
10/05/2025
সময় এসেছে বদলানোর না হয় এভাবেই অনেক প্রাণ আমাদের সামনে চলে যাবে।
ছেলে বউকে নিয়ে ঘুরলে একসাথে সময় কাটালে এটা ছেলের মা মেনেই নিতে পারে না, কিন্তু তার মেয়ে জামাইয়ের সাথে এসব করলে দেখতে শুনতে খুব ভালো লাগে। কী এক আজব চিন্তা নিয়ে ছেলের মা জীবনযাপন করে😔
মা হোন মায়ের মতো।
শাশুড়ি হয়ে আগুন নয়, আশীর্বাদ দিন।
‘বউ এলে মায়ের জায়গা কমে যায়’ — এই চিন্তাটাই আজ ছেলেদের মেরে ফেলছে।
বউ আসলে কি মা-এর ভালোবাসা কমে যায়?
না, যায় না।
কিন্তু কিছু মা মনে করেন — বউ এলেই ছেলে তার থেকে দূরে সরে যাবে।