26/07/2025
বিজ্ঞানীরা বলছেন, শিশুরা তাদের বুদ্ধিমত্তার বেশিরভাগ অংশ মায়ের কাছ থেকে পায়, কারণ বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত অনেক জিন থাকে X ক্রোমোজোমে। এর প্রধান কারণ হলো X ক্রোমোজোমের জিনতত্ত্ব। এই ক্রোমোজোমে এমন অনেক জিন থাকে যেগুলো মানুষের চিন্তাশক্তি বা জ্ঞানীয় ক্ষমতার সঙ্গে জড়িত।
মেয়েদের দুটি X ক্রোমোজোম থাকে, কিন্তু ছেলেদের থাকে মাত্র একটি। ফলে শিশুরা মায়ের কাছ থেকে বুদ্ধিমত্তা-সম্পর্কিত জিনের “ডাবল ডোজ” পায়।
আরও জটিল বিষয় হলো বাবার কাছ থেকে আসা কিছু উন্নত বুদ্ধিমত্তার জিন শরীরে নিষ্ক্রিয় (deactivate) হয়ে যেতে পারে, কারণ কিছু জিন “conditioned” থাকে, অর্থাৎ নির্দিষ্ট কোনো প্যারেন্ট (মা বা বাবা) থেকে আসলে তবেই তা সক্রিয় হয়।
ইঁদুরের উপর গবেষণায় দেখা গেছে, মায়ের জিন মস্তিষ্কের বৃদ্ধি বা ডেভেলপমেন্টের সঙ্গে সম্পর্কিত, আর বাবার জিন প্রধানত আক্রমণাত্মকতা ও কিছু অর্জনের ক্ষুধার মতো আচরণগত বিষয়ে কাজ করে। মানুষের ওপর চালানো এক বৃহৎ গবেষণাতেও এমন ফলাফল দেখা গেছে ১২,০০০-এর বেশি তরুণদের উপর দীর্ঘমেয়াদি (longitudinal) এক স্টাডিতে দেখা গেছে, মায়ের আইকিউ ও শিশুর বুদ্ধিমত্তার মধ্যে শক্তিশালী সম্পর্ক রয়েছে।
তবে শুধু জিনই নয়, পরিবেশের প্রভাবও গুরুত্বপূর্ণ। বিশেষ করে মায়ের ভালোবাসা ও আবেগপূর্ণ লালন-পালন শিশুর মস্তিষ্কের হিপোক্যাম্পাস (যা স্মৃতি ও শেখার সঙ্গে সম্পর্কিত) উন্নয়নে ভূমিকা রাখে। তবুও বিজ্ঞানীরা এটাও বলেন যে, বাবার অবদানও কম নয়। আবেগী সহায়তা ও ধৈর্য, বুদ্ধিমত্তা, অন্তর্দৃষ্টি (intuition) ইত্যাদি অনেক গুণও বাবার কাছ থেকে আসে, যা শিশুর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সূত্র: England, C. (2019, December 23). “Children inherit their intelligence from their mother not their father, say scientists.” — The Independent
Copy