বায়োস্কোপ

বায়োস্কোপ Home Decor 🏩Art।Cooking 🥘🧆Gardening🌴🌳Life Thoughts🗯️🗯️Vlog। Content Creator।
(64)

23/10/2025

আমার বাবুর প্রতিদিনের হেলদি খাবারের বেশিরভাগই নেই kidzYum থেকে 💛
কারণ আমি বিশ্বাস করি—বাচ্চার জন্য যা দিচ্ছি, সেটা হতে হবে সেইফ, ট্রাস্টেড আর নিউট্রিশনে ভরপুর 💕

✨Try this healthy morning idea & thank me later, moms! 💕
#বায়োস্কোপ

🍮 পুডিংটা শুধু মিষ্টি না, একটু তোমার মতোও…নরম, শান্ত আর মন ভরানো।🫣চামচে তুলে খেতে খেতে মনে হয়—এই মিষ্টিটা যদি তোমার হাতে...
22/10/2025

🍮 পুডিংটা শুধু মিষ্টি না, একটু তোমার মতোও…
নরম, শান্ত আর মন ভরানো।🫣
চামচে তুলে খেতে খেতে মনে হয়—এই মিষ্টিটা যদি তোমার হাতেই দিতাম!😊😊
তুমি যেমন আমার দিনটাকে কোমল করে দাও,
তেমনি পুডিংও যেনো মিষ্টি করে দেয় মুহূর্তগুলোকে। 💛

#বায়োস্কোপ

22/10/2025

আমার মেয়েদের সঙ্গে কাটানো সময়গুলো আমার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। 🌸

#বায়োস্কোপ

22/10/2025

✨আমার বাবুর জন্য সবকিছুই চাই হেলদি আর সেইফ💛
তাই এবার নিয়েছি kidzYum থেকে — যাদের পণ্য একদম ট্রাস্টেড আর কিডস ফ্রেন্ডলি 🥣
ভালো কোয়ালিটি, পিউর টেস্ট আর মায়ের মন ভরানো যত্ন একসাথেই পেয়েছি এখানে 💕

#বায়োস্কোপ ❤️❤️❤️

দাম্পত্য জীবনে বহু চড়াই উৎরাই থাকে। দীর্ঘদিনের  সম্পর্কে যেমন বহু কষ্টের স্মৃতি থাকে। তেমনি সুখের স্মৃতিও থাকে। জীবন সব...
21/10/2025

দাম্পত্য জীবনে বহু চড়াই উৎরাই থাকে। দীর্ঘদিনের সম্পর্কে যেমন বহু কষ্টের স্মৃতি থাকে। তেমনি সুখের স্মৃতিও থাকে। জীবন সব সময় একই ভাবে চলে না। কখনো ভালো, কখনো খারাপ। সংসারে পাহাড় সমান বোঝা টানতে টানতে নারী যেমন ক্লান্ত হয়। তেমনি নিজ পুরুষ বাহির দুনিয়ার সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। আমরা তো কেউ ফেরেস্তা না। আমাদের রাগ আছে, রাগের বহিঃপ্রকাশ আছে।
আবার প্রেম ভালোবাসার অনুভূতিও আছে।
#শুভরাত্রি


#বায়োস্কোপ

21/10/2025

ঘরের সাজে ছোট ছোট জিনিসই এনে দেয় সবচেয়ে বড় পরিবর্তন… 🌸
এই সুন্দর Pudding Plate টা তেমনই—
একটু রেড, একটু গোল্ডেন আর একচিলতে মিষ্টি অনুভব ✨

যে কোনো ডেজার্ট, সার্ভিং বা গিফটিংয়ের জন্য একদম পারফেক্ট ❤️
আর এঞ্জেল প্রিন্টটা যেনো মুডটাই বদলে দেয়!

Add a little magic to your moments 🌼
DM Home Decor Solution to grab yours 💌

#বায়োস্কোপ

বাইরের পৃথিবী যতই তাড়াহুড়োয় ভরে থাকুক,আমার সকালটা শুধু তখনই পূর্ণ হয়,যখন তোমার পাশে বসে এই ঘরের নরম আলোয় দিন শুরু করি। ☕...
21/10/2025

বাইরের পৃথিবী যতই তাড়াহুড়োয় ভরে থাকুক,
আমার সকালটা শুধু তখনই পূর্ণ হয়,
যখন তোমার পাশে বসে এই ঘরের নরম আলোয় দিন শুরু করি। ☕🏡💛
#শুভসকাল

゚ #বায়োস্কোপ

20/10/2025

স্বামী আর সন্তানের হাসিই আমার পৃথিবী...
বাইরের যত ক্লান্তিই আসুক, ওদের মুখ দেখলেই সব হার মানে। ❤️🏠✨


#বায়োস্কোপ

20/10/2025

একটা ছোট এগ সেপার মোল্ড… আর তাতেই তিন রকম মজার সারপ্রাইজ! 🧁🍜🍮
মাফিন, চিজি ভেজিটেবল নুডলস কাপ আর ক্যারামেল পুডিং—সব একসাথে, এক মোল্ডে!
মায়ের কিচেন এখন আরও রঙিন, ধন্যবাদ ✨ Kids Frame✨কে,
যাদের প্রোডাক্টে প্রতিটা দিন একটু বেশি ভালোবাসায় ভরে যায় 💛
🥰🥰🥰

゚ #বায়োস্কোপ

ঘরটা কখনো একদম চুপচাপ হয়ে যায়....তবু এই নিস্তব্ধতার মাঝেও একরাশ উষ্ণতা লেগে থাকে।আয়নাটা জানে, প্রতিদিন কিছু কথা চোখে জমে...
19/10/2025

ঘরটা কখনো একদম চুপচাপ হয়ে যায়....
তবু এই নিস্তব্ধতার মাঝেও একরাশ উষ্ণতা লেগে থাকে।
আয়নাটা জানে, প্রতিদিন কিছু কথা চোখে জমে থাকে, বলা হয় না— শুধু ভেসে যায় প্রতিফলনে।

পর্দার হালকা নড়াচড়া, বাতাসে ফুলের গন্ধ, দেয়ালে ঝুলে থাকা পুরনো ছবির ফ্রেম—
সব যেনো এক অদ্ভুত টান ধরে রাখে, কোনো দৃশ্যমান কারণ ছাড়াই।

এই ঘরটা অনেক কিছু বলে,
কিন্তু খুব আস্তে… খুব ভেতর থেকে।
শব্দ নেই, তবু বোঝা যায়—
কিছু অনুভূতি আছে, যা কখনো পুরোপুরি হারিয়ে যায় না। 🍃

#ঘর #হোমডেকর #সুখ ゚ #ঘর #বায়োস্কোপ

আমার ঘরের প্রবেশদ্বারটা যেন তোমার জন্যই বেঁচে আছে।প্রতিদিন এই দরজাটা খুলে রাখি, যেন তোমার পায়ের শব্দে ভরে ওঠে পুরো ঘর।তু...
19/10/2025

আমার ঘরের প্রবেশদ্বারটা যেন তোমার জন্যই বেঁচে আছে।
প্রতিদিন এই দরজাটা খুলে রাখি, যেন তোমার পায়ের শব্দে ভরে ওঠে পুরো ঘর।
তুমি ফিরবে — এই ভাবনাটাই সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেয়।

তুমি জানো?
বাইরে যতই হইচই, ব্যস্ততা, কোলাহল থাকুক,
এই দরজার ওপারেই আমার শান্তি, আমার অপেক্ষা।
তোমার ফিরে আসার মুহূর্তটাই দিনের সবচেয়ে সুন্দর সময়।
দরজাটা খুললেই তোমার মুখটা দেখি —
মনে হয়, ভালোবাসা আবার নতুন করে শুরু হলো।

এই প্রবেশদ্বারটা আমার কাছে শুধু ঘরের দরজা না,
এটা সেই সীমারেখা যেখানে পৃথিবীর সব অস্থিরতা থেমে যায়, শুরু হয় আমাদের একান্ত সময় —
তোমার হাসি, তোমার গল্প, আর আমাদের ছোট্ট জগতের উষ্ণতা।
Adv Syfullah ❤️❤️❤️

゚ #ঘর #সুখ #বায়োস্কোপ

এ ঘরের লতায় লতায় সুখের শিকড় গজায়.....👨‍👩‍👧‍👧🏡 #ঘর  #সুখ  #হোমডেকর            ゚  #বায়োস্কোপ
19/10/2025

এ ঘরের লতায় লতায় সুখের শিকড় গজায়.....👨‍👩‍👧‍👧🏡

#ঘর #সুখ #হোমডেকর
゚ #বায়োস্কোপ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বায়োস্কোপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share