Asif Mahmud Fans page

Asif Mahmud Fans page Asif Mahmud Fans Page

(It's fans page not official)

গণভবনের দেয়াল... জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের লক্ষ্যে প্রাথমিক পরিদর্শন।
08/09/2024

গণভবনের দেয়াল...

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের লক্ষ্যে প্রাথমিক পরিদর্শন।

05/09/2024

জনগণের বিজয়কৃত গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
আজকের ক্যাবিনেট মিটিংয়ে এবিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

02/09/2024

শহীদের তালিকা দীর্ঘ হচ্ছে প্রতিনিয়তই। শহীদ আশিক ভাইয়ের জানাজার নামাজ আজ রাত ৯ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
স্থান: কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়।
Asif Mahmud

আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর সাথে সৌজন্য সাক্ষাতে একথা বলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ।
02/09/2024

আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর সাথে সৌজন্য সাক্ষাতে একথা বলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ।

01/09/2024

আলহামদুলিল্লাহ।
শুরু হয়ে গেছে সংস্কার। বিমানবন্দরের টানাপার্টির সিন্ডিকেট নেই। প্লেন থেকে নেমেই বিনামূল্যে স্বজনদের কাছে ফোন করতে পারবেন। আপাতত ১০টি সেট বসানো হয়েছে। ৫-১০ মিনিটেই লাগেজ হাতে পাবেন। বাইরে লাগেজ টানাটানি করার দুঃসাহস কারো নেই।
সিন্ডিকেট বৈষম্য দূরিভূত।
আলহামদুলিল্লাহ।

টমটমে বা অটোতে কোনো মেয়ে যাত্রীর সামনাসামনি বসা অবস্থায় বাহিরের প্রকৃতি দেখতে দেখতে আমার ঘা*ড় বাঁ*কা হয়ে যায়..🙄🙂
30/08/2024

টমটমে বা অটোতে কোনো মেয়ে যাত্রীর সামনাসামনি বসা অবস্থায় বাহিরের প্রকৃতি দেখতে দেখতে আমার ঘা*ড় বাঁ*কা হয়ে যায়..🙄🙂

জুলাই বিপ্লবের স্পিরিটের প্রতিফল ঘটছে খেলার মাঠেও। সাফ অনূর্ধ্ব -২০ চ্যাম্পিয়নদের অভিনন্দন ও ভবিষ্যত সাফল্যের জন্য শুভকা...
29/08/2024

জুলাই বিপ্লবের স্পিরিটের প্রতিফল ঘটছে খেলার মাঠেও।

সাফ অনূর্ধ্ব -২০ চ্যাম্পিয়নদের অভিনন্দন ও ভবিষ্যত সাফল্যের জন্য শুভকামনা।
Asif Mahmud

nice and attractive 🙂
29/08/2024

nice and attractive 🙂

28/08/2024

Mushfiqur Rahim🖤

জনগণের অর্থে নির্মিত কিছুতেই গণহত্যাকারী ফ্যাসিস্টদের নাম থাকবে না।Asif Mahmud
27/08/2024

জনগণের অর্থে নির্মিত কিছুতেই গণহত্যাকারী ফ্যাসিস্টদের নাম থাকবে না।
Asif Mahmud

🔴 এই লোকটাকে কিভাবে থামাবেন?? দেখেন উনি কী শুরু করছেন? এয়ারপোর্টে ১. ফ্রি টেলিফোন। ২. ফ্রি ওয়াইফাই।৩. হেল্প ডিস্ক, কাষ্...
27/08/2024

🔴 এই লোকটাকে কিভাবে থামাবেন?? দেখেন উনি কী শুরু করছেন? এয়ারপোর্টে
১. ফ্রি টেলিফোন।
২. ফ্রি ওয়াইফাই।
৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস।
৪. দ্রুত ল্যাগেজ প্রদান।
৫. ভালো ব্যবহার।
৬. ল্যাগেজ ভাঙ্গলে বা কোনো কিছু চুরি হলে, কর্মিদের বেতন থেকে টাকা কাটা হবে।
কোন ঘোষণা দিলো না। সেলফি তুললো না। নেতা কর্মিদের নিয়ে ফুলের মালা গলায় পরলো না। সাংবাদিক সম্মেলন করলো না। বাবা এবং স্বামীর স্বপ্ন দেখলো না। সন্তান আর স্বজন হারানো কোন বেদনার কাহিনী ছাড়াই একটি ফোন কলেই সব ঠিক করে ফেলেছে।
আসলে শিক্ষিত লোকেরা কথা কম বলে, চিল্লায় কম, কাজ বেশি করে। স্যালুট জানাই ডক্টর মুহম্মদ ইউনুস স্যার।

Simple, honest & super active.©️Asif Mahmud
27/08/2024

Simple, honest & super active.
©️Asif Mahmud

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asif Mahmud Fans page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share