Ahmad Rafi

Ahmad Rafi Magician
www.ahmadrafi.online
www.careerhub.academy
SharkFin Digital

রক্তঝরা বিজয়ে, রক্তদান ।🇧🇩🇧🇩
05/08/2025

রক্তঝরা বিজয়ে, রক্তদান ।
🇧🇩🇧🇩

Dream is the most powerful Drug,If anyone start to Dream anything He is ready to Lose anything.
03/08/2025

Dream is the most powerful Drug,
If anyone start to Dream anything
He is ready to Lose anything.

Even when I break down, I will come back with a crown. Everyday i will share a e Commerce Growth Tips.
31/07/2025

Even when I break down, I will come back with a crown. Everyday i will share a e Commerce Growth Tips.

এত শত সমস্যার মধ্যেও একটা মনোবল ছিল, ক্ষতিই ত হচ্ছে সব ঠিক করে নেওয়া যাবে। কিন্তু আজকে ফাইনালি আইএম ডান,  গিভ আপ 🙏। সব হ...
15/05/2025

এত শত সমস্যার মধ্যেও একটা মনোবল ছিল, ক্ষতিই ত হচ্ছে সব ঠিক করে নেওয়া যাবে। কিন্তু আজকে ফাইনালি আইএম ডান, গিভ আপ 🙏।
সব হইলেও জেলি'রে পাব কই...? অফিস থেকে আসার পর থেকে রাত ৩/৪ টা পর্যন্ত, আমার অথবা ল্যাপটপের পাশে বসে থাকার অভ্যাসটা 💔 কোনসময় ধমক মারলে কোলে না নেওয়া পর্যন্ত যেন অভিমান কমতোই না। মিস ইউ জেলি, ধমক আর দেওয়া হবে না।
জেলি: মৃত্যু- ১৫ মে ২০২৫

যারা ই কমার্স ব্যবসা শুরু করবেন ভাবছেব তাদের জন্য ফুল গাইড লাইন এখানে আছে। প্রোডাক্ট রিসার্চ থেকে শুরু করে সেলস পর্যন্ত।
05/05/2025

যারা ই কমার্স ব্যবসা শুরু করবেন ভাবছেব তাদের জন্য ফুল গাইড লাইন এখানে আছে। প্রোডাক্ট রিসার্চ থেকে শুরু করে সেলস পর্যন্ত।

আজকের পোস্ট টা একটু আলাদা, আমি মেক্সিমাম টাইম লিখি বিজনেস নিয়ে, আজকে লিখব বিভিন্ন প্রফেশনাল ব্যক্তিত্বদের নিয়ে। আচ্ছা ডি...
03/05/2025

আজকের পোস্ট টা একটু আলাদা, আমি মেক্সিমাম টাইম লিখি বিজনেস নিয়ে, আজকে লিখব বিভিন্ন প্রফেশনাল ব্যক্তিত্বদের নিয়ে। আচ্ছা ডিজিটাল প্রেজেন্স কি শুধুমাত্র বিজনেসম্যানদেরই প্রয়োজন হয় নাকি সকল পেশার সকল মানুষদেরই প্রয়োজন..?

একটা সময় ছিল শুধুমাত্র খাদ্য সামগ্রী বা নিত্য প্রয়োজনীয় বস্তুই ছিল বিক্রি উপযোগী পণ্য, কালের পরিক্রমায় বর্তমান সময়ের প্রতিটা সার্ভিস এই এক একটি পণ্য। কিন্তু সে সকল সার্ভিস বা সেগুলোকে ডিজিটালি প্রেজেন্ট করার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে থাকে শিক্ষিত প্রফেশনাল ব্যক্তিবর্গগণ।

ধরা যাক একজন ডাক্তার এটি এমন একটি পেশা যার সর্বোচ্চ সাধারণ মানুষের কাছাকাছি থেকে কাজ করার সুযোগ পেয়ে থাকে, তাই উনাদের এই সবচেয়ে বেশি ডিজিটালই এক্টিভ থাকা প্রয়োজন ছিল কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে সবচাইতে বেশি উনারা ইন একটিভ হয়তো সময়ের অভাব নয়তো প্রয়োজন বোধের অভাব। একজন ডাক্তারের যদি ডিজিটাল সেবা দেওয়ার ইচ্ছা পোষণ করে তাহলে অর্ধেক সাধারণ মানুষের সমস্যা সহজেই সমাধান হয়ে যেত সেই সাথে তিনিও পেতেন কিছুটা ব্যক্তিগত বা সেলফ ডেভেলপমেন্টের জন্য সময়।

উকিল উনারা সবচাইতে বেশি সাধারণ মানুষের কাছাকাছি থাকে, কিন্তু ওনাদের অনলাইন প্রেজেন্ট মানেই ফেসবুকে মাঝে মধ্যে দুই একটা পোস্ট এটা ডিজিটাল প্রেজেন্স.? কিন্তু উনারা চাইলেই আরো প্রফেশনালি কাজটা করার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতনতা ও অনেক আইনি জটিলতা সহজেই দূর করতে পারতেন।

এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে যেখানে প্রফেশনালদের ডিজিটাল এক্টিভ থাকা অনেক গুরুত্বপূর্ণ।

ডিজিটালই একটিভ থাকা মানে আরেকজনকে সেবা দেওয়া নয় বরং নিজের সার্ভিসের মান ও নিজের কর্মক্ষেত্রকে আরো প্রফেশনালি প্রেজেন্ট করার সুযোগ থাকে। নিচে কয়েকটি ব্যাপারে আলোচনা করা হলো, ডিজিটাল একটিভ থাকার কারণে কিরকম সুবিধা তারা পেতে পারে

১. নতুন ক্লাইন্ট তৈরিতে সহযোগিতা করে: আপনি ডিজিটালই একটিভ থাকার মাধ্যমে আপনার ক্লায়েন্টদের দেওয়া সেবাও আপনার সার্ভিস সম্পর্কে আরো বেশি মানুষকে জানানোর সুযোগ পাচ্ছেন সেই সাথে আরও বেশি ক্লাইন্ট পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

২. বিশ্বাসযোগ্যতা তৈরি করা

বর্তমান বাজারে বিশ্বাসযোগ্য সার্ভিস পাওয়া অনেকটাই কঠিন ডিজিটাল একটিভ থাকার মাধ্যমে আপনার সেবার উপর মানুষের আস্থা তৈরি করা সহজ হয় তাই প্রতিটি প্রফেশনাল দের ডিজিটালই একটি থাকা জরুরি

৩. প্রতিযোগিতামূলক সুবিধা পাওয়া

প্রতিযোগিতা মূল বাজারে থাকা আপনাকে আরও বেশি অন্যদের চাইতে এগিয়ে রাখবে কেননা এতে করে আপনি আস্থা অর্জন করবেন এবং নেটওয়ার্কিং হয়ে যাবে আপনার এর মাধ্যমে আপনি যে কোন রিসার্চ গবেষণা বা উচ্চ পদস্থ মানুষদের সাথে খুব বেশি কানেক্টেড থাকবেন এতে করে আপনার অন্যান্য প্রতিযোগিতা ক্ষেত্রেই কিছুটা বেশি সুবিধা পেয়ে থাকবেন।

৫. গ্রাহক সেবা সহজ করা: ডিজিটালী এক্টিভ থাকার মাধ্যমে গ্রাহক সেবা অনেক সহজ করা সম্ভব হয় অনেক ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র রিপোর্ট পরীক্ষা করানোর জন্য ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে ডাক্তারের সময় নষ্ট করে রোগী দেখতে হচ্ছে সেই ক্ষেত্রে যদি ডিজিটাল সেটা করা যায় তাহলে অনলাইনে রিপোর্ট পরীক্ষা ও প্রেসক্রিপশন পাওয়া যায় এরকম প্রতিটা প্রফেশনে অনেক হ্যাসেল কমিয়ে আরো বেশি কর্ম দক্ষতা অর্জন করা যায়।

৬. বিশ্বব্যাপী পৌঁছানো

একজন প্রফেশনালের জন্য ডিজিটাল প্রেজেন্স থাকা তাকে বিশ্বব্যাপী পৌঁছাতে সাহায্য করে। এখনকার দিনে, গ্রাহকরা বা ক্লায়েন্টরা শুধু তাদের স্থানীয় এলাকাতেই নয়, বরং পৃথিবীর অন্য প্রান্ত থেকেও সেবা নিতে আগ্রহী। একটি ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মাধ্যমে, আপনি সহজেই আপনার সেবা আন্তর্জাতিক স্তরে প্রসারিত করতে পারেন এবং বিশ্বব্যাপী একটি বৃহত্তর গ্রাহক বেস তৈরি করতে পারেন।

৭. ব্র্যান্ডিং এবং পরিচিতি

ব্র্যান্ডিং বা নিজের পরিচিতি তৈরি করা প্রতিটি পেশাদার ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল প্রেজেন্স এর মাধ্যমে আপনি নিজের ব্র্যান্ড তৈরি করতে পারেন এবং মানুষের মধ্যে একটি শক্তিশালী চিন্তা বা ধারণা তৈরি করতে পারেন। আপনি যেহেতু অনলাইনে থাকবেন, তাই আপনার প্রফেশনাল প্রোফাইল এবং সেবার পরিচিতি দ্রুত ছড়িয়ে পড়বে।

তাই পরিবেশে একটা কথাই বলতে চাই প্রতিটা সার্ভিসের জন্য নূন্যতম একটা পোর্টফোলিও লিঙ্কডইন প্রফেশনাল প্রোফাইল ও সোশ্যাল মিডিয়া প্রোফাইল থাকা বাঞ্ছনীয়, শুধুমাত্র ডিজিটাললি এক্টিভ থাকার কারণে লাইফের প্রতিটা ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা ভোগ করার সুযোগ পাওয়া যায়।

এখন সময় এসেছে, প্রতিটি প্রফেশনাল ব্যক্তি ডিজিটাল বিশ্বের সঙ্গে নিজেকে পরিচিত করিয়ে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার। অনলাইন প্রেজেন্স শুধু একটি ট্রেন্ড নয়, এটি একটি প্রয়োজনীয়তা যা একজন প্রফেশনালকে তার ক্যারিয়ার বা ব্যবসা সম্প্রসারণে সাহায্য করতে পারে। ডিজিটাল প্ল্যাটফর্মগুলো, যেমন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, এবং অনলাইন মার্কেটিং-এর মাধ্যমে, একজন প্রফেশনাল তার সেবা বা পণ্য বিশ্বব্যাপী প্রচার করতে পারে, নতুন সুযোগ সৃষ্টি করতে পারে এবং তার ক্যারিয়ারে সাফল্য অর্জন করতে পারে।

28/04/2025

Ad Testing Matrix – কিভাবে আপনি মাত্র ৫০০ টাকা বাজেটে ৫টা কনসেপ্ট টেস্ট করবেন?
আমরা সবাই চাই কম খরচে সেরা রেজাল্ট।
কিন্তু আজও অনেকেই ভাবে — “Testing মানে হাজার হাজার টাকা খরচ করতে হবে!”

আপনি চাইলে মাত্র ৫০০ টাকাতেই বুঝে যেতে পারেন,
👉 কোন Ad কনসেপ্টটা future-এ scale করার মতো
👉 আর কোনটা একেবারে skip করে দেয়া উচিত।
এটাই হলো Lean Testing Matrix —
যেখানে আপনি সিম্পল একটা Framework ফলো করে low-budget A/B testing করতে পারেন,
আর আগেই বুঝে ফেলতে পারেন কোন Ad টাইপ আপনার audience কে বেশি engage করে।

1. Audience Constant (নির্দিষ্ট) রাখুন:
যদি আপনি একই কনসেপ্ট আলাদা আলাদা অডিয়েন্সে চালান, তাহলে আপনি বুঝতেই পারবেন না কোনটা খারাপ পারফর্ম করছে ‘কনসেপ্ট না অডিয়েন্স’? সো Audience হবে নির্দিষ্ট একটা গ্রুপ।
For example:
Location: Bangladesh (বা নির্দিষ্ট city)
Age: 22–35 (যদি আপনার core TG হয়)
Gender: যদি gender-specific না হয়, both রাখুন
Interest: Keep it broad — eg: Online Shopping, Fashion Buyers

2. Ad Set Split করুন (5x):
৫টা Ad Set নিন, প্রতিটি Ad Set এ আপনি ১টি আলাদা কনসেপ্ট বা অ্যাঙ্গেল দিবেন।এতে আপনি ঠিক বুঝতে পারবেন কোন থিম/টোন/কপিই বাস্তবিকভাবে টিকে থাকতে পারছে।
Test করা যায় এমন কনসেপ্ট:
Emotional Storytelling: একজন গ্রাহকের গল্প
Direct Offer: “Buy 1 Get 1 Free”
Problem–Solution: "থোবে কেন ঘামে দাগ পড়ে?" → আমাদের কাপড়ের বৈশিষ্ট্য
UGC Style: ক্যাজুয়াল মোবাইল ভিডিও বা ইনফ্লুয়েন্সার কনটেন্ট
Shock Visual: চোখ ধাঁধানো কালার বা bold hook
Example:
Ad Set 1 – Storytelling (Real buyer journey)
Ad Set 2 – Offer Focused (BOGO)
Ad Set 3 – Product Demo (1-min usage clip)
Ad Set 4 – UGC Style (Influencer selfie style)
Ad Set 5 – Bold Visual + Shocking Headline

3. Manual Budget (ABO) দিন – (Why not CBO?):
কারণ আপনি যদি CBO ব্যবহার করেন, Facebook পুরো বাজেটটা ১–২টা Ad Set এ বেশি দেয়, আর বাকি গুলা ঠিকমতো খরচ করেই না। যদি স্পেন্ড না হয় তাহলে তো বুঝার সুযোগ নেই আদতে Ad টা কেমন ছিলো।
তাই যেভাবে সাজাতে পারেন:
Campaign Type: Traffic বা Engagement
Budget Type: Ad Set Budget (ABO)
Budget: প্রতিটি Ad Set এ ১০০ টাকা
Total: ৫টি Ad Set × ১০০ টাকা = ৫০০ টাকা

4. Run for 24 Hours – (What to look for?):
Conversion না হলেও এই মেট্রিকগুলো দেখুন:
CTR (Click Through Rate)
CPC (Cost per Click)
CPM (Cost per 1,000 impressions)
Post Engagement (Comments, Reactions)

🎯 কোনটা Win করছে কীভাবে বুঝবেন?
যার CTR সবচেয়ে ভালো, CPC কম এবং Engagement বেশি — সেটাই Future Scaling এর জন্য Best Performing Ad.

কেন এটা কাজ করে?
✔️ Low Budget, High Insight
✔️ Emotional vs Offer vs Bold কী বেশি কামায় – বুঝা যায়
✔️ Future Ad Budget Waste হওয়া থেকে বাঁচায়

Bonus Tips:
একই পদ্ধতিতে retargeting audience এর উপরেও আলাদা angle টেস্ট করা যায়।

তবে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, যদি অল্প টাকাতেই টেস্টিং কমপ্লিট হয়ে যায় তাহলে শত ডলার খরচ করার কথা কেনো শূনতে পাই, বা বাজেটে Winning Ad পাওয়া পসিবল কিনা? দেখুন, CTR, CPC, Engagement ভালো হলেই সেল বেশি হবে এমনটা হয় না। এক্সাম্পল, আপনি যদি ফানি/ভাইরাল কনটেন্ট দিয়ে ক্রিয়েটিভ বানান সেক্ষেত্রে CPM ও Engagement বেশি আসবে, তবে Result আশানুরূপ আসে না।
তাই এখানে আপনার মেইন মেট্রিক্স হওয়া উচিত CTR ও CPC। তারপরও এগুলো enough না সেল আসবে এমন Winning Ad পাওয়ার জন্য। তবে initially screening করতে পারবেন কি টাইপ এড কাজ করতে পারে।

Creative Testing এর জন্য আপনি কোন মেথড ইউজ করেন কমেন্টে জানান।

28/04/2025

Your childhood is the foundation of your life. Every person carries their childhood throughout their entire life.

এই পোস্টে অনেকেই উল্টাপাল্টা মন্তব্য করতে পারেন, তবে সত্য এটাই বাংলাদেশের ই কমার্স ব্যবসায়ীদের মত সুপারহিরো শ্রেনীর ব্যব...
28/04/2025

এই পোস্টে অনেকেই উল্টাপাল্টা মন্তব্য করতে পারেন, তবে সত্য এটাই বাংলাদেশের ই কমার্স ব্যবসায়ীদের মত সুপারহিরো শ্রেনীর ব্যবসায়ী দুনিয়াতে খুবই কম আছে, সবাই না তবে ৯০% এই এইরকম।

উনারা একেকজন ব্যবসায়ী, মার্কেটার, ম্যানেজার, গ্রাফিক্স ডিজাইনার, গ্রোথ এক্সপার্ট সব উনারা একাই পারে। উনারা সুপার হিউম্যান, ফলাফল ১ থেকে সর্বোচ্চ ২ বছরে ব্যবসা উধাও।

📌 ফেসবুকে এসে পোস্ট একজন দক্ষ এড এক্সপার্ট লাগবে, ইনবক্স করেন।
📌 ১০ ডলার বাজেট সেল কত দিতে পারবেন.?
📌 এই প্রোডাক্ট সেলস কেমন করে দিতে পারবেন.?

এইসব কি ভাই?? এইভাবে মার্কেটিং হয় নাকি করে.? করে অনেক ভাইয়েরা আছেন, না করেও উপায় নাই, কাজ করতে ত হবে।

📌 একজন ডিজিটাল মার্কেটার এর কাজ কি.?
একজন ডিজিটাল মার্কেটার এর কাজ আপনার ব্যবসার একটা স্থায়ী গ্রোথ ও আপনার ব্যবসার পটেনশিয়ালটি টা মানুষের সামনে ডিজিটালি উপস্থাপন করা। এটা একটা প্রসেস এর জন্য সময় লাগে।
আপনারা আসেন ৭ দিনে ৩ দিনে ফল চান কি চান.? সেলস.? আপাতদৃষ্টিতে ছোট একটা সেলস হলেও আপনি বাঁশ খেয়ে যাচ্ছেন। আপনার এডের উপর নির্ভরতা বেড়ে যাচ্ছে৷ যা দীর্ঘস্থায়ী মাঠে ঠিকিয়ে রাখা সম্ভব না।
এইসব আবোলতাবোল কাজে মার্কেটার হায়ার না করে, একজন মার্কেটার হায়ার করুন যিনি আপনার ব্যবসার রোড ম্যাপ ও এর ফলাফল সাথে প্রপার পেইড মার্কেটিং করে আপনাকে একটা দীর্ঘস্থায়ী ফলাফল দিতে পারবে। আপনার ভিত ঠিক না থাকলে এইসব এড সেলসে আপনার ব্যবসা ধোপে ঠিকবে না।

কথাগুলো একটু আনফরমাল হয়ে গেছে তবে এছাড়া আর বলার ওয়ে পাই নি।

একটা গরুর বাচ্ছা ১০ লিটার দুধ দিচ্ছে দৈনিক, আমি শুধু খাবার দিচ্ছি ভূষি আর একদম কাছা ঘাস যা খেয়ে আজ এই ফলাফল.?  কি বিশ্বা...
22/04/2025

একটা গরুর বাচ্ছা ১০ লিটার দুধ দিচ্ছে দৈনিক, আমি শুধু খাবার দিচ্ছি ভূষি আর একদম কাছা ঘাস যা খেয়ে আজ এই ফলাফল.? কি বিশ্বাস হচ্ছে না.? গরুর বাচ্ছা কিভাবে দুধ দিবে তাও ১০ লিটার.??
আপনি বলেন দিবে না কেন.? আমি কাছা ঘাস খাওয়াচ্ছি, ভূষি খাওয়াচ্ছি, ভাল মানের সুসম খাদ্য দিচ্ছি এর পরেও দিবে না কেন.?
কি ভাবছেন পাগল হয়ে গেছি একটা ইম্যাচিউর বাচ্ছা গরু কিভাবে দুধ দিবে..? না পাগল না ঠিকেই আছি পোস্ট টা পড়েন বুঝে যাবেন, আসল পাগল কে।

আপনি বলুন ত একটা নতুন অনলাইন ব্যবসা কিভাবে আশা করেন বিশাল সেল পাবেন.? বিজনেসের ম্যাচুরিটি লাগে না.? কি বলবেন আপনার প্রোডাক্ট ভাল, টার্গেট ওডিয়েন্স সেই লেভেলে, কনটেন্ট ভাল, বিশাল বাজেটের এড দিচ্ছি তাহলে হবে না কেন.? উত্তর: আপনি পাগল হয়ে গেছেন, সেলস এইভাবে পাওয়া সম্ভব না, যেরকম করে বাচ্ছা গরুর দুধ পাওয়া সম্ভব না।

📌 চলুন দেখি কেন সম্ভব হবে না:

ম্যাচুরিটির : অনলাইনে পণ্য ক্রয়ের অন্যতম কারণ কাস্টমার চায় রিল্যাক্স হয়রানি ছাড়া পণ্য পাওয়ার সুবিধা নিতে, সেক্ষেত্রে যখন একটা নতুন ব্র‍্যান্ড থেকে পণ্য অর্ডার করে সাইকোলজিক্যালি সে ভাবতে শুরু করে, ওরা কি আসল পণ্য দিবে.? তার পর দেখে কমেন্ট কেউ এই প্রোডাক্ট নিয়েছে কিনা, কয়েকটা টা কমেন্ট পেলেও কনফিউজড থাকে ভাল হবে ত.?? টাকা মার যাবে না ত.? এত ভাবনা চিন্তার পরে কেউ কেউ অর্ডার দিয়ে দেয় আবার কেউ কেউ শুধু মেসেজে খোজ খবর নিয়ে পেইজে লাইক দিয়ে চলে যায়। আর এটাই স্বাভাবিক। এখানে আপনি যত কৌশলেই প্রয়োগ করেন খুব বেশি সুবিধা হবে না।

এড স্ট্র‍্যাটেজি : শুধুমাত্র বড় বাজেটের সেলস এড দিয়ে সেল আসবে না! প্রয়োজন প্রমোটেড কন্টেন্ট, বিশ্বাসযোগ্যতা, বিক্রয় পরবর্তী সেবা, এবং ধারাবাহিক প্রচারণা। এই ধারাবাহিক প্রচারণা শুধুই প্রচারণা হিসাবেই দেখেন সেলস প্রচারণা না, এটা আপনাকে পরিচিতি ও ভরসা এনে দিবে।

পরিনতি : গরুর বাচ্চা সুসম খাবারের পরেও দুধ দিচ্ছে না তার মানে কিন্তু এই না যে এই ফল পাওয়া যাবে না, এই বাচ্ছা গরু ম্যাচিউর হলে অবশ্যই অন্য ৫ টা গরুর চাইতে অনেক বেশি দুধ দিবে।
ঠিক তেমনভাবে আপনার এই প্রচারণা পানিতে যাচ্ছে না, এটা আপনাকে ফলাফল দিবে তবে একটু ম্যাচিউর হওয়ার সময় দিন, দেখবেন ফেস্টিবাল ছাড়া এড রান করতেই হবে না, অটো সেল হবে স্বাভাবিক প্রক্রিয়াতে।

আর সর্বশেষ: ভাই ধৈর্য না থাকলে ব্যবসা করতে আইসেন না। ১ লাখ টাকা হাত কামড়াচ্ছে যাই একটা পেইজ খুলে কিছু প্রোডাক্ট নিই, মাসে ইনকাম ৩০ হাজার৷ তাহলে বাদ দেন৷ এই লাইন আপনার জন্য না। এখানে ১০ হাজার ডলারের এড দিয়েও সম্ভব হবে না।

অনলাইনে ব্যবসা সফল করতে সময়, পরিশ্রম এবং সঠিক কৌশল সবই গুরুত্বপূর্ণ। সফলতা একদিনে আসে না, ধীরে ধীরে, শুধু সঠিক প্রস্তুতি এবং পরিশ্রমের মাধ্যমে!

সরি ভাই যিনি পোস্ট টা করেছিলেন, আপনার পোস্ট এর উপরে কিছু আলোচনা করলাম,  ভেবেছিলাম কমেন্ট করব, কমেন্টে এত বিস্তারিত বলার ...
21/04/2025

সরি ভাই যিনি পোস্ট টা করেছিলেন, আপনার পোস্ট এর উপরে কিছু আলোচনা করলাম, ভেবেছিলাম কমেন্ট করব, কমেন্টে এত বিস্তারিত বলার চাইতে এখানে বললে হয়ত বেশি মানুষ দেখবে, এবং উপকৃত হবে আশা করি)

বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে মার্কেটার এর চাইতে বিজনেস ওনার বেশি বুঝে মার্কেটিং, আর মার্কেটারগণ বেচারা কাজের জন্য সেভাবেই পরিচালিত হয়।

অনেক মার্কেটার ও বিজনেস ওনার ভাবেন, যদি কোন এডে মেসেজ আসে তাহলে তারা প্রোডাক্ট ক্রয় করতে মেসেজ পাঠায়, সরি টু সে বাস্তবতা তা নয়।যদি কাস্টমারস ১০টি মেসেজ পাঠান, তবে সম্ভবনা খুব বেশি হাই কোয়ালিটি টার্গেটিং হলে ২ থেকে ৩ টা সেল সর্বোচ্চ আসতে পারে। কিন্তু যারা আসলেই মার্কেটিং করে তারা জানে মেসেজ মানেই সেলস না। তারা শুধুমাত্র আগ্রহী জানতে, আসলে হচ্ছে টা কি আপনার পেইজে বা শপে। তবে এটা নিশ্চিত আপনার কমিউনিকেশন, সেলস স্কিল ও সার্ভিস নিশ্চিত করতে পারে ওরা আপনার ভবিষ্যতে কাস্টমার হবে।

প্রশ্ন ০১: প্রোডাক্ট ক্রয় করতে না চাইলে মেসেজ করে কেন.?

উত্তর: এর অনেকগুলো কারণ থাকলেও অন্যতম কৌতুহল, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে রাস্তার পাশের ধানক্ষেতে মাটি উত্তোলনের বড় মেশিন আসলেও ১০০ দাঁড়িয়ে থাকে তা দেখতে, তাহলে এখানেই বুঝে নিন কেন মেসেজ করে। ওরা জাস্ট আগ্রহী আপনার প্রোডাক্ট বা যাই একটু দেখে আসি ত নতুন জিনিস মার্কেটে কেমন দামে সেলস হচ্ছে।

প্রশ্ন ০২: সবাই কৌতুহলী হলে সেলস করবো কিভাবে বা কাকে.?

উত্তর: একটি সেলস অনেক ফ্যাক্টরের ওপর নির্ভর করে, যেমন:
প্রোডাক্ট কোয়ালিটি : আপনি যদি ভালো মানের প্রোডাক্ট অফার না করেন, তবে যতই মেসেজ পাঠান না কেন, সেলস আসবে না আশানুরূপ। এখানে আপনি ১০ ডলারের এড দিন বা ১০ হাজার।

প্রশ্ন ০৩: তাহলে যারা কিনে তারা কি ভেবে কিনে?
এটার উত্তর টাইমিং..!!! কিছু কাস্টমার আছে যা সময়মতো কেনাকাটা করতে চান না, বা তারা তাদের বাজেট অনুযায়ী সিদ্ধান্ত নেন। তাই মেসেজে তাদের কাছে চাপ প্রয় করে, তাদের কেনার সিদ্ধান্তে সাহায্য করা উচিত।কেননা : অনেক কাস্টমার পরিকল্পনা করে কোন প্রোডাক্ট সামনে মাসে বেতন পেয়ে ক্রয় করবে সেক্ষেত্রে সে এখনি মার্কেট যাচাই করছে , আবার অনেকে আগেই পরিকল্পনা করে রেখেছে আপনার প্রোডাক্ট থাকে এডের দ্বারা! আরো প্রভাবিত হয়ে অর্ডার করেছে ।সব কাস্টমাররা এখনই কিনতে আগ্রহী নাও হতে পারে। তারা ভবিষ্যতে কিনতে চাইতে পারে, তাই তাদের সাথে সম্পর্ক তৈরি করা প্রয়োজন।

প্রশ্ন ০৪: এড রান করলাম প্রতি ১০ টা মেসেজে ১/২ টা সেলস আসে/আসছে এটা কি স্বাভাবিক।
হ্যাঁ অবশ্যই স্বাভাবিক মার্কেটিং এরব প্রবাধ আছে প্রতি ১৩ টা রিজেকশনের পর ১ টা কাস্টমার হতে পারে। তাই এইসব নিয়ে ভাবার দরকার নাই।

যদি আপনি ১০ জনকে মেসেজ পাঠান এবং ১ জন কিনে, এটি খুবই সাধারণ। এর কারণ হতে পারে যে, ঐ এক ব্যক্তি তখনই কেনার জন্য প্রস্তুত ছিল। হয়ত তিনি আপনার প্রোডাক্ট সম্পর্কে পূর্বেই শুনেছেন বা তিনি উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন।

প্রশ্ন ০৫: যদি ক্রয় না করবে তাহলে শুধু মেসেজ দেহ কেন.??

উত্তর: পরিচিত হতে, আপনার যেমন ভাল মানের ওডিয়েন্স দরকার তারও দরকার কোয়ালিটি ও ব্র‍্যান্ড বুঝে ট্রাস্টেড শপ থেকে ক্র‍য় করা তাই মেসেজ আসছে মানেই তিনি আপনার খুব দ্রুতই কাস্টমার হচ্ছেন৷ বাকিটা আপনার সার্ভিস আর স্কিল।©AhmadRafi.
মেসেজ পাঠানোর মাধ্যমে আপনি কাস্টমারদের সাথে যোগাযোগ স্থাপন করছেন। এটা তাদের কাছে আপনার প্রোডাক্টের সম্পর্কে আরও জানাতে সাহায্য করে। ভবিষ্যতে তারা যদি কিনতে চান, তাহলে আপনি তাদের কাছে থাকবেন। ম

প্রশ্ন ০৬: তাহলে আমি কি সেলস করবো না.? সেলস কিভাবে করবো সব যদি ভুলেই হয়.?
উত্তর: আপনার শপ কি সেলস এডের উপযুক্ত কিনা, ( জ্বি ভাই বুঝেই বললাম সব মার্কেটার এসে গালি দিয়েন না) আচ্ছা বলুন ত বাচ্চা গরু কি দুধ দিবে.? দুধের জন্য ম্যাচিউর হতে হবে আর বাচ্চা হওয়ার পর দুধ দিবে সেলসও তাই, আপনার বিজনেস ব্র‍্যান্ড যদি ম্যাচিউর না হয় তাহলে যাই এড পড়া, পানি পড়া দেন সেলস হবে না। তাই শুধু সেলস নিয়ে না ভেবে ম্যাচিউর একটা বিজনেস দাড় করানোর চিন্তা করেন এতে করে সময় হলে ১০ কেজি করেই দুধ বা সেলস পাবেন। (এটা কিভাবে করবেন জানতে চাইলে নক দিয়েন, টাকা লাগবে না)

অনেক বললাম এবার শেষ করি, যদি একজনেরও কাজে আসে এতেই লেখার স্বার্থকতা, তবে মনমতো ব্যবসা করতে চাইলে মুদির দোকান সেরা অপশন, অনলাইন বিজনেস করতে হলে নিয়ম/স্ট্র‍্যাটেজি ফলো করেই করতে হবে। আর ব্যবসায়ী রা প্লিজ নিজেই মার্কেটিং / এড চালু করে দিয়েন না। সব নিজে করে ফেলতে চাইলে ত ঝামেলা, আপনি শুধু দেখেন একটা এড, কিন্তু এটা পুরোটা একটা স্ট্র‍্যাটেজি, দেখেন বাকিটা আপনার ব্যবসা আপনি যা ভাল মনে করেন।
Ahmad Rafi

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ahmad Rafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share