Fact Review

Fact Review Fact Review is committed to exposing misinformation and ensuring the truth reaches everyone in Bangladesh.

Together, we fight fake news and build a safer, more informed internet. Fact Review: Uncovering the Truth, One Fact at a Time

Fact Review is a pioneering fact-checking platform dedicated to identifying misinformation, debunking false narratives, and combating fake news in Bangladesh. With a strong commitment to promoting truth and transparency, we work tirelessly to verify news, expose deceptive

content, and deliver accurate information backed by solid evidence. Our mission is not only to counter fake news but also to empower the community by fostering critical thinking and media literacy, making the internet a safer and more reliable space for everyone. Fact Review goes beyond just fact-checking — we aim to set new standards in responsible journalism by creating a culture of truth, accountability, and trustworthiness in the digital age.

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে—“প্রতিশোধ নেওয়া মাত্র শুরু। যেখানে এনসিপি সমন্বয়...
09/10/2025

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে—“প্রতিশোধ নেওয়া মাত্র শুরু। যেখানে এনসিপি সমন্বয় সেখানে ক্যালানি। বাংলাদেশের প্রতিটি জেলায় এভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।” ভিডিওটি দ্রুত ভাইরাল হয় এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্মীকে মারধরের ঘটনা হিসেবে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে দেখা গেছে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

তবে আলোচিত ভিডিওটি নিয়ে অনুসন্ধানের জানা যায়, ভিডিওটি আসলে ভারতের হরিয়ানা রাজ্যের মহেন্দ্রগড় জেলার একটি ঘটনার। সেখানে গরু চোরাচালানের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে গো-রক্ষক পরিচয়ধারীরা মারধর করেছিল। এই ভিডিওকেই বিকৃতভাবে এনসিপি কর্মীর ওপর হামলার ভিডিও বলে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে দেখা গেছে উক্ত ভিডিওটি FOEJ Media নামের একটি ভারতীয় সংবাদ সংস্থা তাদের এক্স হ্যান্ডেলে ১৪ সেপ্টেম্বর প্রকাশ করেছিল।

দুই ভিডিওর দৃশ্য, পোশাক, ও পারিপার্শ্বিকতা হুবহু মিলে যায়, যা স্পষ্ট করে যে এটি ভারতের ঘটনার ফুটেজ, বাংলাদেশের নয়।

অতএব, বাংলাদেশের এনসিপি কর্মীকে মারধরের দাবিতে প্রচারিত এই ভিডিওটি প্রকৃতপক্ষে ভারতের হরিয়ানায় গো-রক্ষকদের দ্বারা এক ব্যক্তিকে নির্যাতনের পুরোনো ফুটেজ, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল প্রেক্ষাপটে প্রচারিত হয়েছে।

তথ্যসূত্র:

https://x.com/FoejMedia/status/1967093328035672423

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পার্বত্য অঞ্চলের একদল সশস্ত্র ব্যক্তি বাংলাদেশ সেনাবাহি...
09/10/2025

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পার্বত্য অঞ্চলের একদল সশস্ত্র ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ্য করে হুমকিসূচক বক্তব্য দিচ্ছে। ভিডিওটিতে তাদের বলতে শোনা যায়, “বাংলাদেশ সেনাবাহিনী যতই চেষ্টা করুক, আমাদের এই পাহাড় থেকে বিতাড়িত করতে পারবে না... খেলা হবে।” ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে পার্বত্য সশস্ত্র গোষ্ঠীর হুমকি হিসেবে প্রচার করা হচ্ছে।

তবে অনুসন্ধানে দেখা গেছে, এই ভিডিওটির দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। এটি কোনো বাস্তব সশস্ত্র গোষ্ঠীর ভিডিও নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ডিপফেক ভিডিও। ভিডিওটিতে থাকা ব্যক্তিদের মুখের নড়াচড়া, অঙ্গভঙ্গি ও পরিবেশগত উপাদানে অসঙ্গতি স্পষ্ট, যা সাধারণত AI-generated কনটেন্টে দেখা যায়।

ডিপফেক শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Moderation প্ল্যাটফর্মও ভিডিওটির AI-তৈরি হওয়ার সম্ভাবনা ৯২.৮% হিসেবে চিহ্নিত করেছে।

অতএব, যাচাই-বাছাইয়ে নিশ্চিত হওয়া গেছে—প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর একটি ডিপফেক ভিডিও, যা মিথ্যাভাবে পার্বত্য সশস্ত্র গোষ্ঠীর সেনাবাহিনীকে হুমকির দৃশ্য হিসেবে ছড়ানো হয়েছে। এটি স্পষ্টভাবে একটি উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিমূলক প্রচারণা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর অভিযানের একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে যে, বিএনপি দলীয় অফিস থেকে বিপুল পর...
09/10/2025

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর অভিযানের একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে যে, বিএনপি দলীয় অফিস থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

ভিডিওটির কিছু অংশ ইমেজ রিভার্স সার্চের মাধ্যমে বিশ্লেষণ করে জানা যায়, এটি আসলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেনাবাহিনীর রাতভর অভিযান-সংক্রান্ত পুরোনো ফুটেজ। ওই অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ চারজনকে আটক করা হয়েছিল, যা নিয়ে ডিবিসি নিউজ ২০২৫ সালের ১৫ জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। আলোচিত ভিডিওটি সেই প্রতিবেদনের ফুটেজের সঙ্গে হুবহু মিলে যায়, এবং উক্ত ঘটনার সঙ্গে বিএনপি বা তাদের কোনো কার্যালয়ের কোনো সম্পৃক্ততা ছিল না।

অতএব, পুরোনো ঘটনার ভিডিওকে সাম্প্রতিক সময়ের বলে প্রচার করে বিএনপিকে জড়ানোর এই প্রচেষ্টা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও গুজবনির্ভর মিথ্যাচার।context:

তথ্যসূত্র: https://youtu.be/LIdRVt8rAA0?si=9Uld9qdBjwOMK0SN

গাইবান্ধার এক স্কুল শিক্ষিকা ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে ফেসবুক লাইভে এসে সাহায্য প্রার্থনা করেছেন। তবে ফ্যাক্ট রিভিউ ...
08/10/2025

গাইবান্ধার এক স্কুল শিক্ষিকা ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে ফেসবুক লাইভে এসে সাহায্য প্রার্থনা করেছেন। তবে ফ্যাক্ট রিভিউ অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে ভিডিওতে দেখা নারী গাইবান্ধার শিক্ষিকা নন, বরং গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বাসিন্দা নুসরাত তানজুম। পারিবারিক কলহের জেরে তিনি রাগের মাথায় নিজের মাথায় পানির গ্লাস দিয়ে আঘাত করে আহত হন। পরে নিজেই লাইভে এসে বলেন, “আমি নিজের মাথায় আঘাত করেছি, কেউ আমাকে মারেনি; আমি এখন ভালো আছি।”

গণমাধ্যম, পুলিশ বা কোনো নির্ভরযোগ্য সূত্রে গাইবান্ধায় এ ধরনের ধর্ষণের ঘটনার অস্তিত্ব পাওয়া যায়নি।

অতএব, আলোচিত ভিডিওর নারী গাইবান্ধার শিক্ষিকা নন এবং তিনি ধর্ষণের শিকারও হননি। ঘটনাটি পারিবারিক কলহের ফল এবং ভিডিওটি ভুল প্রেক্ষাপটে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এটি একটি ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি, যা জনমনে অযথা আতঙ্ক সৃষ্টির জন্য প্রচার করা হয়েছে।

তথ্যসূত্র:

https://web.facebook.com/reel/1119011159765934

https://www.facebook.com/share/v/1B6yTJbXCp/?mibextid=rS40aB7S9Ucbxw6v

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একাত্তর টেলিভিশনের লোগো সংবলিত একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হচ্ছে, প্রধান উপদেষ্টার প্রে...
08/10/2025

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একাত্তর টেলিভিশনের লোগো সংবলিত একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হচ্ছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন—“জামায়াত শিবিরের কার্যক্রম ভালো লাগে না।” ফ্যাক্ট রিভিউ অনুসন্ধানে দেখা গেছে, উক্ত দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

ফটোকার্ডে ব্যবহৃত ডিজাইন ও লোগো একাত্তর টিভির হলেও, মূল ফটোকার্ডটি ছিল ভিন্ন বিষয়ের—“বিদেশ ভ্রমণ ভালো লাগে না: শফিকুল আলম।” ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে “বিদেশ ভ্রমণ” শব্দগুচ্ছের পরিবর্তে “জামায়াত শিবিরের কার্যক্রম” বসিয়ে এটি তৈরি করা হয়েছে।

একাত্তর টিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যালোচনায় দেখা গেছে, উল্লিখিত তারিখে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশিত হয়নি। শফিকুল আলমও জামায়াতে ইসলামী বা ছাত্রশিবির প্রসঙ্গে কখনো এ ধরনের মন্তব্য করেননি।

অতএব, “জামায়াত শিবিরের কার্যক্রম ভালো লাগে না: শফিকুল আলম” দাবিটি ভুয়া এবং বিভ্রান্তিকর—মূল ফটোকার্ডটি ডিজিটাল সম্পাদনার মাধ্যমে তৈরি।

তথ্যসূত্র :

https://www.facebook.com/share/p/17ad5rwyK4/

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে—চাঁদা আদায়ে বাধা দেওয়ায় বিএনপির এক নে...
08/10/2025

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে—চাঁদা আদায়ে বাধা দেওয়ায় বিএনপির এক নেতা প্রকাশ্যে একজন সাংবাদিককে মারধর করছেন। ভিডিওতে বুম হাতে থাকা এক ব্যক্তিকে আরেকজনের কাছ থেকে চড় খেতে দেখা যায়, যা ফেসবুক ও ইন্সটাগ্রামে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয় বরং নেপালের। এটি গত সেপ্টেম্বরে নেপালের জেন-জি আন্দোলনের সময় ধারণ করা। ওই সময় ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক ভারত-এর সাংবাদিক রাঘবেন্দ্র পাণ্ডে আন্দোলন বিকৃতভাবে উপস্থাপন করছেন অভিযোগে আন্দোলনকারীদের হাতে চড় খান।

ভিডিও পর্যবেক্ষণে দেখা যায়, সাংবাদিকের হাতে থাকা বুমে ‘রিপাবলিক ভারত’ চ্যানেলের লোগো স্পষ্টভাবে দেখা যায়। একই ভিডিও ‘lafdavlog’ নামের এক ইন্সটাগ্রাম প্রোফাইলেও পাওয়া গেছে, যেখানে উল্লেখ করা হয়েছে এটি নেপালের আন্দোলনের সময়কার ঘটনা।

অতএব, আলোচিত ভিডিওটি নেপালের এবং এর সঙ্গে বিএনপি বা বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। এটি ভুয়া দাবি।

তথ্যসূত্র:

https://www.instagram.com/reel/DOikgyrD8dv/?utm_source=ig_web_copy_link

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ থেকে একটি নির্যাতনের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে—ফরিদপুরে এক অসহায় সনা...
07/10/2025

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ থেকে একটি নির্যাতনের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে—ফরিদপুরে এক অসহায় সনাতনী নারীর চুল গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হয়েছে। তবে অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ফরিদপুরের কোনো ঘটনার নয়।

ফরিদপুর জেলা পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে নিশ্চিত করেছে—সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে একজন সনাতন ধর্মাবলম্বী নারীর ওপর নির্যাতনের দৃশ্য দেখা গেলেও, ঘটনাটি ফরিদপুর জেলার কোথাও ঘটেনি। পুলিশ জানিয়েছে, এটি সম্ভবত পুরনো বা অন্য কোনো স্থানের ঘটনা, যা ভুলভাবে ফরিদপুরের বলে প্রচার করা হচ্ছে।

বিষয়টি সবার অবগতির জন্য এবং বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে ফরিদপুর জেলা পুলিশ সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

তবে ভিডিওটির প্রকৃত প্রেক্ষাপট এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এটিকে ফরিদপুরের ঘটনা বা হিন্দু নারী নির্যাতনের দাবি করে প্রচারণা চালানো সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।

তথ্যসূত্র:

জেলা পুলিশ, ফরিদপুর: https://www.facebook.com/share/p/1BJRhJpduR/

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে—পাহাড়িদের একটি দল ব্যাগ ভর্তি অস্ত্র ন...
07/10/2025

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে—পাহাড়িদের একটি দল ব্যাগ ভর্তি অস্ত্র নিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর হাতে আটক হয়েছে। তবে ফ্যাক্টচেক অনুসন্ধানে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ভিডিওটি পার্বত্য চট্টগ্রামের নয়, বরং নাটোর জেলার একটি ঘটনার।

২১ জুন “রাজ্য নেই তবুও রাজা” নামের একটি ফেসবুক পেজে “নাটোরে খেলনা পিস্তল দিয়ে ছিনতাইয়ের চেষ্টা, সেনাবাহিনীর হাতে আটক ৪ ডাকাত” শিরোনামে একই ভিডিও প্রকাশিত হয়। ভিডিও তুলনা করে দেখা যায়, উভয় ভিডিওতেই একই সেনাসদস্য ও একই নীল টি-শার্ট পরা ব্যক্তিকে দেখা যায়।

জাগোনিউজ২৪–এর ২১ জুনের প্রতিবেদন অনুযায়ী, নাটোরের গুরুদাসপুর উপজেলার কালাকান্দর এলাকায় সেনাবাহিনী ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা সবাই স্থানীয়, তাদের মধ্যে কেউই পাহাড়ি জনগোষ্ঠীর নন।

বিভিন্ন মূলধারার গণমাধ্যমের প্রতিবেদনেও এই ঘটনার সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বা পাহাড়িদের কোনো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।

অতএব, নাটোরে ডাকাত দল আটকের ভিডিওকে “পাহাড়িদের অস্ত্রসহ আটক” দাবিতে প্রচার করা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।

তথ্যসূত্র:

https://www.jagonews24.com/m/country/news/1030472

https://www.facebook.com/share/v/17D7g2RPAf/

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে যমুনা টেলিভিশনের লোগো সংবলিত একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে—“নির্বা...
07/10/2025

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে যমুনা টেলিভিশনের লোগো সংবলিত একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে—“নির্বাচন নিয়ে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ও জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বৈঠক আজ রাত ৯টায় অনুষ্ঠিত হবে।” ফ্যাক্টচেক অনুসন্ধানে দেখা গেছে, যমুনা টেলিভিশন এমন কোনো খবর বা ফটোকার্ড প্রকাশ করেনি। তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে উল্লিখিত তারিখের কোনো সংশ্লিষ্ট কনটেন্ট পাওয়া যায়নি।

গণমাধ্যমের অনুসন্ধানে আরও জানা যায়, আলোচিত ফটোকার্ডটি তে থাকা ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে যা নিয়ে ফ্যাক্ট রিভিউ টিম পূর্বেও একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং এতে যমুনা টিভির অফিসিয়াল ডিজাইন নকল করা হয়েছে।তবে ব্যবহৃত ফন্ট, ফ্রেম ও ছবির বিন্যাস যমুনা টিভির মূল ডিজাইন থেকে ভিন্ন।

অতএব, “নির্বাচন নিয়ে ভারতের সেনাপ্রধান ও জামাতের নায়েবে আমীরের বৈঠক” শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং বিভ্রান্তিকর উদ্দেশ্যে তৈরি।

তথ্যসূত্র:

ফ্যাক্ট রিভিউ পোস্ট: https://www.facebook.com/share/p/17j6uhNZcY/

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে—পাকিস্তানের ইসলামাবাদের একটি বিউটি পার্লারে ১৬ জন নারীকে...
06/10/2025

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে—পাকিস্তানের ইসলামাবাদের একটি বিউটি পার্লারে ১৬ জন নারীকে গণধ*র্ষণ করা হয়েছে। ভিডিওটি ফেসবুক ও ইউটিউবে ব্যাপকভাবে প্রচারিত হলেও, অনুসন্ধানে দেখা গেছে দাবিটি সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে, ঘটনাটি ইসলামাবাদের নয়, বরং রাওয়ালপিন্ডির।

আলোচিত দাবিটি নিয়ে অনুসন্ধানে জানা যায়, গত ১৯ জুলাই রাওয়ালপিন্ডির ফিফথ রোড এলাকার একটি বিউটি পার্লারে জেনারেটরের ধোঁয়া ঢুকে পড়লে ১০ জন নারী অচেতন হয়ে পড়েন। এই দৃশ্যই পরে ধ*র্ষণের ভিডিও দাবি করে প্রচার করা হয়েছে।

‘Israr Ahmed Rajpoot’ নামে এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারীর শেয়ার করা মূল ভিডিওতে স্পষ্টভাবে উল্লেখ ছিল—জেনারেটরের গ্যাসে অজ্ঞান হয়ে পড়েছেন নারীরা। পাকিস্তানের গণমাধ্যম মেগা নিউজ ও মিডিয়া বাইটসও একই তথ্য নিশ্চিত করেছে।

রাওয়ালপিন্ডি পুলিশের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানানো হয়, অসুস্থ নারীদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসার পর সুস্থভাবে বাড়ি পাঠানো হয়েছে। কোনো যৌ*ন নির্যাতনের ঘটনা ঘটেনি।

এছাড়া পাকিস্তানের স্থানীয় ও আন্তর্জাতিক কোনো গণমাধ্যমেই ইসলামাবাদে গণধ*র্ষণের অভিযোগ সম্পর্কিত কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

অতএব, ইসলামাবাদের বিউটি পার্লারে ১৬ নারীকে গণধ*র্ষণ করা হয়েছে—এই দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। এটি আসলে রাওয়ালপিন্ডির পুরনো ঘটনার ভিডিও।

তথ্যসূত্র:

https://x.com/ia_rajpoot/status/1968287243086463190

https://x.com/RwpPolice/status/1968300909714342262

গত ২৫ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ১৩...
06/10/2025

গত ২৫ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২৪ রানে অলআউট হয়। ম্যাচে তাওহিদ হৃদয় ১০ বলে মাত্র ৫ রান করে আউট হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করেন। এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়—ক্রিকেটপ্রেমীরা তাওহিদ হৃদয়ের বাড়িতে আগুন দিয়েছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ক্রিকেটার তাওহিদ হৃদয়ের বাড়িতে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি এবং প্রচারিত ভিডিওর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে ভিডিওটি নোয়াখালীর হাতিয়া উপজেলার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর বাড়িতে অগ্নিসংযোগের পুরোনো দৃশ্য।

রিভার্স সার্চে দেখা যায়, ভিডিওটি গত ৭ ফেব্রুয়ারি Channel 24-এ “নোয়াখালীতে সাবেক এমপির দুটি বাড়িতে আগুন” শিরোনামে প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনে জানানো হয়, ৬ ফেব্রুয়ারি রাতে বিক্ষুব্ধ জনতা ওই সাবেক এমপির বাড়িতে হামলা চালায়, যা ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময়কার প্রতিক্রিয়া ছিল।

অতএব, তাওহিদ হৃদয়ের বাড়িতে ক্রিকেটপ্রেমীদের অগ্নিসংযোগের দাবিটি ভিত্তিহীন
ও মিথ্যা ।

তথ্যসূত্র:

https://youtu.be/qyAveuLWglc?si=AxIVruRwyibZyYDe

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করা হচ্ছে যে, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া সার্বজনীন ...
06/10/2025

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করা হচ্ছে যে, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া সার্বজনীন দুর্গা মন্দিরসহ তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। ‘Saimon Bangali’ নামের একটি ফেসবুক আইডি থেকে অভিযুক্ত ব্যক্তির ছবি ও প্রতিমা ভাঙচুরের দৃশ্যসহ এই পোস্টটি ছড়ানো হয়। দাবিটি নতুন ঘটনা হিসেবে প্রচার করা হলেও, অনুসন্ধানে দেখা যায়—এটি পুরনো একটি সংবাদ।

ঘটনাটি মূলত ২০১৯ সালের ২০ অক্টোবর ঘটে, যখন পিরোজপুরের নাজিরপুরে একই দিনে তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে স্থানীয়রা কামরুল ইসলাম সুজন নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছিল। ওইদিন কলারদোয়ানিয়া গ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম ও কালি মন্দির, কলারদোয়ানিয়া বাজার সার্বজনীন দুর্গা মন্দির এবং অবসরপ্রাপ্ত শিক্ষক অধির রঞ্জন মল্লিকের বাড়ির মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে।

অনুসন্ধানে দেখা গেছে, ফেসবুকে প্রচারিত ছবিগুলোর সঙ্গে বিডিনিউজ২৪ ডটকমে ২০১৯ সালে প্রকাশিত প্রতিবেদনের ছবির হুবহু মিল রয়েছে। সেই সময়ে বিভিন্ন গণমাধ্যমেও একই ঘটনার প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

অতএব, পিরোজপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনাটি সাম্প্রতিক নয়; বরং ২০১৯ সালের পুরনো ঘটনা পুনরায় প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এটি একটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি।

তথ্যসূত্র:

https://bangla.bdnews24.com/samagrabangladesh/article1678913.bdnews

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Fact Review posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share