Jamuna TV FNS

Jamuna TV FNS jamuna tv fns,

09/09/2025

আজ, ৯ সেপ্টেম্বর ২০২৫, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৩টা পর্যন্ত � � �।
The Daily Star
The Business Standard
Dhaka Tribune
অত্যন্ত উৎসাহপূর্ণ ভোটগ্রহণ কার্যক্রম: ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ, শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার � �। প্রথমদিকে শিক্ষার্থীরা ভীড়ে প্রীতি প্রকাশ করছে— "স্ত্রান্ত রাত কাটিয়ে যারা সকাল ৬টা থেকে লাইনে আছেন"— এরকম অনুভুতির খবরও এসেছে � �।
The Business Standard
The Daily Star
The Daily Star
Prothomalo
ভোটার উপস্থিতি ও প্রতিযোগিতা: এই নির্বাচনে প্রায় ৩৯,৮০০ জন ভোটার রয়েছে, এর মধ্যে প্রায় ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে ৬২ জন নারী � �।
The Business Standard
BSS
আইন-বিধি লঙ্ঘনের অভিযোগ: চিপায় ভোটারদের প্ররোচনা বা কেন্দ্রের ১০০ গজের মধ্যে ভোটার-স্লিপ বিতরণসহ নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে �। এছাড়াও, প্রিসংকলিত ব্যালট পেপার দেয়ার অভিযোগও করা হয়েছে � �।
The Daily Star +1
Instagram
The Daily Star
ভিপি ও জিএস পদে হালখাতা: ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন � �।
The Business Standard
Dhaka Tribune
নির্বাচনের গুরুত্ব: এই প্রথম নির্বাচন হচ্ছে সাম্প্রতিক “জুলাই–আগস্ট ২০২৪”的 ছাত্র আন্দোলনের পর, তাই জাতীয় পর্যায়ে এর গুরুত্ব বিরাট � �। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য even বলেছেন, “ডাকসু নির্বাচন পুরো জাতির কাছে উদাহরণ হয়ে দাঁড়াবে” �।

প্রস্তাবিত আরপিওতে পিআর ব্যবস্থা না থাকায় জামায়াতের অসন্তোষবাংলাদেশের আসন্ন নির্বাচনী সংস্কার প্রক্রিয়ায় প্রস্তাবিত Repr...
05/09/2025

প্রস্তাবিত আরপিওতে পিআর ব্যবস্থা না থাকায় জামায়াতের অসন্তোষ
বাংলাদেশের আসন্ন নির্বাচনী সংস্কার প্রক্রিয়ায় প্রস্তাবিত Representation of the People Order (আরপিও) খসড়ায় প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতি অন্তর্ভুক্ত করা হয়নি। এ নিয়ে জামায়াতে ইসলামী প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছে।
জামায়াতের বক্তব্য,
পিআর ব্যবস্থা থাকলে ছোট ও মাঝারি দলগুলোও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব পাওয়ার সুযোগ পেত।
বর্তমান ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ (FPTP) ব্যবস্থায় কেবল বড় দলগুলোর আধিপত্য প্রতিষ্ঠিত হয়।
জনগণের প্রকৃত ভোটের প্রতিফলন সংসদে হয় না।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে,
পিআর পদ্ধতি কার্যকর হলে সংসদে আসন বণ্টন অনেকটা দলীয় প্রাপ্ত মোট ভোটের অনুপাতে হতো।
এতে বহুদলীয় গণতন্ত্র শক্তিশালী হতে পারত।
তবে বড় দলগুলো এই পদ্ধতি গ্রহণে আগ্রহী নয়, কারণ এতে তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ঝুঁকির মুখে পড়তে পারে।

04/09/2025

প্রায় ৩৫ বছর পর পাঁচটি সমমনা ইসলামি দল (ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস) একসঙ্গে বসেছে — “এক বাক্সে ভোট পাঠাতে” চেষ্টার অংশ হিসেবে একক প্রার্থী নিয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রাথমিক প্রস্তুতি চলছে ।

২. ObserverBD রিপোর্ট অনুযায়ী, এ পাঁচ দল একটি liaison committee (লিয়াজোঁ কমিটি) গঠন করেছে এবং আগামী বৈঠকে প্রার্থীদের কৌশল ও জোট সম্প্রসারণের আলোচনা চলছে ।

৩. তবে গত ২৫ জুলাই ২০২৫ তারিখে আরটিভি নিউজ জানায়, চারটি ইসলামি দল জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে একটি নতুন জোট গঠন করতে যাচ্ছে, যেখানে ঐক্য প্রক্রিয়ার গতি বাড়ানোর লক্ষ্যে ঐ দলসমূহ ঐক্যবদ্ধভাবে কাজ করবে ।

৪. অন্যদিকে, IANS / Indian New England News রিপোর্ট অনুযায়ী, ৫টি ইসলামপন্থী দল (ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জামিয়তে উলামায়ে ইসলাম, ও নেজামে ইসলাম পার্টি) একটি liaison committee গঠন করেছে নির্বাচনী প্রস্তুতির জন্য ।

৫. সর্বশেষ Bangla Digest—এ বসে জমায়াতে ইসলামী ইসলামী দলগুলোর সাথে একটি শক্তিশালী জোট গঠনের চেষ্টায় রয়েছে; তবে দেশের বিভিন্ন ইসলামি দল যেমন—হেফাজত-e-ইসলাম, নেজামে ইসলাম, ইসলামী ঐক্যজোট প্রভৃতি পার্টি এখনও সাড়া দেয়নি ।

---

সারসংক্ষেপ:

এই মুহূর্তে প্রধান ইসলামপন্থী দলগুলো এক-জোট হয়ে নির্বাচন মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছে — বিশেষ করে “এক বাক্সে ভোট পাঠানো” ও একক প্রার্থী নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ধারণা চলছে।

একটি liaison committee গঠিত হয়েছে পদক্ষেপগুলো সমন্বিত করার জন্য।

জমায়াতে ইসলামী দলটি কিছু অংশে জোট গঠনের চেষ্টা করলেও, অনেক দল এখনও সতর্ক বা একমত নয়।

কিছু দল জামায়াতকে ছাড়িয়ে অন্য মঞ্চে জোট গঠন করতে আগ্রহী।

21/07/2025

⚖️ ১. ‘কেয়ারটেকার’ ব্যবস্থা পুনরুজ্জীবন

রাজনীতিতে বিরোধীদল ও ক্ষমতাসীন মহলের মধ্য সমঝোতায় পুরনো ‘কেয়ারটেকার’ সরকার ব্যবস্থা আবার চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে—নির্বাচন নিরপেক্ষ ও বিশ্বস্ত করতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ।

---

🌾 ২. যুক্তরাষ্ট্রের সঙ্গে গম আমদানির এমওইউ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্মারক স্বাক্ষরিত হয়েছে: খাদ্য নিরাপত্তা ও পুষ্টির লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হবে ।

---

💊 ৩. মার্কিন শুল্কের হুমকি ও ফার্মা খাত

যুক্তরাষ্ট্রে ২০০% শুল্ক আরোপের হুমকি থাকলেও বর্তমানে তা বাংলাদেশের জন্য ভয়ালো মাত্রার নয়—যেহেতু আমাদের ফার্মা রফতানির বড় অংশ এখনো গড়ে ওঠেনি। তবে, ভবিষ্যতে এই বাজার হারানোর আশঙ্কা রয়েছে ।

---

🏏 ৪. টি২০ সিরিজে পাকিস্তানকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ

মিরপুরে অনুষ্ঠিত প্রথম টি২০ ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছে। পারভেজ হোসেন ইমন (৫৬* রানে) ও মুস্তাফিজুর রহমানের সন্নিবেশে একঝাঁক শক্তিশালী পারফর্মেন্স ব্রিফিরি করেছে । পাকিস্তান কোচ মাইক হেসন ম্যাচের পরে ঢাকা পিচ নিয়ে সমালোচনা করেছেন ।

---

🏗️ ৫. ব্রাহ্মপুত্রের পানি নিয়ে চিন-ভারত-বাংলাদেশ উদ্বেগ

চীনের তিব্বতের ইয়ারলুং যাংবো নদীতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প বোঝানো হচ্ছে; তবে downstream—বিশেষ করে ভারত ও বাংলাদেশের—জনজীবনে পানি সরবরাহ ও পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে ।

---

🏛️ ৬. দুদলের রাজনীতির উত্তরণ: ‘বের করো দেশকে’

সাবেক এমপি ব্যারিস্টার সুমন ঢাকা আদালতে বলেছেন, “তোমরা নতুন প্রজন্মকে প্রতারিত করছ, ইতিহাস ক্ষমা করবে না”—সরকারী দল ও তার সমর্থকদের কঠিন ভাষা ব্যবহার নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে ।

---

🔥 সারসংক্ষেপ

রাজনৈতিক: ভোটপ্রক্রিয়ার স্বচ্ছতা বাড়াতে কেয়ারটেকার ব্যবস্থা ও রাজনীতির সাংগঠনিক পরিবর্তন চলছে।

অর্থনীতি: খাদ্য নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের অবদান ও ফার্মা খাতের সম্ভাব্য প্রতিকূলতা।

খেলাধুলা: বাংলাদেশের ক্রিকেট দলের সাম্প্রতিক দুর্দান্ত খেলা।

সময়: চীন–ভারত–বাংলাদেশের পানি ও পরিবেশ নিয়ে বৈশ্বিক আলোচনা।

19/07/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্প্রতি ১৯ জুলাই জাতীয় সমাবেশে যে ৭ দফা দাবি করেছে, সেগুলো নিচে সাজিয়ে দেওয়া হলো:

1. ২০২৪ সালের ৫ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার

2. রাষ্ট্রের সব স্তরে মৌলিক সংস্কার

3. ঐতিহাসিক 'জুলাই সনদ' এবং ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন

4. জুলাই মাসের অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন

5. জনমতের প্রকৃত প্রতিফলনের জন্য প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন

6. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ

7. রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতকরণ

🗓️ দল তাদের দাবিগুলো পূরণ হলে যে কোনও সময় নির্বাচনে অংশ নেওয়া যাবে বলেছে ।

এই ৭ দফা দাবির পেছনে জামায়াতের মূল উদ্দেশ্য হল:

স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা

সৌজন্যমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করা

ক্ষমতার ভারসাম্য বজায় রাখা

জুলাই ২০২৪–এর ঘটনাগুলোর ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা

17/07/2025

গোপালগঞ্জের সকালের ১০টি শীর্ষ খবর

1. NCP পদোযাত্রা ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষ ও গোলাগুলি
জাতীয় নাগরিক পার্টির (NCP) কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সকাল থেকেই হামলা–সংঘর্ষ শুরু হয়েছে, ব্যবস্থা গ্রহণে কারফিউ জারি করা হয়েছে ।

2. কেউ কেউ নিহত: ৩–৪ জন প্রাণ হারিয়েছে সংঘর্ষে
বিভিন্ন খবর সংস্থা জানাচ্ছে ৪ জন নিহত হয়েছে, সরকারি হিসাবে ৩–৪–এর আশেপাশে ।

3. কঠোর কারফিউ; সেনা, পুলিশ ও বিজিবি মোতায়েন
রাত থেকেই কারফিউ জারি ও সেনা–পুলিশ–বিজিবি একাধিক প্লাটুন যুক্ত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে ।

4. যুব অধিকার রক্ষার দাবিতে NCP–এর প্রচারণা
মার্চ আয়োজনের সময় NCP দাবি করছে যুব অধিকার ও গণতন্ত্র রক্ষায় এগিয়ে এসেছে ।

5. আওয়ামী লীগ–ছাত্রলীগ ও বিদ্রোহীদের সংঘর্ষ
ছাত্রলীগসহ আওয়ামী লীগ সমর্থকেরা NCP সমাবেশে হামলা চালায়—এতে ব্যাপক সংঘর্ষ হয়েছে ।

6. যন্ত্রপাতি ভাঙচুর, গাড়ি পোড়ানো
যানবাহন ভাঙচুর, গাড়ি ও পরিবহন জ্বালিয়ে দেওয়া হয়েছে; তা নিয়ে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা চলছে ।

7. আন্তর্জাতিক প্রতিবেদন: চারজন নিহত, বেশ কয়েকজন আহত
Reuters ও AP রিপোর্টে বলা হয়েছে অন্তত ৪ জন নিহত ও বহু আহত ।

8. আন্তর্জাতিক উদ্বেগ: রাজনৈ‌তিক ভেদাভেদের ভয়
এই সহিংসতায় দেশের রাজনীতিতে দ্বন্দ্ব ও ভিন্নমতের লোমহর্ষক বিভাজন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ।

9. প্রধান খবরে: ইসলামবাদীদের হামলার আশঙ্কা
গোপালগঞ্জকে কেন্দ্র করে ইসলামপন্থীদের সম্ভাব্য অস্থিতিশীলতা নিয়ে খবর এসেছে ।

10. মার্চ টু গোপালগঞ্জ আন্দোলন এখনো জারি
এই মুহূর্তেও মার্চটি চলছে, এবং আগামী দিনগুলোতেও NCP–এর কর্মসূচি অব্যাহত থাকবে ।

09/07/2025

1. বাংলাদেশ–মার্কিন পররঞ্জন সংলাপের দ্বিতীয় রাউন্ড শুরু
আজ নিউ ইয়র্কে নয়—ওয়াশিংটন ডিসিতে শুরু হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে "পারস্পরিক শুল্ক চুক্তি" নিয়ে দ্বিতীয় রাউন্ডের আলোচনা, যা চলবে ১১ জুলাই পর্যন্ত। বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বাসিরউদ্দিন নেতৃত্ব দিচ্ছেন ।

2. যুক্তরাষ্ট্র ৩৫% শুল্ক আরোপের ফলে বৈষয়িক কর্মকাণ্ড বন্ধের আশঙ্কা
১ আগস্ট থেকে কার্যকর হবে যুক্তরাষ্ট্রের নতুন ৩৫% শুল্ক। এতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে ব্যাপক চাপ দেখা দিচ্ছে—রিজার্ভ হ্রাস, উৎপাদন খরচ বৃদ্ধি ও কর্মসংস্থান সংকটের সম্ভাবনা দেখা দিয়েছে ।

3. নতুন ঘাঁটিদারি শুল্ক নিয়ে আলোচনায় আজ
আজই অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশের বাণিজ্য সচিবদের অংশগ্রহণে ৩৫% শুল্ক ইস্যুতে আরও আলোচনা ।

4. লিকড অডিয়োতে দাবী—শেখ হাসিনা ‘ফাইণ্ড এন্ড শুট’ নির্দেশ দিয়েছেন
একটি উদ্ধার অডিয়োতে দাবি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ছাত্রবিক্ষোভের মোকাবেলায় ‘find-and-shoot’ নির্দেশ দিয়েছেন। ১,৪০০ জনের মৃত্যুর ঘটনায় নতুন ফের আলোচনার সৃষ্টি হয়েছে ।

5. বাংলাদেশ–তুর্কি প্রতিরক্ষা সহযোগিতার নতুন অধ্যায়
তুরস্কের প্রতিরক্ষা কর্মকর্তা বাংলাদেশের চিফ অ্যাডভাইজার মুহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা বিষয়ক আলোচনা করেছেন—দুটি দেশের মধ্যে দ্বিতীয় সাধারণ বৈঠক, যা শক্তিশালী সহযোগিতার ইঙ্গিত দেয় ।

---

এই খবরগুলো বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তাপের প্রতিফলন—একদিকে বাণিজ্য-শুল্ক নিয়ে চাপ, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে তীব্রতা।

08/07/2025

📰 ট্রাম্প–শুল্ক যুদ্ধ (Tariff War)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগস্ট ১ থেকে জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ।

জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু এই সিদ্ধান্তকে “দুঃখজনক” বলেছেন, তবে দুইদেশই এখন বৈঠকের মাধ্যমে বাণিজ্যিক সমঝোতা করার পথে ।

---

🕊️ গাজা বিরোধ বিরতির প্রচেষ্টা

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে ওয়াশিংটনে বৈঠকে ৬০‑দিনের সম্ভাব্য এক বিরতির খসড়া আলোচনা হয়েছে।

আলোচনায় ইসরায়েলি প্রত্যাহার, রিলিফ, বন্ধীক বিনিময় ইত্যাদি বিষয় চালু হয়েছে, তবে আল্ট-রাইট গোষ্ঠী ও হামাসের প্রতিকূলতার মধ্যে মূল বিবাদ রয়ে গেছে ।

---

🌍 মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্র–ইরান সংক্রান্ত

ট্রাম্প প্রশাসন ইরান–ইসরায়েলের মধ্যবর্তী proxy‑যুদ্ধ এবং গাজা সংকট নিয়ে মধ্যপ্রাচ্যে সরাসরি ও পরোক্ষ ভূমিকা সক্রিয় রেখেছে ।

ইরানের সঙ্গে যুক্ত আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে ট্রাম্প জানিয়েছেন ।

---

🌐 বিশ্ব রাজনীতি ও অর্থনীতি

চীনের ভিসা‑নীতি প্রসারে ৭৪টি দেশের নাগরিকদের জন্য ভিসা‑মুক্ত ভ্রমণ সুবিধা চালু করা হয়েছে ।

রাশিয়া‑ইউক্রেনের সংঘাত: রাশিয়া রাতভর ১০০+ ড্রোন হামলা চালিয়েছে, যা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিশ্চিত করেছেন ।

---

🌋 বিশ্বজুড়ে ছোটখাটো আপডেট

ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরু চলমানভাবে ছাই বিসর্জন দিচ্ছে (১১ মাইল পর্যন্ত)

---

এই খবরগুলো আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক উপাত্ত—যেমন বাণিজ্য, শান্তিচিন্তা, এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা।

---

ইরানের সামরিক-পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের মুহুর্মুহু হামলা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ...
13/06/2025

ইরানের সামরিক-পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের মুহুর্মুহু হামলা

হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, শুক্রবার ভোরে তারা এই হামলা চালিয়েছে। বিবিসি ও আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এই অভিযান 'রাইজিং লায়নের' অংশ। তিনি বলেন, ইরান ইসরায়েলের অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, তেহরানের আবাসিক এলাকাতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ অনেকে নিহত হয়েছে। হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান হোসেইন সালামিও নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান।

এ ছাড়া ইসরায়েলি হামলায় ইরানের দুইজন সিনিয়র পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছে বলে ইসরায়েলের রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়েছে।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর চারটায় তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইরানে হামলার তথ্য নিশ্চিত করে এবং ইসরায়েল জরুরি অবস্থা জারি করে।

এদিকে হামলার পর ইরান তাদের আকাশসীমা বন্ধ করেছে।

12/06/2025

লন্ডনে সফরত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

কিয়ার স্টারমার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টায় বৃটেন সরকারের জোরালো সমর্থন আদায়ের প্রেক্ষিতে স্টারমারের সঙ্গে সাক্ষাতের কথা জানায় বাংলাদেশ। তবে তাতে সাড়া দেননি স্টারমার। বৃটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গণমাধ্যমটিকে দেওয়া সাক্ষাতকারে ড. ইউনূস বলেছেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধারে সহযোগিতা করা বৃটেনের ‘নৈতিক দায়িত্ব’। কেননা পাচার হওয়া ওই অর্থের বেশির ভাগই বৃটেনে রয়েছে। তবে ড. ইউনূস বলেছেন, এখনও এ বিষয়ে সাক্ষাৎ করতে রাজি হননি স্টারমার।

প্রধান উপদেষ্টা বলেছেন, তার (বৃটেনের প্রধানমন্ত্রী) সঙ্গে আমার সরাসরি কোনো আলোচনা হয়নি। তবে স্টারমার বাংলাদেশের পাচারকৃত অর্থ উদ্ধারে সমর্থন করবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি। ড. ইউনূস বলেন, ‘এগুলো চুরির টাকা

১৭ বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন বাংলাদেশে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্...
11/06/2025

১৭ বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন বাংলাদেশে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১১ জুন) লন্ডনে চ্যাথাম হাউজে ‘এক নীতি সংলাপে’ মূল বক্তা হিসেবে অংশ নিয়ে এ মন্তব্য করেন প্রধান ‍উপদেষ্টা।

এর আগে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। সফরের দ্বিতীয় দিনে লন্ডন স্থানীয় সকাল ৯টায় অধ্যাপক ইউনূস যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এ বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

11/06/2025

আবারও চোখ রাঙাচ্ছে
করোনা পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট নেই
দেশে নতুন করে চোখ রাঙাচ্ছে মহামারি করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই সংক্রমণ বাড়ছে। বাংলাদেশেও হঠাৎ করোনা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। সংক্রমণ রোধে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় পরীক্ষা কিটের মজুতের কথা বলছেন জনস্বাস্থ্যবিদেরা। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। দেশের সরকারি হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট নেই। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে করোনা প্রতিরোধে করণীয় নিয়ে সম্প্রতি মিটিং হয়েছে। সেখানে দ্রুত কিট সরবরাহ করার নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা। এদিকে সতর্কমূলক ব্যবস্থা হিসেবে সরকার সব স্থল, নৌ এবং আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া স্ক্রিনিংসহ স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিয়েছে। বিদেশফেরত যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে। পাঁচ বছর আগে করোনা ভাইরাসের এক ভয়াবহ রূপ দেখেছিল বিশ্ববাসী। সম্প্রতি সেই মহামারি ফের নতুন রূপে দেখা দিচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া ভারত গমন না করার পাশাপাশি বাস, ট্রেন ও পাবলিক প্লেসে মাস্ক পরা পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নিয়ন্ত্রণে ত্রিমুখী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, এ বছর করোনায় ব্যাপক আকার ধারণ করতে পারে। যারা টিকার তিন ডোজ নিয়েছেন তারাও স্বাস্থ্যবিধি না মানলে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হবেন। এ কারণে করোনা প্রতিরোধে ত্রিমুখী ব্যবস্থা গ্রহণ করতে হবে এখনই। বিমানপথ, নৌপথ, স্থলপথ দিয়ে যারা বিদেশ থেকে আসবেন, তাদের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করতে হবে।

Address

Dhaka
8020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamuna TV FNS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share