Fact Review

Fact Review Fact Review is committed to exposing misinformation and ensuring the truth reaches everyone in Bangladesh.

Together, we fight fake news and build a safer, more informed internet. Fact Review: Uncovering the Truth, One Fact at a Time

Fact Review is a pioneering fact-checking platform dedicated to identifying misinformation, debunking false narratives, and combating fake news in Bangladesh. With a strong commitment to promoting truth and transparency, we work tirelessly to verify news, expose deceptive

content, and deliver accurate information backed by solid evidence. Our mission is not only to counter fake news but also to empower the community by fostering critical thinking and media literacy, making the internet a safer and more reliable space for everyone. Fact Review goes beyond just fact-checking — we aim to set new standards in responsible journalism by creating a culture of truth, accountability, and trustworthiness in the digital age.

২০২৫ সালের ৩ নভেম্বর বিএনপির মনোনীত প্রার্থী তালিকা ঘোষণার পর মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভের প্রেক্ষিতে একটি ভিডিও ভাইরাল হয়...
04/11/2025

২০২৫ সালের ৩ নভেম্বর বিএনপির মনোনীত প্রার্থী তালিকা ঘোষণার পর মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভের প্রেক্ষিতে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়—“চট্টগ্রামের অলংকার স্টেশনের কাছে বিএনপি নেতাকর্মীরা ট্রেনে আগুন দিয়েছে।” ফ্যাক্ট রিভিউ অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ভিডিওটি নতুন নয়; এটি ২০২৪ সালের ৫ জানুয়ারি ঢাকার গোলাপবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনার দৃশ্য।

সময় টিভি ও ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, সেদিন রাতে কমলাপুরের গোলাপবাগ এলাকায় ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা, এবং ফায়ার সার্ভিস দ্রুত তা নিয়ন্ত্রণে আনে। ভাইরাল ভিডিওটির ০:১০ থেকে ১:০০ মিনিট পর্যন্ত অংশ গোলাপবাগের ফুটেজ থেকে কেটে প্রচার করা হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকরা শুধুমাত্র মহাসড়ক ও রেললাইন অবরোধ করেছিল, ট্রেনে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি।

অতএব, চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের ট্রেনে আগুন দেওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা; পুরোনো ভিডিওটি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন এবং তারপর থেকে তিনি প্রকাশ্যে ...
04/11/2025

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন এবং তারপর থেকে তিনি প্রকাশ্যে আসেননি। মাঝে মধ্যে অনলাইনে দলের নেতাকর্মীদের উদ্দেশে অডিও বার্তা পাঠানো এবং ফোনে কথা বলার খবর পাওয়া গেছে। সর্বশেষ ২০২৫ সালের ২৯ অক্টোবর তিনি তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দেন। এরপর সোশ্যাল মিডিয়ায় দাবি ওঠে, তিনি লাইভে বক্তব্য দেবেন বা প্রকাশ্যে আসবেন।

এরই মধ্যে, একটি ছবি ভাইরাল হয় যেখানে বলা হয়—শেখ হাসিনা ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ফ্যাক্ট রিভিউ অনুসন্ধানে দেখা যায়, ছবিটি সাম্প্রতিক নয়। এটি ২০২৪ সালের ১০ জুনের, যখন শেখ হাসিনা গান্ধী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

রাহুল গান্ধীর ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২৪ সালের সেই পোস্টে একই ছবি ও ভিডিও পাওয়া যায়, যেখানে তাদেরকে একই স্থানে দেখা গেছে। অতএব, ভাইরাল ছবিটি পুরোনো সাক্ষাতের; সাম্প্রতিক সময়ের দাবিটি বিভ্রান্তিকর এবং প্রোপাগান্ডামূলক।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়—এক ব্যক্তি রাস্তার ওপর পড়ে আছেন, এবং একটি গা...
03/11/2025

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়—এক ব্যক্তি রাস্তার ওপর পড়ে আছেন, এবং একটি গাড়ি তার ওপরে দিয়ে চলে যায়। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, “প্রথমে তাকে মেরে আহত করা হয়, তারপর গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে”—যেন এটি বাংলাদেশের ঘটনা। কিন্তু অনুসন্ধানে প্রমাণ মেলে, ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ভারতের হরিয়ানার গুরুগ্রাম এলাকার।

ভারতীয় গণমাধ্যম ‘mint’-এর প্রতিবেদনে জানানো হয়, ২৮ আগস্ট সন্ধ্যায় গুরগাঁওয়ের ভূতেশ্বর মন্দির চৌকে মদ্যপ অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তির ওপর দিয়ে একটি গাড়ি চলে যায়, তবে তিনি সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। পুরো ঘটনাটি পথচারীরা মোবাইলে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। প্রতিবেদনে ঘটনাস্থল, ভিডিও এবং গাড়ির নাম্বারপ্লেট (২৪ BH ৩৭৯২ B)—সবই ভারতের বলে নিশ্চিত করা হয়েছে, যা বাংলাদেশের কোনো ফরম্যাট নয়।

অতএব, রাস্তায় এক ব্যক্তির ওপর দিয়ে গাড়ি চালানোর ঘটনাটিকে বাংলাদেশের ঘটনা বলে প্রচার করা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর দাবি।

তথ্যসূত্র:

[https://www.livemint.com/news/trends/miraculous-escape-drunk-man-lying-on-gurugram-road-run-over-by-car-survives-video-11756453155159.html](https://www.livemint.com/news/trends/miraculous-escape-drunk-man-lying-on-gurugram-road-run-over-by-car-survives-video-11756453155159.html "‌")

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে— “সাতক্ষীরা সদর হাসপাতালে এনসিপির নেতাকর...
03/11/2025

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে— “সাতক্ষীরা সদর হাসপাতালে এনসিপির নেতাকর্মীরা এক চিকিৎসকের ওপর হামলা চালিয়েছে।” কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, এই দাবিটি বিভ্রান্তিকর এবং বাস্তব ঘটনার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই।

ফ্যাক্ট রিভিউ অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি আসলে সাতক্ষীরায় এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হামলার দৃশ্য। ৩০ অক্টোবর দৈনিক সমকাল-এর ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওটির পূর্ণ মিল পাওয়া যায়। ক্যাপশন অনুযায়ী, ঘটনাটি ঘটে যখন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তিন বছরের নিশাত নামের এক শিশুর মৃত্যু হয় এবং তার স্বজনরা চিকিৎসকের ওপর হামলা চালায়।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত শিশুটি যুবদল কর্মী রাহিম ইসলামের ছেলে ছিল, এবং হামলাকারীদের মধ্যে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীর উপস্থিতি ছিল। প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন, এনসিপির কেউ সেখানে জড়িত ছিলেন না।

অতএব, ভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের দ্বারা সংঘটিত সাতক্ষীরার হাসপাতাল হামলার ঘটনাকে এনসিপির নামে প্রচার করা হয়েছে— যা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

তথ্যসূত্র:

[https://www.facebook.com/share/v/19xcbwEYQk/](https://www.facebook.com/share/v/19xcbwEYQk/ "‌")

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের নামে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে— তিনি...
03/11/2025

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের নামে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে— তিনি বলেছেন, “জুলাইয়ে রাস্তায় নামাটা আমার জীবনের ভুল সিদ্ধান্ত।” ফটোকার্ডটিতে দৈনিক জনকণ্ঠের লোগো ব্যবহার করা হয়েছে।

তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবিটি সম্পূর্ণ ভুয়া। বাঁধন এ ধরনের কোনো মন্তব্য করেননি এবং দৈনিক জনকণ্ঠও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।

অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, জনকণ্ঠের ২৫ অক্টোবর প্রকাশিত আসল ফটোকার্ড ছিল ভিন্ন শিরোনামের— “জুলাইয়ে রাস্তায় নামাটা আমার জীবনের সেরা সিদ্ধান্ত।” মূলত, আলোচিত ভুয়া ফটোকার্ডটি ওই আসল ফটোকার্ড সম্পাদনা করে তৈরি করা হয়েছে।

জনকণ্ঠের অফিসিয়াল ওয়েবসাইট বা ফেসবুক পেজে এ ধরনের কোনো প্রতিবেদন বা ফটোকার্ড নেই। অন্যান্য নির্ভরযোগ্য গণমাধ্যমেও এই দাবির কোনো প্রমাণ পাওয়া যায়নি। অতএব, অভিনেত্রী আজমেরী হক বাঁধনের নামে প্রচারিত “ভুল সিদ্ধান্ত” মন্তব্যটি মিথ্যা, সম্পাদিত ও বিভ্রান্তিকর।

তথ্যসূত্র:

[https://www.facebook.com/share/p/17JUQARdJP/](https://www.facebook.com/share/p/17JUQARdJP/ "‌")

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে— কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ...
02/11/2025

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে— কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ তাদের সকল নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে, এবং সেই প্রেক্ষিতে ঢাকায় যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের নেতৃত্বে বিশাল মিছিল হয়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি সাম্প্রতিক নয় এবং সম্রাটের নেতৃত্বেও নয়।

ফ্যাক্ট রিভিউ অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, ভিডিওটি আসলে ২০২৩ সালের নভেম্বর মাসের একটি পুরোনো ফুটেজ, যখন নারায়ণগঞ্জে শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের নেতৃত্বে বিএনপির অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। আলোচিত ভিডিওটির একাধিক ফ্রেম মিলে গেছে ‘Sokal Narayanganj TV’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ২০২৩ সালের ১ নভেম্বরের ভিডিওর সঙ্গে।

সুতরাং, ২০২৩ সালের আজমেরী ওসমানের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভের ফুটেজকে ব্যবহার করে সম্রাটের নেতৃত্বে ঢাকায় নতুন মিছিলের দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

তথ্যসূত্র:

https://youtu.be/eK7k6NLdw8Y?si=b-wKV-1OQ2qWqbNE

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে— বিএনপির স্থগিত পদধারী উপদেষ্টা অ্...
02/11/2025

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে— বিএনপির স্থগিত পদধারী উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, “সাজানো গোছানো দেশটা ধ্বংস করে দিচ্ছে রাজাকারের বাচ্চারা।” তবে অনুসন্ধানে দেখা গেছে, এই বক্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও মনগড়া।

ফ্যাক্ট রিভিউ অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, ফজলুর রহমান কখনো এমন মন্তব্য করেননি; দাবিটি প্রথমে একটি স্যাটায়ার পেজ থেকে প্রকাশিত হয় এবং পরে বাস্তব দাবি হিসেবে ছড়িয়ে পড়ে। গণমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্রে খোঁজ নিয়ে তার এমন কোনো বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।

প্রকৃতপক্ষে, ১০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের মিঠামইনে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজিত এক অনুষ্ঠানে ফজলুর রহমান বলেন— “কোনো রাজাকার-আলবদরের বাচ্চা মুক্তিযুদ্ধকে এ দেশ থেকে মুছতে পারবে না।” অর্থাৎ, তার বক্তব্য বিকৃত করে ভিন্নভাবে প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে ফজলুর রহমানের বিরুদ্ধে বিএনপি কারণ দর্শানোর নোটিশ জারি করে এবং তার পদ তিন মাসের জন্য স্থগিত রাখে।

সুতরাং, অ্যাডভোকেট ফজলুর রহমানকে উদ্ধৃত করে প্রচারিত “সাজানো গোছানো দেশটা ধ্বংস করে দিচ্ছে রাজাকারের বাচ্চারা” মন্তব্যটি ভুয়া, বিকৃত এবং বিভ্রান্তিকর।

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গুলশানে বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর বিধান জাতীয় স...
01/11/2025

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গুলশানে বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর বিধান জাতীয় সনদে অন্তর্ভুক্ত না করার অভিযোগ তোলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দৈনিক আমার দেশ-এর নামে একটি ফটোকার্ড প্রচারিত হয়, যেখানে দাবি করা হয়—জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “শেখ মুজিব সম্মানিত ব্যক্তি, তাঁর ছবি টাঙানোর বিধান থাকলে সমস্যা কী।”

তবে ফ্যাক্ট রিভিউ অনুসন্ধানে প্রমাণ মেলে, মিয়া গোলাম পরওয়ার এমন কোনো মন্তব্য করেননি এবং আমার দেশও এ ধরনের কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। আলোচিত কার্ডটি তাদের ডিজাইনের আদলে তৈরি ডিজিটালভাবে সম্পাদিত একটি ভুয়া ফটোকার্ড।

ফটোকার্ডে আমার দেশ-এর লোগো ও ৩০ অক্টোবর ২০২৫ তারিখ দেওয়া থাকলেও সংবাদমাধ্যমটির অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে এমন কোনো পোস্টের প্রমাণ পাওয়া যায়নি। বরং ওই দিন রাতে আমার দেশ তাদের পেজে স্পষ্টভাবে জানিয়েছে—“একটি মহল ভুয়া ফটোকার্ড বানিয়ে পাঠকদের বিভ্রান্ত করছে।”

অতএব, “শেখ মুজিব সম্মানিত ব্যক্তি...” শিরোনামে প্রচারিত আমার দেশ-এর নামযুক্ত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র:

https://www.facebook.com/share/p/1DE2qAgAYc/

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে—নারায়ণগঞ্জের চাষাড়ায় যুবদল কর্মী ও কথিত ক্ষুদ্র ব...
01/11/2025

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে—নারায়ণগঞ্জের চাষাড়ায় যুবদল কর্মী ও কথিত ক্ষুদ্র ব্যবসায়ী মাসুদকে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা হত্যা করেছে। পোস্টগুলোয় বলা হয়, শিবিরবিরোধী ফেসবুক পোস্ট দেওয়ার পর মাসুদকে বাড়ি থেকে ডেকে শীতলক্ষ্যা নদীতে নিয়ে নৌকায় কুপিয়ে হত্যা করা হয়। তবে ফ্যাক্ট রিভিউ অনুসন্ধানে দেখা যায়, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

আলোচিত ভিডিওটি আসলে শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতদের গণধোলাইয়ের ঘটনা। ২৮ ফেব্রুয়ারি রাতে স্থানীয়রা ডাকাতি শেষে পালিয়ে যাওয়া একটি দলকে ধরে পিটিয়ে হত্যা করে। প্রথম আলোসহ মূলধারার গণমাধ্যমে ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে মাসুদ নামের কোনো যুবদল কর্মী বা শিবির সংশ্লিষ্টতার উল্লেখ নেই।

ভিডিওটি ‘Md Abbas’ নামের এক ব্যবহারকারী ১ মার্চ ফেসবুকে “শরীয়তপুরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত” ক্যাপশনসহ পোস্ট করেছিলেন। ওই ভিডিও মিরর করে ও বিকৃত বয়ানে প্রচার করা হচ্ছে।

অতএব, শরীয়তপুরের গণপিটুনির ভিডিওকে নারায়ণগঞ্জে শিবিরের হাতে যুবদল কর্মী হত্যার নামে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি।

তথ্যসূত্র:

https://www.prothomalo.com/amp/story/bangladesh/district/ip626gb9gv

https://www.facebook.com/share/v/1BSyKN5Lrb/?mibextid=rS40aB7S9Ucbxw6v

গাজীপুরের টঙ্গীর টিএনটি বাজার জামে মসজিদের খতিব আলহাজ ক্বারি মুফতি মহিবুল্লাহ মিয়াজীর নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে সম্প্র...
30/10/2025

গাজীপুরের টঙ্গীর টিএনটি বাজার জামে মসজিদের খতিব আলহাজ ক্বারি মুফতি মহিবুল্লাহ মিয়াজীর নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি কালের কণ্ঠ পত্রিকার নামে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফ্যাক্ট রিভিউ অনুসন্ধানে দেখা গেছে, কালের কণ্ঠ তাদের অফিসিয়াল কোনো প্ল্যাটফর্মে এই ফটোকার্ডটি প্রকাশ করেনি।

অনুসন্ধানে আরও জানা যায়, ২৮ অক্টোবর কালের কণ্ঠে প্রকাশিত একটি ফটোকার্ডের সঙ্গে আলোচিত ফটোকার্ডটির নকশা ও ছবির সাদৃশ্য পাওয়া গেছে। আসল ফটোকার্ডটির শিরোনাম ছিল— “অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করলেন মুফতি মুহিব্বুল্লাহ!” যা থেকে শব্দ পরিবর্তন ও নতুন বাক্য সংযোজনের মাধ্যমে ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এই মিথ্যা তথ্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং ইসকনবিরোধী উত্তেজনা উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

তথ্য যাচাইয়ে নিশ্চিত হওয়া গেছে, কালের কণ্ঠ এ ধরনের কোনো প্রতিবেদন প্রকাশ করেনি এবং মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে নিয়ে প্রচারিত উক্ত দাবিগুলোর কোনো প্রমাণও পাওয়া যায়নি। অতএব, ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া এবং ডিজিটালভাবে সম্পাদনা করে তৈরি করা হয়েছে।

তথ্যসূত্র:

https://www.facebook.com/share/p/1BU68HoRX6/?mibextid=rS40aB7S9Ucbxw6v

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে— নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বহিষ্কার...
30/10/2025

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে— নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বহিষ্কার আদেশ প্রত্যাহারের পর আলোচিত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট আবারও ঢাকার রাজপথ দখলে নিয়েছেন। তবে ফ্যাক্ট রিভিউ অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক নয়; এটি ২০২৪ সালের জুলাই মাসের পুরোনো ফুটেজ।

ভিডিওর একাধিক ফ্রেম রিভার্স সার্চ করে বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৬ জুলাই প্রকাশিত ৩ মিনিট ৩৬ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া গেছে, যার সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। একই দিনে সংবাদ প্রকাশ অনলাইন পোর্টালেও ঐ ঘটনার প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যেখানে উল্লেখ ছিল— শিক্ষার্থী আন্দোলনের সময় সম্রাট তার নেতাকর্মীদের নিয়ে গুলিস্তানে অবস্থান কর্মসূচি পালন করেন।

অতএব, প্রচারিত ভিডিওটি পুরোনো এবং এর সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।

সুতরাং, “সম্রাট রাজপথ দখলে মাঠে নেমেছেন” শিরোনামের প্রচার সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলকভাবে প্রচারিত।

তথ্যসূত্র:

https://youtu.be/s9ojwDVm038?si=_WzHf0A6RDeFX4ih

ভারতীয় গণমাধ্যমের একটি অংশ, বিশেষ করে কলকাতাভিত্তিক ইস সময় অনলাইন, “বাংলাদেশে জঙ্গিদের গণহত্যার ছক” শিরোনামে যে প্রতিবেদ...
30/10/2025

ভারতীয় গণমাধ্যমের একটি অংশ, বিশেষ করে কলকাতাভিত্তিক ইস সময় অনলাইন, “বাংলাদেশে জঙ্গিদের গণহত্যার ছক” শিরোনামে যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও প্রোপাগান্ডামূলক। প্রতিবেদনে বাংলাদেশের বিরুদ্ধে একতরফা গোয়েন্দা তথ্য উপস্থাপন করে ভুলভাবে দাবি করা হয়েছে যে, সংখ্যালঘুদের ওপর সংগঠিত হামলার পরিকল্পনা চলছে। কিন্তু তদন্তে দেখা গেছে, রিপোর্টটি মূলত গুজবনির্ভর—অনির্দিষ্ট ‘গোপন সূত্র’, পুরোনো ছবি ও সোশ্যাল মিডিয়ার পোস্টের উপর ভিত্তি করে তৈরি।

রিপোর্টটি একইভাবে একাধিক সাইটে কপি-পেস্ট করে ছড়ানো হয়েছে, যা স্পষ্ট করে এটি প্রচারমুখী পরিকল্পনা। বাংলাদেশে ২০২৪ সালের জুলাই পরবর্তী সময়েও কোনো সংগঠিত জঙ্গি নেটওয়ার্ক বা গণহত্যার প্রস্তুতির প্রমাণ মেলেনি। সরকারি নথি, পুলিশি বিবৃতি ও স্বাধীন প্রতিবেদন সবই প্রমাণ করে, এ ধরনের দাবি ভিত্তিহীন।

প্রোপাগান্ডার লক্ষ্য স্পষ্ট—ভয় ও বিভাজন ছড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ সম্প্রীতিতে আঘাত হানা। এই প্রচারণার মাধ্যমে ভারতীয় মিডিয়া রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে।

ফ্যাক্ট রিভিউর পর্যবেক্ষণ অনুযায়ী, এটি এক ধরনের মিডিয়া সন্ত্রাস—যার উদ্দেশ্য বিভ্রান্তি ছড়িয়ে প্রতিবেশী দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা।

অতএব, “জঙ্গি গণহত্যার ছক” সংক্রান্ত প্রতিবেদনটি সম্পূর্ণ প্রমাণহীন, পরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Fact Review posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share