23/07/2025
শিশুর স্বপ্নভঙ্গ
(জুলাইয়ের মাইলস্টোন ট্র্যাজেডি)
জুলাই এল এক অন্ধকার, বজ্রের মতো ভয়াল চিৎকার,
মাইলস্টোনের ছাদ ভেদে নামল যেন মৃত্যুর ভার।
যুদ্ধবিমান — ওটা কী করছিল শিশুর ঘরের পাশে?
কে দিল ছাড়পত্র, কে লিখল এই নির্মম ইতিহাসে?
বইয়ের পাতায় রক্ত লেগে, গানের সুরে শোকের সুর,
যারা গেল, তারা কি চেয়েছিল এমন নিষ্ঠুর অন্তিম দূর?
ছোট্ট হাতগুলো আকাশ ছুঁতে চেয়েছিল শুধু খেলাঘর,
কে জানে, সেই আকাশই একদিন নামবে ঘাতক হয়ে ঘর?
পিতার কান্না, মায়ের নীরবতা — ব্যথার ভাষা খুঁজে ফেরে,
যুদ্ধবিমান নয়, এই ছিল এক জাতির বিবেকের পরীক্ষা ঘরে।
আমরা কি শুধুই দেখে যাব, বেদনার ধোঁয়া আকাশে উড়ে?
নাকি বলব, "শিশু মরেনা — বাঁচে প্রতিটি প্রতিবাদে, প্রতিটি কবিতায় জড়ে!"