
09/10/2025
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে—“প্রতিশোধ নেওয়া মাত্র শুরু। যেখানে এনসিপি সমন্বয় সেখানে ক্যালানি। বাংলাদেশের প্রতিটি জেলায় এভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।” ভিডিওটি দ্রুত ভাইরাল হয় এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্মীকে মারধরের ঘটনা হিসেবে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে দেখা গেছে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
তবে আলোচিত ভিডিওটি নিয়ে অনুসন্ধানের জানা যায়, ভিডিওটি আসলে ভারতের হরিয়ানা রাজ্যের মহেন্দ্রগড় জেলার একটি ঘটনার। সেখানে গরু চোরাচালানের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে গো-রক্ষক পরিচয়ধারীরা মারধর করেছিল। এই ভিডিওকেই বিকৃতভাবে এনসিপি কর্মীর ওপর হামলার ভিডিও বলে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে উক্ত ভিডিওটি FOEJ Media নামের একটি ভারতীয় সংবাদ সংস্থা তাদের এক্স হ্যান্ডেলে ১৪ সেপ্টেম্বর প্রকাশ করেছিল।
দুই ভিডিওর দৃশ্য, পোশাক, ও পারিপার্শ্বিকতা হুবহু মিলে যায়, যা স্পষ্ট করে যে এটি ভারতের ঘটনার ফুটেজ, বাংলাদেশের নয়।
অতএব, বাংলাদেশের এনসিপি কর্মীকে মারধরের দাবিতে প্রচারিত এই ভিডিওটি প্রকৃতপক্ষে ভারতের হরিয়ানায় গো-রক্ষকদের দ্বারা এক ব্যক্তিকে নির্যাতনের পুরোনো ফুটেজ, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল প্রেক্ষাপটে প্রচারিত হয়েছে।
তথ্যসূত্র:
https://x.com/FoejMedia/status/1967093328035672423