25/10/2025
পরীক্ষার হলে পরপর কয়েকবার কাশি দিচ্ছিলেন এক পরীক্ষার্থী। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ওই পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে দুটি ডিভাইস উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ক্ষুদ্রাকৃতির গোল ডিভাইসটি তার কানের ভেতর বিশেষ প্রক্রিয়ায় যুক্ত ছিল। অন্যটি সাঁটানো ছিল স্যান্ডো গেঞ্জির সঙ্গে। পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তাকে তাৎক্ষণিক আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০ টার দিকে দিনাজপুর শহরের কসবা এলাকায় খাদ্য অধিদপ্তরের ‘উপখাদ্য পরিদর্শক’ পদের চাকুরি পরীক্ষায় কেরী মেমোরিয়াল হাই স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।