
24/09/2024
আমি রিসিপশনডেস্কে জব করছি! পাশেইই আমার হাজবেন্ডের অফিস। আমার স্বামী প্রতিদিনই আমার অফিসে গিয়ে প্রচুর জ্বালায়।
যেহেতু সেটা আমার অফিস তাকে আমার যথাযথ সম্মান দেওয়া লাগে! স্যার স্যার করা লাগে,আমার অফিসে সে এসে বলবে, আপনার বিহেভিয়ার
আরও মার্জিত হতে হবে 🙂 আমি কিন্তু আপনার নামে কমপ্লেইন করবো যে আপনার বিহেভিয়ার রুড!
আবার দিনে ৩/৪ বার আমার অফিসের টেলিফোনে ফোন দিবে, আমি যদি বলি বলো কি বলবা, তখন সে বলে, স্যার ডাকুন সুন্দর করে কথা বলুন!
আমি আমার স্বামীর এই অত্যাচারে অতিষ্ঠ।
তাকে কেমনে শায়েস্তা করবো উপায় বলেন প্লিজ। আইনী ভাবে কোন উপায় আছে কি এসব বন্ধের?
--- নাম প্রকাশে অনিচ্ছুক