17/11/2025
মেসি জাতীয় দলের হয়ে ১৯৫ ম্যাচে লাল কার্ড দেখেছেন ২ বার আর রোনালদো ২২৬ তম ম্যাচে এসে জীবনে প্রথম বার লাল কার্ড দেখলেন। ইতিহাস মানে সেই মানুষ, যিনি একটি দেশকে বদলে দেন। রোনালদো তার প্রমাণ।রোনালদোর আগে পর্তুগাল মাত্র ৩ বার ওয়ার্ল্ড কাপ খেলেছে (১৯৬৬, ১৯৮৬, ২০০২)— কোনো মেজর ট্রফি ছিল না।
রোনালদোর যুগে পর্তুগাল টানা ওয়ার্ল্ড কাপ খেলছে, ২০২৬ সহ মোট ৬ বার।
ওয়ার্ল্ড কাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা — যার ৭৫% গোল এসেছে রোনালদোর পা থেকে।
জিতেছে ১টি ইউরো এবং ২টি নেশনস লিগ।
যে পর্তুগালের অর্জন ছিল শূন্য — তা রোনালদো একাই গড়ে তুলেছেন।
রোনালদোর কিছু রেকর্ড:
🥇 সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ – ২২৬টি
🥇 সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল – ১৪৪টি
🥇 সবচেয়ে বেশি আন্তর্জাতিক জয় – ১৩৭টি
রোনালদোর ক্যারিয়ারে সম্পূর্ণ নিখুঁত এবং ক্লিয়ার।🌍 রোনালদোই প্রথম খেলোয়াড় যিনি ৪টি ভিন্ন ক্লাব ও দেশের হয়ে ১০০+ গোল করেছেন!
খুবশিগ্রই ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসবে ১০০০ গোলের রেকর্ড গড়বেন রোনালদো!
ব্রাজিলের পেলে, আর্জেন্টিনার ম্যারাডোনা যেমন ইতিহাস—
পর্তুগালের ইতিহাসের নাম ক্রিস্টিয়ানো রোনালদো।
যেমন ক্রিকেটে সৌরভ দল গড়েছিলেন, আর ধোনি ট্রফি জিতিয়েছিলেন— ঠিক তেমনই পর্তুগাল দলকে তৈরি করে দিয়ে গেলেন রোনালদো।
রোনালদো ওয়ার্ল্ড কাপের জন্য নয়—
ওয়ার্ল্ড কাপই প্রমাণ করবে রোনালদোর মূল্য।
২০২৬ নতুন ইতিহাস হতে চলেছে।
#ফুটবলের_রাজা #রোনালদোই_ইতিহাস