23/09/2025
একটি বোতলে যদি ১০০ লাল পিঁপড়া ও ১০০ কালো পিঁপড়া রাখা হয়, তখন কিছুই হয়না উল্টো তারা শান্তিতেই থাকে। কিন্তু যদি কেউ বোতলটা ঝাঁকিয়ে দেয়, তখনই যুদ্ধ শুরু হয়। কারণ, তখন কালো পিঁপড়া ভাবে লাল পিঁপড়াই শত্রু, আবার লাল পিঁপড়া ভাবে কালো পিঁপড়াই শত্রু। অথচ আসল শত্রু তো সেই হাত, যে বোতলটা ঝাঁকিয়েছিলো!
শাকিবিয়ানদের ক্ষেত্রেও একই জিনিস ঘটে। আমরা সবাই একই ভালোবাসায় এক হয়ে আছি। কিন্তু শাকিবিয়ানদের মাঝে অনেক প্রকারভেদ ঢুকে গেছে, কিছু ৩য় পক্ষ ইচ্ছে করে উস্কানি দিচ্ছে। তারা মেগাস্টার ও তাঁর ফিল্মোগ্রাফি কেন্দ্রিক কথা না বলে তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করছে, পাশাপাশি আমাদের ভেতরে বিভক্তি তৈরি করছে। তাই এখন আমরা একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভেবে বসে আছি।
মনে রাখবেন, শত্রু আমরা নিজেরা নই। আসল শত্রু হলো সেই ৩য় পক্ষ, যারা ঝগড়া লাগায়। এইসব ভিউ ব্যবসায়ীদের চিহ্নিত করুন এবং এড়িয়ে চলুন। শাকিবিয়ানদের আলোচনা হবে শাকিব খান কেন্দ্রিক ও তাঁর ফিল্মোগ্রাফি নিয়ে। এর বাহিরে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করাটা অযৌক্তিক এবং ভিউ ব্যবসার লক্ষণ।
✍🏻 Rarum
N:B: পিঁপড়ার উদাহরণটি রূপক; আলোচ্য বিষয় - শাকিব খান ও তাঁর ফিল্মোগ্রাফি। ব্যক্তিগত বিষয় আলোচনা করা যাবে না।