Trusty Food House

Trusty Food House Cooking Recipe
(2)

আসসালামু আলাইকুম, Trusty Food House এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমার পেজে আপনারা অনেক রান্নার রেসিপি পেয়ে যাবেন।
তাই বিভিন্ন রকম রান্না দেখতে ও শিখতে আমার পেজের সাথেই থাকুন ।ধন্যবাদ

ডায়েটে অন্যান্য খাবারের সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন ধরনের সালাদ রাখতে হয়;কারণ _১/ক্যালোরি ও ফ্যাট কম থাকে কিন্ত...
19/09/2025

ডায়েটে অন্যান্য খাবারের সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন ধরনের সালাদ রাখতে হয়;
কারণ _
১/ক্যালোরি ও ফ্যাট কম থাকে কিন্তু পেট ভরায় , যা ওজন কমাতে সাহায্য করে।
২/সাইবার বেশি থাকে তাই হজমে সাহায্য করে।
৩/ ভিটামিন ,মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে।
৪/শরীরকে হাইড্রেট রাখে কারণ শসা টমেটো ইত্যাদিতে প্রচুর পরিমাণে মিনারেল থাকে।
তাই আপনার খাবার টেবিলে পর্যাপ্ত পরিমাণে সালাদ রাখুন।
Good food
Good life 💞

এই লাল সুন্দরী পানীয় হচ্ছে বীটরূটের তৈরি।এই পানি নিয়মিত খেলে আপনার _লিভার পরিষ্কার থাকবে,রক্তশূন্যতা কমবে,ত্বক পরিষ্কা...
19/09/2025

এই লাল সুন্দরী পানীয় হচ্ছে বীটরূটের তৈরি।
এই পানি নিয়মিত খেলে
আপনার _
লিভার পরিষ্কার থাকবে,
রক্তশূন্যতা কমবে,
ত্বক পরিষ্কার করবে,
শরীরের শক্তি বাড়াবে।

আমাদের নিত্যদিনের রান্না বান্নার চেহারা কিন্তু ঠিক এরকম...🫣।বেশি করে তেল মসলা আর আলু ছাড়া চিকেন  বা বীফ কিন্তু একদমই জম...
18/09/2025

আমাদের নিত্যদিনের রান্না বান্নার চেহারা কিন্তু ঠিক এরকম...🫣।
বেশি করে তেল মসলা আর আলু ছাড়া চিকেন বা বীফ কিন্তু একদমই জমে না।
আমরা যারা একটু চেষ্টা করছি তেল মশলা জাতীয় খাবার কম খাওয়ার, তারা এই রেগুলার রান্নাটাকেই আমাদের উপযোগী খাবার বানিয়ে ফেলতে পারি_
চিকেন ,বিফ ,মাছ অথবা ডিম এগুলো হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার।
অন্যদিকে তেল , আলু আর মসলায় রয়েছে হাই ক্যালরি।
তাই আমরা খাওয়ার সময় যদি শুধু চিকেন, বিফ অথবা ডিম খাই;
অন্যদিকে ঝোল আর আলুটা না খাই তাহলে কিন্তু আমরা হাই ক্যালরিটাকে একটু হলেও এভয়েড করতে পারব।
এই ছোট ছোট কাজগুলোই একদিন বড় সফলতা এনে দিবে ইনশাআল্লাহ ❤️❤️।
Good food
Good life

এই রুটিটা হচ্ছে যব বা ওটসের রুটি।সাদা রুটির চেয়ে এই লাল রুটি শরীরের জন্য অনেক উপকারী।কারন১/ যবের আটায় প্রচুর ফাইবার থা...
18/09/2025

এই রুটিটা হচ্ছে যব বা ওটসের রুটি।
সাদা রুটির চেয়ে এই লাল রুটি শরীরের জন্য অনেক উপকারী।
কারন
১/ যবের আটায় প্রচুর ফাইবার থাকে _ যা অনেক সময় ধরে পেটে থাকে, তাই ক্ষুধা কমায় ফলে ওজন কমে।
২/ ক্যালরি কম থাকে।
৩/ ভিটামিন বি, আয়রন এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ।

বাজারে Aci ব্রান্ডের যবের আটার পাওয়া যায়।
মূল্য ১ কেজি ৮৯ টাকা।

আপনার খাবারে বিভিন্ন ধরনের শাক রাখুন _কারণ _১/ হজমের সাহায্য করে তাই কোষ্ঠকাঠিন্য দূর হয়। ২/ ক্যালোরি অনেক কম ,তাই ওজন ...
17/09/2025

আপনার খাবারে বিভিন্ন ধরনের শাক রাখুন _
কারণ _
১/ হজমের সাহায্য করে তাই কোষ্ঠকাঠিন্য দূর হয়।
২/ ক্যালোরি অনেক কম ,তাই ওজন কমাতে সাহায্য করে।
৩/ ভিটামিন ও মিনারেল যোগায়।
আসসালামু আলাইকুম।
শুভ দুপুর।

সম্পুর্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি রঙিন পানীয় 🍸🍹যা ডিটক্স ওয়াটার নামে পরিচিত।এই ডিটক্স ওয়াটার বিভিন্ন ভাবে আমাদের শ...
17/09/2025

সম্পুর্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি রঙিন পানীয় 🍸🍹
যা ডিটক্স ওয়াটার নামে পরিচিত।
এই ডিটক্স ওয়াটার বিভিন্ন ভাবে আমাদের শরীরকে সুস্থ রাখে।
যেমন _
১)শরীর হাইড্রেট রাখে।
২) ওজন কমাতে সাহায্য করে।
৩) টক্সিন বের করে।
৪) হজমে সাহায্য করে।
৫) ত্বক ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
তাই চেষ্টা করবেন প্রতিদিন বিভিন্ন ধরনের পান করতে।
Good food
Good life 💞💞

নিজের জন্য সন্ধ্যাকালীন আয়োজন আলহামদুলিল্লাহ ❤️❤️
16/09/2025

নিজের জন্য সন্ধ্যাকালীন আয়োজন আলহামদুলিল্লাহ ❤️❤️

যেকোনো ভাজি মানেই তেলের ব্যবহার বেশি _মানে আমিতো তেল বেশি দেই, তা না হলে টেষ্টটা ঠিক আসেনা🫣🫣।কিন্তু এই ভাজিটা আক্ষরিক অর...
16/09/2025

যেকোনো ভাজি মানেই তেলের ব্যবহার বেশি _
মানে আমিতো তেল বেশি দেই, তা না হলে টেষ্টটা ঠিক আসেনা🫣🫣।
কিন্তু এই ভাজিটা আক্ষরিক অর্থে ক্ষতিকর _
এতে ক্যালরি অনেক বেশি থাকে, অ্যাসিডিটির সমস্যা হয়,
কোলেস্টেরল, লিভারে সমস্যা হয়, ওজন বৃদ্ধি পায় 😥।
সেক্ষেত্রে অল্প তেল মশলায় সবজি saute করে খাওয়া ভালো ❤️।

দুধে প্রচুর পরিমাণে প্রোটিন ,ক্যালসিয়াম সহ অন্যান্য ভিটামিন রয়েছে, তাই আমাদের সবারই দুধ পান করা উচিত । তবে আপনি যদি ডা...
16/09/2025

দুধে প্রচুর পরিমাণে প্রোটিন ,ক্যালসিয়াম সহ অন্যান্য ভিটামিন রয়েছে, তাই আমাদের সবারই দুধ পান করা উচিত ।
তবে
আপনি যদি ডায়েটে দুধ রাখতে চান তাহলে লো ফ্যাট যুক্ত অথবা স্কিমড মিল্ক বেছে নিতে পারেন।
অবশ্যই দিনে ১কাপের বেশি নয়❤️।

"কেক দেখে পোস্ট না পড়েই কেউ আবার উইশ কইরেন না🫣"আপনার ঠান্ডা মেজাজটাকে গরম করে দেওয়ার জন্য _জামাই নামক একজনের একটা ফোন ...
15/09/2025

"কেক দেখে পোস্ট না পড়েই কেউ আবার উইশ কইরেন না🫣"

আপনার ঠান্ডা মেজাজটাকে গরম করে দেওয়ার জন্য _
জামাই নামক একজনের একটা ফোন কলই যথেষ্ট😡😡

এখন সবাই বলেন জন্মদিনটা আসলে কার..??🫣😀🤣

আমি এই সুযোগে গরমটাকে ঠান্ডা করার জন্য একটু হাঁটতে চলে গেলাম।

"ব্যালেন্স ডায়েট করুনসুস্থ থাকুন ❤️💞"আমরা বাঙালিরা সবচেয়ে বেশী কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই_তাই হঠাৎ করেই ডায়েটের ...
15/09/2025

"ব্যালেন্স ডায়েট করুন
সুস্থ থাকুন ❤️💞"
আমরা বাঙালিরা সবচেয়ে বেশী কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই_
তাই হঠাৎ করেই ডায়েটের নামে যদি কার্বোহাইড্রেট খাবার খাওয়া একদম বাদ দিয়ে দেই তাহলে কিন্তু শরীর অসুস্থ হয়ে যাবে।
১/ দুর্বলতা, মাথা ঘোরা অথবা মাথা ব্যথা
২/পেশি ক্ষয় , কোষ্ঠকাঠিন্য ও হরমনজনিত সমস্যায় পড়বেন।

আপনাকে অবশ্যই ধীরে ধীরে কার্বোহাইড্রেট খাবার খাওয়া কমিয়ে ফেলতে হবে কিন্তু কখনোই একদম বাদ দেয়া যাবে না।

"তাই ডায়েটের নামে এক্সট্রা ভাব নিতে যেয়ে শুধু পানি খেয়ে বা ফলমূল যদুমদু খেয়ে ডায়েট করতে যাবেন না ""
তাহলে একদিন দেখবেন সবকিছুই টাটা বাই বাই হয়ে গিয়েছে 🫣🤣😀।

চিনিসহ দুধ চা সবাই অনেক পছন্দ করি ❤️তবে এটা কিন্তু ক্যালরিতে পরিপূর্ণ।এককাপ চিনি সহ দুধ চায়ে ৯০/১২০ ক্যালরি থাকে।অন্যদি...
15/09/2025

চিনিসহ দুধ চা সবাই অনেক পছন্দ করি ❤️
তবে এটা কিন্তু ক্যালরিতে পরিপূর্ণ।
এককাপ চিনি সহ দুধ চায়ে ৯০/১২০ ক্যালরি থাকে।
অন্যদিকে চিনি ছাড়া দুধ চায়ে ৬০/৮০ ক্যালরি থাকে।
তাই চেষ্টা করুন তিনি ছাড়া চা খেতে।
আসসালামু আলাইকুম।
শুভ সকাল

Address

South Banasree
Dhaka
1219

Telephone

01718419841

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trusty Food House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trusty Food House:

Share