Fairy-Tale

Fairy-Tale Assalamualykum
welcome to our page❤️
(1)

বিকালের পছন্দের নাস্তা
12/08/2025

বিকালের পছন্দের নাস্তা

08/08/2025

I gained 12,061 followers, created 192 posts and received 2,059 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

🎉 I earned the fan favorite badge this week, recognizing me for consistently having meaningful conversations with my fan...
06/08/2025

🎉 I earned the fan favorite badge this week, recognizing me for consistently having meaningful conversations with my fans while sharing unique, relatable content!

31/07/2025

____কথা সামান্য নয়, কথায় মন ভাঙে চোখ ঝাপসা হয়,বুকে ঝড় উঠে সম্পর্ক শেষ হয়, কথার উপর ভিত্তি করেই মানুষ গভীর নিঃশ্বাস ফেলে, দীর্ঘক্ষন আকাশ দেখে 💔!!

শুভ বিকাল,,,🏞️
28/07/2025

শুভ বিকাল,,,🏞️

বিজ্ঞানীরা বলছেন, শিশুরা তাদের বুদ্ধিমত্তার বেশিরভাগ অংশ মায়ের কাছ থেকে পায়, কারণ বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত অনেক জিন...
26/07/2025

বিজ্ঞানীরা বলছেন, শিশুরা তাদের বুদ্ধিমত্তার বেশিরভাগ অংশ মায়ের কাছ থেকে পায়, কারণ বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত অনেক জিন থাকে X ক্রোমোজোমে। এর প্রধান কারণ হলো X ক্রোমোজোমের জিনতত্ত্ব। এই ক্রোমোজোমে এমন অনেক জিন থাকে যেগুলো মানুষের চিন্তাশক্তি বা জ্ঞানীয় ক্ষমতার সঙ্গে জড়িত।

মেয়েদের দুটি X ক্রোমোজোম থাকে, কিন্তু ছেলেদের থাকে মাত্র একটি। ফলে শিশুরা মায়ের কাছ থেকে বুদ্ধিমত্তা-সম্পর্কিত জিনের “ডাবল ডোজ” পায়।

আরও জটিল বিষয় হলো বাবার কাছ থেকে আসা কিছু উন্নত বুদ্ধিমত্তার জিন শরীরে নিষ্ক্রিয় (deactivate) হয়ে যেতে পারে, কারণ কিছু জিন “conditioned” থাকে, অর্থাৎ নির্দিষ্ট কোনো প্যারেন্ট (মা বা বাবা) থেকে আসলে তবেই তা সক্রিয় হয়।

ইঁদুরের উপর গবেষণায় দেখা গেছে, মায়ের জিন মস্তিষ্কের বৃদ্ধি বা ডেভেলপমেন্টের সঙ্গে সম্পর্কিত, আর বাবার জিন প্রধানত আক্রমণাত্মকতা ও কিছু অর্জনের ক্ষুধার মতো আচরণগত বিষয়ে কাজ করে। মানুষের ওপর চালানো এক বৃহৎ গবেষণাতেও এমন ফলাফল দেখা গেছে ১২,০০০-এর বেশি তরুণদের উপর দীর্ঘমেয়াদি (longitudinal) এক স্টাডিতে দেখা গেছে, মায়ের আইকিউ ও শিশুর বুদ্ধিমত্তার মধ্যে শক্তিশালী সম্পর্ক রয়েছে।

তবে শুধু জিনই নয়, পরিবেশের প্রভাবও গুরুত্বপূর্ণ। বিশেষ করে মায়ের ভালোবাসা ও আবেগপূর্ণ লালন-পালন শিশুর মস্তিষ্কের হিপোক্যাম্পাস (যা স্মৃতি ও শেখার সঙ্গে সম্পর্কিত) উন্নয়নে ভূমিকা রাখে। তবুও বিজ্ঞানীরা এটাও বলেন যে, বাবার অবদানও কম নয়। আবেগী সহায়তা ও ধৈর্য, বুদ্ধিমত্তা, অন্তর্দৃষ্টি (intuition) ইত্যাদি অনেক গুণও বাবার কাছ থেকে আসে, যা শিশুর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সূত্র: England, C. (2019, December 23). “Children inherit their intelligence from their mother not their father, say scientists.” — The Independent

Copy

26/07/2025

___নিজের একান্ত গোপন কথাগুলো নিজের মধ্যেই রাখতে হয়।
__ভরসার হাত টা যতই বিশ্বস্ত হোক না কেন,, স্বার্থে আঘাত লাগলে মানুষ রূপ বদলাতে একটু ও সময় নিবে না.. 🖤!

ইডেন কলেজে মৌমিতা বাস কট😃
24/07/2025

ইডেন কলেজে মৌমিতা বাস কট😃

আহা বন্ধু স্বার্থহীন এক সম্পর্ক 🙂
22/07/2025

আহা বন্ধু স্বার্থহীন এক সম্পর্ক 🙂

22/07/2025

মাইলস্টোনের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে না-

১। সাইবা জাহান (ক্লাস ফোর, আইডি- ২২৭৬)
২। সাজিদ আহমেদ সানি (এইচএসসি ক্যান্ডিডেট)
৩। মাহতাব রহমান (ক্লাস সেভেন, আইডি- ১০১৪)
৪। নুসরাত জাহান আনিকা (ক্লাস থ্রি, মারা গেছে বাবুটা)
৫। এরিকসন (জাতীয় বার্ন ইন্সটিটিউটে আছে)
৬। নাজিহা (ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আছে)
৭। মোনতাহা তোয়া কর্নো (ক্লাস থ্রি, আইডি- ২০৩১)
৮। আফিয়া উম্মে মরিয়ম (ক্লাস থ্রি, বিভাগ- আকাশ)
৯। সোহান হাসান নিহাদ (খোঁজ পাওয়া গেছে, সুস্থ আছে)
১০। মুহতাসিম হক ফুয়াদ (ক্লাস এইট, সুস্থ আছে পাওয়া গেছে)
১১। আসমাউল হুসনা জায়রা (ক্লাস থ্রি, সুস্থ তবে অভিভাবক খোঁজা হচ্ছে)
১২। সাদ সালাহউদ্দিন (ক্লাস থ্রি)
১৩। লামিয়া আক্তার সোনিয়া (পোড়া রোগীর পকেট থেকে আইডি কার্ড পাওয়া গেছে)
১৪। রাফসি আক্তার রাফি (ক্লাস ফোর, আইডি- ২৩৫৭ ওর বাবা-মা'কে খুঁজছি)
১৫। সায়মা আক্তার (ক্লাস থ্রি, বিভাগ- ক্লাউড, সিএমএইচে মারা গেছে)
১৬। এমডি জিহাদ (কলেজ শিক্ষার্থী, সুস্থ আছে পাওয়া গেছে)
১৭। মেহনাজ আফরিন হুমাইরা (ক্লাস টু, আইডি-১৮২৫ বাবুটা মারা গেছে)
১৮। রাইসা (ক্লাস থ্রি, বার্ন ইনস্টিটিউটে পাওয়া গেছে)

(এই পোস্টটি আপডেট হতে থাকবে)

বার্ণ ইন্সটিটিউট, ঢাকা মেডিকেল কলেজ
– এ সর্বশেষ দগ্ধ রোগীদের ভর্তির তালিকা-

তালিকাভুক্ত দগ্ধরা হলেন:

1. শামীম ইউসুফ (১৪)
2. কাব্য (বয়স অনির্দিষ্ট)
3. আবিদূর রহমান (১০)
4. রুফিয়া বড়ুয়া (১০)
5. সায়েম ইউসুফ (১৪)
6. তানভির (বয়স অনির্দিষ্ট)
7. মুনতাহা (১০)
8. নাফি (৯)
9. মেহেনুর (১২)
10. আয়ান (১৪)
11. জায়মা (১৩)
12. লোরিন (৩০)
13. রোহান (১৪)
14. আবিদ (৯)
15. আশরাফ (৩৭)
16. ইউশা (১১)
17. পায়েল (১২)
18. আলবেরা (১০)
19. তাসমিয়া (১৫)
20. মাহিয়া (বয়স অনির্দিষ্ট)
21. সায়েবা (৯)
22. ফয়েজ (১৪)
23. মাসুমা (৩৮)
24. মাহাতাব (১৪)
25. শামীম (১৪)
26. জাকির (৫৫)
27. নিলয় (বয়স অনির্দিষ্ট)
28 . সায়রা (১০)
29. নাফিজ (বয়স অনির্দিষ্ট)
30. তৌফিক (১৩)
31. নিশি (২৮)
32. নুসরাত (১২)
33. আরিয়ান (১৩)
34. বাপ্পি (১০)
35. জুনায়েদ (১২)
36. তাসনুবা মাহবিন (১১)
37. ফারজানা ইয়াসমিন রিনা (৪৫)
38. মাকিন (১৫)
39. শ্রেয়া (৯)
40. ইরিকশন (১৩)
41. রাইসা (১১)

এই ৪২ জন রোগী বর্তমানে ভর্তি রয়েছেন। যাদের সন্তান নিখোঁজ, অনুগ্রহ করে নাম দেখে মিলিয়ে নিন এবং যত দ্রুত সম্ভব হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।

বিঃদ্রঃ- বিস্তারিত জানতে ও সহযোগিতার জন্য বার্ণ ইনস্টিটিউটে যোগাযোগ করুন।


Address

Kishoreganj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fairy-Tale posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share