DINY RASTA

DINY  RASTA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DINY RASTA, Social Media Agency, Dhaka.

শুভ জন্মদিন: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।জন্মদিনের শুভেচ্ছা রইল। 🎂❤️🇧🇩জন্ম ও পরিবারঃ--------------------------মুহাম্মদ ইউন...
28/06/2025

শুভ জন্মদিন: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
জন্মদিনের শুভেচ্ছা রইল। 🎂❤️🇧🇩

জন্ম ও পরিবারঃ-
-------------------------
মুহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম হাজী দুলা মিয়া সওদাগর, এবং মাতার নাম সুফিয়া খাতুন। মুহাম্মদ ইউনূসের সহধর্মিনী ডঃ আফরোজী ইউনুস। ব্যক্তিগত জীবনে মুহাম্মদ ইউনূস দুই কন্যার পিতা। মুহাম্মদ ইউনূসের ভাই মুহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মুহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব।

*ট্রানজিট  দিয়ে বাংলাদেশের ভিতরে ভারতের ট্রেন চলল, দেশ বেচা হয় নাই। *ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প হয়েছিল যেখান...
03/06/2025

*ট্রানজিট দিয়ে বাংলাদেশের ভিতরে ভারতের ট্রেন চলল, দেশ বেচা হয় নাই।

*ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প হয়েছিল যেখানে ভারত পেত বিনামূল্যে ট্রানজিট সুবিধা, অথচ বাংলাদেশ এই সংযোগের কৌশলগত হুমকির মুখে পড়ত। দেশ বেচা হয় নাই।

*ফেনী নদী বাংলাদেশ সীমান্তে কিন্তু সেখানে পাম্প বসিয়ে নিয়ম থেকে বেশি পানি উত্তোলন করেছে। কেউ উত্তর দেয়ার সাহস করতে পারেনি। দেশ বেচা হয় নাই ।

*তিস্তাতে মরুভূমি বানিয়ে কৃষিকাজ বন্ধ করা হয়েছে, কেউ পানি আনতে পারেনি। আবার ভারতের বিরোধীতায় চীনের সাথে চুক্তিও করতে পারেনি। দেশ বেচা হয়নি।
*ফারাক্কা তে পানির ন্যায্য হিসাব কেউ আনতে পারেনি।

*ভারতের বিরোধীতার মুখে ভালো যুদ্ধবিমান পর্যন্ত ক্রয় করতে পারেনি। তখনও দেশ বেচা হয়নি।

* চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের চুক্তি এতোটাই ভয়ংকর ছিলো যেখানে কৌশলে বঙ্গোপসাগর দখলে নিয়ে যেতো। যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারত। তখনও দেশ বেচা হয়নি।

রোহিঙ্গারা বর্তমানে আট বছর ধরে বাংলাদেশে আছে। এটা সমাধান করে সেখানে পাঠানোর কোন ব্যবস্থা করা কারো পক্ষে সম্ভব হয়নি। উল্টো মায়ানমারের হেলিকপ্টার,মর্টার এসে আমাদের সীমান্তে পড়েছে একটা প্রতি উত্তর দেয়ার সুযোগ হয়নি।

আজ যখন অন্য একটা ওয়েতে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য চেষ্টা করা হচ্ছে, ইন্ডিয়ার সাথে সাথে রব উঠে গেল বাংলাদেশ তো আমেরিকার কাছে বেঁচে দিছে।

রোহিঙ্গাদেরকে কি ডঃ মুহাম্মদ ইউনুস ঢুকিয়েছিল বাংলাদেশে??ইউএসএকে যখন এত ঘৃণা করছেন, সে ইউ এস এর অনুদানে কেন রোহিঙ্গাদের কে পালছেন???
ভারত থেকে অনুদান নিন!
©️

28/05/2025
23/05/2025
এভাবেই বর্ডার গার্ড ধ্বংস করছে পাকিস্তান।
06/05/2025

এভাবেই বর্ডার গার্ড ধ্বংস করছে পাকিস্তান।


সবকিছুই একে অপরের সাথে মিলে যাচ্ছে।।
05/05/2025

সবকিছুই একে অপরের সাথে মিলে যাচ্ছে।।

বিএনপি এত নির্বাচনের কথা বলছেন তাদের দলও কিন্তু নির্বাচন ছাড়া ক্ষমতায় ছিলেন, এটা কি তাদের মনে আছে?
05/05/2025

বিএনপি এত নির্বাচনের কথা বলছেন তাদের দলও কিন্তু নির্বাচন ছাড়া ক্ষমতায় ছিলেন, এটা কি তাদের মনে আছে?

চীনের সফর  নিয়ে চলছে  নানা ষড়যন্ত্র। দেশে হতে পারে বিপর্যয়ের মতন অবস্থা।
24/03/2025

চীনের সফর নিয়ে চলছে নানা ষড়যন্ত্র। দেশে হতে পারে বিপর্যয়ের মতন অবস্থা।

01/03/2025

বাংলাদেশের জনগণই ঠিক করবে, সংসদে কার স্থায়ী হবে। Dr. Tasnim Zara

01/03/2025

কেন নিবন্ধন আটকে রেখেছেন প্রশ্ন জামাত ইসলামের।

25/02/2025

চোখ রাঙাবেন না, সমালোচনা করবে চুমু দেব। ড. শফিকুর রহমান।

25/02/2025

জামাত ইসলামী ভদ্র কিন্তু বোকা নয়। ড. শফিকুর রহমান।

#

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when DINY RASTA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share