24/08/2024
আলহামদুলিল্লাহ আমরাই পারবো
•গতরাতে ফাউন্ডেশনের পক্ষ থেকে
পোস্ট দিলো, যারা অনেক কঠিন কাজ যেমন বস্তা টানার মতো কঠিন পরিশ্রমী কাজ বিনা পারিশ্রমিকে করতে পারবেন তারাই আসার জন্যে অনুরোধ করা হলো।
ফজর থেকে লাইন লেগে গেলো মানুষের।
অনেক হিন্দু ভাইয়েরাও আছে তার মধ্যে।
কয়েকশো মানুষ চান্সই পেলো না ভলান্টিয়ার হবার।
হতাশ হয়ে গেটের বাইরে দাঁড়িয়ে রইলো।
পেইজ থেকে পোস্ট দেয়া লাগলো আপাতত আর মানুষ আইসেন না।
•সারা বাংলার অধিকাংশ মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন সিদ্ধান্ত নিয়েছেন তাদের এক সপ্তাহের বেতনের টাকা
আস সুন্নাহ ফাউন্ডেশনে দান করবেন।
•চিটাগাং থেকে শত শত ট্রাক ভর্তি নৌকা আর ট্রলার নিয়ে মানুষ ছুটে যাচ্ছে।
•প্রায় অধিকাংশ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী তাদের ১দিনের বেতন দান করতে সম্মত হয়েছে।
•কিছু মন্দির থেকে সিদ্ধান্ত এসেছে তারা জন্মাষ্টমীর যাত্রা বাতিল করে সেই টাকা বন্যার ফান্ডে দান করবেন।
বরিশালে এক মন্দিরের ফান্ড থেকে তো আস-সুন্নাহ ফান্ডে টাকা দান করলো।
•প্রবাসীরা হন্যে হয়ে খুজছে কিভাবে ফাউন্ডেশনে টাকা পাঠানো যাবে। এবং তারা পাঠাচ্ছে।
•বিভিন্ন ভার্সিটির ছাত্ররা নিজের জীবনের পরোয়া না করে ঐ স্রোতের মধ্যে নেমে পরেছে। হয়তো এই স্রোতে তারাও হারিয়েও যেতে পারে কিন্তু বিন্দুমাত্র তোয়াক্কা করেনি তারা।
•আর বাংলাদেশ সেনাবাহিনী এর কথা কি আর বলবো! সব ধরনের দূর্যোগে তারা আমাদের জন্যে ঝাপিয়ে পরে।
হোক সেটা প্রাকৃতিক দুর্যোগ কিংবা স্বৈরাচার পতনের।
আমি এবং আমরা মাঝে মাঝেই আশাহত হই এই দেশ নিয়ে।
কিন্তু এই দৃশ্যগুলো দেখে মনের অজান্তেই বলে উঠি, ভালোবাসি আমার দেশ এবং দেশের মানুষকে। এই দেশের জন্যেই লড়ে যাবো।
দেশপ্রেমের নেশা খুবই সংক্রামক নেশা।
শায়েখ বলেন
"বন্যার খবর আসার সাথে সাথে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে ৩৫০ মেট্রিক টন খাবারের অর্ডার দিয়ে ফেলেছিলাম।
বিশ্বাস করেন তখন আমাদের ফান্ডে তিন টাকাও নাই।
এইটুকু বিশ্বাস ছিল আল্লাহ আমাদের ফিরাবেন না।
আলহামদুলিল্লাহ, ৩৫০ মেট্রিক টনের জায়গায় এখন ৭০০ মেট্রিক টনের খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন।"
Ahmadullah
, চেয়ারম্যান
As sunnah Foundation