Sumi's Vibes

Sumi's Vibes Alhamduillah for everything

ইন্না লিল্লাহ।😭 কিছুক্ষন আগে পটিয়া মাদ্রাসার সামনে একটা পিক-আপের নিচে পড়ে একটা বাচ্চা মা'রা গিয়েছে 😢  বাচ্চাটি অটোরিকশা ...
01/02/2025

ইন্না লিল্লাহ।😭

কিছুক্ষন আগে পটিয়া মাদ্রাসার সামনে একটা পিক-আপের নিচে পড়ে একটা বাচ্চা মা'রা গিয়েছে 😢 বাচ্চাটি অটোরিকশা থেকে পড়ে মাথা গিয়ে পিক-আপের চাকার নিচে পড়েছে।😥 বাচ্চাটির বয়স দেড় বছর, তার মায়ের কোল থেকে পড়ে গিয়েছে।😭

31/01/2025

ভালোবাসা

31/01/2025

Alhamduillah

28/01/2025

সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না।
গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো, অনেক সম্মানের, অনেক আরামদায়ক।
গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে?

এখানে বেশিরভাগ মানুষ এতই #টক্সিক যে তারা তাদের ব্যাক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন, আপনি বোরকা পড়েন না কেন, অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেয়না কেন, বয়স ২৫ পেরিয়ে গেলেও এখনো জব হয়না কেন, আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় আপনি এখনো পড়াশুনা করেন কেন এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন। মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয় অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত।

গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া।
আপনি এমন কোনো বাড়ি খুজে পাবেন না যেখানে জায়গা-জমি নিয়ে কোনো বিরোধ নেই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবে ঝগড়া লেগেই থাকে।
১ ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি, অশ্লিল ভাষায় গালাগালি, মামলা মোকদ্দমা চলতেই থাকে।

এইজন ওইজনের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বাদিয়ে দেওয়া, কাউকে পছন্দ নাহলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া, এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেনো একটি নিত্যদিনের কাজ।

গ্রামের বেশিরভাগ মানুষ ই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝেনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বুঝেনা, এমবিবিএস ডাক্তার এর মানে বুঝেনা।
তাদের কাছে সরকারি চাকুরী মানে পুলিশ(হউক কনস্টেবল), সেনাবাহিনী (হউক সৈনিক), প্রাইমারি স্কুলের শিক্ষক এসব ই। আর একজন নার্সিং এ পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তার ভাবে তেমনি সরকারি মেডিকেলে এমবিবিএস পড়ুয়া কাউকেও সে রকমই ভাবে। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকুরী করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি। আপনি যদি প্রাইমারি স্কুলের পিওন ও হোন তাও মেয়ে বিয়ে দিতে রাজি, কিন্তু বেসরকারি যতো ভালো চাকুরী ই করেন,আমতা আমতা করবেই।
তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহনের থেকে আপনার সে বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক/কনস্টেবল/ বিদেশে বা কোনো কাজে চলে গেছে।

আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ে চুমুক উঠেই গীবত দিয়ে। যেখানে কার বৌয়ের বাচ্চা হচ্ছেনা, কার বৌ প্র‍্যাগন্যান্ট থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কোনোটার ই গবেষণা বাকি থাকেনা। যার অধিকাংশই আবার গুজব।

এতসবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকেই, যারা আপনাকে বুঝতে চায়, বুঝে, বুঝার চেষ্টা করে। যারা অন্যের ব্যাক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয়, যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয়, যারা চায়ের কাপে মিথ্যা আর গীবতের ধুয়ো উঠায় না। তাদের স্যালুট, তারা আজীবন সম্মানপ্রাপ্য।

জন্ম থেকেই গ্রামের পলিমাটি গায়ে মেখেও, একজন খাটি গ্রাম্য মানুষ হয়েও এ কথাগুলো লিখার একমাত্র কারণ তিক্ততা।

ধন্যবাদ

27/01/2025

"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক"
অর্থ: হে আল্লাহ,আপনি আমার ভাগ্যকে খুলে দিন🤲

স্ত্রীর জন্য স্বামীর বাড়ির পরিবেশ এমন হওয়া উচিত যে সে তার বাবার বাড়িতেই যেতে চাইবে না। যাবে না, তা না। অবশ্যই যাবে। কিন্...
26/01/2025

স্ত্রীর জন্য স্বামীর বাড়ির পরিবেশ এমন হওয়া উচিত যে সে তার বাবার বাড়িতেই যেতে চাইবে না।

যাবে না, তা না। অবশ্যই যাবে। কিন্তু জলদি ফিরে আসার জন্য সে নিজেই উদগ্রীব থাকবে।

কিন্তু যদি এমন হয়, বাবার বাড়িতে গিয়ে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাহলে ব্যাপারটা খুব প্যাথেটিক। প্যাথেটিক এই সেন্সে যে তাকে আজীবন ঐ স্বামীর সংসার করতে হবে। ঐ বাড়িতেই থাকতে হবে।

Can you imagine!

বাচ্চা পালতে পালতে আমার অবস্থা এখন এই 😒নাইতে যাই খাইতে যাই কানে শুধু একটাই সাউন্ড ,ওয়া ওয়া 😳
25/01/2025

বাচ্চা পালতে পালতে আমার অবস্থা এখন এই 😒
নাইতে যাই খাইতে যাই কানে শুধু একটাই সাউন্ড ,ওয়া ওয়া 😳

আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে।যারা কোনো বিবাহিত মেয়েদেরকে বিয়ের পর থেকে শুরু করে জ্বালানো।তাদের প্রশ্নবাণে ক্ষত-বিক্...
24/01/2025

আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে।যারা কোনো বিবাহিত মেয়েদেরকে বিয়ের পর থেকে শুরু করে জ্বালানো।
তাদের প্রশ্নবাণে ক্ষত-বিক্ষত করে একটা অসহায় দম্পতিকে।তাদের আলাপ শুরু হয় এটা দিয়ে....
"কি রে সুখবর কবে দিবি"
মিষ্টি কবে খাবো?(না মানে মনে হয় জীবনে কখনো মিষ্টি খায়নি)।
তারপর শুরু হয়।
"খেয়ে খেয়ে এতো মোটা হয়েছিস এরপর তো বাচ্চা নিতে সমস্যা হবে"
নাকি হচ্ছে না?
নাকি নিচ্ছিস না।
তোর বিয়ে আর আমার অমুকের বিয়ে তো বেশি দিন আগে পরে হয়নি।অমুকে ছেলে/মেয়ে স্কুলে যাওয়া শুরু করেছে তো।
"বিয়ের এত বছর হয়ে গেলো তাও বাচ্চা হচ্ছে না?"
শুধু কি স্বামী-স্ত্রী মিলে সংসার হয় নাকি?
বাচ্চা নাহলে সংসার হয় না।

তারচেয়ে ভয়ংকর কথা এটা,যে তোর সমস্যা না তোর হাজবেন্ডের?

এগুলো যে বলে বেড়ান যাকে বলেন কখনও ভেবে দেখেছেন সেই দম্পতিটা লাস্ট কতদিন বাবুর জন্য চেষ্টা করছে।যাকে ভাবছেন ঘরে বসে খেয়েদেয়ে মোটা হচ্ছে সে হয়তো শরীরের হরমোনাল কোনো সমস্যার জন্য কনসিভ করতে পারছে না।অথবা শারিরীক দিক দিয়ে এখনো ফিট নয় এজন্য কনসিভ হচ্ছে না।সবার লাইফের লক্ষ্য তো এক হয় না।সবার জীবনচক্র এক হয় না।

একটা বিবাহিত দম্পতির সংসারে বাচ্চা দরকার কখন সেটা একমাত্র তাদের সিদ্ধান্ত আপনি আমি বা কোনো থার্ড পার্সন এ বিষয়ে মতামত দিতে পারে না।
আর রইলো শারিরীক সমস্যা এটা থাকতেই পারে কিন্তু তাঁকে ডিরেক্ট ফোর্স করতে পারেন না।তার সংসার,বাচ্চা পুরোটা তার বা তাদের দুজনের ব্যক্তিগত।

শেষমেশ এতটুকু বলতে চাই যদি জানেন কোনো বিবাহিত মেয়েকে বাচ্চা কবে নিবি বলার স্পর্ধা দেখান তাহলে একশো বার ভাববেন যে কাকে বলছি?
কেন বলছি?
খুব দরকার কারো ব্যক্তিগত বিষয়ে নাক গলানো।

একটা মেয়ে দেরীতে মা হওয়া নিয়ে যতটা ভয়ে থাকে তার চেয়ে ঠিক হাজার গুণ ভয়ে থাকে আপনাদের মতো মানুষদের কথা ফেস করতে হয় বলে।

প্লিজ একটু সহজ হোন।মানুষের স্বাভাবিক জীবন অস্বাভাবিক না করার অনুরোধ থাকলো 🙏

21/01/2025

পৃথিবীতে সব চাইতে সুখী মানুষ হচ্ছে সেই ব্যক্তি, যার মা-বাবা এখনো বেঁচে আছে।মহান আল্লাহ তাআলা পৃথিবীর সকল বাবা-মা কে সুস্থ ও হেফাজতে রাখুক।

রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা।🖤🌸

এই পর্দাশীন আপুরা আজকে কট খাইছে। জনগণ রুমডেটের সময় হাতেনাতে ধরে ১০ লাখ টাকার কাবিনের বিনিময়ে এজেকটাকে বিয়ে পড়িয়ে দেওয়া হ...
20/01/2025

এই পর্দাশীন আপুরা আজকে কট খাইছে। জনগণ রুমডেটের সময় হাতেনাতে ধরে ১০ লাখ টাকার কাবিনের বিনিময়ে এজেকটাকে বিয়ে পড়িয়ে দেওয়া হয়। যাইহোক বিয়ে হইছে বইলা রক্ষা না হয় এমন পর্দাশীন হুর কোনো না কোনো ভাইয়ের গলায় ঝুইল্লা যাইতো।

এইজন্যই বোরকাওয়ালী হইলেই পাগল হইয়া যাইয়েন না। খুজ খবর নিয়া বিয়া কইরেন ভাই

Hello papa❤যদি আমাকে সুস্থ সবল দেখতে চাও তাহলে আমার মায়ের যত্ন নিও💗
19/01/2025

Hello papa❤
যদি আমাকে সুস্থ সবল দেখতে চাও তাহলে আমার মায়ের যত্ন নিও💗

অবশেষে চলেই গেল 🥹 আপু অনেক চেস্টা করেছেন সুস্থ করার জন্য যা অনেকেই করেনা। ৯৯% সম্ভাবনা ছিলো না ফেরার সেটা জেনেও থাইল্যান...
15/01/2025

অবশেষে চলেই গেল 🥹 আপু অনেক চেস্টা করেছেন সুস্থ করার জন্য যা অনেকেই করেনা। ৯৯% সম্ভাবনা ছিলো না ফেরার সেটা জেনেও থাইল্যান্ডে নিয়ে সব থেকে বেস্ট ট্রিটমেন্ট দিয়েছেন। উনি সত্যি দেখিয়ে দিয়েছেন ভালোবাসা কোন বয়সের মধ্যে সীমাবদ্ধ থাকেনা। ভালোবাসা হয় সুন্দর দুটি মনের মধ্যে...

উপরে ভালো থাকুন,,, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন😥💔❤️

# Sanvi by tony

আমার পাশের বাসায় f ব্লক ৩ number road  য়ে বসুন্ধরা তে কেও এ বাবু টাকে ময়লার drum ফেলে দিলো। বসুন্ধরা অনেক  secured এরিয...
15/01/2025

আমার পাশের বাসায় f ব্লক ৩ number road য়ে বসুন্ধরা তে কেও এ বাবু টাকে ময়লার drum ফেলে দিলো। বসুন্ধরা অনেক secured এরিয়া, বাহিরের লোক এসে কোন বিল্ডিং এর ময়লার box বাচ্চা ফেলে রেখে যাওয়া কিছুটা তো অসম্ভব মনে হয়। মানুষ আল্লার কাছে চাইতে চাইতে বাচ্চা পায় না আর এটা কত নিষ্ঠুর। পুলিশ এসে বাবুটাকে নিয়ে গেল। এটা আরো কয়েকদিন আগের ঘটনা তখন শেয়ার করিনি আজকে একটু স্বাভাবিক হয়ে শেয়ার করলাম। আমার দারোয়ান এসে যখন আমাকে বলল আমি বিশ্বাস করতে পারিনি অনেক traumatized হয়ে গেছিলাম. আল্লাহ তো নিষ্ঠুর মানুষ ও পৃথিবীতে সৃষ্টি করছে জানা ছিল না. মানুষ চাইতে চাইতেও আল্লাহর কাছে একটা বাবু পায় না আর এরা আহহহ দুনিয়া।
বাবু টা কে মৃত পেয়েছে

14/01/2025

এভাবে কখনোই সমস্যার সমাধান হতে পারেনা ভাই!💔

Send a message to learn more

দেখুন দেখুন কিছু  মানুষের মুখের উত্তর দিয়ে তারা অবশেষে বিয়ে করে নিলো। মাশা-আল্লাহ, মাশা-আল্লাহ।  চোখের শান্তি,মনের শান্ত...
13/01/2025

দেখুন দেখুন কিছু মানুষের মুখের উত্তর দিয়ে তারা অবশেষে বিয়ে করে নিলো। মাশা-আল্লাহ, মাশা-আল্লাহ। চোখের শান্তি,মনের শান্তি।

কে যেন বলেছিলো "এখানেই সমাপ্ত বাসায় গিয়েই block"
এখন তারা কি বলবে!? আসলে তারা কা*পুরুষ বলে সবাইকে একই ভাবে এরা যে কবে বুঝবে বাহির সৌন্দর্যই সব না। সৌন্দর্য ক্ষণস্থায়ী গুন টাই আসল!
আমি তাদের চিনি না,জানিও না,কখনো কথা হয়নি তাও কত মায়া মেয়েটার উপর! এত্ত আনন্দ লাগছে মনে হয় নিজের কেউ পূর্নতা পেল।

আল্লাহ তাদের দাম্পত্য জীবন সুখের করে দিক। অনেক অনেক শুভকামনা তাদের জন্য।🥹🌻

12/01/2025

নিজের দিকে নিজে তাকাইলে এখনো একটা ছোট্ট বাচ্চারে দেখি। যে কিছুই জানেনা দুনিয়া সম্পর্কে, শুধু কান্না ভরা ছলছল চোখে তাকায় থাকে আকাশের দিকে, যাতে চোখের পানি না গড়ায়। মাঝে মাঝে আমার খুব বিষন্ন লাগে, আশেপাশের মানুষগুলারে আমি বুঝতে পারিনা, কারে জড়ায় ধরলে একটু ভাল্লাগবো সেইটাও ভাইবা পাইনা, গলার মধ্যে কী যেনো আটকাইয়া থাকে, দম বন্ধ লাগে। দৌঁড়াইয়া আম্মুরে জিজ্ঞাসা করতে মন চায়, আম্মু আমি কি খুব খারাপ মেয়ে? বয়স বাড়াতে এইটাও করতে পারিনা, লজ্জা লাগে।

12/01/2025

বেশি শিক্ষিত, ইগো ওয়ালা, বেশী ফ্যাশনেবল, টাকার গরম দেখানো, উচ্চবিত্ত মানুষদের থেকে নিজেকে দূরে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করি!🤍

10/01/2025

কি সুন্দর ভাবে কথাগুলো বুঝিয়েছেন ইনশাআল্লাহ 🤲

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumi's Vibes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category