The Last Stand

The Last Stand Speak a good word or Remain Silent -- Muhammadﷺ

25/05/2025
22/05/2025

আপনার আদরের সন্তানের উপর দুষ্ট'জ্বিনের ছায়া পরেছে কিনা কিভাবে বুঝবেন। যদি ইতিমধ্যে আক্রান্ত হয়ে পরে সেক্ষেত্রে কিভাবে চিকিৎসা করবেন।

বেশিরভাগ ছোট বাচ্চারা জ্বীন-যাদুতে আক্রান্ত হয়ে থাকে মা-বাবার যদি জ্বীন-যাদুর সমস্যা থাকে সেখান থেকে সমস্যায় আক্রান্ত হয় "মাউরুস" বংশপরম্পরায় আসা প্যারানরমাল সমস্যা।
অন্যন্য ৮/১০ টি বাচ্চাদের মত আপনার সন্তানটিও ছিল উৎফুল্ল,হাসিখুশি মিষ্টি। মাশা-আল্লাহ, চক্ষুশীতলকারী সন্তান ছিল। বারাকাল্লাহ

★ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার দিয়ে উঠা অথবা কান্না করে উঠা ঘুম থেকে।

★আযান শোনলে ভয় পাওয়া কান্না করা।

★খাওয়াদাওয়া কমে যাওয়া একেবারে খেতে না চাওয়া।

★ দিনদিন বেয়াদবের মত আচরণ করা বড়দের কথা না শোনা।
★অতিরিক্ত হাইপার হয়ে যাওয়া।

★ একা এক রুম থেকে অন্যরুমে যেতে ভয় পাওয়া।

★ বিশেষ করে মায়ের কথা না শোনা (মায়ের সমস্যা থাকলে এরকম হয়) মাকে অতিরিক্ত বিরক্ত করা, যার কারণে ঘড়ের কাজকর্ম করতে না পারা।

★ সালাতে(নামাজে) দাড়ালে বাচ্চার যেকোনো বাহানায় বিরক্ত করা।

★ আজেবাজে স্বপ্ন দেখে ঘুম ভেংগে যাওয়া।

★ অস্বাভাবিক আচরণ করা বিহেভিয়ার করা।

---------------------------------------------------------------------------
চিকিৎসা যেভাবে করবেন।

৫/১০ লিটার পানি নিবেন,অলিভয়েল তেল নিবেন একটি সাথে মধু, কালোজিরা নিবেন।

দুরুদ শরীফ পড়বেন ৩ বার

সুরা ফাতেহা পড়বেন ৭ বার।
সুরা বাকারা পড়বেন ১ - ৫ আয়াত পর্যন্ত।
সুরা তাকাসুর পরবেন ৩ বার।
সুরা ইখলাস ৩ বার।
সুরা ফালাক ৩ বার।
সুরা নাস ৩ বার।
দুরুদ শরীফ ৩ বার।


১১ বার পড়বেন।

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণঃ বিসমিল্লা-হিল লাযী লা- ইয়াদুর্‌রু মা‘আ ইসমিহী শাইউন ফিল আরদি ওয়া লা- ফিস সামা-ই, ওয়া হুআস সামীউল আলীম।

অর্থঃ “আল্লাহর নামে (আরম্ভ করছি), যাঁর নামের সাথে জমিনে বা আসমানে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না।”

পানি+তেল+মধু+কালোজিরা মধ্যে ফু দিবেন তারপর এগুলা ব্যবহার করাবেন।

পানি খাওয়াবেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে।
মধু+কালোজিরা সকালে খাওয়াবেন।

তেল রাতে এবং গোসলের আগে শরীরে দিয়ে দিবেন।
এভাবে ১১ দিন করবেন।
ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে।

লেখা : Miraculous Quran

সরাসরি রুকইয়্যাহ করতে যোগাযোগ করুন
01932-738884

13/04/2025

আই এস সৃষ্টি হইছে কবে?
আর শত শত বছর ধরে মুসলিম যোদ্ধারা কালেমার পতাকা ব্যবহার করছে৷
এখন আই এস যদি ৫/৬ বছর কালো পতাকা ব্যবহার করায় এই পতাকা একটা গোষ্ঠীর হয়ে গেছে৷

তাহলে বাঙ্গু দেশ প্রেম,বাঙ্গু জাতীয় পতাকা,জাতীয় সংগীত সবচেয়ে বেশি ব্যবহার করছে আলীগ।
বাঙ্গু দেশপ্রেম,জাতীয় পতাকা,জাতীয় সংগীত আলীগের পোডাক্ট৷
এগুলোও নিষিদ্ধ করা হোক।

আমেরিকাতে ব্ল্যাক লাইভস ম্যাটারস আন্দোলনের সময় ব্যাপক লুটপাট হয়। এপলের শোরুম থেকে শুরু করে অনেক নামীদামী ব্র্যান্ডের দোক...
08/04/2025

আমেরিকাতে ব্ল্যাক লাইভস ম্যাটারস আন্দোলনের সময় ব্যাপক লুটপাট হয়। এপলের শোরুম থেকে শুরু করে অনেক নামীদামী ব্র্যান্ডের দোকান ভাংচুর করে মালামাল লুটপাট হয়। ৪০০০ এর মতো মানুষকে গ্রেফতার করে! তখন কিন্তু যুক্তরাষ্ট্রকে ব্যর্থ বা নিগ্রোদের জঙ্গি বলে ডাকে নাই।

আমাদের দেশে আজকে যে লুটপাট হইছে সেটারে কেন "তৌহিদি জনতা" কিংবা "জঙ্গি" ট্যাগ দিয়ে প্রচারণা করা হচ্ছে? কারণ যারা এই ডাকাতি করছে এবং যারা এই ট্যাগ দিচ্ছে তারা সেইম গ্রুপেরই মানুষজন!

৫ আগস্ট দরবেশের ইয়োলো শোরুম ভাংচুর করে পোশাক নেওয়ার ভিডিওটা আবার দেইখেন। প্যান্ট-শার্ট পড়া, সালোয়ার কামিজ পড়া মানুষজন দুই হাত ভরে ভরে কাপড় চুরি করে নিয়ে যাচ্ছে। আর ইন্ডিয়ান মিডিয়া বলতেছিল
"Islamists in Bangladesh incite a crowd to loot a Hindu-owned store in the Chittagong Market.

Hindus are losing lives, homes and property due to the Islamist attacks against them after the government was overthrown yesterday."

হিসাবটা খুব সহজ, যারা ভাংচুর করছে, চুরি-ছিনতাই করছে। যারা এই কাজে উৎসাহ দিচ্ছে তাদের গ্রেফতার করেন।

যারা জামা-জুতার লোভ সামলাতে পারে না, আর যাই হোক তারা পবিত্র ভূমির পক্ষে দাঁড়াতে পারে না।

Farhad Naeem ভাই

এখনও ওখানকার পণ্য দিয়ে বাজার সয়লাব।আমাদের ডিএনএ "নির্লজ্জ ডিএনএ" দিয়ে তৈরী নাকি?যার ন্যূনতম আত্ম-সম্মানবোধ আছে, সে কখনই ...
07/04/2025

এখনও ওখানকার পণ্য দিয়ে বাজার সয়লাব।
আমাদের ডিএনএ "নির্লজ্জ ডিএনএ" দিয়ে তৈরী নাকি?
যার ন্যূনতম আত্ম-সম্মানবোধ আছে, সে কখনই এই সব পণ্য কিনবে না। অসম্ভব।

বাংলাদেশ হবে দ্বিতীয় ফালাস্তিন। আপনি মুসলিম হিসেবে থাকবে না কোনো নিরাপত্তা। হি°ন্দু°ত্ববাদীরা যখন অ°স্ত্রসহ আপনার ঘাড়ে ন...
07/04/2025

বাংলাদেশ হবে দ্বিতীয় ফালাস্তিন। আপনি মুসলিম হিসেবে থাকবে না কোনো নিরাপত্তা। হি°ন্দু°ত্ববাদীরা যখন অ°স্ত্রসহ আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলবে, তখনও আপনাকে খালি হাতে থাকতে হবে। আপনার মুসলিম ভাইয়েরা তখনও আপনাকে বলবে টে'রো'রি'স্ট, উ°গ্রবাদী, মৌলবাদী ইত্যাদি।
ভৌগোলিকভাবে বাংলাদেশের গা°জ্জার চেয়েও ক্রিটিকাল অবস্থানে আছে। এই আগ্রাসী হি°ন্দু°ত্ববাদকে আপনি জাতীয়তাবাদ দিয়ে কখনোই মোকাবেলা করতে পারবেন না। এটা অসম্ভব। তাই আপনাকে মূলে ফিরে যেতে হবে। তাওহীদ বুঝতে হবে, কুফর চিনতে হবে। তাহলে মানসিক প্রস্তুতি নেয়াটা সহজ হবে। তাওহীদ এমন এক শক্তিশালী অ°স্ত্র যার আগুনে জ্বলেপুড়ে ছারখার হয়ে যাবে হি°ন্দু°ত্ববাদীদের মসনদ।

বাংলাদেশের তরুন সমাজ অসম্ভব সাহসী। এরা তাওহীদ বুঝলে দ্বীনের জন্য জীবন বিলিয়ে দিতে দ্বিতীয়বার ভাববে না ইনশাআল্লাহ। তাই ফেসবুকে হাহুতাশ কম করে, নিজে দ্বীনকে সঠিকভাবে বোঝার চেষ্টা করুন এবং আপনার কমিউনিটিতে দাওয়াতি কাজে নেমে পড়ুন।

তারা ঐ দিনকে মনে করে সূদুর, কিন্তু আমরা দেখছি তা খুব নিকটেই।

©

07/04/2025

গাযার অবস্থা দেখে কষ্ট পাবো, মুসলিম গাদ্দার সরকারদের গালাগালি করবো। আবার যারা এসব গাদ্দারদের সরানোর জন্য কাজ করবে। শরিয়াহর জন্য, ইসলামকে সমাজে প্রতিষ্ঠার জন্য, মুসলমানদের অধিকারের জন্য কাজ করবে তাদের মৌলবাদী, জ°ঙ্গী, বেশী বাড়াবাড়ি করে এরা এসব বলবো।

গাজা সমস্যার সমাধান কখনো ইন্টারন্যাশাল ল, হিউম্যান রাইটস, গনতন্ত্র, জাতিসংঘ দিয়ে আসবে না। মিডিয়ায় যাদেরকে জ°ঙ্গী, মৌলবাদী, মধ্যযুগীয় হিসেবে আমাদের কাছে পরিচয় করে দেয়া হয়েছে সেইসব তাওহীদবাদী মুজ|হিদদের হাতেই গাযার মুক্তি আসবে!

06/04/2025

শতাব্দীর সবচেয়ে বড় ফি'ত'না পশ্চিমা গণতন্ত্র।
মুসলিম বিশ্বের ইসলামপন্থী দল গুলো নিজেদের উদার গণতান্ত্রিক প্রমাণ করতে চায় আমেরি'কা কে সামনে রেখে৷

বাংলাদেশেই দেখুন ইসলামী গণতান্ত্রিক দল গলো পশ্চিমা চোখে পরিশুদ্ধ সাজতে যায়। তারা ভাবে পশ্চিমাদের চোখে উদার গণতান্ত্রিক হতে পারলে তারা ক্ষমতা যাওয়ার প্রতিবন্ধকতা তৈরি হবে না।

কিন্তু তারা এটা ভাবে না গা'যা নৃশংস গণ'হত্যার প্রধান সহযোগী ই আমেরি'কা।
যারা বিশ্বাস করে এই ভূবনে মুসলিম লাশ ফালানো তাদের কাছে উৎসব।
ঐ শক্তি কী ইসলামী গণতান্ত্রিক দল গুলো কে ক্ষমতা যাওয়া কে সহজে মেনে নিবে?
মুরসি তো বড় উদাহরণ।

খিযি'র (আ) এর দৃষ্টি দেওয়া লোকেরাই সারাবিশ্বে প্রস্তুতি নিচ্ছে আমেরি'কা কে পরাজিত করতে। সেটা সুদূর মালি বা সোমালিয়া পর্যন্ত ছড়িয়ে গেছে।

আর অন্যদিকে ইসলামী গণতান্ত্রিক দল গুলো তাদের জীবন যৌবন ব্যয় করছে এমন এক দলের পেছনে। যে দল কর্মপন্থা সাজিয়েছে আমে'রিকা কে সামনে রেখে।

গণতন্ত্র আর জি'হাদের পার্থক্য হলো।
গণতান্ত্রিকরা আমে'রকার পালিত পুতুলে পরিণত হয়েছে। আর জি'হা'দীরা আমে'রিকার শেকড় কেটে দিতে লড়াই করছে।

আফসোস...
05/04/2025

আফসোস...

কিরে ভাই...তোর স্ত্রী/মেয়ে/বোনের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে কি বোঝাতে চেয়েছিস? তোর স্ত্রী/মেয়ে/বোনের চেহারা...
31/03/2025

কিরে ভাই...
তোর স্ত্রী/মেয়ে/বোনের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে কি বোঝাতে চেয়েছিস?
তোর স্ত্রী/মেয়ে/বোনের চেহারা অনেক সুন্দর? তোর স্ত্রী/মেয়ে/বোনের এর পোশাক সুন্দর? মানুষের কাছে ঈদের খুশি দেখানোর জন্য? নাকি সেলিব্রিটি হওয়ার আশায়?
তাহলে তোমারে বলি শুনে রাখো;
যে পুরুষের অন্তরে গায়রত (আত্মসম্মানবোধ) আছে, সে কখনোই নিজের স্ত্রী/মেয়ে/বোনের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে পারে না। আত্মমর্যাদা যার জন্য মূল্যহীন, কেবল সেই ব্যক্তিই এমন কাজ করতে পারে!
— মোহাম্মদ আজিজুল

09/03/2025

মিজানুর রহমান আজহারী, শাইখ আহমদুল্লাহ অলরেডি ধ'র্ষণ ইস্যুতে পোস্ট দিয়ে ফেলছে৷
কিন্তু কেউ একটা লাইন বলার সাহস করেনি আল্লাহর আইন ই সম্ভব সমস্ত জাহেলিয়াত থেকে মুক্তি দিতে৷
যে রাসূল সাহাবাদের নিয়ে যু'দ্ধ করছে জাহেলিয়াতের বিরুদ্ধে।
আর আমাদের কথিত আলেমরা একটা শব্দ দিয়ে বলতে পারে না।
আপনি কাদের কে দ্বীনের জিম্মাদার মনে করেন?
এরা উম্মাহ কে মুক্ত করবে দূরের কথা মুক্তির পথ ও উচ্চারণ করে না।
জানিনা কতটা অন্ধ হইলে আপনাদের লাইক কমেন্ট এদের পোস্টে যায়।
কিভাবে পারেন এই সব লোকদের কে ধর্মের ঠিকাদার বানাতে৷
অন্তত বিবেক দিয়ে ভাবুন এরা সাহাবাদের দ্বীন থেকে কত শত শত যোজন দূরত্বে৷
উম্মাহর এই হালত এভাবেই ঝুলে থাকবে।
কারণ আমাদের গলায় ঝুলে আছে খাসি মার্কা রাহবার।
এভাবেই প্যারালাইজড হয়ে থাকেন।
আর সে'ক্যু'লার নামক কুমিরের পেটে উম্মাহ ঠেলে দিয়ে। আবার কুমিরের কাছেই ধর্ষণের বিচার চান।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when The Last Stand posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share