23/07/2025
বেশি না, আর ১-২ জেনারেশন গেলেই দেখবেন এদেশে বছরের ৩৬৫ দিনই শোক দিবস। শোকে ভরা ক্যালেন্ডার।
কখনো রানা প্লাজার শোক, কখনো বিমান দুর্ঘটনার শোক, কখনো নিমতলি অগ্নিকান্ডের শোক, কখনো জুলাই গণহত্যার শোক, কখনো ফ্লাইওভারের গার্ডার ভাঙ্গার শোক, কখনো বিডিআর বা শাপলা গণহত্যা বা আবরার ফাহাদ হত্যার শোক।
এদেশে বছর জুড়ে পতাকা অর্ধনমিত রাখতে আর খুব বেশি বাকি নাই।