বিটলা বিশু - Bitla Bishu

বিটলা বিশু - Bitla Bishu Full of entertainment 🙂
(9)

আলট্রাসনোগ্রাম করাতে গিয়ে দেখা যায়-  "যমজ দুই সন্তান মাতৃ-গর্ভেই খামচা-খামচি শুরু করে দিয়েছে। লা/থি, হাতাহাতি চলছে সমান ...
12/11/2025

আলট্রাসনোগ্রাম করাতে গিয়ে দেখা যায়- "যমজ দুই সন্তান মাতৃ-গর্ভেই খামচা-খামচি শুরু করে দিয়েছে। লা/থি, হাতাহাতি চলছে সমান তালে।''😹

এমন আশ্চর্য কান্ড দেখে, ঘটনাটি মোবাইলে রেকর্ড করে রাখেন ওই নারীর স্বামী। পরে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। এমন ঘটনা আগে কেউ দেখেনি। সবাইকে অবাক করেছে এই ঘটনা।

ঘটনাটি ঘটেছে: চীনের ইয়ানচুন এলাকায়।

Source : The Daily Ittefaq

উনাকে চিনেন কে কে?  ঘটনা টা শুনে সত্যি অনেক খারাপ লাগলো 😥ভারতীয় এই অভিনেতা আরশাদ ওয়ার্সী সেদিন এক ইন্টারভিউয়ে মাকে নিয়ে ...
03/11/2025

উনাকে চিনেন কে কে? ঘটনা টা শুনে সত্যি অনেক খারাপ লাগলো 😥

ভারতীয় এই অভিনেতা আরশাদ ওয়ার্সী সেদিন এক ইন্টারভিউয়ে মাকে নিয়ে বলেন,
তিনি বলেন যে , আমার মা ছিলো কিডনি পেশেন্ট 😓 তার ডায়ালাইসিস চলছিলো,
আর তিনি ভর্তি ছিলেন হাসপাতালে ,তখন তার ডাক্তার আমাকে বলেন তাকে কোন অবস্থায় পানি দেয়া যাবেই না কিন্তু সেই রাতে হঠাৎ মা জেগে বলতে লাগলো পানি ,পানি ,পানি।

আমি বললাম না ' মা, আমি তোমাকে পানি দিতে পারবো না।কারন ডাক্তারের নিষেধ আছে,এমন বহুবার বলার পরও আমি তাকে একফোঁটা পানি দেই নি 😭

আর সেই ভোর রাতেই মা চলে যান। It killed me. আমি অনেক কষ্ট পেয়েছি এর জন্য। অনেক মানসিক যন্ত্রণায় ভুগেছি।পরে মনকে এই বলে সান্ত্বনা দিয়েছি,আচ্ছা সেই রাতে আমি যদি মাকে পানি দেয়ার পর মা মা*রা যেতো।সারাজীবন আমার মনে হতো আমার ভুল কাজের জন্য মা মা*রা গেছেন।

অভিনেতার কথাগুলো শুনে মনে হলো,আসলেই তো জীবনটা বড় অদ্ভুত! প্রিয়জনদের ভালো রাখার জন্য,তাদের ভালো খাবার দেয়ার জন্য আমরা জীবনে কতো টা কষ্ট করি।অথচ সময় এমনও কঠিন পরিস্থিতিতে আমাদের এনে দাঁড় করায়,সেই প্রিয়জনকেই শেষ সময়ে তার প্রিয় কোন খাবার কিংবা জলটুকু দেয়া যায় না।আর সেই আফসোস আমাদের বয়ে বেড়াতে হয় আজীবন!

লিখা Papry Routh..

ডাক্তার: নাম কী?‌রোগী: সাহারা খাতুন।ডাক্তার: বয়স কত?‌রোগী: ৩০ বছর।ডাক্তা‌রের স‌ন্দেহ হয়। আবা‌রও বয়স জি‌জ্ঞেস ক‌রেন। আব...
02/11/2025

ডাক্তার: নাম কী?
‌রোগী: সাহারা খাতুন।
ডাক্তার: বয়স কত?
‌রোগী: ৩০ বছর।

ডাক্তা‌রের স‌ন্দেহ হয়। আবা‌রও বয়স জি‌জ্ঞেস ক‌রেন। আবারও রোগীর একই জবাব। ডাক্তার রাগ ক‌রে প্রেস‌ক্রিপশ‌নে লিখ‌লেন, ১০০ বছর।

রোগীর নাম অ্যান্ট্রি দি‌তে এ‌লে রোগী এবং তার বয়স দে‌খে এবার আমার খটকা লা‌গে। রোগীর কা‌ছে বয়স জান‌তে চাই।

তার জবাব- ৩০ বছর।
আমি খুব নরম স্ব‌রে জান‌তে চাই।
: চা‌চি, ছে‌লে‌মে‌য়ে কয়টা?
লাজুক হে‌সে জানান, ছে‌লে ৪ আর মে‌য়ে ৫ টা।
: বড় কে? ছে‌লে না মে‌য়ে?
: ছে‌লে।
: বিয়া কর‌ছে?
: হ, কর‌ছে ব‌লে চা‌চি হা‌সেন।
: বড় ছে‌লের বয়স কত?
: ৪০ হইবো।
: ছে‌লের বয়স ৪০ হ‌লে আপনার বয়স কেম‌নে ৩০ বছর!
চা‌চি ফোকলা দাঁ‌তে হে‌সে ব‌লেন,
: তাই‌লে আমার বয়স তিন কু‌ড়ি (মা‌নে ৬০ বছর) হই‌বো...

হেসে চাচিকে ছবি তোলার কথা বলি।
ছ‌বি তোলার জন্য চা‌চি পোজ দেন...

লো‌কেশন: বালুখা‌লি, উ‌খিয়া, কক্সবাজার।

Good night guys 😴   #বিটলাবিশু  ゚
27/10/2025

Good night guys 😴

#বিটলাবিশু ゚

26/10/2025

🤣

#বিটলাবিশু ゚

26/10/2025

🤤

゚viralfbreelsfypシ゚viral #বিটলাবিশু ゚

মেট্রো দুর্ঘটনায় সেই ব্যক্তির নাম জানা গেছে তার নাম কালাম বয়স ৩৬গ্রামের বাড়ি শরীয়তপুরে . কালামের স্ত্রী আইরিন আক্তার পি...
26/10/2025

মেট্রো দুর্ঘটনায় সেই ব্যক্তির নাম জানা গেছে তার নাম কালাম বয়স ৩৬
গ্রামের বাড়ি শরীয়তপুরে .

কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া রোববার বিকালে মর্গের সামনে বারবার মূর্ছা যাচ্ছিলেন।

এক ছেলেকে কোলে নিয়ে তিনি বারবার বলছিলেন, “আজকে (কালামকে) আমি বিদায় দিতে চাইনি। দরজা লাগাতেও যাইনি। আমার বাচ্চাদের কী হবে?”

বিশ্বাস করেন তার এই কথা টা শুনে চোখ দিয়ে পানি বাহির হয়ে গেছে, মানুষের জীবন কতটা অনিশ্চিত.

(এই বাংলাদেশে স্কুলের উপর বোমারু বিমান পরে, এই বাংলাদেশি ক্রেন উল্টে মানুষ মারা যায়.)...

এই বাংলাদেশের আসলে হয়েছে টা কি?...
বাস্তবতা এতোটা নির্মম কেন হয়?©

চারটা বিয়ে করবে বলে, একরকম ৪ টা বিল্ডিং দিয়ে রেকর্ড করে দিলো, গ্রামের সবাই দেখতে আসছে। 🥰
26/10/2025

চারটা বিয়ে করবে বলে, একরকম ৪ টা বিল্ডিং দিয়ে রেকর্ড করে দিলো, গ্রামের সবাই দেখতে আসছে। 🥰

Big thanks to Mortuza Farhana Ibrahim, Baby Avergonzado Bonganay, Shakil Shakil, Aftab Basantrai, Soma Mondal, Picchi Ta...
25/10/2025

Big thanks to Mortuza Farhana Ibrahim, Baby Avergonzado Bonganay, Shakil Shakil, Aftab Basantrai, Soma Mondal, Picchi Taniya, Md Kamruzzaman Jaman, Tapan Chowdhury, Fatiha Ayat, Soneya Akter, Nk Nahid, Subarna Manna, Farzana Rumi, Rabia Khanom, Farzana Shahdat Mouri, Akhtaruzzaman Shohag, ইকরা ইসলাম রোজা, Santosh Kumar Ghosh, Malati Mou Oraon

for all of your support! Congrats for being top fans on a streak 🔥!

এই ভিডিওটা নিয়ে অনেকে হাসাহাসি করছেন, কিন্তু আসল কারণটা কি জানেন?​এই স্কুলের একটি মেয়ে ক্যান্সারে চুল হারানোর পর লজ্জা...
25/10/2025

এই ভিডিওটা নিয়ে অনেকে হাসাহাসি করছেন, কিন্তু আসল কারণটা কি জানেন?
​এই স্কুলের একটি মেয়ে ক্যান্সারে চুল হারানোর পর লজ্জায় স্কুলে আসতে চাইছিল না। তাই তার সহপাঠীরা সবাই নিজেদের চুল কেটে মাথা ন্যারা করে তাকে সাহস যুগিয়েছে। তাদের এই মহানুভবতা নিয়ে মজা না করে একটু শ্রদ্ধার চোখে দেখুন। 💔

কে এই সামিরা হক?১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। অভিযোগ উঠে যে, তাকে হত্যা করা হয় কিন্তু তার স...
24/10/2025

কে এই সামিরা হক?

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। অভিযোগ উঠে যে, তাকে হত্যা করা হয় কিন্তু তার সিলিং ফ্যানে ফাঁসিতে হত্যাকান্ডের কোনো আইনী সুরাহা আজ পর্যন্ত হয়নি।

এরপর সালমানের মৃত্যু হলে তার মা নীলা চৌধুরী অভিযোগ করেন, সামিরার সঙ্গে বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল এবং এ দু’জন মিলে সালমানকে হত্যা করেছে।

সে সময় সামিরাও পাল্টা অভিযোগ করেন, নীলা চৌধুরীই আজিজ ভাইসহ অনেক পুরুষকে তার বাড়িতে নিয়ে আসত এবং এটা নিয়ে সালমান ও তার বাবা নীলার উপর ক্ষুদ্ধ ছিলেন। এছাড়া সামিরা পুরো ঘটনার জন্য সালমান-শাবনুরের প্রেমকেও দায়ী করেন।

এক পর্যায়ে একেবারে আড়ালে চলে যান সামিরা। সালমানের মৃত্যুর কয়েক বছর পর ব্যবসায়ী মুস্তাক ওয়াইজকে বিয়ে করেন তিনি। দ্বিতীয় বিয়ের পর দেশ ছেড়ে চলে যান থাইল্যান্ড। সামিরা হক প্রয়াত নায়ক সালমান শাহ’র ‘মা’ নীলা চৌধুরীর খুব কাছের বান্ধবীর মেয়ে। পেশায় তিনি একজন বিউটি পার্লার ব্যবসায়ী। সামিরার বাবা জাতীয় দলের সাবেক উইকেটকিপার-অধিনায়ক শফিকুল হক হীরা। মা থাইল্যান্ডের নাগরিক চট্টগ্রামের বিউটি পার্লার ব্যবসায়ী লুসি।

শাশুড়ির ১২ লাখ টাকায় খু-ন হন সালমান শাহ..২৯ বছর পর এবার বেরিয়ে এলো আসল সত্য..সালমান শাহ-র শাশুড়ি লুসি নিজ মেয়ের জামাইকে...
23/10/2025

শাশুড়ির ১২ লাখ টাকায় খু-ন হন সালমান শাহ..২৯ বছর পর এবার বেরিয়ে এলো আসল সত্য..সালমান শাহ-র শাশুড়ি লুসি নিজ মেয়ের জামাইকে দুনিয়া থেকে স-রা-তে ১২ লাখ টাকার কন্টাক্ট করেন..আ-সা-মী রিজভীর জবান বন্দীতে এই সত্যতা বের হয়ে আসে..

এই হ-ত্যা-র সাথে জড়িত ছিলো খলনায়ক ডন..আজীজ মো: ভাই সহ আরো অনেকে..যেদিন সালমান শাহকে খু-ন করা হয় সেদিন পাশেই ছিলো তার স্ত্রী সামিরা..

অথচ এতোটা বছর এই সত্যটা লুকিয়ে আসছিল সামিরা আর ডন..সত্য কখনো যে গোপন থাকে না এটাই বড় প্রমাণ..কিভাবে পারলো নিজের স্বামীকে দুনিয়াতে থেকে সরাতে..ধিক্কার 🙂
#সামিরা_হক #সালমান_শাহর ゚ #বিটলাবিশু

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিটলা বিশু - Bitla Bishu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share