
07/10/2024
একবার চিন্তা করুন
হতাশ হবেন না, দুশ্চিন্তাগ্রস্ত থাকাবস্থায় আপনার ধনভান্ডার, সুউচ্চ প্রাসাদ, সবুজ শ্যামল বাগান কোনো কিছুই আপনার উপকারে আসবে না; বরং দুশ্চিন্তা ও বিষণ্ণতাই বাড়িয়ে চলবে। বিষণ্ণ হবেন না, বিষণ্ণতা যদি আপনার অন্তরে জায়গা করে নেয়, তাহলে চিকিৎসকদের অভিজ্ঞতা ও ঔষধ আপনার কোনোই কাজে আসবে না। দুঃখ করবেন না। আপনার কাছে দোয়া আছে। আপনি মহান আল্লাহর কাছে মাথা নত করে লুটিয়ে পড়তে পারেন। আপনার কাছে রাতের শেষ প্রহর আছে। আপনি সেজদায় গিয়ে তাঁর কুদরতী পায়ে কপাল রাখতে পারেন। তবে দুঃখ আর কীসের জন্য?
দুঃখিত হবেন না। এ পৃথিবী ও তার যাবতীয় নেয়ামত মহান আল্লাহ আপনার জন্যই সৃষ্টি করেছেন। আপনার জন্য সবুজ শ্যামল বাগান তৈরি করেছেন। ফলবান খেজুর গাছ সৃষ্টি করেছেন। সব কিছু জোড়ায় জোড়ায় বানিয়েছেন। আকাশে ঝলমলে তারকা টাঙিয়ে দিয়েছেন। নদী, নালা, খাল, বিল, সাগর, মহাসাগর আপনার জন্যই সৃষ্টি করেছেন। তারপরও আপনি বিষণ্ণ? কেন? আপনি ঠান্ডা পানি পান করতে পারছেন। বিশুদ্ধ বায়ু সেবন করছেন। আপনার শরীর-স্বাস্থ্য সুস্থ। আপনি আপনার পায়ের উপর ভর দিয়ে চলাফেরা করতে পারছেন। রাতে শান্তিতে ঘুমাতে পারছেন। তারপরও কি আপনি বিষণ্ণই থাকবেন?