19/10/2025
আমার ঘরের প্রবেশদ্বারটা যেন তোমার জন্যই বেঁচে আছে।
প্রতিদিন এই দরজাটা খুলে রাখি, যেন তোমার পায়ের শব্দে ভরে ওঠে পুরো ঘর।
তুমি ফিরবে — এই ভাবনাটাই সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেয়।
তুমি জানো?
বাইরে যতই হইচই, ব্যস্ততা, কোলাহল থাকুক,
এই দরজার ওপারেই আমার শান্তি, আমার অপেক্ষা।
তোমার ফিরে আসার মুহূর্তটাই দিনের সবচেয়ে সুন্দর সময়।
দরজাটা খুললেই তোমার মুখটা দেখি —
মনে হয়, ভালোবাসা আবার নতুন করে শুরু হলো।
এই প্রবেশদ্বারটা আমার কাছে শুধু ঘরের দরজা না,
এটা সেই সীমারেখা যেখানে পৃথিবীর সব অস্থিরতা থেমে যায়, শুরু হয় আমাদের একান্ত সময় —
তোমার হাসি, তোমার গল্প, আর আমাদের ছোট্ট জগতের উষ্ণতা।
Adv Syfullah ❤️❤️❤️
゚ #ঘর #সুখ #বায়োস্কোপ