Tasnim Jaraa Ncp

Tasnim Jaraa Ncp Dr. Tasnim Jaraa Ncp স্বাাস্হ্য এবং শিক্ষনীয় বিডিও পেতে, পেইজটি ফলো দিয়ে পাসে থাকুন✅❤️🌹

ছোট্য মেয়েরাও ভালবাসাে ডাঃতাসিনম জ্বারাকে,
22/07/2025

ছোট্য মেয়েরাও ভালবাসাে ডাঃতাসিনম জ্বারাকে,

আমাদের ডাঃ তাসনিম জ্বারার স্লোগান,ক্ষমতা না জনাতা, কমেন্টে বলে যান।
21/07/2025

আমাদের ডাঃ তাসনিম জ্বারার স্লোগান,
ক্ষমতা না জনাতা, কমেন্টে বলে যান।

20/07/2025

চট্টগ্রাম যাচ্ছেন এনসিপি নেতৃবৃন্ত।
সন্ধ্যা ৭টায় পথ সভা। বিপ্লব উদ্যানের ২ নং গেটে।

Dr Tasnim Jara Hasnat Abdullah Md Sarjis Alam

বাংলার নারি শুভাকাঙ্খিদের সাথে,ড. তাছনিম জ্বারা,
18/07/2025

বাংলার নারি শুভাকাঙ্খিদের সাথে,
ড. তাছনিম জ্বারা,

যে সংবিধানের ছত্রছায়ায় রাষ্ট্রীয় বাহিনী দিয়ে নাগরিককে গুম-খুন করা যায়, সেই সংবিধান আমরা বদলাবো।- ডা. তাসনিম জারা, জ্যেষ্...
18/07/2025

যে সংবিধানের ছত্রছায়ায় রাষ্ট্রীয় বাহিনী দিয়ে নাগরিককে গুম-খুন করা যায়, সেই সংবিধান আমরা বদলাবো।

- ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব, এনসিপি

বাংলার তরুন জনপ্রিয় নেত্রী ড. তাছনিম জারা
18/07/2025

বাংলার তরুন জনপ্রিয় নেত্রী ড. তাছনিম জারা

Dr. Tasnim Jara, the people's leader.Every corner of Bangladesh is waiting for her.When people see her, they wave, they ...
11/07/2025

Dr. Tasnim Jara, the people's leader.
Every corner of Bangladesh is waiting for her.
When people see her, they wave, they smile, some even cry. This is the new Bangladesh with a new kind of political leader!

দেশ গড়তে জুলাই পদযাত্রা

জয়পুরহাটের মেয়েরা ডা. তাসনিম জারা আপুকে ফুল দিয়ে তাদের প্রিয় নেত্রীকে রিসিভ করেন এবং জারা আপুর সাথে তারা তাদের অভিব্যক্ত...
08/07/2025

জয়পুরহাটের মেয়েরা ডা. তাসনিম জারা আপুকে ফুল দিয়ে তাদের প্রিয় নেত্রীকে রিসিভ করেন এবং জারা আপুর সাথে তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।

তরুন এক নারি    স্বপ্ন দেখেন, বাংলার সভ্য রাজনীতি, দমন পীড়নের বি,রু,দ্ধে বাংলার রাজপথে,
04/07/2025

তরুন এক নারি স্বপ্ন দেখেন, বাংলার সভ্য রাজনীতি, দমন পীড়নের বি,রু,দ্ধে বাংলার রাজপথে,

04/07/2025

আমরা এমন এক দেশ গড়তে চাই, জনগনের ক্ষমতা জনগনকে দেওয়ার জন্য,

বাংলার ছোট ছোট ছেলেমেয়েদের ভালবাসায় মুগ্ধ,ডলামিমের বয়স মাত্র পনেরো। একটু আগে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ডে দেখা হল। সেখ...
04/07/2025

বাংলার ছোট ছোট ছেলেমেয়েদের ভালবাসায় মুগ্ধ,

ডলামিমের বয়স মাত্র পনেরো। একটু আগে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ডে দেখা হল। সেখান থেকে কিছু দূরেই সে আন্দোলন করেছিল গত বছর।

আমি জিজ্ঞেস করলাম, “কেন গিয়েছিলে আন্দোলনে? বন্ধুরা ছিল তোমার সঙ্গে?”

সে মাথা নাড়ল। না, কেউ ছিল না। সে একাই গিয়েছিল।

“কেন গিয়েছিলে?”

উত্তরে সে বলল, বড় ভাইয়ের ফোনে আর টেলিভিশনে আন্দোলনের দৃশ্য দেখছিল। দেখছিল যে তার ভাইদেরকে কীভাবে পুলিশ ও আওয়ামী লীগ এক সাথে মিলে তাড়া করছে, মারছে। ভেতর থেকে তাগিদ এসেছিল যে ওদের পাশে দাঁড়াতে হবে।

বাবা-মা মানা করেছিল রাস্তায় নামতে। কিন্তু ৪ আগস্ট মা-বাবাকে ফুটবল খেলার কথা বলে যোগ দেয় আন্দোলনে। সেখানে সারা দিন ছিল। বিকেলের দিকে গুলি লাগে তার বাম চোখে।

লামিম সেই বাম চোখ দিয়ে আর দেখতে পায় না। “স্বপ্ন তো অনেক ছিল,” বলল সে, “কিন্তু এখন জানি না কী হবে। মনোযোগ দিতে পারি না ঠিকমতো।”

জানতে চাইলাম দেশ নিয়ে ওর চাওয়া কী। লামিম বলল, “আমি চাই দেশ যাতে সুন্দর হয়। কোনো চুরি-বাটপারি যাতে না থাকে।”

পনেরো বছরের একটি ছেলে। যার একটি চোখ রাষ্ট্র কেড়ে নিয়েছে। আর তার একমাত্র চাওয়া, একটা সৎ দেশ চাই।

এই সহজ কথাটাই সংস্কারের মুল আকাঙ্ক্ষা। এমন দেশ গড়া যেখানে নিজের প্রাপ্য পেতে কোনো নাগরিককে ঘুষ দিতে হবে না। যেখানে পনেরো বছরের ছেলে-মেয়েরা নিজেদের বিকশিত করার সুযোগ পাবে। অন‍্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী তার চোখ কেড়ে নেবে না।

আমাদের নতুন প্রজন্ম অনেক সচেতন। অনেকে ধরতে পারছেন না এই প্রজন্মের ভেতরে কী ধরনের রুপান্তর ঘটে গেছে। তারা জানে কোনটা ভাঙা, কোনটা পচা, আর সেসব সরাসরি বলতে তারা সংকোচ করে না। একধরনের নির্মল স্পষ্টতা তাদের মধ্যে আছে, যেটা কপটতা দিয়ে ঢেকে যায়নি, ভয় দিয়ে বিকৃত হয়নি। তাই প্রথম প্রতিবাদ তারাই করে, আবার প্রথম বলিও হয়।

তাদের সাহসের মতোই সাহসী এক দেশ আমরা গড়তে পারি কি না, এখন প্রশ্ন সেটা।

পুরাতন বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও
৪ জুলাই, ২০২৫

জুলাই পদ যাত্রার তৃতীয় দিনে, ষ্কুল কলেজের ছাত্রছাত্রীদের প্রেমে পড়লেন, ড. তাছনিম জারা,
03/07/2025

জুলাই পদ যাত্রার তৃতীয় দিনে, ষ্কুল কলেজের ছাত্রছাত্রীদের প্রেমে পড়লেন, ড. তাছনিম জারা,

Address

Dhaka

Website

http://www.Tasnimjarancp.come/

Alerts

Be the first to know and let us send you an email when Tasnim Jaraa Ncp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category