Rosalind

Rosalind Masters in English literature. Online English language teacher.

A passionate Recitationist , writer and Storyteller dedicated to the art of language and Inspiring through trailblazing words.

19/08/2025

Vocabulary

wise = জ্ঞানী, প্রজ্ঞাবান

learned = পণ্ডিত, বিদ্বান

sage = ঋষি বা মহান জ্ঞানী

knowledgeable = জ্ঞানসমৃদ্ধ ব্যাক্তি।

Scholar = পণ্ডিত।

For example:

Hero Alom is more knowledgeable than Rabindranath Tagore.

16/08/2025

Attest
Attached
Meaning

16/08/2025

ইংরেজি করুন।
আজ আইয়ুব বাচ্চুর মৃত্যু বার্ষিকী।

08/08/2025

আমার বোন
ঘরের কোণে ছোট্ট আলো,
হাসির রোদে ভরা,
তুই যেন আমার সকালবেলার
সবচেয়ে সুন্দর ধরা।

ঝগড়া করি, রাগ দেখাই,
তবু তুই যে প্রাণের টান,
আমার সব দুঃখের মাঝে
তুই হাসি দিয়ে আনিস গান।

মায়ের চোখের জল মুছে,
বাবার মুখে হাসি আনে,
তুই যে ঘরের নরম ফুল
গন্ধ ছড়ায় প্রাণে প্রাণে।

জীবনপথে যতই দূর
আমরা যাই আলাদা হয়ে,
তুই থাকবি আমার বোন
আশীর্বাদের মতো হৃদয় জুড়ে।

🎉 I earned the emerging talent badge this week, recognizing me for creating engaging content that sparks an interest amo...
28/07/2025

🎉 I earned the emerging talent badge this week, recognizing me for creating engaging content that sparks an interest among my fans!

23/07/2025

শিশুর স্বপ্নভঙ্গ
(জুলাইয়ের মাইলস্টোন ট্র্যাজেডি)

জুলাই এল এক অন্ধকার, বজ্রের মতো ভয়াল চিৎকার,
মাইলস্টোনের ছাদ ভেদে নামল যেন মৃত্যুর ভার।
যুদ্ধবিমান — ওটা কী করছিল শিশুর ঘরের পাশে?
কে দিল ছাড়পত্র, কে লিখল এই নির্মম ইতিহাসে?

বইয়ের পাতায় রক্ত লেগে, গানের সুরে শোকের সুর,
যারা গেল, তারা কি চেয়েছিল এমন নিষ্ঠুর অন্তিম দূর?
ছোট্ট হাতগুলো আকাশ ছুঁতে চেয়েছিল শুধু খেলাঘর,
কে জানে, সেই আকাশই একদিন নামবে ঘাতক হয়ে ঘর?

পিতার কান্না, মায়ের নীরবতা — ব্যথার ভাষা খুঁজে ফেরে,
যুদ্ধবিমান নয়, এই ছিল এক জাতির বিবেকের পরীক্ষা ঘরে।
আমরা কি শুধুই দেখে যাব, বেদনার ধোঁয়া আকাশে উড়ে?
নাকি বলব, "শিশু মরেনা — বাঁচে প্রতিটি প্রতিবাদে, প্রতিটি কবিতায় জড়ে!"

22/07/2025

সত্য কখনো চাপা থাকে না!
গভীর একটা অ্যানালাইসিস করলাম অনলাইনে !
আসলেই লা / শগুলো চুরি
হয়েছে বাহ!

আপনাদের সন্তান আছে আল্লাহ তায়ালার বিচার অনেক কঠিন! আমাদের গর্ব এভাবে এই বাহিনী না শেষ করলেও পারতো!

22/07/2025

Class-Three
Section : Sky
!!

22/07/2025

সাধারণ জনগনের ট্যাক্সের টাকায় চলবে!

সেই দেশের সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনীর প্রধান
দেশের জনগণকে ঠকানোর জন্য লাশ গুম করবে মগের মুল্লুক!
সবার আন্দোলন করা উচিত দেশটাই হয় পলিটিশিয়ান থাকবে না হয় সাধারণ মানুষ থাকবে !
আর না হয় দেশ অন্য কেউ চালাক এভাবেই পথে পথে সাধারণ জনগণকে ঠকানো নির্মম অত্যাচার সরকার পরিবর্তন হয় কিন্তু দেশের জনগণের ভোগান্তির কোন পরিবর্তন হয় না!

অথবা দেশ বাহিরের অন্য কোন শক্তি চালাক! দেশ ওয়াকারের না যে ওয়াকার যা ইচ্ছা তার সেনাবাহিনী দিয়ে তাই করবে!

গেল জুলাইতে ছাত্রদের মেরে গুম করেছে এই জুলাইতে ছোট ছোট স্কুলের বাচ্চাদের লাশ গুম করেছে বিমান বাহিনীর প্রধান সহ বাঁচিয়ে দেয়ার জন্য সেনাবাহিনীর প্রধান এই নাটক সাজাইছে !

কিছুক্ষণ আগে দেখলাম মাইলস্টোনের ৩টা বাচ্চাকে আহত করছে পুলিশ!
দেশে হয় বাহিনী থাকবে না হয় সাধারণ মানুষ থাকবে!
দেশ সুন্দরভাবে চালাইলে চালাবে
সবার উচিত আর সহ্য না করা!

শিক্ষা উপদেষ্টা ,আইন উপদেষ্টা, ওয়াকার ,বিমানবাহিনী প্রধান এদের শাস্তি হতে হইবে এবং পদত্যাগ করতে হবে!

21/07/2025

এই শহরের ফুলগুলো জুলাইতে এসে ঝরে যায়!
জুলাই কি মায়ের কোল খালি করার মাস!
শোক না জানিয়ে জবাবদিহিতা কবে হবে!

21/07/2025

যুদ্ধ বিমানের প্রশিক্ষণ
কেন আবাসিক এলাকাতে হবে! যেখানে স্কুলের উপর বিধ্বস্ত হয়ে প্রাইমারির বাচ্চা মা রা গেল আর আহত হল! এদের দায়ভার কে নেবে!

21/07/2025

মাইলস্টোন স্কুলের ছোট বাচ্চারা হতাহত এবং নি হ ত হয়েছে বিমান বিধ্বস্ত হওয়ার কারণে আল্লাহ বাচ্চাগুলোকে রহম করুক!

Address

Mohammed Pur
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rosalind posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share