InCria

InCria Get Data, AI & Content-driven solutions for your online business growth. Facebook & Google Ads | Tracking & Analytics | Content & Creative

06/10/2025

Krishok Bangla Agro Website Development | WordPress দিয়ে বানানো সম্পূর্ণ প্রজেক্ট

We’re excited to showcase our latest client project — Krishok Bangla Agro Website Development 🌾
In this video, we walk you through the full process of building a modern, responsive, and conversion-focused website using WordPress — from initial design planning to final launch.

If you’re a business owner in Bangladesh looking to build or redesign your website, this video will give you real insights into how a professional WordPress website is made — step by step.

🔍 What You’ll Learn:

How we developed Krishok Bangla Agro’s website from scratch
WordPress theme, plugins & design workflow
Homepage to contact page structure
Responsive design & performance optimization
Our creative process behind the visuals and content

💡 Whether you’re a small business owner, marketer, or designer, this project breakdown will inspire your next digital journey.

📞 Need a website like this?
Reach out to us for professional website design & digital marketing services in Bangladesh.
👉 Contact:
Email: [email protected]
Whatsapp: 01619475874 (whatsapp only)

Our design team recently crafted a poster for Famous Academic Tutorial, bringing their vision to life with a fresh creat...
27/09/2025

Our design team recently crafted a poster for Famous Academic Tutorial, bringing their vision to life with a fresh creative touch.

Proud to share our recent design collaboration with Krishok Bangla Agro Products. Our creative team focused on blending ...
25/09/2025

Proud to share our recent design collaboration with Krishok Bangla Agro Products. Our creative team focused on blending brand authenticity with modern visuals.

We’d love your thoughts, let us know in the comments.

We are pleased to announce that InCria has officially finalized an "AGREEMENT" with Krishok Bangla Agro. Looking forward...
14/08/2025

We are pleased to announce that InCria has officially finalized an "AGREEMENT" with Krishok Bangla Agro. Looking forward to a successful collaboration ahead.

একটি বিজনেস সফলভাবে পরিচালনার জন্য প্রয়োজন হয়—মার্কেট রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, কাস্টমার পারসোনা তৈরি, কনটেন্ট প্...
16/07/2025

একটি বিজনেস সফলভাবে পরিচালনার জন্য প্রয়োজন হয়—মার্কেট রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, কাস্টমার পারসোনা তৈরি, কনটেন্ট প্ল্যানিং, কপিরাইটিং, স্ক্রিপ্ট রাইটিং, পোস্ট ও ব্লগ লেখা, ভিডিও শ্যুট ও এডিটিং, থাম্বনেইল ও ব্র্যান্ডিং ডিজাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, SEO ও GEO অপটিমাইজেশন, ফেসবুক/গুগল/টিকটক অ্যাডস চালানো, রিটার্গেটিং, কনভার্সন ফানেল সেটআপ, CTA তৈরি, কোল্ড কল ও কোল্ড ম্যাসেজিং, ইনবাউন্ড ও আউটবাউন্ড লিড জেনারেশন, ক্লায়েন্ট ফলোআপ, ক্লোজিং ও কাস্টমার সাপোর্ট, ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ তৈরি, ইমেইল মার্কেটিং ও অটোমেশন, চ্যাটবট সেটআপ, সার্ভারসাইড ট্র্যাকিং (Pixel, CAPI), অ্যানালিটিক্স রিপোর্ট দেখা, CTR, CPC, ROAS, Funnel ও Heatmap অ্যানালাইসিস, A/B টেস্টিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, অফার ডিজাইন, অফার লঞ্চিং, টাইম ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট (যদি ফিজিক্যাল প্রোডাক্ট হয়)—এই সবকিছু যদি আপনি একাই করতে যান, তাহলে বলুন তো Boss, ডকুমেন্টস ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজি প্ল্যানিং আর প্রফিট ক্যালকুলেশনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো কে করবে?

আপনার ব্যবসার টেকনিক্যাল আর অপারেশনাল দিকগুলো আমাদের টিমের হাতে তুলে দিন—আর বসে বসে প্ল্যানিং করুন আমাদের সঙ্গে। কারণ, কাজ ভাগ করে না নিলে ব্যবসা হবে না স্বাভাবিক, হবে না সফল।

InCria – Client Terms & Ethical Standards ✅ Read before taking service from InCria. All the best
29/05/2025

InCria – Client Terms & Ethical Standards ✅
Read before taking service from InCria. All the best

আপনি যদি কেক নিয়ে অনলাইনে ব্যবসা করে থাকেন, তাহলে এই ফ্রি PDF গাইডটি আপনার জন্য অত্যন্ত উপকারী হবে।এই বইটিতে কেক বিক্রির...
30/04/2025

আপনি যদি কেক নিয়ে অনলাইনে ব্যবসা করে থাকেন, তাহলে এই ফ্রি PDF গাইডটি আপনার জন্য অত্যন্ত উপকারী হবে।
এই বইটিতে কেক বিক্রির মার্কেটিং কৌশল, কাস্টমার বাড়ানোর উপায় এবং অনলাইন ব্যবসায় সফল হওয়ার বাস্তবিক পরামর্শ রয়েছে।

• একদম ফ্রি
• সহজ ভাষায় লেখা
• নতুন ও অভিজ্ঞ উদ্যোক্তা—সবার জন্য উপযোগী

নিচের লিংকে ক্লিক করে এখনই ডাউনলোড করুন:

We are InCria, an online marketing agency specializing in e-commerce brands.Our services include:1. Facebook Ads, Google...
28/04/2025

We are InCria, an online marketing agency specializing in e-commerce brands.

Our services include:
1. Facebook Ads, Google Ads
2. Tracking & Analytics
3. Content & Creative Solutions (Graphics Design, Video Editing, Ad Planning & Visual Storytelling)
4. Professional Photoshoots and Videoshoots
5. Copywriting and Content Writing

Our vision is simple — marketing has no guaranteed formula.
We focus on helping small and mid-sized brands grow into big brands by building a strong, professional digital presence.

Our style — We produce clean and ethical (Halal) content, maintaining professionalism at every step.

Take your brand to the next level with InCria.
Connect with us:
📧 [email protected]
📲 WhatsApp: 01619-475874

(Bangla)
আমরা InCria, একটি অনলাইন মার্কেটিং এজেন্সি, যেখানে আমাদের মূল ফোকাস ই-কমার্স ব্র্যান্ডের উপর।

আমাদের সেবা সমূহ:
1. Facebook Ads, Google Ads
2. Tracking & Analytics
3. কনটেন্ট ও ক্রিয়েটিভ সল্যুশন (গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, অ্যাড প্ল্যান ও ভিজুয়াল স্টোরি মেকিং)
4. প্রফেশনাল ফটোশুট ও ভিডিওশুট
5. কপি এবং কনটেন্ট রাইটিং

আমাদের ভিশন — মার্কেটিংয়ের কোনো শতভাগ নিশ্চিত পদ্ধতি নেই। আমরা চেষ্টা করি ছোট ও মাঝারি ব্র্যান্ডকে বড় ব্র্যান্ডে রূপান্তর করতে, এবং ডিজিটাল প্ল্যাটফর্মে শক্তিশালী উপস্থিতি গড়ে তুলতে।

আমাদের স্টাইল — হালাল কনটেন্টের মাধ্যমে পরিষ্কার, প্রফেশনাল কাজ উপহার দেওয়া।

আপনার ব্র্যান্ডকে পরবর্তী স্তরে নিতে InCria-র সাথে যুক্ত হন।
যোগাযোগ করুন:
📧 [email protected]
📱 WhatsApp: 01619-475874

আপনার বানানো কেক খেতে দারুণ লাগে, কিন্তু কাস্টমার জানেই না আপনি কেক বানান এবং পেজ আছে? 🍰একবার একটা কেক বিজনেসের পেজে কাজ...
22/04/2025

আপনার বানানো কেক খেতে দারুণ লাগে, কিন্তু কাস্টমার জানেই না আপনি কেক বানান এবং পেজ আছে? 🍰

একবার একটা কেক বিজনেসের পেজে কাজ করেছিলাম। দারুণ টেস্ট, দারুণ প্রেজেন্টেশন—কিন্তু অর্ডার কম। সমস্যা হচ্ছে মানুষ জানেই না এইরকম একটা ব্র্যান্ড আছে। Awareness এর অভাব।

আমি তখন একটা সিম্পল ফানেল, টার্গেটেড Ad আর কাস্টমাইজড কনটেন্ট প্ল্যান দাঁড় করালাম। ২ সপ্তাহের মধ্যে রেগুলার অর্ডার আসা শুরু করল, অনেকে রিপিট কাস্টমারও হয়ে গেল।

আমি এমন অনেক কেক বিজনেস, ক্লোথিং, সার্ভিস, ডেকোরেশনের জন্য কাজ করেছি—যেখানে শুধু Ad রান না, পুরো বিজনেসের মুভমেন্ট প্ল্যানিং করেছি। কোন সময় কেমন কনটেন্ট হবে, কাকে টার্গেট করা লাগবে, কিভাবে ক্লায়েন্ট আসবে—সব কিছু প্ল্যান করে দেই। As a Business growth Marketer, শুধু Ad run করাই তো আমার কাজ নাহ। আজকে এক ভাইয়ের পোস্ট দেখলাম Ad run গরু ছাগলও পারে।

এই পোস্টটা লিখছি তাদের জন্য যারা নিজের বানানো কেক নিয়ে গর্ব করেন, কিন্তু ডিজিটাল মার্কেটিংটা কার হাতে দেবেন বুঝে উঠতে পারছেন না।

আমি চাই, আপনার কেক শুধু টেস্ট না, রেজাল্টেও টপিংস পাক। তাই আপনার কেকের বিজনেসে আমাকে Growth partner হিসেবে দেখলে চাইলে ‘CAKE’ লেখুন কমেন্টে।

NOTE: PIC FOR ATTENTION

মার্কেটিং-এ প্রুভেন মেথড বলে কিছু নেই। কেউ একজন একটা কৌশল ফলো করে সফল হয়েছে, তার মানে এই না যে আপনি সেই একই জিনিস করে সফ...
19/04/2025

মার্কেটিং-এ প্রুভেন মেথড বলে কিছু নেই। কেউ একজন একটা কৌশল ফলো করে সফল হয়েছে, তার মানে এই না যে আপনি সেই একই জিনিস করে সফল হবেন। প্রোডাক্ট একই হলেও মার্কেটিং এর ফলাফল ভিন্ন হতে পারে।

কারণ? মার্কেটিং মানেই টেস্টিং, শেখা, আর ধাপে ধাপে উন্নতি করা। একটা স্ট্যান্ডার্ড আছে, সেটা ফলো করেই চলতে হয়। বারবার টেস্ট করে, বুঝে, অপটিমাইজ করে তবেই একটা উইনিং ক্যাম্পেইন দাঁড়ায়। কিন্তু কিছু ক্লায়েন্ট বোঝেই না, শুরুতেই বলে বসে — “সেল গ্যারান্টি দেন।” তাদের আমি একটাই কথা বলি — “একটা গাছেও কিন্তু ফল ধরতে সময় লাগে, পানির সাথে সাথে ফল আশা করা যায় না।” মার্কেটিং-ও ঠিক তেমনি। সময় লাগে, ধৈর্য লাগে।

সম্প্রতি আমরা কিছু ছোট বিজনেসের জন্য ছোট বাজেটের অ্যাড ক্যাম্পেইন করেছি — আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট এসেছে।

Taqabbal Allahu minna wa minkum. Eid Mubarak ❤🌙
30/03/2025

Taqabbal Allahu minna wa minkum. Eid Mubarak ❤🌙

Address

Amin Bazar, Savar
Dhaka
1348

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Saturday 15:00 - 21:00
Sunday 09:00 - 23:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when InCria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share