25/04/2025
বেসরকারি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ নেতা নুরুল হুদা বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনায় – শিক্ষার্থীদের উপর রাজনৈতিক প্রতিশোধ?
বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ নুরুল হুদা, বিভাগীয় প্রধান, CSE, UIU এবং সাধারণ সম্পাদক ড. এ কে এম মুজাহিদুল ইসলাম, UIU-র আরেকজন প্রভাবশালী ব্যক্তি। এর ফলে স্পষ্ট হলো, দেশের স্বৈরাচারী রাজনৈতিক আদর্শের ঘনিষ্ঠ এই দুইজন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে রয়েছেন, যার প্রভাব UIU’র প্রশাসনিক ব্যবস্থায়ও স্পষ্ট।
২০২৪ UIU Reform 1.0 এর মাধ্যমে ড. এ কে এম মুজাহিদুল ইসলামকে নিজের পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও, বহাল তবিয়তে স্বপদে বহাল সিএসই বিভাগের প্রধান ড. মুহাম্মদ নুরুল হুদা। জুলাই আন্দোলনে ইউআইইউ শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রতিশোধ হিসেবে নানা ভাবে হেনস্তার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।
অনৈতিক ফি আদায়, অদক্ষ শিক্ষক, মানহীন শিক্ষাব্যবস্থা, ডিপার্টমেন্ট অফিসে শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ, কঠোর পরীক্ষা পদ্ধতি, স্বৈরাচারীদের পুনর্বাসন, ক্যান্টিনে মানহীন খাবার সরবরাহ সহ অসংখ্য অভিযোগে শিক্ষার্থীরা বারবার প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না।
২০২৪ UIU Reform 1.0 আন্দোলনের দমনকারী বর্তমান প্রশাসন আন্দোলনকারী 11 শিক্ষার্থীদের শাস্তি দেন, একজনের সার্টিফিকেট পর্যন্ত বাতিল করেন। অভিযুক্ত ব্যক্তি ২০২৪ সালের জুলাই ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছিলেন, শেখ হাসিনার পক্ষে থেকে আন্দোলন দমন চেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
সাম্প্রতিক সময়ে ICU-তে থাকা শিক্ষার্থী এবং মৃত বাবার সন্তানের মিড টার্ম পরীক্ষা দিতে না পারা সংক্রান্ত ঘটনাগুলোতেও মানবিকতার সম্পূর্ণ অভাব দেখিয়েছেন। শিক্ষার্থীরা বলছেন – "সে আমাদের শত্রু ভেবে প্রতিশোধ নিচ্ছে।"
এসকল বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও অদক্ষ প্রশাসন কোনো ব্যবস্থা না নিতে পারার দায় বর্তমান ভিসি কোনোভাবেই এড়াতে পারে না। শিক্ষার্থীদের দাবি, বর্তমান ভিসি অনৈতিক উপায়ে নিজ পদে অধিষ্ঠিত হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিম্নগামী হয়েছে। সুতরাং, বর্তমান গভর্নিং বডির সংস্কার, ভিসির পদত্যাগ, সিএসই বিভাগের প্রধানের পদত্যাগ সহ শিক্ষার্থীদের সকল ন্যায্য দাবি অতিদ্রুত পূরণ করতে হবে।
UIU Reform 2.0