ডিপ্লোমা কৃষিবিদ

ডিপ্লোমা কৃষিবিদ বাকাশিবো হতে প্রাপ্ত কৃষি ডিপ্লোমা সনদধারী সকলেই ডিপ্লোমা কৃষিবিদ ।

28/12/2024
28/12/2024

সবকিছু খতিয়ে দেখার এখনই উপযুক্ত সময়। ক্যাডার বৈষম্যের আগে বিভাগীয় বৈষম্য দূর করা উচিত। এ দেশ সকলের। কোন ব্যক্তি বা কোন নির্দিষ্ট জাতির নয়।
Chief Adviser GOB

বৈষম্য মুক্ত বাংলাদেশ এখন সময়ের দাবি।।

24/12/2024
মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয় এবং সকল উপদেষ্টা মহোদয়দের কে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কর্মরত সকল প্র...
09/08/2024

মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয় এবং সকল উপদেষ্টা মহোদয়দের কে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কর্মরত সকল প্রতিষ্ঠানের ডিপ্লোমা কৃষিবিদদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ
DKIB.ORG

 #দাবিডিপ্লোমা কৃষিবিদদের ৮ দফা দাবি আদায়ে সকলে সোচ্চার হোন।১। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক পদে প্রসাশন ক্যাডা...
08/08/2024

#দাবি
ডিপ্লোমা কৃষিবিদদের ৮ দফা দাবি আদায়ে সকলে সোচ্চার হোন।
১। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক পদে প্রসাশন ক্যাডারের লোক দিতে হবে।
২। ডিপ্লোমা প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলীর ন্যায়, ডিপ্লোমা কৃষিবিদ, উপ সহকারী কৃষি কর্মকর্তাদের পূর্নাঙ্গ ২য় শ্রেণীর ১০ গ্রেড পদমর্যাদা দিতে হবে।
৩। ১ম শ্রেণীতে পদোন্নতির বিদ্যমান ২০% কোটা বাড়িয়ে ৪০% করা সহ সময়মত পদোন্নতি দিতে হবে।
৪। নির্ধারিত ভ্রমন বিল ৫০০০টাকা করতে হবে।
৫। ডিপ্লোমা কৃষিবিদদের যুগোপযোগী যানবাহন মোটরসাইকেল দিতে হবে।
৬। রিভিজিট রিভিউ করে, প্রতি উপজেলায় অন্তত ৩টি এল, আর পোস্ট সৃষ্টি এবং পূর্বের এল,আর পোস্ট সহ অন্যান্য পোস্ট সমূহ পুর্নবহাল করতে হবে।
৭। প্রতিটি ইউনিয়নে উপ সহকারী কৃষি কর্মকর্তার বাসভবন সহ অফিসের ব্যাবস্থা করতে হবে। এবং
উপজেলা পর্যায়ে এটিওদের মত প্রতি ইউনিয়নের জন্য একটি করে রুম বরাদ্দ রাখতে হবে।
৮। ডিপ্লোমা কৃষিবিদদের নিজ জেলার বাহিরে চাকরি করার মন্ত্রীপরিষদের সিদ্ধান্ত বাতিল করতে হবে।

এই ৮ দফা দাবিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

#ডিপ্লোমা_কৃষিবিদ_ইনস্টিটিউশন_বাংলাদেশ

04/08/2024

"শেখ হাসিনাতেই আস্থা" শিরোনামে শান্তির সমাবেশে




শান্তির সমাবেশ সফল হোক সার্থক হোক।।
04/08/2024

শান্তির সমাবেশ সফল হোক সার্থক হোক।।

বিনম্র শ্রদ্ধা।।এটিএম আবুল কাশেম সভাপতি ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ।মহাসচিব বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ।
03/08/2024

বিনম্র শ্রদ্ধা।।
এটিএম আবুল কাশেম
সভাপতি ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ।
মহাসচিব বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ।

দেখার কেউ নেই কি হচ্ছে!!!
26/07/2024

দেখার কেউ নেই কি হচ্ছে!!!

কাজ না করেই প্রায় চার কোটি ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কৃষি সম্প্রসারণ অধিদফতরের একজন প্রকল্প পরিচালকসহ ৬ জনের...

এগুলো দেখার কেউ নেই মনে হয়!!!
15/07/2024

এগুলো দেখার কেউ নেই মনে হয়!!!

নির্মাণ কাজ না করা ও ল্যাবরেটরির যন্ত্রপাতি সরবরাহ না করে প্রায় ১৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কৃষি সম্প্রসা...

12/07/2024

গত ২৭ জুন নির্বাচনী তফসিল সামরিক স্থগিত করা হয়েছে। এবংআগামী ৭ সেপ্টেম্বর ২০২৪ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বা.....

তথাকথিত আহ্বায়ক কমিটির সমর্থিত গাজীপুর জেলার করুণ পরিণতি। তাদেরকে বনবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে।ইহা সকল ডিপ্লোমা কৃষিবিদ...
01/07/2024

তথাকথিত আহ্বায়ক কমিটির সমর্থিত গাজীপুর জেলার করুণ পরিণতি।
তাদেরকে বনবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ইহা সকল ডিপ্লোমা কৃষিবিদদের জন্য অপমানজনক।
এখনো সময় আছে সকল ডিপ্লোমা কৃষিবিদদের মূল সংগঠনের ২৭/০৬/২০২৪ তারিখের তফসিলের আলোকে নির্বাচনে সার্ব িক সহযোগিতা এবং অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ করা হলো।

।।অনিয়ম কখনও নিয়মে পরিণত হতে পারে না, এটাই তার সূচনা।।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ:-
30/06/2024

সংবিধিবদ্ধ সতর্কীকরণ:-

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ডিপ্লোমা কৃষিবিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share