01/09/2024
যদি আপনি সৎ থাকেন আপনার সঙ্গীর ব্যাপারে , তার অধিকারের ব্যাপারে যদি আপনার দিক থেকে কোনো অন্যায় না হয়ে থাকে ,আপনার সততা , ভালোবাসা , মায়া এবং যাবতীয় আত্মিক সম্পর্কের নিয়ামকগুলো বহাল থাকা সত্ত্বেও যদি আপনার সম্পর্ক ভেঙে যায় , যদি আপনার জীবনসঙ্গী আপনাকে অপছন্দ করে ছেড়ে চলে যেতে চায় তাহলে তাকে যেতে দিন ।
আল্লাহ হয়তো - বা আপনার জন্য ভিন্ন কোনো পরিকল্পনা এঁকেছেন , যা আপনি এই মুহূর্তে বসে দেখতে পাচ্ছেন না ।
হয়তো আরো যোগ্য কেউ , আরো ভালো , আরো চক্ষু শীতলকারী কোনো জীবনসাথী আপনার জন্য তিনি নির্ধারণ করেছেন , যার কাছে যেতে হলে আপনাকে এই সম্পর্ক থেকে বেরোতে হবে । তিনি আপনাকে একটা জঞ্জাল থেকে মুক্ত করে , একটা নির্মল পরিবেশ দিতে চান । সেই নির্মল , নির্ঝঞ্জাট পরিবেশে যেতে আপনাকে একটা দুঃখের নদী পার হতে হবে । এই বিচ্ছেদ - ব্যথা হলো সেই দুঃখের নদী ।
সেটা পার হন , তবে আল্লাহর ওপর সম্পূর্ণ কৃতজ্ঞচিত্তে।
বই-এবার ভিন্ন কিছু হোক
লেখক-আরিফ আজাদ