Asit's creation

Asit's creation we bring you the news with a fresh perspective, our team of journalist digs deep to uncover the stories behind the headlines

we are committed to bringing you the most important stories from our area and beyond

21/03/2025

゚viralvideo

ভাইজানের করিশ্মা! মুম্বই স্টেশনে সিকন্দরের শ্যুট করলেন সলমন, ভিড় সামলাতে হিমশিম, স্টেশনে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়লেন...
28/01/2025

ভাইজানের করিশ্মা! মুম্বই স্টেশনে সিকন্দরের শ্যুট করলেন সলমন, ভিড় সামলাতে হিমশিম,

স্টেশনে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়লেন সলমন
ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্টেশনের ভিতরে ঢোকার সময় সলমন খানকে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে রাখা হয়েছে। কালো শার্ট এবং নীল ডেনিম জিন্স পরিহিত অভিনেতাকে দেখা যায় সিকন্দরের জন্য শ্যুটিং করতে, প্রবেশ করছে স্টেশনে। ভক্তরা সুপারস্টারকে এক ঝলক দেখার সঙ্গে সঙ্গে তাঁর দৃষ্টি আকর্ষণ করার জন্য চিৎকার করে ওঠে। এমনকী, টেকের মাঝে উপস্থিত জনতার দিকে তাকিয়ে সলমনকে হাত নাড়তেও দেখা যায়।
ভক্তরা ভিডিয়োগুলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করেছেন। একটি টুইটে লেখা হয়েছে, ‘অপ্রতিরোধ্য, নির্ভীক এবং লার্জার দ্যান লাইফ। সলমন খান হলেন ক্যারিশ্মা ও সাহসের মূর্ত প্রতীক।’ আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘এ আর মুরুগাদোস আমাদের ১০০০ কোটির সিনেমা উপহার দিতে যাচ্ছেন।’ আরেকজন লিখেছেন, ‘আজ রেল স্টেশনে সিকন্দরের সেটে সলমন খানের উন্মাদনা! এর আগে, সিকন্দরের জন্য সলমন খানের শুটিংয়ের আরও একটি ভিডিয়ো অনলাইনে প্রকাশিত হয়েছিল, যেখানে অভিনেতাকে একটি কালো হলুদ ট্যাক্সি থেকে নামতে দেখা গিয়েছিল। আর সলমনকে অ্যাকশন অবতারে দেখার জন্য উত্সাহী দর্শকরা একপ্রকার ঘিরে রয়েছে। সেই ভিডিয়োতে, সলমন ডেনিম জিন্সের সঙ্গে একটি নীল শার্ট পরেছিলেন। আরও পড়ুন: ‘আমার জনপ্রিয়তা ব্যবহার করার জন্য…’! বাংলা সিনেমার পরিচালকদের নিয়ে বিস্ফোরক রূপম এআর মুরুগাদোস পরিচালিত এবং সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিকন্দর একটি অ্যাকশন-প্যাকড সিনেমা যেখানে কাজল আগরওয়াল, রশ্মিকা মান্দানা, সত্যরাজ, শরমন জোশি এবং প্রতীক বব্বর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি ২০২৫ সালের ২৮ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি
What is the next film of Salman Khan? What is Salman Khan's most hit movie? Which movie will release in 2025? What is the next movie of Shahrukh Khan? Salman Khan movies Shahrukh Khan upcoming movies Salman Khan new movie release date Salman Khan new movie sikandar Salman Khan upcoming Movies 2025 Aamir Khan upcoming movies Salman Khan all movies list 1988 to 2025 Salman Khan next movie after Tiger 3 ゚viralvideo

19/01/2025

বিয়ে করেছেন দর্শন রাওয়াল

বিয়ে করেছেন ভারতীয় গায়ক দর্শন রাওয়াল। দীর্ঘদিনের বন্ধু ধারাল সুরেলিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। গতকাল শনিবার রাতে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে তা হয়ে যায় ভাইরাল। ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে দর্শন লিখেছেন, ‘চিরকালের সেরা বন্ধু।’ পোস্টের পর ভক্তদের শুভেচ্ছা ও প্রশংসায় ভাসছেন এই গায় ২০১৪ সালে রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এ অংশগ্রহণের পর দর্শন রাওয়াল খ্যাতি অর্জন করেন। এরপর তিনি ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সনম তেরি কসম’, ‘তেরা সুরুর’, ‘লাভযাত্রী’র মতো বেশ কয়েকটি সিনেমার জন্য গান গেয়েছেন। জনপ্রিয় গানের মধ্যে আরও রয়েছে ‘মিত্রন’, ‘এক লাড়কি কো দেখা তো আইসা লাগা’, ‘লাভ আজকাল’, ‘লুডো’, ‘রকি অর রানি কি প্রেমকাহানি’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ইশক ভিশক রিবাউন্ড’ ও অন্যান্য। শুধু বলিউড নয়, গুজরাটি ও তেলেগু সিনেমায়ও দর্শন রাওয়াল গাইছেন সমানতালে। গান গাওয়ার পাশাপাশি গান লেখা ও সুর করায়ও সুনাম আছে তাঁর। হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন বলে কনসার্টেও রয়েছে দর্শনের দারুণ জনপ্রিয়তা।
২০২৩ সালে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন ভারতের বর্তমান সময়ের জনপ্রিয় গায়ক, সুরকার ও গীতিকার দর্শন। সে বছরের ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে ‘লেটস ভাইব উইথ দর্শন রাওয়াল’ আয়োজনে গান পরিবেশন করেন তিনি।
Does Darshan Raval have gf?, Is Darshan, Raval getting married?, What is Darshan Raval's religion?, দর্শন রাভালের কি গার্লফ্রেন্ড আছে?

#দর্শন রাওয়াল #সনম তেরি কসম #তেরা সুরুর # #লাভযাত্রী #মিত্রন #একটা লাড়কি কো দেখা তো আইসা লাগা #লাভ আজকাল #লুডো #রকিঅর রানি কি প্রেমকাহানি #চান্দুচ্যাম্পিয়ন #ইশক

Aka bose achi😔😔😔😔
25/12/2024

Aka bose achi😔😔😔😔

Tell me something?
10/10/2024

Tell me something?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asit's creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share