Ador Ahmed Rakib

Ador Ahmed Rakib Assalamualaikum.

ছাত্র সমাজের উদ্দোগে মাস আল্লাহ।ঢাকা ইউনিভার্সিটি টি এস সি তে এত বড় আয়োজন আগে আর হয় নাই।নতুন দেশের নতুন সেবক।আল্লাহ কবুল...
24/08/2024

ছাত্র সমাজের উদ্দোগে মাস আল্লাহ।
ঢাকা ইউনিভার্সিটি টি এস সি তে এত বড় আয়োজন আগে আর হয় নাই।
নতুন দেশের নতুন সেবক।
আল্লাহ কবুল করুন।

24/08/2024

১ দিনে আস-সুন্নাহ ফাউন্ডেশনে বন্যার অনুদান জমা হয়েছে,
প্রায়
২০ কোটি টাকা।😳

আলহামদুলিল্লাহ আমরাই পারবো •গতরাতে ফাউন্ডেশনের পক্ষ থেকে পোস্ট দিলো, যারা অনেক কঠিন কাজ যেমন বস্তা টানার মতো কঠিন পরিশ্র...
24/08/2024

আলহামদুলিল্লাহ আমরাই পারবো

•গতরাতে ফাউন্ডেশনের পক্ষ থেকে

পোস্ট দিলো, যারা অনেক কঠিন কাজ যেমন বস্তা টানার মতো কঠিন পরিশ্রমী কাজ বিনা পারিশ্রমিকে করতে পারবেন তারাই আসার জন্যে অনুরোধ করা হলো।
ফজর থেকে লাইন লেগে গেলো মানুষের।
অনেক হিন্দু ভাইয়েরাও আছে তার মধ্যে।
কয়েকশো মানুষ চান্সই পেলো না ভলান্টিয়ার হবার।
হতাশ হয়ে গেটের বাইরে দাঁড়িয়ে রইলো।
পেইজ থেকে পোস্ট দেয়া লাগলো আপাতত আর মানুষ আইসেন না।

•সারা বাংলার অধিকাংশ মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন সিদ্ধান্ত নিয়েছেন তাদের এক সপ্তাহের বেতনের টাকা
আস সুন্নাহ ফাউন্ডেশনে দান করবেন।

•চিটাগাং থেকে শত শত ট্রাক ভর্তি নৌকা আর ট্রলার নিয়ে মানুষ ছুটে যাচ্ছে।

•প্রায় অধিকাংশ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী তাদের ১দিনের বেতন দান করতে সম্মত হয়েছে।

•কিছু মন্দির থেকে সিদ্ধান্ত এসেছে তারা জন্মাষ্টমীর যাত্রা বাতিল করে সেই টাকা বন্যার ফান্ডে দান করবেন।
বরিশালে এক মন্দিরের ফান্ড থেকে তো আস-সুন্নাহ ফান্ডে টাকা দান করলো।

•প্রবাসীরা হন্যে হয়ে খুজছে কিভাবে ফাউন্ডেশনে টাকা পাঠানো যাবে। এবং তারা পাঠাচ্ছে।

•বিভিন্ন ভার্সিটির ছাত্ররা নিজের জীবনের পরোয়া না করে ঐ স্রোতের মধ্যে নেমে পরেছে। হয়তো এই স্রোতে তারাও হারিয়েও যেতে পারে কিন্তু বিন্দুমাত্র তোয়াক্কা করেনি তারা।

•আর বাংলাদেশ সেনাবাহিনী এর কথা কি আর বলবো! সব ধরনের দূর্যোগে তারা আমাদের জন্যে ঝাপিয়ে পরে।
হোক সেটা প্রাকৃতিক দুর্যোগ কিংবা স্বৈরাচার পতনের।

আমি এবং আমরা মাঝে মাঝেই আশাহত হই এই দেশ নিয়ে।
কিন্তু এই দৃশ্যগুলো দেখে মনের অজান্তেই বলে উঠি, ভালোবাসি আমার দেশ এবং দেশের মানুষকে। এই দেশের জন্যেই লড়ে যাবো।

দেশপ্রেমের নেশা খুবই সংক্রামক নেশা।
শায়েখ বলেন

"বন্যার খবর আসার সাথে সাথে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে ৩৫০ মেট্রিক টন খাবারের অর্ডার দিয়ে ফেলেছিলাম।
বিশ্বাস করেন তখন আমাদের ফান্ডে তিন টাকাও নাই।
এইটুকু বিশ্বাস ছিল আল্লাহ আমাদের ফিরাবেন না।
আলহামদুলিল্লাহ, ৩৫০ মেট্রিক টনের জায়গায় এখন ৭০০ মেট্রিক টনের খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন।"
Ahmadullah
, চেয়ারম্যান
As sunnah Foundation

এটাই আমাদের দেশ। এমন দেশেই তো চাই।
24/08/2024

এটাই আমাদের দেশ।
এমন দেশেই তো চাই।

এসব দেখে কি সয্য করা যায় বলুন?
24/08/2024

এসব দেখে কি সয্য করা যায় বলুন?

ফেরাউন ও নমরুদের পতনের পর প্রচুর বৃষ্টি এবং বন্যা হয়েছিলো,যা ৪০ দিন পর্যন্ত স্থায়ী ছিলো।এরপর জমি উর্বর হয়ে ওঠে।Hoping...
23/08/2024

ফেরাউন ও নমরুদের পতনের পর প্রচুর বৃষ্টি এবং বন্যা হয়েছিলো,
যা ৪০ দিন পর্যন্ত স্থায়ী ছিলো।
এরপর জমি উর্বর হয়ে ওঠে।
Hoping for the best InShaa’Allah!

বুঝলেন কিছু?
23/08/2024

বুঝলেন কিছু?

বন্যার পূর্ব প্রস্তুতি হিসেবে কাজ করছেন বাংলাদেশ ছাত্র শিবিরের ভাইয়েরা🥰আল্লাহ তাদের কবুল করুক আমিন।
23/08/2024

বন্যার পূর্ব প্রস্তুতি হিসেবে কাজ করছেন বাংলাদেশ ছাত্র শিবিরের ভাইয়েরা🥰
আল্লাহ তাদের কবুল করুক আমিন।

ফেনীতে উদ্ধার কাজে সাহায্য করতে গিয়ে ডু'বে মারা গেছে।😭😭 রামগঞ্জের, সাইফুল ইসলাম (সাগর)। ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহি রা...
23/08/2024

ফেনীতে উদ্ধার কাজে সাহায্য করতে গিয়ে ডু'বে মারা গেছে।😭😭 রামগঞ্জের, সাইফুল ইসলাম (সাগর)। ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ্ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন।🤲🤲

দেশের অনেক রিসোর্ট এবং পার্কে অনেক ইঞ্জিন চালিত নৌকা এমন কি স্প্রিড বোট রয়েছে এবং অনেক বেসামরিক কোম্পানির হেলিকপ্টার রয়ে...
23/08/2024

দেশের অনেক রিসোর্ট এবং পার্কে অনেক ইঞ্জিন চালিত নৌকা এমন কি স্প্রিড বোট রয়েছে এবং অনেক বেসামরিক কোম্পানির হেলিকপ্টার রয়েছে। দেশের এই সময়ে তাদের এগিয়ে আসা উচিৎ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও BIWT এর দৃষ্টি আকর্ষণ করছিঃ-ঢাকার সদরঘাটে অবস্থানরত বরিশালের লঞ্চগুলোকে সরকারি উদ্যোগে নোয়াখালী, ফ...
23/08/2024

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও BIWT এর দৃষ্টি আকর্ষণ করছিঃ-
ঢাকার সদরঘাটে অবস্থানরত বরিশালের লঞ্চগুলোকে সরকারি উদ্যোগে নোয়াখালী, ফেনি, কুমিল্লা এবং বন্যা কবলিত এলাকাগুলোর দিকে চালানো হোক।
এছাড়া ভোলা এবং বরিশাল সদরঘাটে প্রচুর বড় বড় লঞ্চ রিজার্ভ থাকে।
সেগুলোকে বন্যা কবলিত এলাকায় নিয়ে যাওয়া হোক।
এক এক লঞ্চে ০৪ থেকে ০৫ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে।
ভাসমান আশ্রয়কেন্দ্র হিসেবে লঞ্চগুলোকে ব্যবহার করা উচিত এবং দরকারী।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং BIWT এর দৃষ্টি আকর্ষণ করছি।

Address

Ashulia Saver
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ador Ahmed Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share