29/08/2025
অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে কোরিয়ান কিমচি খাব...তো আজ বেরিয়ে পড়লাম বিকালে এইসব কাঁচা বাজার কিনতে...তোর সব কেনাকাটার পর মনে হল কিমচি তো কিনলাম না মনে হচ্ছে খালি টাকা আর টাকা খরচ হলো....🤑🤑সব জিনিসের এত দাম আর কিমচির জন্য যে সস লাগে সেই সসটাই অনেক বেশি দাম ছিল...কিন্তু সসের নামটা কিন্তু বেশ সুন্দর তাই না🐸এখন যদি বলি খেতে কেমন..খেতে খুব ভালো বা খুব খারাপ তা না চলে আর কি মানে মজায় আছে বলতে গেলে😊😊🫠এটা চাইলেই সবার কাছে পছন্দ হবে না বা হতেও পারে কারণ এটা সম্পূর্ণ কাঁচা..আর যারা এইসব খাবার বা কোরিয়ান চাইনিজ খাবার খেতে পছন্দ করে তাদের কাছে তো এগুলো নরমাল ব্যাপার তাদেরই পছন্দ হবে এগুলো🙂..তবে আমার কাছে খেতে বেশ ভালো লেগেছে ..কারণ আমি চাইনিজ করিয়ান খাবার বা আনকমন যেসব খাবার সেগুলো খেতে আমি বেশ ভালোবাসি..😊...
゚