18/09/2025
ইদানিং সবাই একটা কথা বলে!! সংসার করার থেকে ২৪ ঘন্টা চাকরি করা সহজ।
তবে আমি এটার সাথে পুরোপুরি একমত না।
সংসার সহজ যদি সংসারের প্রতিটা সদস্য সহযোগিতাপূর্ন ও পজিটিভ হয়।
তার থেকে বড় কথা সহধর্মী বা সহধর্মিনী একই সাথে সব কিছুর দায়িত্ব, সমাধান, সম্মান ও ভালোবাসা নিয়ে যদি একসাথে আগায় তাহলে সংসার সুন্দর এবং সহজ।