বঙ্গ ভিটার গল্প

বঙ্গ ভিটার গল্প History of Bangla
(3)

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব এর সূচনা যেভাবে  হয়েছিল  তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশেচন্দ্রবংশীয় সুশাসক ছিলেন রা...
01/10/2025

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব এর সূচনা যেভাবে হয়েছিল তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশে

চন্দ্রবংশীয় সুশাসক ছিলেন রাজা সুরথ।এক যুদ্ধে তিনি শত্রুদের কাছে পরাস্থ হন।রাজা সুরথ পরাস্থ হওয়ার পর সিদ্ধান্ত নেন বনবাসের।

বনবাসের জীবনে রাজা সুরথ এক পর্যায়ে আশ্রয় নেন তপোবনে মেধা ঋষির আশ্রমে যার বর্তমান অবস্থান আজকের বাংলাদেশের চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা পাহাড়ের চূড়ায়।

ওদিকে রাজা সুরথের অনুপস্থিতিতে তাঁরই অমাত্যরা রাজ্য দখল করে। ক্রমে আশ্রমের জীবনযাপন রাজার মন থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ এবং মাৎসর্যের বিলোপ ঘটায়। সংসারের কোনও খেয়ালই আর তাঁর মনে স্থান পায় না। এমনকী তিনি নিজের হৃত রাজ্য নিয়েও ভাবনাচিন্তা ত্যাগ করেন।

ঠিক এমন সময় সমাধি নামক এক বৈশ্যের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। তাঁর সঙ্গে কথা বলে রাজা জানতে পারেন, স্ত্রী-পুত্র-সহ তাঁর পরিবার বৈশ্যের সঙ্গে প্রতারণা করে সর্বস্ব হরণ করেছে।কিন্তু দু'জনেই নিজ নিজ পরিবারের শুভাশুভ নিয়ে উৎকণ্ঠিত। মনে প্রশ্ন জাগল, যাঁরা তাঁদের দু'জনকেই প্রতারণা করে পথে বসিয়েছে, তাদের প্রতি সামান্য ক্রোধ না জেগে হঠাৎ কেন অনুকম্পা তৈরি হচ্ছে হৃদয়ে?

দু'জনেই একসঙ্গে মেধা ঋষির শরণাপন্ন হলেন।ঋষি তখন চণ্ডীর দেবীমাহাত্ম্যের কাহিনি তুলে ধরেন।ঋষির কথা শুনে রাজা ও তাঁর সঙ্গী নদীর তীরে তিন বছর ধরে কঠোর তপস্যায় মগ্ন রইলেন। তপস্যা শেষে রাজা সুরথ দুর্গোৎসব করেন।তবে এ পুজো হয়েছিল বসন্তকালে।

আবার কেউ বলে

বাংলাদেশের রাজশাহী জেলার তাহেরপুরে একসময় বসতি ছিল প্রাচীন কিছু রাজবংশের।এই বংশের রাজা কংসনারায়ণ এমন কিছু করতে চাইলেন, যার জন্য হিন্দু সমাজ তাঁকে আজীবন মনে রাখবে।রাজা পণ্ডিতদের ডাকলেন রাজসভায়।জানালেন, তিনি আয়োজন করতে চান অশ্বমেধ যজ্ঞ।পণ্ডিতেরা রাজার এ ইচ্ছে নাকচ করে দিলেন প্রথমেই।তাঁরা বললেন, কলিযুগে অশ্বমেধ যজ্ঞের বিধান শাস্ত্রে নেই।

এ কথা শুনে রাজা কংসনারায়ণের মন খারাপ। ঠিক তখনই পণ্ডিত রমেশ শাস্ত্রী দিলেন দুর্গাপুজোর পরামর্শ।কারণ, দেবী দুর্গতিনাশিনীর পুজো নিজেই এক মহাযজ্ঞ। তিনি আদেশ করলেন, এই শরতেই যেন আয়োজন হয় এ উৎসবের। কথামতো কাজ। মহাসমারোহে হলো দুর্গোৎসব।

ষোলো শতকের সে উৎসবে ব্যয় হয় প্রায় সাড়ে ৮ লক্ষ, মতান্তরে ৯ লক্ষ টাকা।

ছবিঃ

মেধস মুনির আশ্রম চট্টগ্রাম,
রাজশাহী তাহিরপুর,ও
বাড়াই পাড়া দুর্গা মন্ডপ
ও কেন্দ্রীয় বিষ্ণু মন্দির
নীলফামারী,বৃহত্তর রংপুর
বাংলাদেশ।

20/09/2025

কেমন আছেন বিপ্লবী মীর নিসার আলী তিতুমীরের উত্তরসূরী মদত আলী সাহেব....

তিতুমীরের ষষ্ঠ বংশধর মদত আলীর পুরো সাক্ষাৎকার পাঠিয়েছেন সাবির হোসেন।আরও জানা যায় দেশভাগের সময় তিতুমীরের বংশধরদের একটি অংশ চলে আসে বাংলাদেশের খুলনার সেনহাটিতে।

সাবির হোসেন পেশায় একজন শিক্ষক এবং রেনেসাঁ বাংলা নামের একটি গণমাধ্যমের সাংবাদিক।

হঠাৎ কাঁটাতারের এপারে বাংলাদেশের মেহেরপুর  জেলার আনন্দবাস গ্রামে খবর এলো সীমান্তের ওপারে ভারতের নদীয়া জেলার হৃদয়পুর গ্রা...
06/09/2025

হঠাৎ কাঁটাতারের এপারে বাংলাদেশের মেহেরপুর জেলার আনন্দবাস গ্রামে খবর এলো সীমান্তের ওপারে ভারতের নদীয়া জেলার হৃদয়পুর গ্রামে মা জাহানারা বেগম আর বেঁচে নেই...

হতবিহ্বল কন্যা মায়ের মৃত্যুর খবর শোনে মূর্ছা যায় এরকম পরিস্থিতি মায়ের মুখখানি শেষবারের মতো দেখবার উপায় নেই তাছাড়া গতবছর থেকে ভারত সরকারের ভিসা জটিলতায় টুরিস্ট ভিসা বন্ধ।

উপায় না দেখে জাহানারা বেগম এর মেয়ের জামাই ও তার পরিবার যোগাযোগ করলেন বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বি.জি.বি বা বর্ডার গার্ড বাংলাদেশের সাথে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন(৬ বিজিবি)এর সাথে।

সমাধিস্থ করার আগে বাংলাদেশে বিয়ে হওয়া সন্তান জেনো মায়ের মুখখানা শেষ বারের মতো দেখতে পারে সেই ইচ্ছে কে সর্বোচ্চ সম্মান জানিয়ে বিজিবি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সাথে যোগাযোগ করে।

বিএসএফ এই মানবিক আবেদনে সারা দিয়ে সীমান্তে জাহানারা বেগম এর লাশ দেখার সুযোগ করে দেয় মেয়ে সহ জাহানারা বেগম এর নাতি নাতনীদের।

ভিডিও ও তথ্য পাঠিয়েছেনঃ
ফাইজার চৌধুরী, গণমাধ্যম কর্মী, চুয়াডাঙ্গা, বাংলাদেশ।

হঠাৎ কাঁটাতারের এপারে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আনন্দবাস গ্রামে খবর এলো সীমান্তের ওপারে ভারতের নদীয়া জেলার হ...

কুমিল্লার প্রত্যন্ত গ্রামের পথে প্রান্তরে দেখা মিলে দেশভাগের পূর্বে নির্মিত বনেদি হিন্দুদের তৈরি এসব স্থাপনা।দেশভাগ ও বা...
17/08/2025

কুমিল্লার প্রত্যন্ত গ্রামের পথে প্রান্তরে দেখা মিলে দেশভাগের পূর্বে নির্মিত বনেদি হিন্দুদের তৈরি এসব স্থাপনা।দেশভাগ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কুমিল্লার বনেদি হিন্দু পরিবার গুলো চলে যায় ভারতের ত্রিপুরা সহ পশ্চিম বঙ্গ ও আসামে।

বৃহত্তর কুমিল্লার পুরনো কিছু জনপদ আছে যেমন মুরাদনগর শ্রীকাইল দেবীদ্বার ব্রাহ্মণপাড়া লাকসাম চৌদ্দগ্রাম,ব্রাহ্.....

ছবিটি বৃহত্তর খুলনার বাগেরহাটের দেশভাগ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাগেরহাট থেকে বহু বনেদি হিন্দু  পরিবার ভারতের পশ্চ...
12/08/2025

ছবিটি বৃহত্তর খুলনার বাগেরহাটের

দেশভাগ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাগেরহাট থেকে বহু বনেদি হিন্দু পরিবার ভারতের পশ্চিম বঙ্গ সহ আসাম ত্রিপুরায় চলে যায় এখনো বাগেরহাটের প্রত্যন্ত গ্রাম ও শহর গঞ্জে দেখা মেলে এরকম পুরনো বাড়িঘর।

দেশভাগের সময়ের গল্পগুলো এবং তখনকার স্থাপনা নিয়ে ভিডিও দেখতে চোখ রাখুন বঙ্গভিটার ইউটিউব চ্যানেলে লিংক https://youtube.com/channel/UCU4l7jRgfyUb8ehcfoE4sng?si=juXb3lyvuJFL3k3i

আজ ৪ আগষ্ট মহিষাসুরমর্দ্দিনীর প্রাণপুরুষ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্মদিন।বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পৈতৃক ভিটা বাংলাদেশের বৃহ...
04/08/2025

আজ ৪ আগষ্ট মহিষাসুরমর্দ্দিনীর প্রাণপুরুষ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্মদিন।

বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পৈতৃক ভিটা বাংলাদেশের বৃহত্তর খুলনার সাতক্ষীরা জেলার তালা উপজেলার উথালী গ্রামে উদযাপন করলো তার বংশধররা।জন্মভূমির মায়া আঁকড়ে এখনো বাংলাদেশের মাটিতে থেকে গেছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বংশধররা।জন্মদিনের বিস্তারিত আয়োজন ভিডিও লিংকে।

দেশভাগের পর এরকম বহু অভিজাত মুসলিম পরিবারের সদস্য ভারত থেকে উদ্বাস্তু হয়ে আজকের বাংলাদেশে চলে আসে,দুঃখজনক বিষয় হলো তাদের...
27/07/2025

দেশভাগের পর এরকম বহু অভিজাত মুসলিম পরিবারের সদস্য ভারত থেকে উদ্বাস্তু হয়ে আজকের বাংলাদেশে চলে আসে,দুঃখজনক বিষয় হলো তাদের নিয়ে খুব একটা লেখালেখি হয় না বলে আমরা জানতে পারি না।

১৯৩৫ সালে আজকের দিনে ভারতের বর্ধমানে গুণী অভিনেতা সৈয়দ হাসান ইমামের জন্ম।মাত্র দুই বছর বয়সে পিতৃহারা হন।শৈশব কৈশোর কাটে মামাবাড়িতে।

দেশভাগের পর মামাবাড়ি ছেড়ে অনিশ্চিত এক জীবন নিয়ে চলে আসেন তদানীন্তন পূর্বপাকিস্তান তথা আজকের বাংলাদেশে।

হাসান ইমামের দাদা খান বাহাদুর সৈয়দ সুলতান আলী বর্ধমানের ধনাঢ্য ব্যক্তিদের একজন ছিলেন,এরকম পরিবারের সন্তান হাসান ইমাম ঢাকায় এসে জীবিকার টানে কখনো গান শেখাতেন থিয়েটারে কাজ করছেন।

সংস্কারের অভাবে বেহাল দশা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পৈতৃক ভিটায় তার হাতে গড়া......মাস দুই বাদে শারদীয় দুর্গোৎসব আর এই উৎসবে...
27/07/2025

সংস্কারের অভাবে বেহাল দশা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পৈতৃক ভিটায় তার হাতে গড়া......

মাস দুই বাদে শারদীয় দুর্গোৎসব আর এই উৎসবের সূচনা হয় মহালয়ার মধ্য দিয়ে।মহালয়া মানেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কন্ঠে চণ্ডীপাঠ।

বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পৈতৃক ভিটা বাংলাদেশের সাতক্ষীরা জেলার তালা উপজেলার উথালী গ্রাম।এই গ্রামে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের নিজ হাতে গড়া দূর্গা মন্দিরটির সংস্কারের অভাবে যেকোন দিন ধ্বসে পড়তে পারে এমনকি মন্দিরে যাওয়ার পথটিতে বৃষ্টি হলে চলাচলের অযোগ্য হয়ে যায়।বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মাত্র দুজন জ্ঞাতি এখানে বসবাস করে তাছাড়া আশেপাশে কোন হিন্দু পরিবার নেই দয়া করে এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ আবশ্যক। ভিডিও লিংকে বিস্তারিত
https://youtu.be/Qq8FCE_0yxU?si=imhc6Oj_2iOd3irT

১৯৪৭ সালের আগষ্টের ঘটনা দেশভাগের দিন সবচাইতে বিপদে পড়ে হিলি নামের দিনাজপুর জেলার এই গ্রামের মানুষজন।ব্রিটিশরা ধর্মের ভিত...
18/07/2025

১৯৪৭ সালের আগষ্টের ঘটনা দেশভাগের দিন সবচাইতে বিপদে পড়ে হিলি নামের দিনাজপুর জেলার এই গ্রামের মানুষজন।

ব্রিটিশরা ধর্মের ভিত্তিতে গ্রামটি এমনভাবে দ্বিখন্ডিত হয় গ্রামটির পূর্ব অংশ পড়ে আজকের বাংলাদেশে ও পশ্চিম অংশ ভারতের সাথে যুক্ত হয়।রেল স্টেশন ও বাজার পড়ে বাংলাদেশ ভূখন্ডে আর বসবাসের বাড়ীঘর ভারতের ভূখন্ডে।

বর্তমানে হিলি স্থল বন্দর ভারত ও বাংলাদেশের দিনাজপুর জেলার অন্তর্গত হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী একটি শহর হিলি।

হিলির অদ্ভুত সীমান্ত নিয়ে ভিডিও লিংক https://youtu.be/XVg8x-vyTFo?si=c8seAcxVhdSslYEt

এসব বাড়ি ঘর ফেলে যেসব পরিবার উদ্বাস্তু হয়ে পশ্চিম বঙ্গে চলে গিয়েছিল তাদের যন্ত্রণা অনুভব করা কি সম্ভব?
15/07/2025

এসব বাড়ি ঘর ফেলে যেসব পরিবার উদ্বাস্তু হয়ে পশ্চিম বঙ্গে চলে গিয়েছিল তাদের যন্ত্রণা অনুভব করা কি সম্ভব?

14/07/2025

দেশভাগের পূর্বে বৃহত্তর কুমিল্লার এই ব্রাহ্মণবাড়িয়া থেকে বহু বনেদি হিন্দু পরিবার ভারতে চলে যায় থেকে যায় তাদের পূর্বপুরুষদের এসব মঠ মন্দির।

দেশভাগের সময়ের গল্পগুলো এবং তখনকার স্থাপনা নিয়ে ভিডিও দেখতে চোখ রাখুন বঙ্গভিটার ইউটিউব চ্যানেলে লিংক https://youtube.com/channel/UCU4l7jRgfyUb8ehcfoE4sng?si=juXb3lyvuJFL3k3i

বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া জেলায় হিন্দুদের এসব মঠ বা সমাধিসৌধ দেখে অনুমান করা যায় দেশভাগের সময় উদ্বাস্তু হয়ে ভারতে...
12/07/2025

বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া জেলায় হিন্দুদের এসব মঠ বা সমাধিসৌধ দেখে অনুমান করা যায় দেশভাগের সময় উদ্বাস্তু হয়ে ভারতে চলে যাওয়া বনেদি হিন্দু পরিবারদের বৃহৎ একটি অংশের বসতি ছিল এই অঞ্চলে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বঙ্গ ভিটার গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share