মাসিক আদর্শ নারী

মাসিক আদর্শ নারী বাংলাদেশের জনপ্রিয় ইসলামী মাসিক পত্রিকা
Most Popular Islamic magazine of BD
The Monthly Adarsha Nari
(258)

রুচি ও প্রগতির সমন্বয়ে এ যুগের মেয়েদের দ্বীনি মাসিক পত্রিকা।

29/10/2025

ঢাকায় প্রধান কেন্দ্রে মহিলাদের নূরানী মুয়াল্লিমা ও ক্বারিয়ানা ট্রেনিং কোর্স
১ নভেম্বর থেকে শুরু হচ্ছে।
বিস্তারিত : 01715-039399

27/10/2025

সরাসরি ইসলামী লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠান সুওয়াল জাওয়াব - পর্ব ১৭৬
জনপ্রিয় ইসলামী পত্রিকা 'মাসিক আদর্শ নারী' ও জামিয়া মারকাযুদ দুরুসের যৌথ আয়োজনে সাপ্তাহিক ইসলামী লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠান সুওয়াল জাওয়াব । পর্ব ১৭৬

উত্তর প্রদানে, মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী
https://www.facebook.com/mahasan.shamsabadi

সঞ্চালনায় মাসিক আদর্শ নারী সহযোগী সম্পাদক মুফতি সাঈদ আল হাসান।
https://www.facebook.com/said.al.hasan

প্রচারিত হয় প্রতি সোমবার রাত ৯টায়।
মাসিক আদর্শ নারী ফেসবুক পেইজে - https://www.facebook.com/Adarsha.Nari/

� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �

27/10/2025

সাপ্তাহিক ইসলামী লাইভ অনুষ্ঠান সুওয়াল জাওয়াব এর নতুন পর্ব
আজ রাত ১০টায় ইনশাআল্লাহ

নিজ স্থান থেকেই বা ঘরে বসে নূরানী মুয়াল্লিম ট্রেনিং গ্রহণ করুন(কওমী ইয়ূথ ক্লাবের উদ্যোগে এবং বাংলাদেশ নূরানী তা‘লীমুলকুর...
26/10/2025

নিজ স্থান থেকেই বা ঘরে বসে নূরানী মুয়াল্লিম ট্রেনিং গ্রহণ করুন
(কওমী ইয়ূথ ক্লাবের উদ্যোগে এবং বাংলাদেশ নূরানী তা‘লীমুল
কুরআন ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালনায়
অনলাইনে নূরানী মুয়াল্লিম ট্রেনিং কোর্স)
-----------------------------------------------------------------
কর্মব্যস্ত কওমী উলামায়ে কিরাম, হাফেজ ও ক্বারী সাহেবগণের
যারা আগ্রহ থাকা সত্ত্বেও সরাসরি নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ সেন্টারে
গিয়ে অফলাইনে নূরানী মুয়াল্লিম ট্রেনিং গ্রহণ করতে সক্ষম হচ্ছেন না,
তাদের জন্য নিজ ঘরে বসে বা নিজ স্থান থেকে অনলাইনে
ইন্টারন্যাশনাল জুম-ক্লাস পদ্ধতিতে আকর্ষণীয় নূরানী মুয়াল্লিম
ট্রেনিং কোর্স গ্রহণের সুবর্ণ সুযোগ ....
ভর্তি ফি : ৩৫০/= (ব্যয় নির্বাহের জন্য) এবং কোর্স ফি : সম্পূর্ণ ফ্রি ।
তাই কোর্সের জন্য আর কোন টাকা দিতে হবে না।
--------------- # # # # ---------------
উক্ত নূরানী মুয়াল্লিম ট্রেনিং কোর্সটি ২ নভেম্বর রবিবার রাত ৯টায় ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে শুরু হবে ইনশাআল্লাহ। সপ্তাহে ৪দিন শনি, রবি, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা থেকে সাড়ে ১০ পর্যন্ত ক্লাস হবে। মোট ক্লাস ৩০টি হবে। এরপর পরীক্ষা হবে এবং উত্তীর্ণগণকে বিনামূল্যে সনদ প্রদান করা হবে ইনশাআল্লাহ।

এটি কওমী ইয়ূথ ক্লাবের উদ্যোগে এবং বাংলাদেশ নূরানী তা‘লীমুল কুরআন ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালনায় নূরানী পদ্ধতিতে আরবী ট্রেনিং-সেই সাথে নূরানী পদ্ধতিতে বাংলা-অংক-ইংরেজী শিক্ষাদান ট্রেনিংসহ পরিপূর্ণ নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ।
প্রশিক্ষণ প্রদান করবেন :--

বাংলাদেশ নূরানী তা‘লীমুল কুরআন ট্রেনিং ইনস্টিটিউট মহাপরিচালক--মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী।
উক্ত নূরানী মুয়াল্লিম ট্রেনিং কোর্সে ভর্তি হওয়ার জন্য নিম্নোক্ত লিঙ্কে গিয়ে যাবতীয় নিয়ম-কানূন মেনে ভর্তি ফরম পূরণ করে সাবমিট করুন--

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc_IVBzGliBZQkT062iKpLl9-upb3qaC9GaFVHvR9knwHMdqg/viewform?fbzx=7714710970311115489

26/10/2025

ঢাকায় প্রধান কেন্দ্রে মহিলাদের নূরানী মুয়াল্লিমা ও ক্বারিয়ানা ট্রেনিং কোর্স শুরু হয়েছে আল-হামদুলিল্লাহ।
বিস্তারিত : 01715-039399

24/10/2025

আগামীকাল শুরু হচ্ছে মহিলাদের নূরানী মু‘আল্লিমা ও ক্বারিয়ানা ট্রেনিং--ঢাকা খাতুনে জান্নাত মানিকনগর মাদরাসায়
বিস্তারিত : 01791997733

24/10/2025

নূরানী মহিলা প্রধান কেন্দ্র ঢাকা মানিকনগর খাতুনে জান্নাত মাদরাসায় ২৫ অক্টোবর হতে নূরানী মুয়াল্লিমা ও কারিয়ানা ট্রেনিং
01791-997733

23/10/2025
22/10/2025

রাসূল ﷺ-এর তদীয় সাহাবী থেকে কুরআনের তিলাওয়াত শ্রবণ ও এর
প্রেক্ষাপটে দু’চোখে অশ্রু ঝরার একটি মহিমান্বিত হাদীস >>>

22/10/2025

বহু বিবাহের নামে বহু গামিতা প্রসঙ্গে :-

প্রয়োজনে (প্রয়োজনের বিভিন্ন দিক থাকতে পারে) একের অধিক, সর্বোচ্চ চার পর্যন্ত বিয়ে করার (ঘরে রাখার) অনুমতি, ন্যায় ও ভারসাম্য রক্ষার শর্তে ইসলামে আছে। দাম্পত্য সম্পর্ক রক্ষা করা কঠিন কিংবা অসঙ্গত হলে তালাক/ডিভোর্স দেওয়ার বিধানও ইসলামে আছে।

ইসলামে বিয়ের বিধানের সঙ্গে বেশ কিছু বিষয় লক্ষ্যণীয়ভাবে যুক্ত। বিয়ের জন্য সুন্দর পদ্ধতিতে প্রস্তাব, প্রস্তাব গ্রহণ, আকদ, ওলীমা, মহর-ধার্য-পরিশোধ, স্ত্রীর উপযোগী ও সুষম খোরপোশের দায়িত্ব গ্রহণ, সদাচারপূর্ণ দাম্পত্য, সন্তানের সুন্দর প্রতিপালন, বিয়ে ঘটিত আত্মীয়তার সম্পর্ক রক্ষা, ইত্যাদি।

কিন্তু কেউ যখন বলে, চার স্ত্রী ঘরে রাখবো, 'ভালো চার স্ত্রী ঘরে রাখার প্রয়োজনে বাছাই করার প্রয়োজনে ১০০ টি বিয়ে করবো এবং দরকারে ডিভোর্স দেবো', তার অর্থ হলো, বিয়ে করে, শর্ট দাম্পত্য করে, পছন্দ না হলে ডিভোর্স দিয়ে দিয়ে স্ত্রী বাছাইয়ের কাজটা সে সম্পন্ন করবে। বিয়ে করে শয্যা যাপন করে বউ-বাছাই সম্পন্ন করার এই পদ্ধতি ইসলামের কোনো অনুশীলনে এবং বিধানে আছে বলে জানা নাই। এটা একটা নতুন ধারণা। বিগত দেড় হাজার বছরে ইসলামের রেফারেন্সে কেউ এমন 'বহুবিবাহ ও বহুডিভোর্স' পলিসি সামনে আনার কথা শুনি নাই।

অনেকেই নানা রকম লা ম্প ট্য করেছে। তার জন্য অনেক ছলচাতুরি এবং ভন্ডামিও করেছে। কিন্তু এটা সম্ভবত সম্পূর্ণ নতুন আইডিয়া; 'চার বউ বাছাই ও পছন্দের জন্য শত বিয়ে শত ডিভোর্স'।

এই লোকের যথাযথ মূল্যায়ন হওয়া দরকার। তার এই 'তাজদিদি কাজ' যদি সঠিক হয় তাহলে তাকে পদক পুরস্কার অবশ্যই দেওয়া উচিত। আর যদি ভণ্ডামি, বাটপারি ও লম্পট্য হয় তাহলে তাকে 'শায়েস্তা' করা দরকার। ইসলামের বিয়ে ও ডিভোর্সের নীতি বিধান নিয়ে ফাইজলামি করা এবং ইসলামবিরোধী দুষ্টচক্রের সামনে পরিহাসের উপাত্ত সরবরাহ করা তার লাম্পট্্যর চেয়েও ভয়ংকর জিনিস। সমাজে লম্পট হয়তো অনেক আছে, এমন জটিল লম্পট এখনো আসে নাই।

তার মুহূর্মুহু বিয়ে করা ও ডিভোর্স দেওয়ার তুড়িমারা গল্পগুলো শুনলে বোঝাই যায় না, ইসলামে বিয়ের আগে থেকে নিয়ে দাম্পত্য, সন্তান, শিক্ষা, সদাচার এবং এভাবে মৃত্যু পর্যন্ত শৃঙ্খলা ও সৌন্দর্যের কত বিস্তারিত পর্যায় ও বিধানের বিন্যাস রয়েছে। এ এক অদ্ভুত ফ্যান্টাসির জগত সে তৈরি করেছে। সকাল বিকাল বিয়ে, দুপুর রাতে ডিভোর্স। সবাই একটু ভাবুন এবং অগ্রসর হোন।
আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সঠিক বুঝ দান করুন।

[পোস্টের কোনো তথ্য ও বিশ্লেষণে ভুল থাকলে ধরিয়ে দিন ঠিক করে নেব। ইনশাআল্লাহ]

© Sharif Muhammad

📖 নিজের স্থান থেকে অনলাইনে নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ নিন---------------------------------------------------------------...
21/10/2025

📖 নিজের স্থান থেকে অনলাইনে নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ নিন--
------------------------------------------------------------------

নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ — ৮ম ব্যাচে ভর্তি চলছে! 🌙
👇👇-----------------------------------------------

সারাদেশের আগ্রহী কওমী উলামায়ে কেরামগণকে যোগ্য নূরানী শিক্ষকরূপে গড়ে তুলতে Qawmi Youth Club ক্বওমী যুব ক্লাব নিয়ে এসেছে একটি অনন্য আয়োজন —

📚 নূরানী মুআল্লিম প্রশিক্ষণ কোর্স (৮ম ব্যাচ)

🗓️ ক্লাস শুরু: ২ নভেম্বর ২০২৫ (রবিবার)
🕘 সময়: রাত ৯টা থেকে ১০টা ৩০ মিনিট
📍 ক্লাসের স্থান: অনলাইন (Zoom মাধ্যমে)
💰 রেজিস্ট্রেশন ফি: মাত্র ৩৫০ টাকা
---
🎯 কোর্সে যা থাকছে:

✅ নূরানী তরীকে তা‘লীম ও তাজবীদ
✅ নূরানী তা‘লীম প্রাকটিক্যাল হাতে-কলমে শিক্ষাদান
✅ কুরআন শরীফ মাশক ও ইজরায়ে কাওয়ায়িদ
✅ নূরানী মাসায়েল ও আদইয়ায়ে মাসনূনাহ
✅ নূরানী হাদীস শরীফ ও সুন্নাতে রাসূল সা.
✅ নূরানী খোশখত্ব বা সুন্দর লেখা শিক্ষা

---

👳‍♂️ প্রশিক্ষণ দেবেন:

প্রধান প্রশিক্ষক : মুফতী আবুল হাসান শামসাবাদী
📖 মহাপরিচালক, বাংলাদেশ নূরানী তা‘লীমুল কুরআন ট্রেনিং ইনস্টিটিউট ও সম্পাদক, মাসিক আদর্শ নারী

🎓 কোর্স শেষে সফল প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।

📌 জ্ঞান, দক্ষতা ও দাওয়াতের পথে এক ধাপ এগিয়ে যেতে আজই রেজিস্ট্রেশন করুন।

👉 “যোগ্য মুআল্লিম” হোন, গড়ে তুলুন পরবর্তী প্রজন্মকে কুরআনের আলোয়!

🌿 আয়োজনে:

🕌 Qawmi Youth Club -:- কওমি যুব সংঘ
— দক্ষ জনশক্তি তৈরির একটি সফল প্ল্যাটফর্ম —

ভর্তির জন্য 01715039399 নম্বরে ফোন করুন বা হোয়াটস আপে মেসেজ দিন।

#নূরানী_প্রশিক্ষণ #কওমীইউথক্লাব

জীবনঘনিষ্ঠ সব প্রশ্ন ও উত্তর নিয়ে সাপ্তাহিক ইসলামী লাইভ অনুষ্ঠান সুওয়াল জাওয়াব এর ১৭৫তম পর্ব ।সবাই শেয়ার করতে পারি ইনশাআ...
20/10/2025

জীবনঘনিষ্ঠ সব প্রশ্ন ও উত্তর নিয়ে সাপ্তাহিক ইসলামী লাইভ অনুষ্ঠান সুওয়াল জাওয়াব এর ১৭৫তম পর্ব ।

সবাই শেয়ার করতে পারি ইনশাআল্লাহ।

লিংক
https://www.facebook.com/Adarsha.Nari/videos/994294646189883/

প্রতি সোমবার, রাত ৯টা। শুধুমাত্র মাসিক আদর্শ নারীর ফেসবুক পেইজে।
পেজ লিংক https://www.facebook.com/Adarsha.Nari/

সুওয়াল জাওয়াব মেসেঞ্জার চ্যানেলে জয়েন করুন
https://m.me/j/Abb5AhyWphznBQ-3/

Address

১১/১, পুরানা পল্টন লাইন (এরিস্টো ফার্মার পাশে), ঢাকা-১০০০
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when মাসিক আদর্শ নারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাসিক আদর্শ নারী:

Share

Category

মাসিক আদর্শ নারী

❇️ রুচি ও প্রগতির সমন্বয়ে এ যুগের মেয়েদের দ্বীনি মাসিক পত্রিকা। মাসিক আদর্শ নারী পড়ুন, লিখুন, প্রিয়জনদের উপহার দিন।

প্রতিষ্ঠাকাল : ১৯৯৪

প্রতিষ্ঠাতা সম্পাদক : মুফতী আবুল হাসান শামসাবাদী

🏠 অফিস :