Mahbubul Alam Sharif

Mahbubul Alam Sharif আমি — Mahbubul Alam. প্রযুক্তি, ক্রিয়েটিভ কাজ ও বাস্তবসম্মত চিন্তার ভক্ত। জীবনটা সরল—ভাল থাকো, কাজ করো।

ভাঙ্গা কবরস্থানে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে 🥹🤦‍♂️
06/11/2025

ভাঙ্গা কবরস্থানে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে 🥹🤦‍♂️

06/11/2025

কে বেষ্ট 1111নাকি 2222 জানিয়ে দিন কমেন্টে এ👍
Omotola Jalade Ekeinde,MFR Thỏ Bảy Màu

সকাল ভোরে ফ্লাইট !রাতে চলে এসেছে, এয়ারপোর্ট এর ভিতরেই গাছ তলায় একজন ঘুমিয়ে আছে আর একজন জেগে পাহারা দিতেছে, জেগে থাকা ...
05/11/2025

সকাল ভোরে ফ্লাইট !
রাতে চলে এসেছে, এয়ারপোর্ট এর ভিতরেই গাছ তলায় একজন ঘুমিয়ে আছে আর একজন জেগে পাহারা দিতেছে, জেগে থাকা লোকটিকে জিজ্ঞেস করলাম, হোটেলে থাকতে পারতেন। প্রশ্নের উত্তরে বলল হোটেলে থাকতে অনেক টাকা লাগে 🥲 কোনরকম এখানে থেকে রাতটা পার করে দেবো, অভ্যাস আছে সমস্যা নাই। Collected
#প্রবাসী #টাকার _মেশিন #রেমিটেন্স #যোদ্ধা

05/11/2025

04/11/2025

জুয়েল ক্ষমা চাইলো বিল্লাল ভাইয়ের কাছে। #জুয়েলভাই

03/11/2025

thoughts of Billal ভাইকে নিয়ে ChatGPT কি বলে আসুন দেখে আসি
of Billal #মানবতার_ফেরিওয়ালা

02/11/2025

আল্লাহ মনের আশা পূরন করেছেন"আলহামদুলিল্লাহ "🤗🥰

কমলাপুর রেলস্টেশনের ভিড়ের ভেতর প্রতিদিন দেখা মেলে এক মায়ের। কোলে এক শিশু, পাশে আরেকটা ছোট্ট ছেলে—বয়স মাত্র ২ আর ৩ বছর। এ...
02/11/2025

কমলাপুর রেলস্টেশনের ভিড়ের ভেতর প্রতিদিন দেখা মেলে এক মায়ের। কোলে এক শিশু, পাশে আরেকটা ছোট্ট ছেলে—বয়স মাত্র ২ আর ৩ বছর। এক হাতে বাচ্চাকে জড়িয়ে রাখেন, অন্য হাতে পাপড় বিক্রি করেন। গরমে ঘেমে ওঠা মুখে ক্লান্তি, কিন্তু চোখে জেদ—আমার সন্তানদের আমি মানুষ করব।

স্বামী অন্যত্র নতুন সংসার বেঁধেছেন। রেখে গেছেন এই অসহায় মা আর দুইটি নিরপরাধ সন্তানকে। কিন্তু তিনি ভেঙে পড়েননি। রেলস্টেশনের ধুলোমাখা প্ল্যাটফর্মেই শুরু করেছেন জীবনের নতুন লড়াই। সকাল থেকে রাত—যাত্রীদের পেছনে ছুটে বলেন, “আপু, পাপড় নেন না... বাচ্চার দুধটা কিনব।

তবুও মুখে অভিযোগ নেই, আছে শুধু মা’য়ের একটাই স্বপ্ন—একদিন আমার ছেলেমেয়েরা বড় হবে, কারও সামনে মাথা নিচু করে দাঁড়াবে না।

এই গল্প কোনো সিনেমা না—এটা ঢাকার বুকে বেঁচে থাকা এক বাস্তব কষ্টের গল্প। যেখানে ভালোবাসা হারিয়ে গেছে, তবুও মায়ের বুকের ভেতর জ্বলছে এক চিলতে আলো—আশা। 💔

#কমলাপুর_রেলস্টেশন #সংগ্রামী_মা #বাস্তবজীবনের_গল্প #মায়ের_ভালোবাসা #বাংলার_মা

আমরা মানুষ হবো কবে। ছেলেটাকে দেখে অনেক খারাপ লাগলো ,দৃ*শ্য—দুই হাত-পা বাঁ*ধা ছোট্ট শিশু তাছিন, নিজের শ*রীরেই নিজের আ*ঘা*...
31/10/2025

আমরা মানুষ হবো কবে। ছেলেটাকে দেখে অনেক খারাপ লাগলো ,
দৃ*শ্য—দুই হাত-পা বাঁ*ধা ছোট্ট শিশু তাছিন, নিজের শ*রীরেই নিজের আ*ঘা*তের চিহ্ন, ক্ষ-ত আর নীল দাগে ভরা পুরো দে"হ,জন্মের পর থেকেই মা*ন*সিক ভার*সাম্য*হীনতার বোঝা বয়ে বেড়াচ্ছে!!

সন্তানকে ভালোবাসা সত্ত্বেও বাবা-মা তাকে শি"কলে বেঁ*ধে রাখেন—নিজের শরী"রটা"কে নিজের হাত থেকে বাঁ"*চাতে। ভাবা যায়? প্রতিদিন একজন মা সন্তানের হাত-পা বেঁ"ধে রাখে, শুধু তাকে জী"বি"ত রাখার আশায়।

রিকশা চালক বাবা সুজন মিয়া আর গা*র্মেন্টস কর্মী মা তাসলিমা—কত পরি*শ্র"ম করেও জোটাতে পারেন না সন্তানের চি"কিৎ"সার টাকা। ছোট্ট তাছিন ব্য*থা*য় কাঁ*দে, কখনো আবার নিজেকেই আ"ঘা"ত করে। অথচ এই বয়সে তার তো আনন্দে দৌড়ানোর কথা ছিল, খেলাধুলায় মেতে থাকার কথা ছিল।।

সমাজ, একটি দেশ যদি এই শি"শুটির দায়িত্ব নেয়—তাহলেই মা হয়তো আবার সন্তানের শিকল খুলে বুকভরা ভালোবাসায় জড়িয়ে ধরতে পারবে!!!!

(C)

সবাই মিলে শেষ ঠিকানায় পৌঁছিয়ে দেবে এটাই বাস্তব এটাই ঘটবে আমাদের জীবনে 🥹
30/10/2025

সবাই মিলে শেষ ঠিকানায় পৌঁছিয়ে দেবে এটাই বাস্তব এটাই ঘটবে আমাদের জীবনে 🥹

রাকিব কে সাহায্য করুন প্লিজ।  গাছ থেকে পরে গিয়ে রাকিবের ফুসফুস নষ্ট হয়ে গেছে একটি ফুসফুস কেটে ফেলা হয়েছে, আর একটি ফুসফুস...
28/10/2025

রাকিব কে সাহায্য করুন প্লিজ। গাছ থেকে পরে গিয়ে রাকিবের ফুসফুস নষ্ট হয়ে গেছে একটি ফুসফুস কেটে ফেলা হয়েছে, আর একটি ফুসফুস ৪০% নষ্টের পথে অসংখ্য বার করা হয়েছে অপারেশন পাঁজরের হাড় গুলো ও কেটে ফেলা হয়েছে মাত্র ২৩ বছর বয়সেই তার জীবনের প্রদীপ নিভতে চলেছে😭 সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তোবা ছেলেটি নতুন জীবন ফিরে পেতে পারেন যদি মহান আল্লাহ তার হায়াত দান করেন।
বিস্তারিত ভিডিও লিংক প্রথম কমেন্টে।

রাকিবের খুব জরুরি ভিত্তিতে একটি অপারেশন করতে হবে এ জন্য প্রয়োজন প্রায় ৬ লক্ষ টাকার, এ পর্যন্ত সে চিকিৎসা করে শেষ করছেন ৩০ লক্ষ টাকা এখন বর্তমান রাকিবের পরিবার নিঃস্ব।

এজন্য আপনাদের সবার সহযোগিতা চেয়েছেন রাকিব, রাকিবের মা ও ব্রেইন স্ট্রোক করে পরে আছেন বিছানায় তার বিষয়ে আর আমি কি বলব বলার ভাষা হারিয়ে ফেলেছি আমি, বাবা সামান্য একজন চা বিক্রেতা
তার বাবার পক্ষেও আর সম্ভব না দুজন রুগীকে চিকিৎসা করানোর।

আপনাদের কাছে আকুল আবেদন দয়া করে সবাই রাকিব কে ১০-৫-২০-৫০-১০০ যে যা পারেন সহযোগিতা করুন প্লিজ। না পারলে রাকিবের ভিডিও আছে আমার পেইজে ভিডিও টি শেয়ার করে দিন এবং এই পোস্টি ও শেয়ার করে দিন প্লিজ।

রাকিবের সাথে যোগাযোগঃ

বিকাশ 01631918899
নগদ 01617005822
রকেট 016319188993
এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে 01631918899
প্রয়োজনে তাকে ভিডিও কল দিয়ে দেখে সহায়তা করার বিশেষ অনুরোধ জানাচ্ছি।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahbubul Alam Sharif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share