16/11/2025
#সতর্কতা_মূলক_পোস্ট (ম্যাসেঞ্জার)📌
আপনারা ম্যাসেঞ্জারে যার যার সাথে কথা বলেন,তাদের কনভারসেশনে গিয়ে এ অপশনটায় গিয়ে এটা অফ করে দিন।
অফ করার আগে এ অপশনটা অন থাকে,,আর এটা অন থাকা মানে আপনি Meta Ai কে সে কনভারসেশনের সব ম্যাসেজ, ফটো,ভিডিও সবকিছু ব্যবহার করার অনুমতি দিচ্ছেন।
তাই এটা অফ করে দেওয়াই উত্তম হবে।
ফেসবুক, ম্যাসেঞ্জার এমনিতেও কোনো বিষয়েই safe না।