20/08/2025
আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে নিজেদেরকে নিজেরাই খুব বড় মনে করে এবং অন্যদেরকে মনে করে ছোট!! নিজেদের কাজ কে খুব সম্মানজনক কাজ মনে করে আর অন্যের কাজকে মনে করে খুবই ছোট!! অন্যকে সম্মান করতে চায় না এবং অন্যের কাজ কেউ সম্মান করতে চায় না।। অথচ নিজের জীবনের অর্জনকে অনেক বড় মনে করে এবং অন্যের জীবনের ছোট বা বড় যে কোন অর্জনকে খুবই ছোট মনে করে!! এখনো সময় আছে নিজেকে বদলান। পশু থেকে মানুষ হন । আপনার জিনিস, আপনার সম্মান আপনার প্রত্যেকটা জিনিসের যেমন মূল্য আছে!! নিজেকে মূল্যায়নের পাশাপাশি অন্য কেউ মূল্যায়ন করেন।
পরিশেষে একটাই কথা অন্যকে মূল্যায়ন করতে শিখুন!!