Kishoreganj- কিশোরগঞ্জ

Kishoreganj- কিশোরগঞ্জ কিশোরগঞ্জ: ঐতিহ্য, সংস্কৃতি, এবং সম্ভাবনার শহর।

একজন শার্মিলা হওয়াটা ভাগ্যের ব্যাপার।🌼
19/11/2024

একজন শার্মিলা হওয়াটা ভাগ্যের ব্যাপার।🌼

প্রিয় শার্মিলা,

তোমাকে নিয়ে লিখতে বসলে মনে হয়, আমার শব্দভাণ্ডার যেন অপ্রতুল হয়ে যায়। তোমার জন্য যে ভালোবাসা বুকে লালন করি, তা শুধু অনুভব করা যায়—লিখে প্রকাশ করা বড় কঠিন। তবুও চেষ্টা করছি, কারণ তোমার প্রতি আমার প্রতিটা অনুভূতির সাক্ষী হয়ে থাকুক এই চিঠি।

তুমি কি জানো, শার্মিলা? তোমার মিষ্টি হাসিটা আমার পৃথিবীকে উজ্জ্বল করে তোলে। যখন তুমি আমার দিকে তাকিয়ে হেসে উঠো, মনে হয় যেন পুরো পৃথিবীর সব রঙ একসঙ্গে আমার জীবনে ছড়িয়ে পড়ে। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার, যার জন্য আমি প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। শার্মিলা, তুমি শুধু আমার ভালোবাসা নও, তুমি আমার প্রেরণা। তোমার প্রতি আমার অনুভূতি স্রোতের মতো—যা কখনো থামে না, বরং প্রতিদিন আরও গভীর হয়। আমি তোমার জীবনের প্রতিটি মুহূর্তে থাকতে চাই—তোমার হাসি, কান্না, স্বপ্ন আর সম্ভাবনার অংশীদার হয়ে।

তুমি জানো, আমরা একসঙ্গে যে স্বপ্নগুলো দেখি, সেগুলোকে বাস্তবে রূপ দিতে আমি সবকিছু করতে রাজি। আমি চাই, তুমি জানো—আমার ভালোবাসা শুধু আজকের জন্য নয়, বরং সারা জীবনের জন্য। একদিন, যখন আমাদের চুলে রুপালি রং ছড়িয়ে পড়বে, তখনো আমি তোমার পাশে বসে বলব, “তুমি আমার জীবনের সেরা সিদ্ধান্ত।”

12/11/2024

হুমায়ূন আহমেদ, প্রতিদিন একবার জন্ম নিচ্ছেন পাঠকের হৃদয়ে। শুভ জন্মদিন।

03/11/2024

ব্রাহ্মণবাড়িয়ার চেয়েও এগিয়ে যাচ্ছে আমাদের ভৈরব।

02/11/2024

কিশোরগঞ্জ পপুলার মাল্টি কেয়ার হাসপাতালে দুই মাথা নিয়ে এক শিশু জন্মগ্রহণ করেছেন। পরবর্তীতে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আল্লাহ যেন তার প্রতি সহায় হোন।আমিন।

ছবি ও তথ্য : Dr. MD Aman Ullah

01/11/2024

বিয়ে মূলত সেক্স করার একটি পার্মানেন্ট লাইসেন্স।

ক্রয়মূল্যে বিক্রয় কার্যক্রম কর্মসূচি।📌 কিশোরগঞ্জ।
31/10/2024

ক্রয়মূল্যে বিক্রয় কার্যক্রম কর্মসূচি।

📌 কিশোরগঞ্জ।

"কুলিয়ারচর ইমাম - উলামা পরিষদ" এর সিদ্ধান্ত। আসসালামুয়ালাইকুম প্রিয় কুলিয়ারচর বাসি। আপনারা অবগত আছেন দুইদিন আগে বিড়ালের ...
30/10/2024

"কুলিয়ারচর ইমাম - উলামা পরিষদ" এর সিদ্ধান্ত।

আসসালামুয়ালাইকুম প্রিয় কুলিয়ারচর বাসি।
আপনারা অবগত আছেন দুইদিন আগে বিড়ালের বিয়ে নিয়ে একটা সংবাদ ভাইরাল হয়েছিল।
এটা নিয়ে আজকে বাদ মাগরিব কুলিয়ারচর ওলামা পরিষদের মিটিং হয়েছে, মিটিং এ উপস্থিতি ছিলেন ইমাম-উলামা পরিষদের সম্মানিত সভাপতি মুফতি উবায়দুল্লাহ আনওয়ারী সাহেব (দা:বা) ও সেক্রেটারি মাও আসাদুল্লাহ সাহেব (দা:বা:) সহ আরো ওলামায়ে কেরামগণ।

উলামায়ে কেরামগণ বলেছেন উনি যদি এই বিষয়টা নিয়ে অনুতপ্ত থাকে, খাস দিলে তওবা করে এবং নেক্সটে কখনো এসব কাজে জড়িত না থাকে তাহলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হবে আর নয়ত এটা নিয়ে অন্য সিদ্ধান্ত আসতে পারে।

তারপর মিটিং শেষে যিনি ভিকটিম উনি উনার পরিবারের পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়ে জানিয়ে দিয়েছে, "উনি উনার অপরাধের জন্য তিনি তার ভুল স্বীকার করে তওবা করেছে এবং ইসলাম বিরোধী কাজ থেকে সবসময় বিরত থাকবে এই লক্ষে উনি আলেমদের সাথে সম্মতি প্রকাশ করেছে"।

ইমাম-উলামা পরিষদের পক্ষ থেকে উনার জন্য হেদায়েতের দোয়া করা করা হয়েছে এবং এই বিষয় নিয়ে আর কেউ যেন সমালোচনা না করে এই বিষয়ে দেশ বাসির কাছে আহবান জানিয়েছে।

গুরুদয়াল কলেজের প্রতিষ্ঠাকালীন নাম “কিশোরগঞ্জ কলেজ।” ⬇★ উইকিপিডিয়া মতে:- ১৯৪৩ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী খান বাহাদুর আব্...
30/10/2024

গুরুদয়াল কলেজের প্রতিষ্ঠাকালীন নাম “কিশোরগঞ্জ কলেজ।”


★ উইকিপিডিয়া মতে:-

১৯৪৩ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী খান বাহাদুর আব্দুল করিম সাহেব ও শিক্ষানুরাগী আইনজীবী জিল্লুর রহমান এর পৃষ্ঠপোষকতায় ‘‘কিশোরগঞ্জ কলেজ’’ নামে গুরুদয়াল কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রাথমিক ভাবে রাখুয়াইল পাট গবেষণা কেন্দ্রের পাশে সিএন্ডবি এর ডাক বাংলোতে শিক্ষা কার্যক্রম শুরু হয় ও ড. ডি. এল. দাস প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪৫ সালে কৈবর্তরাজ গুরুদয়াল সরকার কলেজটির আর্থিক দূর্দশা মেটাতে ও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করতে বিনাশর্তে তৎকালীন পঞ্চাশ হাজার টাকা দান করেন ও এই অর্থ দিয়ে কলেজটির জন্য নিজস্ব জমি ও কলেজ ভবন নির্মিত হয়। তার প্রতি কৃতজ্ঞতা থেকে কলেজটির নতুন নামকরণ হয় ‘‘গুরুদয়াল কলেজ’’। ঐ বছরই কলেজটিতে স্নাতক শ্রেনী কার্যক্রম চালু করা হয়। ১৯৪৮ সালে বিজ্ঞানী সত্যেন বসুর পরামর্শে কলেজটিতে বিজ্ঞান শাখা যুক্ত করা হয়। ড. ডি.এল. দাসের পরে অধ্যক্ষ ওয়াসীমুদ্দিন কলেজটির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখেন। ১৯৮০ সালে কলেজটির সরকারীকরণ করা হয়।

নেত্রকোনা-কিশোরগঞ্জ সড়কের নির্জন এক স্থানে একটি ‘কৃষক ভূত’ ঘোরাফেরা করে। মানুষ বিশ্বাস করে, এক কৃষক রাতের বেলা সড়ক পার...
30/10/2024

নেত্রকোনা-কিশোরগঞ্জ সড়কের নির্জন এক স্থানে একটি ‘কৃষক ভূত’ ঘোরাফেরা করে। মানুষ বিশ্বাস করে, এক কৃষক রাতের বেলা সড়ক পার হওয়ার সময় গাড়ি দুর্ঘটনায় মারা যান, আর সেই থেকে তিনি মাঝে মাঝে রাতের অন্ধকারে তার ধানের গাদা নিয়ে হাঁটতে দেখা যায়। অনেক ড্রাইভার দাবি করেছেন, ওই স্থান দিয়ে যাওয়ার সময় তারা হঠাৎ করে একটি ছায়ামূর্তি দেখতে পান।

পাগলা মসজিদ, কিশোরগঞ্জ।সাল -২০১৬।
30/10/2024

পাগলা মসজিদ, কিশোরগঞ্জ।
সাল -২০১৬।

মেডিস্ক্যানে এসেছিলাম একটা কাজে। এসে ওয়েটিং জোনে বসে আছি। পাশে দেখলাম একটা ছেলে বসে বই পড়তেছে। আমি কিছুটা অবাক হলাম। ছেল...
30/10/2024

মেডিস্ক্যানে এসেছিলাম একটা কাজে। এসে ওয়েটিং জোনে বসে আছি। পাশে দেখলাম একটা ছেলে বসে বই পড়তেছে। আমি কিছুটা অবাক হলাম। ছেলেটাকে জিজ্ঞেস করলাম তার নাম কি, কিসে পড়ে?

সে বললো - ক্লাস ফোরে।

আমি জিজ্ঞেস করলাম - তোমার কি সামনে পরিক্ষা নাকি যে এখানে বসে পড়তেছো?

সে বললো - ভাইয়া, আসলে আমার আম্মা এসেছে রিপোর্ট নিতে। যেহেতু দেরী হচ্ছে তাই আমি সময়টা কাজে লাগাচ্ছি।

আমি ছেলেটার কথা শুনে অনেক মুগ্ধ হয়ে গেলাম। আসলে সময়ের সঠিক ব্যবহার করতে পারলেই জীবনে সার্থকতা অর্জন করা সম্ভব। ছেলেটার জন্য শুভকামনা রইলো।

এগারোসিন্ধুর দূর্গ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক দূর্গ। মুঘল আমলে এটি নির্মিত হয়,...
30/10/2024

এগারোসিন্ধুর দূর্গ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক দূর্গ। মুঘল আমলে এটি নির্মিত হয়, এবং এর নামকরণ করা হয় আশেপাশের ১১টি নদীর নাম অনুসারে, যার মধ্যে "সিন্ধু" শব্দটি আছে। এটি প্রাচীন বাংলার সুলতানি শাসনামলের প্রতিরক্ষা কৌশলের একটি অংশ ছিল।

এগারোসিন্ধুর দূর্গের স্থাপত্যে মুঘল এবং সুলতানি নির্মাণশৈলীর সমন্বয় দেখা যায়। মাটির তৈরি এই দূর্গটি চারপাশে পরিখা এবং প্রাচীর দিয়ে ঘেরা ছিল, যা শত্রুর আক্রমণ থেকে প্রতিরক্ষার জন্য নির্মিত হয়েছিল। দূর্গের আশেপাশে বেশ কয়েকটি প্রাচীন স্থাপত্য নিদর্শনও রয়েছে, যেমন মসজিদ, শাহী মসজিদ এবং ইটের তৈরি স্থাপনা।

এই দূর্গটি স্থানীয় ইতিহাস এবং প্রত্নতাত্ত্বিক গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নান্দাইল উপজেলার "তারের ঘাট বাজার" ময়মনসিংহ জেলার একটি ঐতিহ্যবাহী এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ বাজার হিসেবে পরিচিত। এ...
30/10/2024

নান্দাইল উপজেলার "তারের ঘাট বাজার" ময়মনসিংহ জেলার একটি ঐতিহ্যবাহী এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ বাজার হিসেবে পরিচিত। এ বাজারের ইতিহাসের শিকড় প্রাচীনকালে নদী-নির্ভর যোগাযোগ ব্যবস্থার সঙ্গে গভীরভাবে জড়িত। স্থানীয় জনগণ তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য এবং কৃষিপণ্য বাজারজাত করার জন্য এই বাজারে সমবেত হতেন।

তারের ঘাট বাজারের অবস্থান নদীর তীর ঘেঁষে থাকায় এখানে নৌপথে পণ্য পরিবহন সহজ ছিল। নদীর সংযোগ থাকার কারণে আশপাশের এলাকা থেকে মানুষ নৌকাযোগে এখানে আসতেন এবং এটি দ্রুত একটি ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। একসময় নৌপথই ছিল প্রধান যোগাযোগ মাধ্যম, এবং এই বাজারটি ছিল সেই নৌপথের গুরুত্বপূর্ণ ঘাট বা পারাপারের স্থান। এখান থেকেই বাজারটির নামকরণ হয়েছে "তারের ঘাট"।

বাজারের বিশেষ দিনগুলোতে (যেমন, সাপ্তাহিক হাট) আশপাশের গ্রামের কৃষক ও ব্যবসায়ীরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসতেন। ধান, চাল, শাক-সবজি, মাছ এবং মাংসের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাবেচা এখানে হত। এটি শুধুমাত্র ব্যবসায়িক কেন্দ্র নয়, বরং গ্রামের মানুষের জন্য একটি সামাজিক মিলনস্থল হিসেবেও কাজ করত।

আধুনিক সড়ক যোগাযোগ উন্নত হওয়ার পরেও এই বাজারটির ঐতিহ্য এবং গুরুত্ব অব্যাহত রয়েছে। এটি এখনও নান্দাইল অঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা তাদের উৎপাদিত ফসল ও অন্যান্য পণ্য সহজেই বিক্রি করতে পারেন।

Address

Kishoreganj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kishoreganj- কিশোরগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category