17/10/2024
বেশ মোটা হয়ে যাচ্ছি। ভাবছিলাম ডায়েট কন্ট্রোল করা শুরু করতে হবে। যেই ভাবা সেই কাজ~ সকালের নাস্তায় আজকে দুধ চা টা বাদ দিয়ে, রঙ চা খেলাম তাও চিনি ছাড়া 😌 মনে মনে ভাবছিলাম হেহ্হেহ্ এইবার না শুকিয়ে যাবো কই! ✊ এখন প্রায় ১২টা বাজে, দুপুর শুরু হই হই। আর আমার এইদিকে মনে হচ্ছে জীবনে কী যেন নাই নাই। আমার তো আবার বুদ্ধি বেশি একটু ভাবার পরই বের করে ফেললাম ~ ওহ! জীবনে দুধ চা নাই! ভাবলাম একটাই তো জীবন, তাকে আবার এক কাপ আনন্দ থেকে বঞ্চিত করা কি ঠিক?
তারপর এই হলো এখনের অবস্থা - আমার হাতে ধোয়া ওঠা কড়ড়া এক কাপ দুধ চা! ☕ 🤦♀️