13/11/2024
#জনসাধারণ
Zomato বা swiggy ডেলিভারী বয় দের খাবার দিতে দেরি হলে যারা ঝ্যামেলা করেন ফোনে বিভিন্নরকম হুমকি দেন তাড়াতাড়ি খাবার পৌছে দেবার জন্য তাদের বলছি আপনার সময়মতো খাবার খেতে হলে একটু আগে খাবার বুক করুন !! বা খুব খিদে পেয়ে থাকলে নিজে বানিয়ে খান !! অযথা আপনাদের আবদার মেটানোর র জন্য কোন প্রান নিয়ে ছিনিমিনি খেলবেন না !! ছেলেগুলো পয়সার জন্য কাজ করে ঠিক ই তা বলে এই নয় আপনি তার ফয়দা নেবেন !! মনে রাখবেন আপনার বাড়ির ছেলেটা ও কোন না কোন জায়গাতে কাজ করে !! রাস্তাতে এমনি তেই জ্যাম আর জটলার শেষ নেই !! মানুষ যে কিভাবে যুদ্ধ করে স্কুল- অফিস - কলেজ এ পৌছায় তা নিত্যপথযাত্রী রা খুব ভালো করে বোঝে !!ডেলিভারী বয় গুলোকে কম্পানি থেকে হেলিকাপ্টার বা প্লেন দেওয়া হয়নি যে তারা জ্যাম জটলা ভীড় পিছনে ফেলে উড়ে উড়ে আপনাকে খাবার দিতে আসবে !!আমার আপনার মতো কারোর মুখে সময় মতো খাবার পৌছে দিতে গিয়ে আজ এক মায়ের কোল খালি হয়ে গিয়েছে !!তাই সকলকে বলছি সৃজনশীল হন !! প্রতিটা কাজকে সমান ভাবে সম্মান করুন !!আর মানুষের জীবনের মূল্য টা বুঝুন!! আপনার কাছে ডেলিভারী বয় টি এক অজানা অপরিচিত ছেলে হলেও সে কোন মায়ের নারী ছেড়া ধন-কোনো বাবার বুকের পাঁজর-কারোর সারা জীবনের সঙ্গী !!তাই লক্ষ্য রাখুন আপনার জন্য যেন কারোর বড়ো কোন ক্ষতি না হয়ে যাই
#ছবিসংগৃহিত