Miss Tuki

Miss Tuki You have to find your own source of happiness❣️

23/07/2025

হ্যাঁ আল্লাহ, পরিবার গুলোকে সহ্য করার ক্ষমতা বাড়িয়ে দিন🤲। আমিন 😔

14/07/2025

হে আল্লাহ, যে আমার ভাগ্যে নেই,তাকে মনেও রাখতে দিও না🙂

14/07/2025

অন্ধের কাছে আলোর সন্ধান করা বোকামি🙂

14/07/2025

মনে পড়ে, মনও পুড়ে 🙂

12/07/2025

সোহাগের ঘটনায় দেখলাম আওয়ামী লীগ পন্থীরা আবেগে আপ্লূত হয়ে কান্নাকাটি করতেছে। তাদের কান্নায় দেখলাম বিবেক জাগ্রত হইছে🙂।

গত জুলাই নির্মমতা ছিলো ন্যায়,আর বিএনপি করছে অন্যায়।🫣 তখন এত নির্মমতা দেখেও টু-শব্দ করেনি, বরং উপভোগ করেছে। আর এখন কানতাছে🫣

what the কুমিরের কান্না 🥴

সোহাগ হ*ত্যার ঘটনার পর অনেকেই দেখতেছি বলছে,আগেই ভালো ছিলাম। জাস্ট একটা উদাহরণ দিই,সোহাগকে মারা হইছে ৯ তারিখ। প্রচার হইছে...
12/07/2025

সোহাগ হ*ত্যার ঘটনার পর অনেকেই দেখতেছি বলছে,আগেই ভালো ছিলাম।

জাস্ট একটা উদাহরণ দিই,

সোহাগকে মারা হইছে ৯ তারিখ। প্রচার হইছে ১১ তারিখে, তাও ফেসবুকে। এই দুইদিন মিডিয়া কোন নিউজ প্রচার করেছে? পুলিশ কোন ব্যবস্থা নিয়েছে? নেয়নি।
জাস্ট ভাবেন এরা এখনো ক্ষমতায় আসেনি তাতেই মিডিয়া,পুলিশ অলরেডি তাদের পকেটে চলে গেছে। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কার এতো সাহস ছিলো প্রচার করবে? নির্মমতা, বর্বরতা আগেও ছিলো, এখনো আছে। আওয়ামী লীগ বনের হিংস্র বাগ,আর বিএনপি হচ্ছে চিতাবাঘ। 🙂

এই দেশ কোনদিনও ভালোর দিকে আগাবে না। আগাবে কিভাবে? এইদেশে রাজনীতি করে চোর,বাটপার রা, এই দেশে রাজনীতি করে কুখ্যাত সন্ত্রাসরা,এই দেশে রাজনীতি করে স্বাক্ষরিক জ্ঞানহীনরা। এদের থেকে ভালো আশা করা যায়? আশা করা আর অন্ধের চোখে আলো দেখা একই বিষয়।

09/07/2025

কাউকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া জঘন্যতম অপরাধ 🙂

09/07/2025

ছোট বেলায় ভোরে মক্তবে যেতাম। মক্তব থেকে ফিরেই পুতুল নিয়ে বসে পরতাম 🥰। আজ সেইদিন গুলো কেবল স্মৃতি হয়ে আছে🥰।

09/07/2025

তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাবার পথ বন্ধ🙂

07/07/2025

ভালবেসে আমি যতটা স্যাক্রিফাইস করেছি,তার চুল পরিমাণ স্যাক্রিফাইস তুমি করনি। ভালবাসাই নেই স্যাক্রিফাইস কেনই বা করবে? 😊

05/07/2025

দোয়া করি, তুমিও কাউকে ভীষণ রকম ভালবাস৷ যতটা আমি তোমায় ভালবেসেছিলাম।
ভীষণ রকম ভালবাসা কতটা অন্যায় সেটা তোমারও বুঝা দরকার। ভীষণ রকমের দরকার। 😊

03/07/2025

কিডনি দিয়ে পু রু ষ আটকানো যাচ্ছেনা, আর তোমরা ভাবো বক্সে করে নুডলস রান্না করে নিয়ে গেলে পুরুষ আটকাবে 🙂

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miss Tuki posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share