
11/07/2025
ঘুমেই ছিলাম। হঠাৎ শুনি আর্তনাদ! বাচ্চার কান্না, যাত্রীদের হা-হুতাশ। আমি আমাকে আবিষ্কার করি, সিটের নিচে বসে আছি সামনের সিটে হাত দেওয়া অবস্থায়। বাসের সব যাত্রীই সামনের দিকে ছিটকে গেছে। কারো হাটুর চামড়া ছিলেন গিয়ে গেছে, কারো নাক থেকে রক্ত ঝরছে। ২ বছর বাচ্চারা কান্না। বাচ্চার বাবার গালাগালি, "ড্রাইভারের গুষ্টি উদ্ধার করা গালাগালি"। আমাদের বাস রোড ডিভাইডারের উপরে উঠে গেছে। বাসের গেট খুলছে না। এদিকে বাসের ভিতর এসির গ্যাসও লিক হয়েছে। কি এক ভয়ানক অবস্থা। কয়েক জন মিলে দরজা খুলে বের হলাম বাস থেকে। বাইরে আসতে না আসতে বৃষ্টি শুরু ভেজা গায়ে কিছুক্ষন অপেক্ষা করে অন্য বাসে করে চলে আসলাম। আলহামদুলিল্লাহ! আল্লাহ অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছেন। আমি অক্ষত আছি।
আজকে নাটোরে এক্সিডেন্ট করা শ্যামলী এন আর ট্রাভেলস এর একজন যাত্রীর স্বীকারোক্তি।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
©Asaduzzaman Rifat