নতির মাধ্যমে সার্চ ইঞ্জিনে ভালো পারফরম্যান্স নিশ্চিত করে।

টেকনিক্যাল এসইও একটি ওয়েবসাইটের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি সার্চ ইঞ্জিনের জন্য ওয়েবসাইটকে অপ্টিমাইজ করে, ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করে এবং ওয়েবসাইটকে প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে রাখে। টেকনিক্যাল এসইও ছাড়া SEO স্ট্র্যাটেজি সম্পূর্ণ হয় না।


Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream now to be skilled posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share