UIU Diaries

UIU Diaries "Building Community, Sharing Knowledge, and Achieving Excellence Together."

06/05/2025

অল্প কিছুক্ষণ আগে পা'কি'স্তা'নের ৩ জায়গায় ভা'র'তীয় স'ন্ত্রা'সী বাহিনী হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

১. মুজাফফরাবাদ, পাকিস্তান-শাসিত আজাদ কা'শ্মী'র।

২. কোটলি, পাকিস্তান-শাসিত আজাদ কা'শ্মী'র।

৩. বাহাওয়ালপুর, পাকিস্তান।

বেসরকারি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ নেতা নুরুল হুদা বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনায় – শিক্ষার্থীদের উপর রাজনৈতিক প...
25/04/2025

বেসরকারি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ নেতা নুরুল হুদা বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনায় – শিক্ষার্থীদের উপর রাজনৈতিক প্রতিশোধ?

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ নুরুল হুদা, বিভাগীয় প্রধান, CSE, UIU এবং সাধারণ সম্পাদক ড. এ কে এম মুজাহিদুল ইসলাম, UIU-র আরেকজন প্রভাবশালী ব্যক্তি। এর ফলে স্পষ্ট হলো, দেশের স্বৈরাচারী রাজনৈতিক আদর্শের ঘনিষ্ঠ এই দুইজন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে রয়েছেন, যার প্রভাব UIU’র প্রশাসনিক ব্যবস্থায়ও স্পষ্ট।

২০২৪ UIU Reform 1.0 এর মাধ্যমে ড. এ কে এম মুজাহিদুল ইসলামকে নিজের পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও, বহাল তবিয়তে স্বপদে বহাল সিএসই বিভাগের প্রধান ড. মুহাম্মদ নুরুল হুদা। জুলাই আন্দোলনে ইউআইইউ শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রতিশোধ হিসেবে নানা ভাবে হেনস্তার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।

অনৈতিক ফি আদায়, অদক্ষ শিক্ষক, মানহীন শিক্ষাব্যবস্থা, ডিপার্টমেন্ট অফিসে শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ, কঠোর পরীক্ষা পদ্ধতি, স্বৈরাচারীদের পুনর্বাসন, ক্যান্টিনে মানহীন খাবার সরবরাহ সহ অসংখ্য অভিযোগে শিক্ষার্থীরা বারবার প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না।

২০২৪ UIU Reform 1.0 আন্দোলনের দমনকারী বর্তমান প্রশাসন আন্দোলনকারী 11 শিক্ষার্থীদের শাস্তি দেন, একজনের সার্টিফিকেট পর্যন্ত বাতিল করেন। অভিযুক্ত ব্যক্তি ২০২৪ সালের জুলাই ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছিলেন, শেখ হাসিনার পক্ষে থেকে আন্দোলন দমন চেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

সাম্প্রতিক সময়ে ICU-তে থাকা শিক্ষার্থী এবং মৃত বাবার সন্তানের মিড টার্ম পরীক্ষা দিতে না পারা সংক্রান্ত ঘটনাগুলোতেও মানবিকতার সম্পূর্ণ অভাব দেখিয়েছেন। শিক্ষার্থীরা বলছেন – "সে আমাদের শত্রু ভেবে প্রতিশোধ নিচ্ছে।"

এসকল বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও অদক্ষ প্রশাসন কোনো ব্যবস্থা না নিতে পারার দায় বর্তমান ভিসি কোনোভাবেই এড়াতে পারে না। শিক্ষার্থীদের দাবি, বর্তমান ভিসি অনৈতিক উপায়ে নিজ পদে অধিষ্ঠিত হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিম্নগামী হয়েছে। সুতরাং, বর্তমান গভর্নিং বডির সংস্কার, ভিসির পদত্যাগ, সিএসই বিভাগের প্রধানের পদত্যাগ সহ শিক্ষার্থীদের সকল ন্যায্য দাবি অতিদ্রুত পূরণ করতে হবে।
UIU Reform 2.0

মৃত পিতার ডেথ সার্টিফিকেট নিয়ে গিয়েও পরীক্ষায় অনুপস্থিতির জন্য সাহায্য পেল না শিক্ষার্থী, UIU CSE ডিপার্টমেন্ট হেড এর অম...
24/04/2025

মৃত পিতার ডেথ সার্টিফিকেট নিয়ে গিয়েও পরীক্ষায় অনুপস্থিতির জন্য সাহায্য পেল না শিক্ষার্থী, UIU CSE ডিপার্টমেন্ট হেড এর অমানবিক আচরণ -

"আমার মিড পরিক্ষার ৫ দিন আগে আমার বাবা মারা যায়। আমার মানসিক অবস্থা এতটাই বেশি খারাপ ছিল যে কারণে আমি প্রথম দিকের মিড পরীক্ষা দিতে পারিনি। এই নোটিশ অনুযায়ী আমি তিন দিনের মধ্যে ক্যাম্পাসে ডিপার্টমেন্ট হেডের সাথে কথা বলি। (উনি এতটাই বেশি ব্যস্ত যে কথাই বলবে না এবং কিছু শুনবেও না। তাও সকাল ৯ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত উনার রুমের আশেপাশে ঘোরার কারণে শেষমেষ কথা বলে)। আমি আমার বাবার মেডিকেল ডেথ সার্টিফিকেট দেখাই। এরপর আমাকে বলা হয় এটা দিয়ে কাজ হবে না। আমাকে আমার জেলার কমিশনার বা কনসিলার বা জেলা প্রশাসক যেই আছে তার কাছ থেকে সনদপত্র বা স্বাক্ষর ইত্যাদি আনতে হবে। তাহলে আমার ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফি ফ্রী করে দিবে। এবং উনি বলেছিল বৃহস্পতিবার দিন আসতে অর্থাৎ আজকে। তিনি বৃহস্পতিবার দিন নাকি ফ্রি থাকবে, এর আগে অনেক ব্যস্ত। যেহেতু আমার বাবা মারা গিয়েছেন এবং আমার কোন ভাই নেই (ছিল সেও মারা গিয়েছে অনেক বছর আগে)। এসব কাগজপত্র জিনিস তেমন একটা বুঝার কথা না আমাদের। তাও অনেক চেষ্টা করে সারাদিন দৌড়াদৌড়ি করে পেপারস ম্যানেজ করার ট্রাই করি। কিন্তু কোনভাবেই তিন দিনের মধ্যে এসব পেপার্স ম্যানেজ করা পসিবল হয়নি। মিনিমাম এক মাসের প্রয়োজন। তারপর আজকে আমি যাই এই বিষয়ে স্যারের সাথে কথা বলতে। যদি সে একটু শুনে এই আশায়। আমার অন্য একটি কোর্সের ল্যাবের মিড ছিল আজকে তাই মিড পরীক্ষার পর দুপুর ১টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত। ৫ ঘন্টা ওয়েট করার পরও স্যার আসেনি। (উনি বলেছিলেন আজকে ফ্রি থাকবে)।

আমার কথা হচ্ছে। একটা মানুষের ডেথ সার্টিফিকেট ও ফেক বানিয়ে আনবে কেউ?? এরকম আরো অনেক সিরিয়াস কন্ডিশন নিয়ে স্টুডেন্টরা এসেছিল কথা বলতে। এমনও দেখেছি অ্যাক্সিডেন্ট করে ব্যথা পেয়ে হাত পা ছিলে গিয়েছে। কিন্তু কোনো হাড় ভাঙ্গেনি। এমন সিরিয়াস কন্ডিশন দেখেও বলে এক্সরে রিপোর্ট আনতে। অনেকে আইসিইউ মেডিকেল রিপোর্ট নিয়ে গেলেও তাদের বলে এগুলা ফেক বানানো যায়।।।। তারমানে আপনারা টাকা দিয়ে পরীক্ষা দিতে বাধ্য। মনুষত্ব কোথায়। কাকে যেয়ে কমপ্লেইন করবো। যাকে যেয়ে করব তারাই এরকম।

Source - Private University Students Alliance of Bangladesh - PUSAB

একজন বিশ্ববিদ্যালয়ের ভিসির এমন মন্তব্যকে কিভাবে দেখছেন?
23/04/2025

একজন বিশ্ববিদ্যালয়ের ভিসির এমন মন্তব্যকে কিভাবে দেখছেন?

23/04/2025

কুয়েট ভিসিকে সরিয়ে দেওয়া হতে পারে

ইন্টেলিজেন্স উইং এর সহায়তায় পারভেজ হ*ত্যা মামলার ১ নং আসামি গ্রেফতার!প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হ*ত্...
23/04/2025

ইন্টেলিজেন্স উইং এর সহায়তায় পারভেজ হ*ত্যা মামলার ১ নং আসামি গ্রেফতার!
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হ*ত্যার ঘটনায় ০১ নম্বর আসামি মেহরাজ র‍্যাব-১ এবং র‍্যাব-১৩ এর যৌথ অভিযানে গাইবান্ধা থেকে গ্রেফতার হয়েছে।

-PUSAB



😅😅
23/04/2025

😅😅

23/04/2025

ছাত্র উপদেষ্টাদের কেউ ভুল বুঝবেন না। হেলিকপ্টারে সিট খালি না থাকায় ওনারা কুয়েটের শিক্ষার্থীদের দেখতে যেতে পারেন নি।

23/04/2025

DEADLINE TODAY!!
UIU-MSCSE 1st Admission Call for Summer 2025:
Form Submission: April 23, 2025 (Wednesday, Until 11:50 PM)
Admission Viva-Voce: April 25, 2025 (Friday)
Please explore the following link for the info for Summer 2025:
https://cse.uiu.ac.bd/graduate.../upcoming-trimester-info/

পৃথিবীর সেরা *সন্ত্রা*সী যখন সন্ত্রা*সবাদের ছবক নিয়ে আরেক সন্ত্রা*সীর পাশে দাড়ায় 😅
23/04/2025

পৃথিবীর সেরা *সন্ত্রা*সী যখন সন্ত্রা*সবাদের ছবক নিয়ে আরেক সন্ত্রা*সীর পাশে দাড়ায় 😅

পারভেজ নামের ছেলেটিকে হত্যার পেছনে মূল উসকানিদাতা ছিল দুইজন মেয়ে।তারা বাইরের ছেলেদের, বিশেষ করে নিজেদের বয়ফ্রেন্ডদের ডে...
20/04/2025

পারভেজ নামের ছেলেটিকে হত্যার পেছনে মূল উসকানিদাতা ছিল দুইজন মেয়ে।

তারা বাইরের ছেলেদের, বিশেষ করে নিজেদের বয়ফ্রেন্ডদের ডেকে এনে ‘শিক্ষা’ দেওয়ার নামে এই ঘটনার সূত্রপাত ঘটায়। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা অনেকবার দেখা গেছে।

একজন জুনিয়র ছেলে ছোটখাটো কোনো ভুল করলেই, ছেলেদের মধ্যে সেসব ভুল প্রায়ই উপেক্ষিত থাকে—সবাই হাস্যরসেই মেনে নেয়। কিন্তু সেই একই ভুল যদি কোনো আপুর সঙ্গে হয়, তখন অনেকেই সেটা ব্যক্তিগত অপমান হিসেবে নিয়ে হৈচৈ শুরু করে দেয়। কুরুক্ষেত্র তৈরি হয়, আর মাফ চাওয়ার পরেও শান্তি আসে না, যতক্ষণ না সেই ছেলেটাকে শারীরিকভাবে ‘শাস্তি’ দেওয়া হয়।

এক শ্রেণির নারীর এই ধরনের আচরণ সত্যিই ভয়ানক। এদের কাছে ব্যক্তিগত ‘ইগো’ এতটাই বড়, যে একটি মানুষকে মারধরের পরও তৃপ্তি না হলে জীবন নিয়েও নখদন্ত হানাহানি শুরু হয়।

পারভেজ ছেলেটি শেষ পর্যন্ত খুন হলো—একটি ‘ইগো’কে তৃপ্ত করতে গিয়ে। অথচ সে ক্ষমা চেয়েছিল, অনুতপ্তও ছিল। কিন্তু তবুও তাকে রেহাই দেওয়া হয়নি।

এই ঘটনায় যারা সরাসরি হামলা চালিয়েছে, তাদের পাশাপাশি যারা এই হামলার পেছনে উসকানি দিয়েছে—সেই দুইজন মেয়েকেও অবশ্যই আইনের আওতায় আনা উচিত।

এবং সব মেয়েদের প্রতি বিনীত অনুরোধ, কেউ যদি দুর্ব্যবহার করে—প্রথমে নিজে শাসনের চেষ্টা করুন, না পারলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। কিন্তু দয়া করে বাইরের লোক ডেকে এনে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করবেন না।

কারণ, আপনার আত্মসম্মান বড়—তা ঠিক। কিন্তু কোনো মানুষের জীবন তার চেয়েও অনেক, অনেক বড়।

Address

United City, Madani Avenue
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when UIU Diaries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share