15/04/2023
আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের সার্বভৌমত্ব থাকবে না।রাজাকারের বাচ্চা দেশ বিরোধী ফক্রুলেনেস্কি, সেই পাকিস্তানি অপপ্রচার ৭৪ সালেও এমন প্রচার আর একের পর এক পাটের গুদামের আগুন ও রাত দিন কুখ্যাত বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে পাকিস্তানি জাতীয়তাবাদী রাজাকারের বাচ্চাদের অপপ্রচার ছিল দেশ ইন্ডিয়া হয়ে যাবে আর ওদের বাবা বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি এখন ও সেই রাজাকারের বাচ্চারা ও অতি ডান বাম মিলে দেশ বিরোধী একই ষড়যন্ত্র, বিশ্ব সন্ত্রাসী লুটেরা যুদ্ধাপরাধী আমেরিকার মাধ্যমে দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এনে ও গার্মেন্টস ফ্যাক্টরি জি এস পি বাতিল করে, বঙ্গবাজারসহ বিভিন্ন জায়গায় আগুন ও এখন ঢাকা নিউ মার্কেট এর আগুন নিয়ে এই সব দেশ বিরোধীদের পৈশাচিক উল্লাস আর কুখ্যাত চকা রাজাকারের বাচ্চা ফকা বলছেন দেশ ইন্ডিয়া হয়ে যাবে, সরকারের উচিত, অতি হার্ড লাইনে গিয়ে আগুন সন্ত্রাসে ও কথিত বৈজ্ঞানিক সমাজতন্ত্রের সন্ত্রাসী , রাজাকারের বাচ্চাদের, ও দেশ বিরোধী আমেরিকার দালালদের ধরে কঠিন শাস্তির আওতায় আনা,জাতীয় শক্র সুদি ইউনুছ, মতি আলো মাহফুজ গং এদের গ্রেফতার করে আইনের আওতায় আনা, বর্তমান সরকারের ভয়ের কিছু নাই বাংলার জনগন ও বঙ্গবন্ধুর আদর্শের সকল সৈনিক সরকারের সাথে আছে।,আমেরিকার চাকর,বা দালালদের কিছুই করার নাই কারন এবার সৌদি আরব, ইরান, রাশিয়া, চিন উত্তর কোরিয়া জোট এই যুদ্ধাপরাধী বাইডেন এর দেশ আমেরিকার মানচিত্র বদলে দিবে, প্রথম আলো যেমন গুজব কে খবরে বদলে দেয় এখন সময় এসেছে প্রথম আলোকেই বদলে দেওয়ার। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, নিউ মার্কেটের আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ্য সকল দোকান মালিকদের জন্য সমবেদনা জানাচ্ছি।