
19/06/2025
✈️ হাজারো ইসরায়েলির দেশে ফেরার মিশন শুরু!
👉 অবশেষে শুরু হলো ‘সেফ রিটার্ন’—ইরান হামলার পর বিশ্বজুড়ে আটকে থাকা ইসরায়েলিদের দেশে ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ...
📌 ইরানের ওপর হঠাৎ সামরিক অভিযানের পর বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া ৫০,০০০-এর বেশি ইসরায়েলি নাগরিককে ফিরিয়ে আনতে “এয়ারলিফট অপারেশন” শুরু করেছে ইসরায়েল সরকার।
🛬 আজ সকালেই সাইপ্রাসের লারনাকা শহর থেকে এল আল (El Al) এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট পৌঁছায় বেন গুরিয়ন বিমানবন্দরে, যার মাধ্যমে শুরু হলো এই উদ্ধার প্রক্রিয়া।
🚢 শুধু আকাশপথ নয়—সমুদ্রপথেও চলছে ফেরত আনার চেষ্টা!
"Crown Iris" নামের একটি জাহাজে করে ২,০০০ যাত্রী ফিরিয়ে আনা হবে হাইফা বন্দরে 🇮🇱
🇬🇷 🇮🇹 🇫🇷 এথেন্স, রোম, মিলান, প্যারিস থেকেও নির্ধারিত ফ্লাইটে ইসরায়েলিরা ফিরবেন।
এ ছাড়া সাইপ্রাস থেকে আজ ১৩টি ফ্লাইটে প্রায় ১,০০০ যাত্রী রওনা দিয়েছেন।
🗣️ ইসরায়েলের পরিবহনমন্ত্রী মিরি রেগেভ বলেন,
"প্রথম উদ্ধার ফ্লাইটটি পেয়ে আমরা অত্যন্ত আবেগপ্রবণ। এখন আমাদের লক্ষ্য—সব নাগরিককে নিরাপদে ফিরিয়ে আনা।”
⚠️ বর্তমানে তেল আবিব বিমানবন্দর এখনও যাত্রীবাহী ফ্লাইটের জন্য বন্ধ। তাই ইসরায়েলে আসা বিদেশি পর্যটক প্রায় ৪০,০০০ জন আটকে আছেন।
💣 ইতিমধ্যে ইরান থেকে ইসরায়েলে ৪০০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে, যার বেশিরভাগই লক্ষ্য করেছে তেল আবিব অঞ্চলে। এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৪ জন।
📌 সংক্ষেপে জানুন:
– বিশ্বজুড়ে আটকে থাকা ৫০,০০০ ইসরায়েলিকে ফিরিয়ে আনা হচ্ছে
– সমুদ্র ও আকাশপথে চলছে উদ্ধার অভিযান
– নিরাপত্তার কারণে তেল আবিব বিমানবন্দর বন্ধ
– পর্যটকদের বের হওয়া কঠিন
– সেফ রিটার্ন মিশনে জোর প্রস্তুতি চলছে
📣 আপনার মতামত জানাতে ভুলবেন না!
এমন সময় ইসরায়েলের দ্রুত সিদ্ধান্ত কতটা কার্যকর বলে মনে করছেন আপনি? কমেন্টে জানান ✍️
🔖 #খবরপত্র #আন্তর্জাতিক_সংবাদ