06/08/2025
"তারা তোমাদের জন্য পোশাক এবং তোমরাও তাদের জন্য পোশাক।" ( সুরা বাকারা, আয়াত ১৮৭)
এই আয়াতাংশটা স্বামী-স্ত্রীর সম্পর্কের একটা সামারি। এই একটা বাক্যই দুনিয়ার জীবনে তাদের সম্পর্কের পুরো পিকচার ও বৈশিষ্ট্যকে তুলে ধরেছে।
পোশাক:
১। মানুষের সবচেয়ে ঘনিষ্টে থাকে
২। মানুষকে ঢেকে রাখে
৩। মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে
৪। মানুষের শরীরের মাপে খাপ খায়
৫। মানুষকে আরাম ও শান্তি দেয়
ঠিক স্বামী-স্ত্রী পরস্পরে:
১। সবচেয়ে ঘনিষ্ঠজন হবে
২। একে অপরের ত্রুটি- দূর্বলতা গোপন রাখবে
৩। একে অপরের চারিত্রিক, আদর্শিক ও সার্বিক সৌন্দর্য বৃদ্ধি করবে
৪। একে অপরের জন্য কম্প্রোমাইজ করে খাপ খেয়ে উঠবে
৫। সুকুন ও প্রাশান্তির আশ্রয়স্থল হবে
- ইফতেখার সিফাত